অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আয় করুন ঘরে বসেই

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

আউটসোর্সিং বলতে আমরা মুলত বুঝি যখন একটি বিদেশী প্রতিষ্ঠান আর কাজসমূহ তুলনামূলক কম খরচে বা সস্তায় করার জন্য কাজ গুলো অন্যান্য উন্নয়নশীল দেশের প্রতিষ্ঠান বা জনশক্তির ব্যবহারের মাধ্যমে করে থাকে তাকে।
এরফলে একদিকে ক্লায়েন্ট যেমন কম খরচে কাজকরিয়ে নিয়ে লাভবান হয় অন্যদিকে উক্ত দেশেরও এর মাধ্যমে বৈদেশীক মুদ্রা আয় হয়। বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি ঘরেই ইন্টারনেটে বসে ফ্রি ল্যান্স কাজ করে আয় করতে পারেন। এধরনের ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজের সহায়তার জন্য বেশ কিছূ সাইট গড়ে উঠেছে।

যেমনঃ http://www.joomlancers.com - এতে শুধু ওপেনসোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলার কাজ পাওয়া যায়

http://www.getafreelancer.com - এই সাইটে রয়েছে ফ্রিল্যান্সারদের জন্য অসংখ্য কাজ। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ পাবেন যেমন ডাটা এন্ট্রি, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিকসডিজাইনিং, এনিমেশন সহ জুমলায় ওয়েবডেভলপমেন্টের কাজ।

কাজ পেতে হলে আপনাকে প্রথমে উক্ত সাইটে রেজিস্টার করতে হবে। তারপর আপনি করতে পারবেন এমন কাজ গুলোর জন্য বিড করতে হবে, বিড করলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি সেই কাজ করতে ইচ্ছুক, এখন ক্লায়েন্ট যদি আপনাকে সেই কাজের জন্য যোগ্য মনে করে তাহলে সে কাজটা আপনাকে করতে দেবে। আর সাধারন মেম্বারদের কাজ হতে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ সাইটটির সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে। তবে গোল্ড মেম্বারদের এই চার্জ নেই, তাদের শুধু মাসে ১২ ডলার দিতে হবে।
দেশীয় আইটি পত্রিকা কম্পিউটার জগতে এ বিষয়ে প্রচ্ছদ প্রতিবেদন দিয়েছে এখান থেকে দেখতে পারেন।

কাজ করার পর এখান থেকে টাকা কয়েক ভাবে পাওয়া যাবে। একটি হল ব্যাংক টু ব্যাংক ওয়্যার ট্রান্সফার, যার জন্য আপনার কোন ব্যাংকে একটি সেভিংস এক্যাউন্ট থাকলেই হল। আরেকটি হল Payoneer ডেবিট কার্ড
এটি getafreelancer.com ই দিয়ে থাকে তবে এটি অর্ডার করতে হলে আপনার getafreelancer.com এর একাউন্টে কমপক্ষে 30$ থাকতে হবে। এই পদ্ধতিতে আপনি অর্থ কুব দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে এটিএম এর মাধ্যমে তুলতে পারবেন। কার্ড পাবার পর সেটি একটিভেট করতে কিছু টাকা খরচ হবে।

আমি এ নিয়ে একটি ফোরামে টিউন করেছি। এখানে দেখতে পারেন

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক উপকৃত হলাম ফয়সাল ভাই ……..অনেকদিন ধরে অনলাইন জব খুজছিলাম……এবার হয়ত একটা গতি হবে।
অনেক ধন্যবাদ আপনাকে।

How to disable a STOLEN mobile phone?

To check your Mobile phone’s serial number, key in the following digits on your phone!:

star-hash-zero-six-hash

* # 0 6 #

A 15 digit code will appear on the screen. This number is unique to your handset. Write it down and keep it somewhere safe. When your phone get stolen, you can phone your service provider and give them this code. They will then be able to block your handset so even if the thief changes the SIM card, your phone will be totally useless. You probably won’t get your phone back, but at least you know that whoever stole it can’t use/sell it either. If everybody does this, there would be no point in people stealing mobile phones.

Bro ! I have done sum freelancing, now can i also get sum POISHA ?(just jokin!)
P.S. MAY be everybody knows about this but for those who don’t I think it would be a great help !

কিন্তু ভাইজান টাকার ট্রানজেক্শানটাই সমস্যা। তাই নয় কী?

ফয়সাল ভাই ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড দিয়ে কি টাকা ট্রান্সফার করা যাবে।

Level 0

http://forum.projanmo.com/p63423.html#p63423

এখানে নজর রাখুন

অনলাইনে ফ্রিল্যান্সিং নিয়ে গত তিন মাসে কম্পিউটার জগতে ধারাবাহিকভাবে প্রতিবেদন লিখছি। তারপর থেকে প্রতিদিন পাঠকদের কাছ থেকে ইমেইল পাচ্ছি। কিন্তু ব্যস্ততার কারণে সবার ইমেইলের উত্তর দেয়া সম্ভব হয় না। তাই পাঠকদের সুবিধার জন্য একটি সাইট তৈরি করেছি। আশা করছি এটি সবার কাজে লাগবে।

সাইটের ঠিকানা হচ্ছে – http://freelancerstory.blogspot.com

Level 0

@মোঃ জাকারিয়া চৌধুরী – ব্যস্তার কারণে বিভিন্ন ব্লগ সাইটগুলো ঘুরা হয় না। টেকটিউনসেই বেশি আসা হয়। আপনার ব্লগটা দেখলাম খুবই উপকারি কিছু পোস্ট আছে। আপনি টেকটিউনসে লেখলে খুবই উপকৃত হব। আর এখানে প্রযুক্তি মনা লোকের আনাগোনাই বেশি। তারা এসব ব্লগের মর্যাদা বুঝে।

আমি http://www.GetAFreelancer.com এ কিছুদিন আগে ফটোশপের কাজের জন্য বিড করেছি। কিন্তু আমি কাজটা পেয়েছি কিনা কি করে বুঝব?ওরা কিভাবে জানাবে? দ্রুত জনালে উপকৃত হব।

Level 0

আপনি কাজটা পেলে এমন একটি ইমেইল পাবেন:

You were chosen for the project named “………”
(project link )
by Service Buyer “….” .

Important: You must first accept (or deny) this offer by going to link
http://www.getafreelancer.com/sellers/…………..

If you wait too long another Programmer could be chosen! So accept the bid now.

এরপর আপনাকে উক্ত লিন্কটিতে গিয়ে প্রজেক্টটি এক্সেপ্ট করতে হবে। এক্সেপ্টের পরে দেখবেন প্রজেক্ট পেজ টির বিডিং ক্লোজ হয়ে গেছে এবং শুরুতে বিডার হিসেবে আপনার নাম দেখাচ্ছে।

প্রজেক্ট পাবার টিপস

1. যদি সাইটটির নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং একাউন্টে কোন টাকা না থাকে তবে আপনার প্রথম চিন্তা থাকবে অন্তত 30 ডলার কামানো। এজন্য সবচেয়ে কম মূল্যে বিড করুন । কারন একাউন্টে 30 ডলার হলেই আপনি পেঅনইয়ার ডেবিট মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন। যেটি দিয়ে বিশ্বের যে কোন স্থান থেকে টাকা উঠাতে পারবেন এটিএম থেকে

2. শুধু কম মূল্যে বিড করলে হবেনা আপনার বায়ারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে Private Message এর মাধ্যমে। সেখানে তাকে আপনার পূর্বে কাজ করা ডেমো দেখান অর্থাত আপনার পোর্টফোলিও থাকলে তাকে দেখান । আরেকটা কার্যকরী পদ্ধতি হল বায়ার যদি স্যাম্পল ইমেজ এটাচ করে তবে সেটি এডিটিং করে সে যা চাচ্ছে তা তাকে করে দেখান বা সেরকম কোন কাজ আপনি পূর্বে করে থাকলে তার স্যম্পল তাকে দেখান। বায়ার আপনার কাজের দক্ষতা সম্পর্কে সন্তুষ্ট হলে কাজ পেয়েও যেতে পারেন

3. প্রজেক্টের কাজ শুরু করলে বায়ার কে আপনার পেমেন্ট করে রাখতে বলবেন।

Level 0

3. প্রজেক্টের কাজ শুরু করলে বায়ার কে আপনার পেমেন্ট এস্ক্রো করে রাখতে বলবেন।

পরামর্শটি দেবার জন্য ডার্কলর্ড ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

তবে ডার্কলর্ড ভাইকে আরেকটি প্রশ্ন করতে চাই। http://www.GetAFreelancer.com এ বিডিং করার পর দেখছি Project Creator এর ঘরে “ভিউ পি এম” এবং “পোস্ট পি এম” ও Description এর ঘরে “রিপোর্ট ভায়োলেশন” রয়েছে। এগুলোতে কি করতে হবে? দ্রুত জানালে উপকৃত হব।

Level 0

ওইতো ওটাই পারসোনাল ম্যাসেজ এর মাধ্যমে বায়ার কে পারসোনাল মেসেজ পাঠাতে পারবেন যা শুধু সে আর আপনি দেখতে পারবেন। “রিপোর্ট ভায়োলেশন” কিছুনা কেউ যদি সাইটের নিয়ম বহির্ভুত কিছু সেখানে দিয়ে থাকে তবে তা রিপোর্ট করা যায় এখান থেকে

অনেক অনেক ধন্যবাদ ডার্কলর্ড ভাইকে ।

আপনি লিখেছেন “প্রজেক্টের কাজ শুরু করলে বায়ার কে আপনার পেমেন্ট এস্ক্রো করে রাখতে বলবেন।”বায়ার http://www.GetAFreelancer.com সাইটে প্রজেক্টের নির্ধারিত টাকা জমা করেছে কিনা কি করে বুঝব?

Level 0

Manage Account এ গিয়ে Payment Transactions এ ক্লিক করে নিচে দেখুন স্ক্রো স্টাটাস অংশটি আছে

অনেক অনেক ধন্যবাদ ডার্কলর্ড ভাইকে।( সুবেচ্ছা ও ভালোবাসা )

আমার একটি ভিন্ন সাইট সম্পর্কে ডার্কলর্ড ভাইয়ের কাছে প্রশ্ন আছে। বিষয়টি হল, http://www.buxto/ অর্থাৎ পেইড টু ক্লিক্ সম্পর্কে। এই সাইটে গত এক মাস আগে আমি রেজিস্ট্রেশন করেছি। কোন রেফারার নেই। আমি একাই আ্যড দেখে ৪$ করেছি। তবে ১০$ হলে টাকা ভায়া হয়ে আ্যলার্ট পেতে জমা হবে। এরকম আরো ৫০টি সাইটে রেজিস্ট্রেশন করেছি। আমার প্রশ্ন হল, সত্যি এই টাকা আমি কি পাবো? আ্যলার্ট পেতে আমি আ্যকাউন্ট খুলেছি। এই টাকা আ্যলার্ট পেতে কি সঠিক জমা পরবে? আ্যলার্ট পে ব্যাঙ্কটি কি সঠিক? আ্যলার্ট পে থেকেও কি টাকা ঠিকমত তোলা যায়? পেইড টু ক্লিক্ ও আ্যলার্ট পে এই দুটো সম্পর্কেই সঠিক তথ্য জানতে চাই। আশা করি আপনার মুল্যবান মতামত পাবো।

Level 0

এই িবষ েয় মামুন ভাই েক আমরা সবাই প্রশ্ন ক ির?

Level 0

আর Brother Bux.to েত ম েন হয় 10 ডলার হ েল এলাট েপ েত জমা হয় না। বরং 50 ডলার হ েল এলাট েপ েত জমা হয়।

Level 0

প্রিয় বন্ধু, কাজের টিউন………… রোজগারের টিউন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….

Level 0

রোজগার করতে কে চায়……… তবে কেউ না চাইলেও আমি চাই……… কিন্তু পারি কই…. দেখা যাক, আপনার টিউনের মতামত নিয়ে আমি কাজ করতে পারি কিনা……. খুবই সু্ন্দর ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………..

nice post for freelancer. http://earnaid.com

Level 0

অনেক ভাল লাগল আমার সাইটটি একটু দেখবেন http://www.outsourcingearn24.blogspot.com

Thanks. To earn money anyone may visit :

http://amarbhuvon.blogspot.com

আমি ফ্রিল্যাস্নিং করতে আগ্রহী।ধন্যবাদ
ফিজিওথেরাপী সম্পর্কে জানতেঃ
https://momena-nazrul.blogspot.com/