প্রিয় ভাই বোন,
সময় এবং সুযোগ থাকায় আবার এলাম আপনাদের মাঝে ব্রাউজার এর খুটিনাটি নিয়ে। জনপ্রিয় ওপেন-সোর্স ব্রাউজার মোজিলা ফায়ারফক্স সাধারণ অবস্থাতেই অতুলনীয়। এর সাথে বিনামূল্যে প্রাপ্ত কিছু অ্যাড-অন যোগ করে একে আরো উন্নত ও বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলা যায়।
ফায়ারফক্স এর অভ্যন্তরে খুঁজে দেখলে এমন অনেক সুবিধা পাওয়া সম্ভব যা একে আরো দ্রুতগতিসম্পন্ন, আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলবে। নিচে এমন কিছু সুবিধা তুলে ধরা হল.
ফায়ারফক্স এর আইকনসমূহকে(হোম, রিফ্রেশ ইত্যাদি) ক্ষুদ্রতর করলে ওয়েব পেজ দেখবার জন্যে অধিক জায়গা পাওয়া যায়। এ জন্যে ভিউ মেনু থেকে টুলবার সাবমেনুতে যান। এরপর কাস্টোমাইজ অপশনে ক্লিক করে “Use small icons” এর পাশের চেকবক্সে টিকচিহ্ন দিয়ে Ok করুন।
ফায়ারফক্স এর কিছু কীবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে আপনার ব্রাউজিংকে অনেক গতিশীল এবং সাচ্ছ্যন্দময় করে তোলা সম্ভব। এখানে কিছু জনপ্রিয় কী-বোর্ড শর্টকাট এবং এদের কাজ উল্লেখ করা হলঃ
এটি আরেকটি কী-বোর্ড শর্টকাট। এটি সার্বিকভাবে তেমন পরিচিত নয় কিন্তু খুবই কার্যকরী। প্রথমে আপনার অ্যাড্রেস বারে যেকোন সাইটের মাঝের অংশটি টাইপ করুন(“www” এবং ”.com” বাদ দিয়ে)। এবার Ctrl চেপে ধরে রেখে enter চাপুন। দেখবেন যে “www” এবং “.com” স্বয়ংক্রিয় ভাবে বসে গিয়েছে এবং পেজ লোড শুরু হয়েছে! :thumb: একইভাবে “.net” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Shift+enter এবং “.org” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Ctrl+Shift+Enter চাপতে হবে।
(এই ট্রিকটি ফায়ারফক্স ছাড়াও অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রেও প্রযোজ্য)
ট্যাব পরিবর্তনে মাউস দিয়ে সিলেক্ট করার বিকল্প হিসাবে কিছু কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা যায়। শর্টকাটগুলো হলঃ
আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাহলে পাইপলাইনিং এর সাহায্যে পেজ লোড টাইম কমিয়ে আনা সম্ভব। এর সাহায্যে ফায়ারফক্স-এ একই সাথে একাধিক উপাদান(ছবি, শব্দ ইত্যাদি) লোড করা যায়। ব্রডব্যান্ড কানেকশনের জন্য এভাবে পাইলাইনিং সেটিং ঠিক করে নিনঃ
বুকমার্কের সাথে কী-ওয়ার্ড সংযোজনের মাধ্যমে অধিক দ্রুততার সাথে বুকমার্ককৃত সাইটসমূহ পরিদর্শন করা সম্ভব। যেকোন বুকমার্কে রাইট ক্লিক করে প্রোপারটিজ –এ ক্লিক করুন। এরপর কী-ওয়ার্ড বক্সে একটি ছোট কী-ওয়ার্ড বসিয়ে সংরক্ষণ করুন। এখন অ্যাড্রেস বারে ওই কী-ওয়ার্ডটি টাইপ করে এন্টার চাপলেই বুকমার্ককৃত সাইটটি প্রদর্শিত হবে।
এটি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত শক্তিশালী একটি টুল। পর্যাপ্ত অভিজ্ঞতা ব্যতীত এই টুল ব্যবহার করা উচিৎ নয়, কারণ এই টুলের ভুল ব্যবহার আপনার নেট সংযোগ ও ব্রাউজারের ক্ষতি করতে পারে। ফায়ারফক্স এর অ্যাড্রেস বারে “about:config” টাইপ করে এন্টার চাপলে এবাউট.কনফিগ স্ক্রিনটি প্রদর্শিত হবে।
ভাল লাগলে আশা করি টিউমেন্ট করবেন। আল্লাহ হাফেজ
note : ফ্রী প্রোগ্রামিং কোড পেতে চাইলে আমার প্রোগ্রামিং ওয়েবসাইট এ ক্লিক করুন http://simantoromel.ucoz.com
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
শেয়ার ক রার জন্য ধন্যবাদ। কিছু নতুন জিনিস জানলাম।