মুভি দেখতে তো সকলেই ভালোবাসেন! কিন্তু ভিডিও কোডেক, কন্টেনার বা এমকেভি, এম্পি৪, এভিআই নিয়ে কতোটুকু জানেন? -মেগাটিউন!

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

আপনাদের ভিডিও কোডেক এবং কন্টেনারের মধ্যে পার্থক্য বোঝানো তুলনামূলক সহজ কাজ—কিন্তু মুশকিল ব্যাপার হলো প্রত্যেকটা ফরম্যাট সম্পর্কে বোঝানো। আপনি হয়তো এম্পিফোর, এভিআই, এমকেভি ইত্যাদির নাম শুনেছেন, এবং আপনি হয়তো জানেন এগুলো হলো ভিডিও কোডেক, তাই না? না! আসলে এগুলো হলো কন্টেনার। আজকে আমি কোডেক,  কন্টেনার এবং ফরম্যাট নিয়ে আলোচনা করবো, যাতে এখন থেকে আপনি যখন ভিডিও এডিট বা কনভার্ট করতে যাবেন, তখন যাতে সঠিক ধারণা থাকে, আপনি কি করছেন। তো চলুন বিস্তারিত করে জেনে নেওয়া যাক।

ভিডিও কোডেক কি?

ভিডিও কোডেক

 

 

 

 

 

 

 

কোডেক হলো একধরণের ভিডিও এনকোডিং টুল বা সফটওয়্যার। অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার যা কোন মিডিয়াকে এনকোড বা ডিকোড করার কাজে ব্যবহৃত হয়। এমনকি কোডেক শব্দটি কোডার/ডিকোডার সমন্বয়ে তৈরি। কোন অডিও এবং ভিডিও ফাইলের সাইজ কম করার জন্য কোডেক এক বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে, এবং প্রয়োজনে ডিকম্প্রেসও করতে পারে। আসলে কয়েক ডজন খানেক ভিডিও কোডেক রয়েছে এবং প্রত্যেকে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করে এনকোড করে।

এজন্যই আপনার ভিডিও প্লেয়ারে বিভিন্ন ধরনের ভিডিও প্লে করার জন্য কোডেক প্যাক ডাউনলোড করতে হয়। কোডেক প্যাক গুলো এক ছোট আকারের সফটওয়্যার প্যাকেজ হয়ে থাকে, যা আপনার ভিডিও প্লেয়ারকে নির্দিষ্ট ভিডিও ফাইল ডিকোড করতে সাহায্য করে। আবার যখন আপনি কোন ভিডিও এডিটর ব্যবহার করেন—এটিও কোডেক ব্যবহার করে আপনার ভিডিওটি এনকোড এবং রেন্ডার করে ভিডিওটির প্রিভিউ একটি ফাইলে জমা করে।

ভিডিও কোডেক কিন্তু কোন ফাইল ফরম্যাট বা ভিডিও ফরম্যাট নয়। বলতে পারেন এটি একটি উপায় যা কোন ভিডিও এবং অডিওকে কম্প্রেস করতে সাহায্য করে। আবার এখানে একটি বিষয় নোট করার মতো রয়েছে, আপনি যে কোডেক ব্যবহার করে কোন অডিও বা ভিডিওকে এনকোড করবেন, সেটি ডিকোড করার সময়ও একই কোডেকের প্রয়োজন পড়বে। ডিকোড বা প্লে করার সময় যদি সঠিক কোডেক ব্যবহার করা নয় তবে আপনার প্লেয়ারে বা ডিভাইজে ভিডিও প্লে হতে সমস্যা হতে পারে।

জনপ্রিয় কোডেক সমূহ

এক্সভিআইডি/ডিআইভিএক্স

ডিআইভিএক্স কে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়—কিন্তু এক্সভিআইডি হলো একটি ওপেন সোর্স কোডেক এবং এটি ডিআইভিএক্স এর সর্বউত্তম বাণিজ্যিক বিকল্প। এমপিইজি-৪ এর উপর নির্ভর করে এই কোডেক এনকোড এবং ডিকোড উভয়ই সম্পূর্ণ করে। এটি বিস্তরভাবে ব্যবহৃত হওয়ার জন্য, এটিকে যথাযথভাবে ভিডিও এনকোড করার জন্য ব্যবহার করা হয়।

এমপিইজি-৪

এমপিইজি-৪ হলো সবচাইতে কমন স্ট্রিমিং ফরম্যাট এবং এটি অনেক অংশে গঠিত। যেমন- এমপিইজি-৪ পার্ট II ভিডিও এনকোড করার জন্য ব্যবহৃত হয়। এটি ডিআইভিএক্স বা এক্সভিআইডি কোডেক ব্যবহার করে ভিডিও এনকোড করে, যেখানে বেশিরভাগ সময়ই অডিও ফরম্যাট হিসেবে এম্পিথ্রীকে ব্যবহার করা হয়। তবে বর্তমানের আধুনিক এমপিইজি-৪, এইচ.২৬৪ ব্যবহার করে।

এইচ.২৬৪

বর্তমানের হাই ডেফিনিশন ভিডিও উৎপন্ন করার জন্য এইচ.২৬৪ সবচাইতে জনপ্রিয় উপাদান। এটি ব্যবহার করে লসি এবং লসিলেস উভয় প্রকারেরই কম্প্রেসন করা সম্ভব, তবে এটি নির্ভর করে আপনার ঠিক করা সেটিংস এর উপর, মানে আপনি এনকোড করার সময় কতো ফ্রেম রেট ব্যবহার করলেন, কোয়ালিটি কেমন রাখলেন, এবং টার্গেট ফাইল সাইজ কতো করলেন তার উপরে। এইচ.২৬৪ কে সাধারনত এক্স.২৬৪ ব্যবহার করে এনকোড করা হয়, তবে ডিআইভিএক্স বা এক্সভিআইডি ব্যবহার করেও ভালোভাবে এইচ.২৬৪ এনকোড করা সম্ভব। এইচ.২৬৪ তে সাধারনত অডিও এনকোড এর ক্ষেত্রে এএসি বা এমপিথ্রী ব্যবহার করা হয়।

সাধারন এমপিইজি-৪ কম্প্রেসন থেকে এইচ.২৬৪ প্রায় ১.৫ বা ২গুন বেশি দক্ষ। এইচ.২৬৪ অনেক কম ফাইল সাইজেই অনেক ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারে, যা এখনকার বেশিরভাগ ডিভাইজই সমর্থন করে। তবে বলা যায়, এখন এইচ.২৬৪ এমপিইজি-৪ এর সাথে জুড়ে গেছে, যাকে এভিসি বলা হয়।

কন্টেনার কি?

কন্টেনার কি

ফাইল কন্টেনার অনেকটা জীপ ফাইলের মতো, এখানে একত্রে অডিও, ভিডিও, কোডেক একত্রিত করে একটি প্যাকেজ তৈরি করা হয়। কন্টেনারে সাধারনত মুভি চ্যাপটার, সাবটাইটেল, মেটাডাটা, এবং মাল্টি অডিও প্যাক করা হয়। যেমনটা উইন্ডোজ ইএক্সই ফাইলে দেখা যায়, এখানে সকল ফাইল গুলোকে আর্কাইভ করে রাখা হয়, এবং (.bat) নামক একটি ফাইলে অপারেটিং সিস্টেমকে বলা হয় যে, কোন ফাইল গুলো কোথায় যাবে।

জনপ্রিয় কন্টেনার

ফ্ল্যাশ ভিডিও (.FLV, .SWF)

মাইক্রো মিডিয়া মূলত প্রধান ফ্ল্যাশ ভিডিও তৈরি করে এবং এটি ২০০৫ সালে অ্যাডোবি অর্জন করে। ফ্ল্যাশ কন্টেনারটি এর সিমাবদ্ধতার জন্য জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এই কন্টেনারটি অনেক ত্রুটিতে ভর্তি হওয়ার কারণে অ্যাডোবি একে নিঃশেষ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং এটি দিনদিন শেষ হয়ে আসছে। গুগল ক্রোম ব্রাউজার ফ্ল্যাশ ভিডিওকে ব্লক করা আরম্ভ করেছে। তবে ত্রুটিমুক্ত এবং বেশি দক্ষ প্রযুক্তির সাথে এইচটিএমএল৫ এগিয়ে চলেছে। আজাকাল অনলাইনে অনেক কম ফ্ল্যাশ ভিডিও দেখতে পাওয়া যায়, এই কন্টেনারটি প্রায় ধংসের পথে।

এমকেভি

ভবিষ্যতের কথা চিন্তা করে এমকেভি কন্টেনারকে ডিভাইজ করা হয়েছে, এবং নিশ্চিত করে এটি ফিউচার প্রুফ। এই কন্টেনারটি নিজে থেকে প্রায় সকল ফরম্যাটের অডিও এবং ভিডিও ধারণ করতে সক্ষম, যার ফলে এটি অনেক উন্নত, দক্ষ, এবং অত্যন্ত গণ্য একটি কন্টেনার। এটি একসাথে একাধিক অডিও, ভিডিও, এবং সাবটাইটেল ফাইল ধারণ করতে পারে—যেখানে প্রত্যেকটি অডিও বা ভিডিও বিভিন্ন ফরম্যাটে এনকোড হলেও সমস্যা নেই। এমনকি করাপ্টেড ফাইল থেকেও প্লে করার সুবিধা প্রদান করে থাকে এই অসাধারন কন্টেনারটি। আর খুব শীঘ্রই এটি সবচাইতে বেশি জনপ্রিয় কন্টেনার হয়ে উঠবে।

এমপি৪

ইউটিউব বা অন্যান্য ভিডিও ওয়েবসাইট গুলোর কাছে এমপি৪ হলো সুপারিশ ফরম্যাট। এমপি৪ কন্টেনারে ভিডিও এনকোডিং এর জন্য এমপিইজি-৪ ব্যবহার করা হয়, তবে এইচ.২৬৪ তেও ঠিকঠাক কাজ করে। অডিও এনকোডিং এর জন্য এএসি বা এসি৩ ব্যবহার করা হয়। এমপি৪ কন্টেনার আজকের প্রায় বেশিরভাগ কনজিউমার ডিভাইজে সমর্থন করে, এবং অনলাইনে প্লে করার জন্য এটি সবচাইতে কমন কন্টেনার।

শেষ কথা

পরিশেষে যদি বলেন, যে আপনি কোন ভিডিও কোডেক এবং কন্টেনার ব্যবহার করে ভিডিও তৈরি করবেন, তবে এই মুহূর্তে এইচ.২৬৪ সবচাইতে উত্তম  কোডেক এবং কন্টেনার হিসেবে আপনি এমপি৪ বা এমকেভি উভয়কেই ব্যবহার করতে পারেন। তবে এমপি৪ কন্টেনার ব্যবহার করায় বেশি উত্তম হবে—কেনোনা প্রায় সকল ধরনের ডিভাইজ একে সমর্থন করে এবং সবচাইতে বড় ভিডিও ওয়েবসাইট গুলোর জন্য এটি প্রথম পছন্দ।

আপনি কোন ভিডিও কোডেক এবং কন্টেনার ব্যবহার করে ভিডিও কম্প্রেস করতে পছন্দ করেন এবং কোন সফটওয়্যার ব্যবহার করে সর্বাধিক রেজাল্ট পান, এই তথ্য গুলো আমাদের সাথে টিউমেন্টে শেয়ার করুন। বেস্ট কোয়ালিটি ভিডিও তৈরি করার জন্য আপনি কি সেটিংস ব্যবহার করেন? সবকিছুই নিচে আমাদের টিউমেন্টে শেয়ার করুন। আর কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে নিচে টিউমেন্ট করে জানান।

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্য বাদ

আশা করি আরো আপডেট পাবো

আপনার পোস্টের ভিউ ১দিন না জাইতেই যে অবস্তা শেয়ার মারকেটের মতন খালি বারে,

    হাহাহা- এর চেয়েও অনেক ভালো পোস্ট লিখেছি আগে, ব্যাট জানিনা এতেই কেন এতোবেশি ভিউ! হতে পারে আপনাদের ভালোবাসা 🙂

thnx………….. http://tantrik.tk/

    ধন্যবাদ দিয়েছেন খুব ভালো কথা… আপনাকে স্বাগতম!
    কিন্তু ঠুস করে যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, এটার কি কোন প্রয়োজন ছিল?
    আপনার লিঙ্ককে গুগলও স্প্যাম হিসেবে ধরবে।
    কেন অঝথা টেকটিউন্স এর পরিবেশ নষ্ট করেন?

Abarr arekta nirbacitoo post!!!
Awesome job vai!

Thanks a lot bro. Onek kichu jante parlam.

Level 2

vai x265 er bepare likhlen na 🙂

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

অনেক সুন্দর করে লিখেছেন। অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্য। আপনার টিউন থেকে অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ।