আমার এখনো মনে পরে সেইদিনের কথা যেদিন ছোট চাচ্চু প্রথম সিটিসেলের একটা পুতা মার্কা সেট কিনে এনেছিল। উফ কি হেভী সেট.....এইরকমই মনে হত আমার কাছে। আস্তে আস্তে আরো কিছু সুন্দর সুন্দর সেটের সাথে পরিচিত হতে থাকলাম এবং এই সমস্ত ব্যাপারে ধারনা ও বাড়তে লাগল। আর কিছু কিছু মানুষকে দেখে মনে মনে গালাগালি করতাম। দারুন সব ফিচারওয়ালা সেট ইউজ করে কিন্তু দৌড় খালি ওই হ্যালো পর্যন্তই। ২০০৪ সালে কলেজে উঠার পর বাবাকে চিপা দিয়া ধরলাম মোবাইল দাও। দারুন একটা NOKIA 7270 পেলাম যা এখনো ব্যবহার করছি ( এই সেটের কল্যানেই আমার নেট ব্যবহার করা এবং টেকটিউনার হওয়া )। কিন্তু অনেকদিন পরে আরেকটা সেট আমার মনে ধরেছে সেটা হল আইফোন 3G কিন্তু এখন তো আগের মত বায়না করা সাজেনা তাই বাবাকে বলার সাহসও করতে পারছিনা।
তাই ভাবলাম টিউনার বন্ধুদের সাথেই মনের কথা শেয়ার করি......তাদেরকেও জানাই আমার ভালো লাগা ডিভাইসটির নতুন নতুন ফিচারগুলোর কথা।
আসছে ১১ই জুলাই এ্যাপেল বাজারে তার আইফোন3G যা অনেকের কাছে আইফোন 2 নামে পরিচিত। এতে নতুন যে সমস্ত ফিচার যোগ করা হয়েছে তা হল
এক্ষেত্র আইফোন ব্যবহার করেছে HSDPA (High-Speed Downlink Packet Access) টেকনোলজি প্রটোকল যার ফলে UMTS (Universal Mobile Telecommunications System) নেটওয়ার্ক থেকে খুব দ্রুত ডাটা ট্রান্সফারিং এর কাজ করা যাবে। এর স্পীড হবে 2জি এর তূলনায় দ্বিগুন। faster Wi-Fi টেকনোলজির কল্যানে আইফোন 2 আপনাকে মাল্টিটাস্কিং এর সত্যিকার মজা এনে দেবে। একই সময় কথা বলা ও নেট সার্ফিং দুটোই চলবে ( এটা খুবই ভালো একটা ফিচার আমি মনে করি কারন আমি যখন নেট ব্রাউজ করি তখন আমার লাইন এনগেজড হয়ে থাকে তাই বন্ধুদের ঝাড়ি শুনতে হয় মাঝে মাঝে। আবার যখন ভাগ্যক্রমে ফোন চলেই আসে তখন আগে আমার নেট সংযোগ বিচ্ছিন্য করা হয় যা গুরুত্বপূর্ণ কাজের সময় খুবই বিরক্তিকর)। আরো যোগ করা হয়েছে worldwide standards for cellular communications যার ফলে ভ্রমান্ডের যে কোন জায়গা থেকে সমান তালে সার্ফিং করা যাবে। আপনি যদি 3G নেটওয়ার্কের বাইরেও হয়ে থাকেন তাহলে আইফোন 2 জিএসএম এর মাধ্যমে আপনাকে ফোন লাইনে কানেক্ট করবে এবং ডাটা ট্রান্সফারিং এর জন্য EDGE এর সাথে সংযুক্ত করবে।
GPS টেকনোলজির সাথে এখন আমরা মোটামুটি সবাই পরিচিত। এই টেকনোলজি নিয়ে নতুন করে বলার আপাতত কিছু নেই।
কিন্তু আইফোন নতুন করে এই টেকনোলজি ব্যবহার করেছে। এর মাধ্যমে গুগল ম্যাপ সার্চিং থেকে শুরু করে লাইভ ট্রাফিক আপডেটও জানা যাবে।
আইফোন যোগ করতে যাচ্ছে একটি এ্যাপ্লিকেশান স্টোর যেখান থেকে আপনি পছন্দসই এ্যাপ্লিকেশান কিনতে পারবেন। যেমন গেমস, এডুকেশন, বিজনেস, হেলথ, প্রডাক্ট, সোসিয়্যাল নেটওয়ার্কিং ইত্যাদি।
এবং আইফোন আপনাকে এইক্ষেত্র সকল এ্যাপ্লিকেশানের সাথে আপডেট রাখার নিশ্চয়তা দিচ্ছে।
এইক্ষেত্র আইফোন মাইক্রোসফটের সাপোর্ট ( আইফোন এন্টারপ্রাইজ ) ব্যবহার করেছে । আমার কাছে সবচেয়ে ইন্টেরেসটিং মনে হয়েছে বিজনেস ফিচারের আন্ডারে যে সমস্ত জিনিস যোগ করা হয়েছে। বেস্ট ই মেইল সাপোর্ট যোগ করা হয়েছে এতে এর মাধ্যমে আপার ইমেইল হিসেবে পাওয়া ওয়ার্ড বা পিডিএফ গুলো যেভাবে ডিসাইনিং করা ঠিক সেভাবেই দেখতে পারবেন।
আরো আছে মিনিট ক্যালেন্ডার যার মাধ্যমে একজন ব্যস্ত ব্যাক্তি তার শিডিউলিং আরো সুন্দরভাবে সাজাতে পারবে।
যে সমস্ত মানুষ তাচ্ছিল্যভরে এখনো বলে থাকে যে ডেস্কটপে নেট ব্রাউজ করার মজা মোবাইলে নাই তাদের দাত দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আইফোন 3G .
Cisco IPSec VPN সার্ভিসের মাধ্যমে ব্রাউজিং আরো সিকিউর্ড করা হয়েছে এখানে। এবং একটি ওয়েব পেজ কে কোনভাবে ডিসটার্ব না করে সুন্দরভাবে ইউজারের কাছে তুলে ধরতে সক্ষম আইফোন এবং এতে আরো যোগ করা হয়েছে একটি বিল্টইন সায়েন্টিফিক ক্যালকুরেটর। তাছাড়া আগের ফিচারগুলো তো থাকছেই..........
কি টিউনাররা ........আইফোনের সাধ জেগেছে?
আরো বিস্তারিত তথ্যের জন্য টিউনাররা এ্যাপেলের সাইটে ও দেখতে পারেন। উল্লেখ্য যে এই টিউনে ব্যবহার করা ছবিগুলো এ্যাপেলের সাইট থেকেই নেয়া হয়েছে...
ধন্যবাদ
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
এটা কী বাংলাদেশে ব্যবহার করা যাবে ?