টিউনের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
হাজারো কাজের মাঝে আজকের ছুটির দিনে কি করি কি করি ভাবতে ভাবতে মনে হল একটা টিউন করি, কি নিয়ে? গোটা বিশ্ব যখন আইফোনে মেতে তখন সেটাই আজকের বিষয় করলাম আইফোন ‘‘ আইফোন ’’-এর i (আই) -এর মানে কী আর আই-ফোনের প্রতিটি বিজ্ঞাপণেই ফোনের ডিসপ্লেতে সময় হিসেবে সকাল ৯.৪১ দেখানো হয় কেন আর সাথে আইফোন সেভেন’এ কী আছে?
না। স্টিভ জোবস এত অহঙ্কারি ছিলেন না যে, স্বমহিমা প্রকাশে সর্বত্র ‘i (আই)’ জুড়ে দেবেন। ১৯৯৮ সালে যখন আইম্যাক বাজারে আসে, তখন ইন্টারনেট কলেবরে বাড়ছে। সেই কথা মাথায় রেখে জোবস ইন্টারনেট-কে মাথায় রেখে বলেছিলেন, ‘‘i (আই) হল ইন্টারনেট। ’’ এর পরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে ইন্টারনেট। জোবস-এর ব্যবসাও বাড়তে থাকে বিভিন্ন দিকে। ফলে সেই i (আই)-এর অর্থেও বিস্তৃতি ঘটান জোবস। বর্তমানে i (আই)-এর অর্থ হল ইনফরমেশন, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্ট, ইনফর্ম এবং ইনস্পায়ার। এই চারটি শব্দের উপরেই দাঁড়িয়ে রয়েছে ‘অ্যাপল’-এর ব্যবসায়িক দর্শন।
যদি দেখে থাকেন, তা হলে খেয়াল করে দেখবেন আই-ফোনের প্রতিটি বিজ্ঞাপণেই ফোনের ডিসপ্লেতে সময় হিসেবে সকাল ৯.৪১ দেখানো হয়। ভাবছেন হঠাৎ সকাল ৯.৪১-কে বেছে নেওয়ার কারণ কী?
আসলে, স্টিভ জোবসের হাত ধরে আই-ফোনের আত্মপ্রকাশের সঙ্গে এই সময়টি জড়িয়ে রয়েছে। ২০০৭ সালে ম্যাক ওয়ার্ল্ড কনফারেন্স এবং এক্সপোতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আই-ফোন লঞ্চ করেছিলেন জোবস। কিন্তু, নিজের নিপুণ সময়জ্ঞানের দৌলতে জোবস অনুমান করতে পেরেছিলেন, যে সময়ে তিনি প্রেজেন্টশনের মাধ্যমে আই-ফোনের আত্মপ্রকাশ করবেন, তখন ঘড়ির কাটায় ৯.৪১ বাজবে। সেই অনুযায়ী, নিজের বিজ্ঞাপণের টিমকে লঞ্চ হতে চলা আই-ফোনের মডেলের ডিসপ্লেতে সময় দেখানোর জায়গায় আগেভাগে ৯.৪১ করে রাখার নির্দেশ দিয়েছিলেন জোবস। বাস্তবেই আসল সময়ের সঙ্গে জোবসের হিসেব মিলে গিয়েছিল। যখন আই-ফোন লঞ্চ করা হয়েছিল, তখন ঘড়ির কাঁটাতেও সময় ৯.৪১-এর আশেপাশেই ছিল। তারপর থেকেই ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সমস্ত বিজ্ঞাপণে আই-ফোন এবং আই-প্যাডের ডিসপ্লেতে সময়ের জায়গায় সকাল ৯.৪১ বাজতে দেখা যায়।
দেখতে আইফোন সিক্স এবং আইফোন সিক্স এস’এর মতোই প্রায় আইফোন সেভেন। তবে ওইটুকুই। বেশ কয়েকধাপ এগিয়ে গিয়েছে আইফোন সেভেন। প্রেশার-সেন্সিটিভ হোম বাটন, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি লাইফ তো বটেই। হেডফোনের জ্যাক-ই থাকছে না নতুন আইফোনে।
অ্যাপল ঘোষণা করল তাদের ৪.৭ ইঞ্চির আইফোন সেভেন এবং ৫.৫ ইঞ্চির আইফোন সেভেন প্লাসের কথা। অ্যাপল ওয়াচ’এর লেটেস্ট ভার্সন সিরিজ টু এবং তার সঙ্গে নতুন ওয়্যারলেস হেডসেট অ্যাপল এয়ারপড’এর ঘোষণাও করা হয়।
৬০ হাজার থেকে শুরু হচ্ছে আইফোন সেভেনের দাম। আইফোন সেভেন প্লাসের দাম এখনও নির্ধারণ করা হয়নি। মনে করা হচ্ছে, আরও ১০ হাজার টাকা বেশি হতে পারে তার দাম।
না, বিশেষজ্ঞেরা বরং উল্টো কথা বলছেন। আইফোন সিক্স এস যখন লঞ্চ হয়েছিল ৬২ হাজার টাকা থেকে শুরু, যেটা ছিল ১৬ জিবি। আইফোন সেভেন এবং সেভেন প্লাস’এর বেস স্টোরেজ ৩২ জিবি।
খানিকটা সেরকমই ধরে নিন। কে আর ৩২ জিবি ছেড়ে ১৬ জিবি কিনতে চাইবে! আর নতুন মডেলগুলোয় ১৬ জিবি রাখছেও না অ্যাপল। বরং এবার ৬৪ জিবি, ১২৮ জিবি কিংবা ২৫৬ জিবি’র কথা ভাবুন!
থাকছে না। লাইটনিং পোর্ট বানিয়ে ফেলেছে অ্যাপল। আইফোন ইউজাররা সাধের হেডফোনটা কী করবেন তাহলে? একটা হেডফোন জ্যাক অ্যাডাপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য।
না। সেভেন প্লাসে থাকছে শুধু। সেভেনের ক্যামেরাও ভাল। তবে সেভেন প্লাসে ওয়াইড অ্যাঙ্গল, টেলিফোটো কম্বিনেশনটা বাড়তি। সেভেনে অপটিকাল ইমেজ স্টেবিলাইজার আছে। সেভেন প্লাসে টু-এক্স অপটিকাল জুম এবং টেন-এক্স ডিজিটাল জুম করা যাবে। ব্যাপারই আলাদা.
অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশ্য নেই।
নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউনস পরিবারকে সমৃদ্ধ করুন।
খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনসে আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
আরে বলদ ঐডা এল না, ঐডা আই!