আমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের সবার কাছেই অত্যন্ত পরিচিত একটি বিষয় হল মেন্ডেলিফের পর্যায় সারনী এবং তারই পর্যায়ক্রমে আসা আধূনিক পর্যায় সারনী। অনেকের মতে রসায়নের ভীত হল এই পর্যায় সারনী। পর্যায় সারনীতে সব মৌলসমূহের সুন্দর সমন্বয় রসায়নকে করেছে সুন্দর ও বোধগম্য।
এই পর্যায় সারনীর মত যদি ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলোকে নিয়ে একটি সারনী বানানো হয় তাহলে কেমন হবে?
হ্যাঁ এইরকই চমৎকার একটি জিনিসের সন্ধান পেয়েছি আমি.আর দেরী না করে নিজের চোখেই দেখে নিন.
এই পর্যায় সারনীর মূল সাইট থেকে চাইলে আপনি একটু ঘুরে ও আসতে পারেন।
উল্লেখ্য যে এই পর্যায় সারনী দেখার পর আমি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশী সাইটগুলোকে নিয়ে একটি পর্যায় সারনী করার চিন্তা করেছি। আশা করি এই ব্যাপারে আমার টিউনার বন্ধুরা আমাকে সাহায্য করবে।
ধন্যবাদ
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
দারুণ। আমিও বিজ্ঞানের ছাত্র। এই কাজটি সম্পন্ন হলে অনুগ্রহ করে আমাকে সবার আগে জানাবেন।
শুভ কামনা রইল।