সব সময়তো 3D মুভির কথা শুনে এসেছেন। 3D ডেস্কটপের কথা শুনেছেন? যারা লিনাক্সে আছেন তারা হয়তো এর স্বাদ আগেই নিয়েছেন। 3D ডেস্কটপ বলতে মাল্টি ডেস্কটপ বুঝাচ্ছি। অর্থাৎ এক পিসিতেই অনেকগুলা ডেস্কটপ। কি এখনও বুঝতে পারছেন না? তাহলে নিচের ছবিটা দেখেন। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
বিস্তারিত এখানে
ইন্সটল করার পর চালু করুন। তাহলে দেখবেন নিচের মতো আইকন এসেছে
এখানে রাইট ক্লিক করলে কিছু অপশন আসবে।
এভাবে সিরিয়ালে ১-২-৩-৪-৫-৬ ডেস্কটপ দেখতে পারবেন। আপনি চাইলে আলাদা নাম দিতে পারেন।
আশা আর বিস্তারিত বলে দিতে হবে না।
এবার চলুন কিছু চমৎকার ডেস্কটপের ছবি দেখি
DeskSpace 1.5.8.5 সাইজ মাত্র ১৮ মেগাবাইট।
একটা টিউন করতে সময় লাগে ৬০ মিনিট।
টিউন পড়তে সময় লাগে ৬ মিনিট।
মন্তব্য করতে সময় লাগে ৬ সেকেন্ড।
তাই.
আশাকরি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
এহ তুনে কেয়া কিয়া, জাবার দাস্ত টিউন মেরে ভাই।
সিধা প্রিয় পার লে লিয়া।