বাংলাদেশে ই-কমার্সের রূপকার ও দেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমাস সাইট এখনই ডট কম। অনলাইন এ পণ্য কিনার ক্ষেত্রে সব চেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ই-কমার্স সাইট এখনই ডট কম। দৈনন্দিন জীবনের সব প্রয়োজন কে এখনই ডট কম নিয়ে এসেছে হাতের মুঠোয়। ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে এখনই ডট কম থেকে পছন্দের ও প্রয়োজনীয় পণ্যটি অর্ডার দিয়ে কিনে ফেলা যায় সহজেই।
এখনই ডট কমে রয়েছে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ই-স্টোর থেকে কেনাকাটার সুবিধা। রয়েছে দারুন সব সার্ভিস যা এখনই ডট কম থেকে পণ্য কিনতে ক্রেতাদের আগ্রহী করে তোলে। এছাড়া এখনই ডট কমের রয়েছে ফোন এ কল করে কেনার সুবিধা। অনলাইন শপিং সেন্টার গুলোর মধ্যে এখনই ডট কমএকটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য নাম।
বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ২ কোটি প্রযুক্তিপ্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষাভাষীই নয় টেকটিউনস ট্রান্সলেট করে বিশ্বের বহু ভিনভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত টেকটিউনস। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিশ্বস্ত কমিউনিটি হল টেকটিউনস।
বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস ও দেশের অন্যতম সেরা ই-কমাস এখনই ডট কম এর উদ্যোগে শুরু হলো এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় মাসের সেরা টপটিউনারকে এখনই ডটকমের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে। পুরষ্কার এখনই ডট কমের প্রধান কার্যালয় থেকে প্রদান করা হবে।
এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ জিতে নিয়ে সর্ব প্রথম বিজয়ী হলেন বর্তমান সময়ে টেকটিউনস এর অন্যতম জনপ্রিয় টিউনার
টিউনারের প্রতিটি টিউন অবশ্যই মৌলিক ও সম্পূর্ণ নিজের লেখা হতে হবে।
টিউন অবশ্যই বাংলা ভাষায়, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তির খবর সংক্রান্ত কোন টিউন প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে না। তবে বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্লেষণ সংক্রান্ত টিউন করা যাবে।
টিউনারের প্রতিটি টিউন এক্সক্লুসিভলি শুধুমাত্র টেকটিউনসে ই প্রকাশিত হতে হবে। টেকটিউনস ছাড়া অন্য কোথায়ও পূর্বে বা পরে অন্য যে কোন মাধ্যমে প্রকাশিত থাকতে বা হতে পারবে না।
টিউনারের অন্য যে কোন মাধ্যমে পূর্বে লিখিত কোন লেখা টিউন করলে তা প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
টিউনারের করা প্রতিটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক হতে হবে।
টিউনারের যে কোন টিউন বা টিউনের অংশ বিশেষ কপিপেস্ট হলে সাথে সাথে টিউনারশীপ বাতিল ও প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
টিউনারের প্রতিটি টিউনের শব্দ সংখ্যা কমপক্ষে ৭০০ শব্দের হতে হবে। এখানে ৭০০ শব্দ একটি মানদন্ড মাত্র প্রকৃত টপটিউনার হিসেবে আরো বেশি শব্দের টিউনারকারী অগ্রাধিকার পাবে।
সকল টিউন হতে হবে টেক্সট টিউন। কোন ভিডিও টিউন প্রতিযোগিতার জন্য গণ্য হবে না।
টিউন হতে হবে সম্পূর্ণ নেচারাল ব্লগিং অর্থাৎ টিউনে কোন প্রকার প্রচারণা, সেলফ মার্কেটিং, লিংক এর মাধ্যমে নিজের বা অন্য সাইটে ভিজিটর ড্রাইভাট ও লিংক রিডাইরেক্ট ও টেকটিউনস নীতিমালার যে কোন বা একাধিক নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ বাতিল ও প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে
প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমেই টিউনারকে অবশ্যই টিউনার প্রোফাইলে নিজের টিউনার পিকচার সেট করতে ও নিজের নাম বাংলায় আপডেট করতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে টিউনারকে অবশ্যই নিজের টিউনার প্রোফাইলে Country হিসেবে বাংলাদেশ এবং বিভাগ, জেলা, উপজেলা সঠিক ভাবে নির্বাচন করতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে টিউনারকে অবশ্যই নিজের টিউনার প্রোফাইলে নিজের সঠিক ফেববুক আইডি আপডেট করতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে টিউনারকে অবশ্যই নিজের টিউনার প্রোফাইলে নিজের কার্যকর ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে আপডেট করতে হবে।
টিউনার প্রোফাইলের ফেসবুক আইডি, ইমেইল ও মোবাইল নম্বর দিয়েই টিউনার এর সাথে যোগাযোগ করা হবে।
কোন ধরনের ফেক টিউনার পিকচার, ইমেইল, ফেসবুক আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করা হলে তাকে প্রতিযোগিতার জন্য বাতিল বলে বিবেচনা করা হবে।
বিজয়ী নির্বাচন
প্রতিমাসের শেষ তারিখে (৩০ বা ৩১ তারিখে) রাত ১২:০০ টায় যে টিউনার মাসের টপ টিউনার তালিকায় থাকবে তার সকল টিউন প্রতিযোগিতার উপরক্ত নিয়মাবলী মোতাবেক পর্যালোচনা করা হবে। টিউনারের উক্ত মাসের সকল টিউন প্রতিযোগিতার নিয়মাবলী মোতাবেক না হলে ঠিক তার পরবর্তী টিউনার (মাসের টপ টিউনার) এর টিউন পর্যালোচনা করা হবে। এভাবে মাসের টপ টিউনার তালিকায় সর্বপ্রথম যার সকল টিউন প্রতিযোগিতার নিয়মাবলী মোতাবেক হবে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
প্রতি মাসের ১ থেকে মাসের শেষ তারিখ (৩০ বা ৩১ তারিখ) পর্যন্ত টিউন গুলোই বিবেচনা করা হবে।
আগামী কোন ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিমাসে এ পুরষ্কার প্রদান করা হবে।
পুরষ্কার
বিজয়ী ঘোষণা করে পুরষ্কার গ্রহণের জন্য বিজয়ী টিউনার এর টিউনার প্রোফাইলে দেয়া ইমেইল, ফেসবুক, মোবাইল নম্বর এর মাধ্যমে বিজয়ী টিউনার এর সাথে যোগাযোগ করা হবে।
বিজয়ী টিউনারকে এখনই ডট কমের কার্যলয় থেকে পুরষ্কার প্রদান করা হবে।
বিজয়ী টিউনারকে নিয়ে একটি চমকপ্রদ টিউন টেকটিউনস থেকে প্রকাশিত হবে।
প্রবাসিরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাদেরও পুরষ্কৃত করা হবে। দেশের বাইরের ও প্রবাসি টিউনারদের পুরষ্কার পাঠানোর ব্যবস্থা করা হবে। বিজয়ী টিউনারকে পুরষ্কার পেয়ে সেলফি তুলে পাঠাতে হবে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2932 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
চমৎকার উদ্যোগ, টেকটিউনস এই সুযোগে কিছু মেধাবী টিউনার বেছে নিতে পারবে। টিউনারদের উৎসাহিত করার প্রত্যয়ে এই টিউনটি টেকটিউনস কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।
এ যেন কলা বেচা আর রথ দেখার মতো হয়ে গেলো। 🙂 টিউনও করবো, আবার পুরস্কারও পাবো। সাথে পুরস্কার পাওয়া টিউনারকে নিয়ে স্পেসাল টিউন। সত্যিই দারুণ উদ্যোগ। নতুন অনেক মেধাবী টিউনারের সাথে দেখা হবে এই সুযোগে। শুভ কামনা টেকটিউনস। 🙂 শুভ কামনা উদ্যোগি টিউনারদের।
ধন্যবাদ অসাধারন একটি উদ্যোগ নেয়ার জন্য ,আশা করছি এখন থেকে টিউনারদের থেকে মানসম্মত টিউন পাব,যা টেকটিউনসকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, টেকটিউনস কমিউনিটি আরও সমৃদ্ধ হোক এ প্রত্যাশা রাখি।
টিউনারের প্রতিটি টিউন শুধুমাত্র টেকটিউনসে ই প্রকাশিত হতে হবে । টেকটিউনস ছাড়া অন্য কোথায়ও পূর্বে বা পরে অন্য যে কোন মাধ্যমে প্রকাশিত থাকতে বা হতে পারবে না। <<<<<< এইখানে ধরা খাইয়া গেলাম মাইরি 😛 😀
যাক বহুদিন পর Techtunes এর চমৎকার ১টি উদ্যোগ পেলাম ভাল লাগল, আশা করি এবার Techtunes আরো অনেক দূর এগিয়ে যাবে ( সময় থাকতে বন্ধু Techtunes এ যাই ভাল ভাল টিউন করে পুরস্কার পেয়ে যাই) 😛
ভালো উদ্দ্যোগ। কিন্তু মনে হয় 9 নং টা ভুল হইসে। অর্থাৎ সকল টিউন হতে হবে টেক্সট টিউন। কোন ভিডিও টিউন প্রতিযোগিতার জন্য গণ হবে। (এইটা মনে হয় এরকম না হয়ে নিম্ন লিখিতটি হবে) সকল টিউন হতে হবে টেক্সট টিউন। কোন ভিডিও টিউন প্রতিযোগিতার জন্য গ্রহন যোগ্য হবে না।
শুভ কামনা। মানসম্মত টিউন দ্বারা টেকটিউন্স সমৃদ্ধ করতে এই প্রতিযোগিতার ভূমিকা অনস্বীকার্য। তবে আমরা কিছু টিউনার কিছু নীতিমালার কারণে প্রতিযোগিতার আগেই বাতিল 😀 যাক তাতে আফসোস নেই। ভালো লাগছে এই ভেবে যে যিনি বিজয়ী হবেন তাঁর টিউনগুলো হবে অনেক ইউনিক, মানসম্মত। আবারো শুভ কামনা। জয় টিটি! 🙂
টিউনারের প্রতিটি টিউন শুধুমাত্র টেকটিউনসে ই প্রকাশিত হতে হবে । টেকটিউনস ছাড়া অন্য কোথায়ও পূর্বে বা পরে অন্য যে কোন মাধ্যমে প্রকাশিত থাকতে বা হতে পারবে না।
নি:সন্দেহে অসাধারণ উদ্দোগ। তবে আমার প্রশ্ন হচ্ছে ফেক আইডি চেনার উপায় কি? নিজের চেহারা প্রোফাইল পিকচারে না থাকলে অথবা ফেসবুক প্রোফাইলে লাইক কম থাকলেই কি তা ফেক হিসেবে কাউন্ট হবে? বাংলায় নামটাও বড় ফ্যাক্টর। আমি অনলাইনে যতদিন আছি, ফেসবুক ও সকল সাইটে এই নামেই আছি। ছবিও হাতে গোনা দুইটা আপলোড দেওয়া। সেক্ষেত্রে আমার মত যারা আছে তাদের কি শতভাগ ভুয়া টিউনার হিসেবে দেখা হয়?
@Bootable Ishraque: ফেক ফেসবুক প্রোফাইল শুধুমাত্র আপনার উল্লেখিত বিষয়ের উপর ভিত্তি করে বিবেচনা করা হবে না। টেকটিউনসের আরও বেশ কিছু ফেক্ট রয়েছে যার ভিত্তিতে ফেক প্রোফাইল বিবেচনা করা হবে। উইনার প্রকৃত টপটিপনার হলে সেটি কোন সমস্যা হবে না।
টেকটিউনস টিউনার প্রোফাইলে First Name আর Last Name হিসেবে আপনার নাম সঠিক ভাবে দিতে হবে। আপনি Nick Name হিসেবে অন্য নাম ব্যবহার করতে পারবেন।
@সরদার ফেরদৌস ইবনে মতিউর ইবনে জব্বার: দুঃখিত এবং অনেক ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। প্রুফরিডিং না হয়েই টিউ্নটি প্রকাশ হওয়ায় হয়ত কিছু বানান ভুল ছিল। এখন ঠিক করা হয়েছে। আপনি আরও একবার দেখে জানাবেন কী আরও প্রুফ এরর আছে কিনা?
@টেকটিউনস: প্রতিযোগিতায় অংশ নিতে “”টিউনাকে”” অবশ্যই নিজের “”টিউনরা”” প্রোফাইলে Country হিসেবে বাংলাদেশ এবং বিভাগ, জেলা, উপজেলা সঠিক ভাবে নির্বাচন করতে হবে।
@সরদার ফেরদৌস ইবনে মতিউর ইবনে জব্বার: আপনার নিজের মন্তব্যেও দুইটা বানান ভুল আছে। কারও উপর আঙ্গুল তোলার আগে নিজে নিশ্চিত হয়ে নিবেন যে আপনি সঠিক। তবে টেকটিউনসের এরকম টিউনে বানান ভুল হবে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত! যাহোক, কিছু মনে করবেন না।
@Raja Banerjee: প্রবাসিরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাদেরও পুরষ্কৃত করা হবে। দেশের বাইরের ও প্রবাসি টিউনারদের পুরষ্কার পাঠানোর ব্যবস্থা করা হবে। বিজয়ী টিউনারকে পুরষ্কার পেয়ে সেলফি তুলে পাঠাতে হবে।
@নীলোৎপল বেদী: বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের বাইরের নাগরিকরা এবং প্রবাসিরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাদেরও পুরষ্কৃত করা হবে। দেশের বাইরের ও প্রবাসি টিউনারদের পুরষ্কার পাঠানোর ব্যবস্থা করা হবে। বিজয়ী টিউনারকে পুরষ্কার পেয়ে সেলফি তুলে পাঠাতে হবে।
এক সময় বলা হচ্ছে সেরা টিউনার আবার বলা হচ্ছে টপ টিউনার। গত ২ মাসে সেরা টিউনের পুরষ্কৃত করা হয়েছে। দয়া করে জানাবেন কি যে, টপটিউনার এবং সেরা টিউনার দুটো পুরষ্কারই কি দেওয়া হবে ? নাকি শুধু সেরা টিউন ?
@আতিকুর রহমান সোহেল: এখই টেকটিউনস সেরা চ্যালেঞ্জে এর নিয়ম মেনে মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে, মাসের টপ টিউনার তালিকায় যে থাকবে তিনিই এখই টেকটিউনস সেরা চ্যালেঞ্জে বিজয়ী হবে। পুরষ্কার একটাই।
তবে এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না। মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।
ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য… আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন। এপটির ফীচার সমূহঃ * কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন * দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন * লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন * কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী * ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব * ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস * ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি) . গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd . এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…
চমৎকার উদ্যোগ, টেকটিউনস এই সুযোগে কিছু মেধাবী টিউনার বেছে নিতে পারবে। টিউনারদের উৎসাহিত করার প্রত্যয়ে এই টিউনটি টেকটিউনস কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।