এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই

সব সময়তো 3D মুভির কথা শুনে এসেছেন। 3D ডেস্কটপের কথা শুনেছেন? যারা লিনাক্সে আছেন তারা হয়তো এর স্বাদ আগেই নিয়েছেন। 3D ডেস্কটপ বলতে মাল্টি ডেস্কটপ বুঝাচ্ছি। অর্থাৎ এক পিসিতেই অনেকগুলা ডেস্কটপ। কি এখনও বুঝতে পারছেন না? তাহলে নিচের ছবিটা দেখেন। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে।

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

কি কি করতে পারছেন 3D ডেস্কটপে?

  1. একসাথে ৬টি ডেস্কটপের সুবিধা।
  2. 3D স্টাইলে ডেস্কটপ প্রদর্শন।
  3. এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপে যেতে মাউস বা কীবোর্ড ব্যবহার করতে পারবেন।
  4. ইচ্ছা করলে প্রত্যেক ডেস্কটপে আলাদা আলাদা ওয়াল পেপার সেট করতে পারবেন।
  5. ভিন্ন ভিন্ন আইকন দিতে পারবেন।
  6. এক সাথে অনেক কাজ করতে পারবেন।
  7. ৬টি ডেস্কটপে আপনি আপনার মনের মতো ভিন্ন ভিন্ন আইকন, এপ্লিকেশন চালু রাখতে পারবেন।
  8. এক কথায় বলবো অসাধারন ডেস্কটপের অনুভতি।

বিস্তারিত এখানে

যেভাবে ব্যবহার করা শুরু করবেনঃ

ইন্সটল করার পর চালু করুন। তাহলে দেখবেন নিচের মতো আইকন এসেছে

এখানে রাইট ক্লিক করলে কিছু অপশন আসবে।

এভাবে সিরিয়ালে ১-২-৩-৪-৫-৬ ডেস্কটপ দেখতে পারবেন। আপনি চাইলে আলাদা নাম দিতে পারেন।

আশা আর বিস্তারিত বলে দিতে হবে না।
এবার চলুন কিছু চমৎকার ডেস্কটপের ছবি দেখি




ডাউনলোড লিঙ্কঃ

DeskSpace 1.5.8.5 সাইজ মাত্র ১৮ মেগাবাইট।

একটা টিউন করতে সময় লাগে ৬০ মিনিট।
টিউন পড়তে সময় লাগে ৬ মিনিট।
মন্তব্য করতে সময় লাগে ৬ সেকেন্ড।
তাই.

আশাকরি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এহ তুনে কেয়া কিয়া, জাবার দাস্ত টিউন মেরে ভাই।

সিধা প্রিয় পার লে লিয়া।

Go Ahead……………….
Thanks.

সুন্দর টিউনস , অনেক ধন্যবাদ ভাই

Level 2

i like it

Level 0

ধন্যবাদ টিউনটির জন্য। আমি তো ২২৫ টা ডেস্কটপ ব্যবহার করি। 😉

Level 0

খুব-ই ভালো জিনিস। windows 7- এ এটা কাজ হবে?

ধারুন জিনিস ডাউনলোড দিলাম,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

শুধু ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না।তাই আপনাকে আমার পক্ষ থাকে এককোটি ভার্চুয়াল গোলাপের শুভেচ্ছা।

ধন্যবাদ। ভাল লগল 🙂

হুমম… পোষ্টা বেশ উপকারী। 😀 কিন্তু যারা দুর্বল পিসি ব্যবহার করেন তাদের জন্য এটা কোন কাজে আসবে না। 🙁 যাহোক তোমাকে A দিচ্ছি।

এটা use করলে pc slow হইয়া যাবে নাকি?

আর খুব ভাল হইসে…।download দিসি…।কাল setup dibo…..
ধন্যবাদ…।

Level 0

download dibo ekhon.khub valo software

ধন্যবাদ ভাইয়া ।

জিনিসটা দারুন ! ধন্যবাদ আপনাকে। পুরা ৬ সেকেন্ড নষ্ট হয়ে গেলো হি হি।

Level 0

ওয়াও.দারুন জিনিস শেয়ার করলেন ভাই.ডাউনলোড দিলাম,ইয়ুজ করে দেখি

ধন্যবাদ আপনাকে ভাই

মজায় লাগছে এবার ডেক্সটপ টা। ধন্যবাদ হাসান ভাই।

Level 0

ভালো জিনিস

দারুন একটা জিনিস দিলেন।
তবে আমার মন্তব্য করতে কিন্তু 3 সেকেন্ট লেগেছে।
ধন্যবাদ।

ধন্যবাদ ভাইজান

ভাই দারুন জিনিষ দিয়েছেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই ভাষায় খুজে পাচ্ছি না। তার পরও আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

aami dubai thaki, thankx for all jara eto nice nice tunes koren.
techtunes open korle mone hoi-jeno bangladeshei ashi. Hasan bhai
apnar prottekti tunes valo hoi, asha kori etao valo hobe
Download korlam akhon setup dibo, many many thank you.

হে হে জটিল

জটিল একটা সফটয়্যার, শেয়ার করার জন্য ধন্যবাদ যোবায়ের ভাই,
একটা প্রশ্নঃ ডাউনলোড লিঙ্ক লেখাটার নিচের লম্বা লাইনটা কিভাবে দিতে হয় একটু বলবেন?

টেকটিউনে আমি নতুন। কমেন্ট করতে তাই সাহস পাইনা। কিন্তু আপনার টিউন পড়ে কমেন্ট না করে থাকতে পারলাম কই? আমি আপনার আরও টিউন পড়েছি। সত্যি বলতে কি আমি আপনার ভক্ত হয়ে যাচ্ছি…

Level 0

Great! It’s working but not getting fun to use. 😀

৬ সেকেন্ডে ১ টা ধন্যবাদ।

eta ki trail?

Level 0

চরম জিনিশখাঈলেণ তো ভাই…….

MANY MANY THNX TO U BRO 4 SHARE THIS MARVELOUS TUNE.MAY GOD BLESS U VAIYA.

দারুণ জিনিষ! এবার আশার চেয়ে বেশি পেলাম! আগে চোখে পড়েনি কেন?

বাহ! আমাগু লিনক্সু সারগ ঘুম হারামহবি!

আল্লহু আকবর, দিলাম ডাউনলোড, ধন্যবাদ

সাবাস যোবায়ের চালিয়ে যাও……..

আরে… এত দারুন টিউনে আমার কমেন্ট করা হয়নি… অসাধারণ ফাতাহ ভাই, আমার বেশ কাজে আসবে।

Level 0

windows 7 a kaj korbe.এত দারুন টিউনের জন্য ধন্যবাদ।

ভালো টিউন পড়ার মজাই আলাদা, তার উপর এত ভালো একটা টিউন পড়তে তো আরো ভালো লাগলো 🙂 ধন্যবাদ আল-ফাতাহ ভাই। শেষে এইটুকুই বলবো “লাগে রহো মুন্না ভাই ওরফ ফাতাহ ভাই”

খুব ভাল সফটওয়্যার। টিউনের উপস্থাপনাও খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ।

Level 0

{ইউ আর এ গ্রেট } ইউনডোজ এক্সিপর ভাল থিম থাকলে দিবেন প্লিজ

Level 0

এত ভাল টিউন….

অেনক ভাল িটউন
ধন্যবাদ

Level 0

smi koto buka ato shundor tunes ta koto pore deklam.. thanks hasan bi

Level 0

Windows 7 ki supprt kore bhai?
Nice tune…

খুব ভালো জিনিস সন্দেহ নেই | কিন্তু নির্বাচিত হবার মত টিউন বলতে পারছিনা |

    একটা টিউন কোন কোন criteria র ওপর নির্ভর করে নির্বাচিত হয়? নির্বাচকরা কোন কোন বিষয় দেখেন টিউন নির্বাচিত হিসাবে বিবেচনা করার সময়?

    তাহলে কর্তৃপক্ষের কাছে অনির্বাচিত হওয়ার জন্য আবেদন করেন। 😛 😛

জটিল টিউন হাসান ভাই …

Install করলাম, বলে trial version expired. কোন patch বা serial key আছে?
সুন্দর টিঊন।

Level 0

চমৎকার।Please continue your another tunes.

thanks for sharing!!!

ভালই হইয়াছে কিন্তু……… বেশি ভাল আপনাকে……… ধন্য+

খুব্ই সুন্ন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ হাসান যোবায়ের…..

Level 0

অসাধারন টিউন…ভাবতেই পারছিনা, আমার এখন ৬ টা ডেক্সটপ !!!… অসংখ্য ধন্যবাদ ভাইয়া… 😀

যোবায়ের এক্সপার্ট-ভাই এর কাছে একটা অন্যরকম প্রশ্ন …
মিডিয়াফায়ার থেকে কি কোন টাকা উপার্জনের উপায় আছে … আপনার জানামতে কিছু উপার্জনের সুবিধা থাকলে বলবেন কি?

ধন্যবাদ

দারুন হয়েছে..

Level 0

খুবই ভাল টিউন হয়েছে!!!

টিউনটা দারুন লাগছে
প্লাস দিলাম,
ডাউনলোড দিলাম,
ইনস্টল দিলাম,
শেষে মন্তব্য ও দিলাম,
কিন্তু আপনার মোতো কিউব হয়ে দাড়ায় থাকেনা তো ?

আমার দুটি সফটওয়ার এর ভিশন প্রয়োজন।কারোর কাছে লিন্ক থাকলে দয়া করে সাহায্য করুন।
(১) mp3 থেকে ভয়েস আলাদা করার জন্য,
(২) স্ক্রিন সট (Screen Shot)
আমার ইমেইল আইডি- [email protected]

ধন্যবা…………. ৬সেকেন্ডে এর বেশি লিখা গেলনা। 😛

    আমি এই টিউনটি মিস করেছিলাম। সম্ভবত সেসময় নেট ছিলোনা। নির্বাচিত হওয়ার সুবাদে পড়ার সুযোগ পেলাম। ধন্যবাদ হাসান যোবায়ের আল ফাতাহ ভাই।

    পড়ছেন যে এটাই আমার জন্য অনেক। 🙂

সুন্দর টিউন। এটাতে কি আলাদা আলাদা ডেস্কটপে আলাদা আলাদা ফোল্ডার রাখা যাবে? সবার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে। আমার কিছু ছোট ছোট (90 MB) ISO ফাইল আছে আমি এগুলোকে আলাদা আলাদা সিডিটে রাইট করে বুট করি। আমাকে কেউ কি এমন সফটওয়্যারের সন্ধান দিতে পারেন যাতে করে আমি আমার এই একাধিক ISO ফাইল গুলোকে একটি সিডিটে রাইট করে বুট করতে পারি। এগুলো সবগুলোই বুটেবুল ফাইল। যেমন-হিরেন বুট, জিপার্টেড, অ্যাক্রনিস ইত্যাদি। কারো জানা থাকলে দয়া করে জানাবেন। ইমেইল [email protected]

খুব ই ভাল হইছে। এখন ই ডাউনলোড এবং প্রিয় তে… 😀

মন্তব্য করতে একটু দেরি হয়ে গেল………………….তারপরও সরাসরি প্রিয়তে এবং অনেক অনেক ধন্যবাদ…………………..:D

টিউনটি ভীষন ভাল লাগল ডাউনলোড এ দিলাম,
ধন্যবাদ,

ভাই কি জিনিস দিলেন ! দেখেতো মাথা নষ্ট! জটিল হইছে ভাই ! এরকম আরো কিছু ভাল টিউন পেলে
আমার মত অল্প জানা মানুষের খুব উপকৃত হবে। ভাই আরো কিছু টিউন করেন। ধন্যবাদ ভাই! ধন্যবাদ!

জটিলস্

Level 0

বাহ! ভালই তো!

ram কেমন খাবে?

Level 0

Thank U very much for this useful tune and software also.
hope more tunes in future.
Thanks again.

rar file open হয়না িকভােব open করব help me

একটা টিউন করতে সময় লাগে ৬০ মিনিট।
টিউন পড়তে সময় লাগে ৬ মিনিট।
মন্তব্য করতে সময় লাগে ৬ সেকেন্ড।
তাই……………

আসলেই তাই ……… 😉

ছবি দেখেই অভিভূত ব্যবহার করলে না জানি কী?
ধন্যবাদ আপনাকে।

Level 0

দারুন ভাইজান……।। এই রকম আরো চাই>>>>>>>

Level 0

আহ্ কি চমেৎকার দেখা গেল । ডাউনলোড দিলাম

হাসান winrar এর িলংক টা েদন আপনার 3d desktop ডাউন েলাড ক ের িছ plese give me winrar link on mediafire

একটা টিউন করতে সময় লাগে ৬০ মিনিট।
টিউন পড়তে সময় লাগে ৬ মিনিট।
মন্তব্য করতে সময় লাগে ৬ সেকেন্ড।

জটিল লিখেছেন। প্রিয়তে।

ধন্যবাদ ভাই কিন্তু অই চমৎকার ডেক্সটপ এর ছবি গুলা কিভাবে করব?

উফফ… ভাই, জটিল জিনিষ !!!!! অনেক ধন্যবাদ 🙂

Level 0

via khub sundor akta softwere bt bi
t64 ar jonno ..bi32 ar nai

thanks a lot

জটিলস্‌

Level 0

thknu

শেয়ার করার জন্য ধন্যবাদ যোবায়ের ভাই

Vai download korte parchina please help

ডাউনলোডে ক্লিক করলে অন্য পেজে চলে যাচ্ছে…..Help