আসসালামুয়ালাইকুম।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে হয়ত ভাল থেকেও স্বস্তিতে নেই, স্বস্তিতে থাকার কথাও না ! তবুও আমি লিখতে বসলাম।
মোবাইল Operating System হিসাবে Android এর প্রতিদ্বন্দ্বী নেই। তাই আজ Android ফোন Root, Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা দেখাব আমি। আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত, তাই টিউনে ভুল থাকবেই, আশা করি এটা তেমন একটা আমলে নিবেন না।
Android একটা ফোন (Samsung-GT-s5282) কিনার পর যখন দেখলাম আজেবাজে এই সেই application দিয়ে ফোন ভর্তি, যা ফোনকে স্লো করে রাখে, আর Always RAM এর ৮০%-৮৫% Use হয়ে পড়ে থাকে, তখনই মূলত ফোনটা ROOT করে ওইসব ও-প্রয়োজনী Application রিমুভ করার জন্যই আমি আমার ফোনটা ROOT করি। ROOT করার পর ও-প্রয়োজনী Application রিমুভ করায় কি হল জানি না, তবে ভাল একটা ফল পেলাম RAM useing আর ব্যাটারি'র স্থায়িত্ব এর ক্ষেত্রে। ও-প্রয়োজনীয় সেই সব Application যেহেতু ব্যবহার হচ্ছে না, তাই RAM free থাকে, Always Use হয় ৪০%-৫০% ! কিন্তু জানেন, সেই সুখ বেশী টিকল না, কি করলাম? আরও বেশী লাভের আশায় বড় সাইজ দেখে কয়েকটা System File ও Delete করে দিলাম :O অতি লোভে তাঁতি নষ্ট, তাই যা হওয়ার তাই হল। ফোনটা সেই যে অফ হল, অন তো হয় না :(:cry:
তার পরের গল্পটা আরও কষ্টের, দয়াল বাবা Google এ মাথা বেঁধে লেগে গেলাম, কিন্তু এই সমস্যার সহজ সমাধান নেই। যা আছে, সেটা হল এই- নতুন করে Stock Room Install দিতে হবে। মানে ফোন ফ্ল্যাশ... :(কিন্তু আমার কাছে তো Frameware নেই :O ভাল মানের Fremeware Download এর সাইট ও পাচ্ছিলাম না, পরে টেকটিউনসে টিউন করে ভাল একটা লিঙ্ক পেলাম। আর দয়াল বাবার সার্চক্রীত রেজাল্ট দেখে দেখে ভাল একটা সাইট এর অনুকরণে Odin নামক একটা সফটওয়্যারের সাহায্যে Stock Room re-Install করে সেই যাত্রায় রক্ষা পেলাম 😀 কিন্তু যাত্রার অনবদ্য অভিজ্ঞতা নিজের মাথায় ভাল করে পুরে নিলাম। আর সেটাই আজ সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ! জানি না কতটুকু সুন্দরভাবে লিখতে পারব, তার পরও চেষ্টা করলাম... তাতে তো দুষ নাই? কি বলেন? 😀
আপনার ফোন কি ভাবে ROOT করবেন, সেটা নিয়ে একবার টেকটিউনসে একবার সার্চ দিন। আশা করি এত রেজাল্ট পাবেন, সেখান থেকে ভাল ভাবেই আপনার ফোনটি ROOT করতে পারবেন, কিন্তু এর পরও আমার খুঁজে পাওয়া ROOT করার সিস্টেমটা Share করছি-
প্রথমে Impector নামের software টি Dawnload করে নিন --->> https://cydia.saurik.com/api/latest/2 [Direct Download]
এইবার মন দিয়ে পড়ুন। প্রথমে আপনার ফোনের Driver টা PC তে Install দিন। যদি Driver খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে টিউমেন্টে বলবেন, আমি চেষ্টা করব ভাল Download Link দিতে। Driver Install দেয়ার পর ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন। নিচের ছবির মত উইন্ডো আসবে-
এবার আপনি RAR ফাইল থেকে নিচের ছবির মত Impector নামক Softwere টি Run করুন, এবং "Start" এ ক্লিক করুন।
সব কিছু টিকটাক থাকলে নিচের ছবির মত উইন্ডোতে কিছু Installing Command দেখবেন-
সব শেষে আবার প্রথম লেখাটা আসবে, তার মানে আপনার ফোনটি এখন ROOT করা ! 😀 কি বিশ্বাস হল না?
আপনার ফোনটি Successful ভাবে ROOT হয়েছে কি না, এ জন্য নিচের APK টা install করে Chack করে নিন।
APK Link--->> http://www13.zippyshare.com/d/83719607/69535/Root%20Checker%20Pro.apk [Direct Download]
শেষ হয়ে গেল ROOT করার কাজ, এখন চাইলে ভাল মানের একটা Uninstaller দিয়ে ও-প্রয়োজনী Application রিমুভ করে নিতে পারেন। ও ভাল কথা, রিমুভ করার আগে Backup রাখতে ভুলবেন না... তা না হলে আমার মত ভুগতে হবে। Backup রাখা ও Uninstall এর জন্য নিচের লিঙ্ক থেকে APK টা নামিয়ে নিতে পারেন, আমি এটাই Use করি।
APK Link--->> http://www38.zippyshare.com/d/18701808/17549/Root%20Uninstaller%20Pro%20v.4.0.apk [Direct Download]
শেষ হল ROOT এর সাতকাহন ! 😀
আমার মতে Unroot, Flash,Stock Room Install, Frameware Update সবই এক সুতায় বাঁধা। আপনি টিউনটা পড়ছেন, So আপনি টেকটিউনসের Membar না হউন, অন্তত Visitor তো ? So আপনি কেন এর যেকোন একটা কাজের জন্য মোবাইল সার্ভিসিং সেন্টারে যাবেন ??? চেষ্টা করুন, আপনি ও পারবেন। আমি পারব না বলে বসে থাকলে সত্যিই আপনি পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। আর টেকটিউনস শিখার জায়গা, এখানে শিখতে আসলে আপনি ফিরত যাবেন, এটা টিটির কেও মানবে না। টিটির সাম্প্রতিক একটা জরিপে দেখেছিলাম দিনের শুরুতে বেশির ভাগ মানুষ ফেসবুক Chack করে, Than টেকটিউনস 😀 আমার মনে হয় যারা টেকটিউনস কে মনের মত ভালবাসেন, যারা প্রযুক্তি-কে ভালবাসেন, তারা আগে টিটি Chack না করে শান্তি পান না 😀 anyway, কাজের কথায় আসি। Unroot, Flash, Stock Room Install, Frameware Update এর যেকোন একটি করতে নিচের ধাপগুলু অনুসরন করুন, আশা করি নিরাশ হয়ে ফিরবেন না 😀 🙂
প্রথমে Odin Download করে নিন -->> http://samsung-updates.com/Odin307.zip [Direct Download]
এবার আপনার ফোনের নাম model লিখে দয়াল বাবা Google এ সার্চ দিয়ে Frameware টা নামিয়ে নিন। অথবা আপনার ফোনের নাম মডেল লিখে টিউমেন্ট করুন, আমি আপনার Device এর Frameware এর লিঙ্ক দেয়ার Try করব।
কাজ শুরু করে দেই, কি বলেন ? খুব সাবধান, কাজে উল্টাপাল্টা হয়ে বা বিদ্যুৎইক গোলযোগের জন্য যদি আপনার Device টি ব্রিক বা স্পট ডেড হয়, এ ক্ষেত্রে আমাকে কোন দায়ী করবেন না।
প্রথমে আপনার ফোনটি অফ করে নিন, Than অন করার সময় Vol Down+Home+Power বাটনে ধরতে হবে, যার ফলে ফোন Downloading Mode এ অন হবে। কিন্তু এটা আমার ফোনের Downloading Mode এ যাওয়ার পদ্ধতি, Brand অন্যটা হলে এটা পরিবর্তনীয়, কিন্তু আপনি যদি আপনার ফোনের Downloading Mode যেতে না পারেন, তাহলে টিউমেন্ট করুন। আমি বলে দিব ইনশাআল্লাহ্। Anyway, নিচের ছবিতে দেখুন আমার Device এ আমি Downloading Mode এ গেছি-
Odin ওপেন করুন। আর আপনার ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন এবার নিচের ছবির দিকে তাকান-
4. এবার PDA তে ক্লিক করুন-
PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে।
5. আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা
সিলেক্ট করুন।
6. এবং Open এ ক্লিক করুন।
এবার লক্ষ করুন, PDA তে MD5 ফাইলটা লোড দেয়ার পর কিছু সময় লাগবে, এমনকি Program "Not Responding" ও Show করতে পারে। কিন্তু Program ক্লোজ করবেন না, ২-৩ মিনিট Wait করুন, একটু পরে সব টিকটাক হয়ে যাবে।
7. এবার "Start" এ ক্লিক করুন।
দেখুন আবার লোডিং শুরু হয়েছে-
আর অন্য দিকে ফোনে ও Downloading হচ্ছে, মানে Load হচ্ছে-
কিছু সময় পর নিচের ছবির মত বার্তা Show করে "Reset" লেখা উঠবে-
পরে ফোনে এ রকম একটা লোডিং হয়ে ফোনটি Restart হবে।
অপেক্ষা করুন, সবশেষে কত সময় লাগল তার হিসাব সমেত "Pass" লেখা উঠবে-
আপনার কাজটি যদি ফ্রেমওয়ার Update হয়, তাহলে আপনার কাজ শেষ। দেখুন আপনার Download ক্রিত Fremeware Install হয়ে নতুন কিছু পরিবর্তন হয়েছে। আর যদি Unroot বা Flash করার উদ্দেশে কাজটি করে থাকেন, তাহলে আপনাকে আরও ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হল ফোনটা আবার অফ করুন, আগে Downloading Mode যাওয়ার জন্য Vol Down+Home+Power বাটন ধরেছিলেন না? এবার আপনাকে Vol UP+Home+Power একত্রে ধরতে হবে। একটু wait করুন, দেখবেন PC'র BOIS মেনুর মত একটা মেনু এসেছে। আপনি ভলিউম কী'র সাহায্যে "Wipe data/factory reset" এ যান-
এখন Home কী-তে prass করুন, দেখবেন ৫ বার "No" than একবার "Yes -- Delete all user data" লেখা আরও একটা পেজ আসবে, আপনি "Yes -- Delete all user data" এ প্রেস করুন Home বাটনের সাহায্যে।
এখন "Reboot System Now" এ প্রেস করে ফোনটি রিস্টার্ট করে নিন 😀 কাজ শেষ বস...
মার্কেট থেকে কিনার পর প্রথম অন করার সময় যে সমস্ত কাজ করেছিলেন, মানে Language সেট, Google ID Login Or Create, Samsung ID Log-In Or Create Etc Etc... এগুলো সম্পন্ন করে ধীর হয়ে বসে পড়ুন আর আমার জন্য হাল্কা গরম এক কাপ লাল চায়ের অর্ডার করুন, আমি আবার গরম খেতে পারি না, তাই টাণ্ডা লাল চা খাই 😀
[বিশ্বাস করুন আর নাই করুন, শুধু মাত্র টেকটিউনসে এই টিউনটি করার জন্যই গতকাল ফোনটা ফ্ল্যাশ করলাম। কারো উপকার হলেই আমার প্রচেষ্টা সফল।]
ভাল থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
ফয়সাল ভাই আমি টেকটিউনে নতুন। ভাই আপনার কাছে পরামর্শ চাই আমার আ্যানড্রয়েডের রুট করেছিলাম। তারপর আমি কিছু কাষ্টম রম ব্যাবহার করি । 3D chaine faire নামক এই সফটওয়্যার open করার পর আমার ফোন রিষ্টার্ট নেয় তারপর ফোনের শুধু walton এর লগো আসে তারপর আর কিছু আসে না । এখন কী করলে ভাল হবে যদি বলতেন তাহলে উপকৃত হতাম।
আমার মোবাইলের মডেল নাম্বার walton primo e2
@walid: আপনার কথায় আমি ও সার্চ দিলাম, Than এটাকে ভাল way মনে হল, Try Here ►►► http://goo.gl/3SMG79
@walid: @আল-আমিন: ভাই, আপনি এখান থেকে Software টা নামিয়ে নিন । আপনার Driver কেন, যে কোন ফোন এর ড্রাইভার পাবেন… জাস্ট Connect করে Install এ ক্লিক করুন… লিঙ্ক ►►► http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe
@mdmijan: ভাই, প্রথমে আমার যে পরিনতি হয়েছিল, এখন আপনার ও তাই ! So আপনার জন্য করার মত কাজ দুইটা আছে…! হয় frameware Re-Install করা.. আর নয়ত আপনার walton premo d2 এর অন্য ROOT করা ডিভাইস থেকে Host FIle টা আনা ।
Frameware install এর জন্য :
আপনার ফোন এর USB Driver লিঙ্ক- https://drive.google.com/uc?id=0B_h4wIZl2Bila3pCS2p5aUgzbTQ
আর Frameware লিঙ্ক- http://www.mediafire.com/download/a47yw0xnmfegbg6/Primo+D2+Firmware.rar
উক্ত ডাউনলোড লিংক গুলি কাজ করেনা প্লিজ replace
http://goo.gl/I4ywst
http://goo.gl/OlCRVj
http://goo.gl/8QyVB
@green poison: ভাই Try করুন-
►https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhZGpQMGRVNUQ2Nzg
অথবা,
► http://www.4shared.com/rar/WYmg5C7t/symphony_w-35official__firmwar.html
►► Password: MDARIFULISLAM
@tuhin_bgd: A -to- Z সমাধান > http://forum.xda-developers.com/showthread.php?t=1387832
@Himadri: আপনার R2র Driver >-> https://drive.google.com/uc?id=0B_h4wIZl2BilTld6Y0VObFJfVVE
আর আপনি 4.2.1 থেকে 4.2.2 2 তে Improved করতে পারবেন !
আপনার Firmware & Flashtools Download লিঙ্ক – http://www.mediafire.com/?mwl858ey3ikettd
@TANVIR: Try Here –>> http://trendblog.net/fix-soft-bricked-android-device-first-aid-guide/
ভাই আনেক উপকারি একটা পোষ্ট।কিন্তু ভাই যদি আর কয় দিন আগে দিতেন তাহলে আর একটু ভাল কারন কয়েকদিন আগে আমার W72 তে Root করার পর কোন এক App Install করার পর ফোন সেই যে অফ হল, আর অন হয় না তাই বাধ্য হয়ে ৫৫০ টাকা দিয়ে সারাতে হয়।তখন তো আর এসব কিছু এতটা বুঝতাম না।আর সেই জন্য আর Root করতে ভয় পাচ্ছি।
তবে আনেক ধন্যবাদ কষ্ট করে এগুলো জানানোর জন্য।পরে কাজে আসবে।
@Jahid Hasan: আগে দেইনি, আপনি ও পান নি ড So এখন পেয়ে গেলেন 😀 আর আপনার ফোনের frameware, ইচ্ছা করলে Download করে রাখতে পারেন । ->>http://www.4shared.com/rar/xaC1B6_Kce/symphony_w72_official_firmware.html
Foysal vi, দারুন আপনার পোষ্ট অনেক ভালো লাগছে….
আমাকে একটু হেল্প কোরবেন ?
ame kesudin aga stok rom install korse amar symphony w125 a…….. kintu akhon ame r customige korta parse na. mana… sd card thaka kono zip install korta parse na…… field dhakhay…. ke kore bolan to……….. but set ok kono problem nay…..ame muloto camarar problam ar jonna ata korselam…..amar samnar camara astona ….. flash korar por astesa…sudhu zip install korta parsena…. please help………
@AYUB_RTV: আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগল ।
আপনার প্রবলেম টা হার্ডওয়্যারে ও তো হতে পারে ? o.O
এর পরে ও আপনি Stock Rom Install দিয়েছেন, আমার মনে হয় সেই স্টক রম মানে Frameware এ Bug ছিল । আপনি এটা Try করে দেখতে পারেন ►►► https://docs.google.com/uc?id=0B-9tyB-auwzhel9ST0hkTkRIWWc
@ইন্টারনেট জায়ান্ট: প্রথমেই আপনাকে স্বাগতম !
আপনার Frameware >>> https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhZGpQMGRVNUQ2Nzg
আপনার USB Driver >>> http://www.mediafire.com/download/sj643c2alktcfj3/All+MTK+USB+Driver+2014.rar
অথবা >>> http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe
@mdmijan: প্রথমে আমার যে পরিনতি হয়েছিল, এখন আপনার ও তাই ! So আপনার জন্য করার মত কাজ দুইটা আছে…! হয় frameware Re-Install করা.. আর নয়ত আপনার walton premo d2 এর অন্য ROOT করা ডিভাইস থেকে Host FIle টা আনা ।
Frameware install এর জন্য :
আপনার ফোন এর USB Driver লিঙ্ক- https://drive.google.com/uc?id=0B_h4wIZl2Bila3pCS2p5aUgzbTQ
আর Frameware লিঙ্ক- http://www.mediafire.com/download/a47yw0xnmfegbg6/Primo+D2+Firmware.rar
@Asif: আমি HTC try করি নি, But এই ভাবে কাজ না হলে নিচের Software গুলো দেখতে পারেন-
► goo.gl/L7y3pn
►► https://s3.amazonaws.com/oneclickroot/OneClickRoot.exe
@shobuj khan: আপনি Driver Install দিয়ে https://s3.amazonaws.com/oneclickroot/OneClickRoot.exe এটা দিয়ে Try করুন…
@আবু বকর জিলানী: বুঝলাম না ভাই, কি এমন জাভা ফাইল, যা আপনি Android এ চালাতে চান 😀
আচ্ছা এর পর ও আপনি এটা Try করুন > http://shawon.heck.in/post-title-169.xhtml
@আল-আমিন: Sorry ভাই… আপনার মডেলের পাচ্ছি-ই না 🙁
এখানে ও নেই >> http://androidxda.com/download-walton-stock-rom-models
Foysal Vai, কি লোভ দেখাইলেন। ভোর ৫ টা পর্যন্ত ট্রাই মারলাম কিন্তু হইল না। একটু খুলে বলছি।
আমার সেটটি স্যমসাং গ্যালাক্সি এস (কোরিয়ান ভার্সন)। এটাতে র্যাম শো করে ৩৩৬ এমবি। এটাতে অনেক অপ্রয়োজনীয় এপস আছে যা আমার প্রয়োজন হয় না। ওগুলা আনইন্সটল ও করা যায় না। র্যাম সবসময় ৭০-৮০% বিজি থাকে। আমি মুলত ওগুলা আনইন্সটল করার জন্যই আমার সেটটি ROOT করতে চাচ্ছি।
আপনার টিউন এর সাথে আমি এই http://www.idroidspace.com/root-samsung-galaxy-s-gt-i9000-and-install-cwm-recovery-how-to/ লিঙ্কটিও দেখলাম। step 5 দেখুন, কিন্তু আমি “cf-root-xx_oxa_xxx-xx.x-cwm3rfs.tar” কোথাও খুঁজে পাচ্ছিনা।
আবার আপনিও বলেছেন, PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে ।
5. আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা সিলেক্ট করুন ।
6. এবং Open এ ক্লিক করুন ।
কিন্তু ওই ফাইল টা তো আমি কোথাও পাচ্ছিনা। আর, আমি কিন্তু Samsung Kies এই সফটওয়্যার টা ব্যবহার করে আমার Firmware টা Update করেছি। Update করার পরে এটা হয়েছে Android 4.3.2
আমি কি আমার সেট এর Android Version আরও আপডেট করতে পারবো ? পারলে সেটা কিভাবে।
@সাইফুল ইসলাম: আপনার Tab এর জন্য USB Driver >>> https://drive.google.com/uc?id=0Bw8B2a85Qa1jTXZSSEs4WkRtU1k
আর Fremeware যদি লাগে, এই নিন Frameware লিঙ্ক > http://rapidgator.net/file/b275ea058dd883921a0ff09fa58d7310
দেখুন তো এটায় কাজ হয় কি না >> http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe
ভাই আপনার ডিভাইস এর Driver ►► http://www.usb-drivers.org/samsung_galaxy_grand.exe
আর Frameware ►►► http://terafile.co/155f2b6d28c3/I9082XXUBNB2_I9082ODDBNB1_INU.zip
@Onno Manush Foysal: ভাই http://www.androidscreed.com/root-samsung-galaxy-grand-duos-i9082-jellybean-422-412/ এটা কি ট্রায় করা যাবে।
@Onno Manush Foysal: ভাই এটা দিেয়ও হলনা।ভাই আমি কি রুট করতে পারবো না? কোন উপায় থাকলে বলেন।গুগলে অনেক উপায় পািচ্ছ কিন্তু ভয় পাচ্ছি। নিচের লিঙ্ক টা ট্রায় করা যাবে? http://rootmyandroid.org/root-galaxy-grand-samsung-2-ways.html
@masud08rana: ভাই আপনার ফ্রেমওয়ার > http://terafile.co/3d4373099466/I8262XXAMI2_I8262OJVAMI1_DKR.zip (কেনিয়া ভার্সন)
@সাফায়েত দীপ্ত: ধন্যবাদ 😀
আপনার USB Driver > https://drive.google.com/uc?id=0B_h4wIZl2Bilak10bFpmVHVHWU0
আর ROOT করার জন্য > https://s3.amazonaws.com/oneclickroot/OneClickRoot.exe
ফয়চাল ভাই আপনি আমার symphony w69 er driver link dichen. http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe .amar win8.1 সাপোট করছে না।তাইলে আমি কি রুট করবার পারমু না?
কেন পারবেন না? পারবেন 😀
Try It > http://symphony-pc-suite.software.informer.com/1.0/
কেন পারবেন না? পারবেন 😀
Try It > http://symphony-pc-suite.software.informer.com/1.0/
আর আমার নামটা ফয়চাল না 😉 ফয়সাল… হা হা হা
@RJplabon: আপনি আমার দেখানো সব স্টেপ Follow করুন, এই সিস্টেম এ কাজ হবে, মানে কাস্টম রম ইন্সটল হবে । আপনার ফোন এর কাস্টম রম > https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhQVlLOUE0bkFBSlU
প্রথমেই আপনাকে জানাই প্রান ঢালা অভিনন্দন এরকম একটা তথ্যবহুল টিউন করার জন্য। আমি নিশ্চিত বলতে পারি আপনার কষ্ট সার্থক হয়েছে। তার প্রমান আমি সহ 84 টা টিউন।আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই।
১। ভাই আমি সিমফোনি T8i TAB ব্যবহার করি। এটায় OTG Support করে। আমি কিবোর্ড মাউছ লাগালে তা Support করে। কিন্তু যদি Pendrive লাগাই তাহলে মেসেজ আসে USB Damage. But আমার ল্যাপটপে পেনড্রাইভ সাপোর্ট করে। সমস্যাটা বুঝতেছি না।
২। ভাই আমার ট্যাবে কি কিটকাট ব্যবহার করতে পারবো?
৩। আমি চাচ্ছি ট্যাবটাতে কাষ্টম রোম ব্যবহার করব। কিন্তু frameware টা কোথায় পাবো? আপনি একটু হেল্প করলে উপকার হাতো।
@Mehedi Hasan: আপনাকে ও অসংখ্য ধন্যবাদ 😀
1••• আপনার USB Damage প্রবলেম এর বাপার এ বলতে পারলাম না… আপনি পেন ড্রাইভ NFTS ফরম্যাট এ ফরম্যাট করে দেখতে পারেন ।
2••• জি না ভাই, আপনি ICS 4.0.4 to 4.2.1 Jelly Bean এ Update হতে পারবেন 🙂
আপনার ট্যাবের ফ্ল্যাশ টুল অ্যান্ড ফ্রেমওয়ার > http://www.4shared.com/rar/eFDB1Y1U/T8i.html (ICS 4.0.4)
Foysal ভাই , আপনি কি আমার মোবাইলের জেলিবিন frameware টা দিতে পারবেন। অনেক খুজেছি , xda-developer থেকে যেটা পাচ্ছি সেটা ডাউনলোড ই হচ্ছে না। আর একটা ব্যাপার- এবার আমার মোবাইলের বর্তমান frameware সহ পুরো সিস্টেম এর ব্যাক- আপ কিভাবে রাখবো। এই ব্যাক- আপ গুলো পিসি তে রাখতে চাই। mobile samsung music GT-S6012
@bisukgp: পুরো সিস্টেম ব্যাক আপ রাখতে অবশ্যই আপনার ফোন ROOT করতে হবে, Than নিচের লিঙ্ক থেকে APK টা ইন্সটল করে সব ফাইল ব্যাক আপ রাখতে পারবেন । APK লিঙ্ক > http://www38.zippyshare.com/d/18701808/17549/Root%20Uninstaller%20Pro%20v.4.0.apk [Direct Download]
আর আপনার ফোনের Firmware > terafile.co/9995a2e29585/S6012XXUBMK1_S6012OXXBMK1_EUR.zip
অথবা, >>> terafile.co/0ccd01a81e61/S6012XXUBMK1_S6012OXXBMK1_SEB.zip
@aarshad: আপনি লিঙ্কটা Copy করে Addres Bar এ Paste করলেই হয়ে যেত, এর পর ও আপনার জন্য > http://www.cydiaimpactor.com/ (Windows এ Click করে Download করে নিন) ।
@Rowsun Ahmed: Flash করার জন্য আপনি Odin Use করুন, আর আপনার ফোনের Frimware ► http://www.4shared.com/rar/WDFq9IyPce/Symphony_W69_Flash_File_Office.html (LogIn 4shared And Download This Frimware )
@Onno Manush Foysal: আপনি লিঙ্কটা কপি করে Addres বারে Paste করুন, Download Start হবে । অথবা এই লিঙ্ক থেকে নামিয়ে নিন > https://samsung-updates.com/Odin307.zip
@fuad: আপনি ও ROOT করতে পারবেন ।
Driver ► http://www.htc.com/www/support/software/htc-sync-manager.aspx
(অবশ্যই PC তে JAVA Install থাকতে হবে )
ROOT Tools ► http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=1309441&d=1347042789
@sovon das: আপনার Sony Ericsson w8 এর ROOT Tools > http://hexamob.com/ar/how-to-root-your-android-ar/superoneclick-root-%D8%B7%D8%B1%D9%8A%D9%82%D8%A9/
and Driver > http://hexamob.com/drivers-smartphone-tablet/
ফয়সাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাচ্ছি, আমার Walton R2 কি Kitkat-এ আপডেট করা যাবে না?xda-developer থেকে কি Kitkat এর কোন Custom Rom এর লিংক আপনার জানা আছে অথবা Walton R2 এর Configaration অনুযায়ী ব্যবহার করার মত কোন Custom Rom এর লিংক যদি আপনার জানা থাকে তাহলে Please জানাবেন। আবারো আপনাকে অসংখ ধন্যবাদ।
@Himadri: আমি আগের কমেন্ট Feedback এ আপনাকে বলেছি আপনি 4.2.1 থেকে 4.2.2 2 তে Improved করতে পারবেন ! মানে Jelly Been এর মধ্যেই Improved হবেন । কিন্তু আমার মনে হয় না এটি কিটকাট পর্যন্ত Upgrade করা যাবে… এর পরও আপনি টিটির কোন Android গুরু কে Ask করে দেখতে পারেন ।
আর আপনার Firmware & Flashtools Download লিঙ্ক – http://www.mediafire.com/?mwl858ey3ikettd (Jelly Been)
@sovon das: আপনি আগের টিউনে বলেছিলেন ফোন রুট করতে চান, তাই রুট করার Tools টা দিয়েছিলাম । আবার দিচ্ছি > forum.xda-developers.com/attachment.php?attachmentid=778098&d=1320906597 [Direct Download]
And Driver > http://www.sonymobile.com/gb/tools/pc-companion/ [Direct Download]
@joy12003: আপনার Driver >> http://www.mediafire.com/?l2drdbvq0t7sphl
আর ফ্রেমওয়ার এর সত্যি-ই ভাল লিঙ্ক পেলাম না… তবে Kies দিয়ে Update করে নিন ।
@joy12003: আমার কাছে Kies না থাকায় Process টা দেখাতে পারলাম না । তবে আপনি আপনার ফোনের জন্য 4.2.2 Jelly Bean এর একটি Custom ROM Try করে দেখতে পারেন > http://http://d-h.st/sRP
আপনার ফোনের জন্য আরো ফ্রেমওয়ার > http://narod.yandex.ru/disk/14574272001/I9003.ZIP.html (GINGERBREAD 2.3.4)
অথবা > http://www.mediafire.com/download/swsk4j35zejt1ck/I9003JPKP5.rar (GINGERBREAD 2.3.6)
আর আপনি প্রথম কমেন্টে বলেছিলেন এই Process এ কাজ হবে কি না, অবশ্যই হবে… যেহেতু আপনার ফোন Samsung.
@shimul1990: 1000% Tased লিখা দেখেই নিয়ে নিলেন? মানে Download করে নিলেন ??? What Is This…
Symphony W-35 এর ফ্রিমওয়ার এত মেগাবাইট হয় কি করে…?
আমাকে বললেই তো আমি ভাল লিঙ্ক দিতাম…
Okay পারলে এটা Download করে নিন ► https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhZGpQMGRVNUQ2Nzg
(Android : 4.1, ROM Size: 460MB)
Bro, thnk u so much. root korar onek try korechi, but pari ni. apanr jonno aj possible holo….
ami akta problem-a pore gechi…. ami “Odin and Frameware” ta pacci na, aktu help korben pls…
Name: Samsung Galaxy s4
Model number: GT-I9500
Android version: 4.2.2
Kernel version :
3.0.13
1313 V75
SMP PREEMPT Wed Sep 25 09:48:20 CST
2013
pls help……
@Cleaver Munna: You’re Most Welcome….!
আপনার জন্য একটা ভাল খবর হল আপনি আপনার s4 এর Android Verson 4.2.2 থেকে 4.4.2 তে নিতে পারবেন 😀
আপনার Phone এর ড্রাইভার ► http://www.mediafire.com/download/7iy79emc0bf1fb4/SAMSUNG_USB_Driver_for_Mobile_Phones.exe
আপনার Phone এর frimware ► http://terafile.co/5ca875d05f19
অথবা, ►► http://rapidgator.net/file/ae98c2bc2b9189131a08da2ee15e910a
And Odin ► http://www.devfiles.co/download/CAHmXM6c/Odin_v3.09.zip
Okay Brother, Happy? 😀
ফয়সাল ভাই আপনাকে আবার ধন্যবাদ।আপনার দেয়া 4.2.2 JellyBean Custom ROM টি zip ফরমেটে এবং frimware টি rar ফরমেটে download হইছে। JellyBean Custom ROM টি কি extract না করে odin দ্বারা মোবাই update করা যাবে।আর ২য় প্রশ্ন frimware টি extract করলে চারটি ফাইল দেখাই (১MODEM_I9003JXKP3_REV_00_CL1040711.tar.tar *
২CODE_I9003JPKP5_CL482273_REV08_user_low_ship.tar.tar *
৩I9003OJPKP6_CL491426_CSC.tar.tar *
৪MODEM_I9003JXKP3_REV_00_CL1040711.tar.tar *) যদি frimware update করতে চাই কি ভাবে করব দয়াকরে বলবেন……।।
ভাইজান, আপনি যেহেতু রুট করে সেট ব্যবহার করছেন এজন্য আপনার সাহায্য আশা করছি। আমি আগে স্যামস্যাং গ্যালাক্সি কোর ইউজ করতাম, সেখানে সেটের যে ডিফল্ট T Memo ছিল তাতে আমার বেশ কিছু তথ্য গুগল সিন্ক্রোনাইজ করাছিল। কিন্তু বর্তমানে আমি গ্যালাক্সি গ্রান্ড ২ ব্যাবহার করছি। এটাতে ডিফল্টT Memo বা S Memo নেই এজন্য আমি আগের তথ্য গুলো কোনভাবেই সিন্ক্রোনাইজ করতে পারছি না। প্লে স্টোর থেকে নামালে সেগুলো গুগল সিন্ক্রোনাইজ হয় না। এজন্য আপনি যদি আপনার সেটের ডিফল্ট T Memo বা S Memo টা আমাকে মেইল করে দিতেন তবে খুবই কৃতজ্ঞ থাকতাম। ইমেইল – [email protected]
@emdadulhossain: ভাই আপনার APK : http://forum.xda-developers.com/attachment.php?s=46d82761dc7f3da5aff5351036daa383&attachmentid=579029&d=1303846865 [Direct DOwnload]
@ujjal1994: আপনার লিঙ্ক : http://www.mediafire.com/download/rr64dz6s51aq610/symphony-w92,by_helpful-man.rar [direct Download]
@মনীরুল আমীন আল-মুশতাক: Try It > http://www.superoneclickdownload.com/downloads/SuperOneClickv2.3.3-rv.rar
ভাই আমি MMD X360 spin মডেলের ফোন ব্যবহার করি।এটা একটি মালয়শিয়ান ব্র্যান্ড যার official page link http://www.mmd.com.my।
যাই হোক আমি আমার ফোনটা রুট করতে পারছি।কিন্তু আমি এর custom rom /framewire update কোথায় পাব? প্লিজ যদি হেল্প করেন…
এটা দেখতে পারেন, But ব্যাটা মনে হয় Password মেরে রেখেছে > http://www.4shared.com/rar/gxXyvNcVba/Maximus_max991_Flash_File_Offi.html
মেইন লিঙ্ক > http://gsmtelecom90.blogspot.com/2014/04/maximus-max991-flash-file-officeil.html (যদি Password লাগে তাই এটা দিলাম, But এসব লিঙ্ক আমি দেওয়া আমি পছন্দ করিনা, কারণ এরা বিজনেসের জন্য সাইট খুলেছে । তবুও দিলাম কারণ আপনি হয়ত পাচ্ছেন না, তাই)
মারাত্মক কারবার জেভাবে আপনি সাপোর্ট করতাছেন পোলা গুলারে !! দেখে মনে হচ্ছে আপনি কোন কম্পানি তে customer supporter হিসাবে নিযুক্ত আছেন !!! খুব ভাল টিউন করেছেন আর অনেক বেসি রিস্পন্স দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্নবাদ লজ্জাই আপনার কাছে হেল্প চাওয়ার ইচ্ছা করতাছেনা 😀 আপনার ফেছবুক আইডি থেকে যদি একটা এড দিতেন খারাপ হতনা 😀 fb/mahbubdjj
@mahbub rahman: Phone দিয়ে CWM Install করার way আমার জানা নেই ।
আপনার Primo’r জন্য সব সমাধান অ্যান্ড Driver > https://www.techtunes.io/android/tune-id/175444
এই টিউন দেখলে আপনার সব সমস্যার সমাধান । এর পরে ও না পারলে বলবেন ।
আমি আমার ZTE V882 (SoftBank 009z) মোবাইলটি brick হয়ে গেছে। Root করেছিলাম কিন্তু CWM Install দিতে পারিনি। কোন Back Up নাই। মোবাইলটি Open হলে শুধু Android logo পর্যন্ত আসে। Recovery Mood ও FTM এ ঢুকা যায়।কোনভাবেই কিছু করতে পারছিনা। আমাকে একটু হেল্প করবেন।
Android version: 2.3.5
Baseband version: P885D10_SHOPB01
Kernel version: 2.6.35.7-perf+
zte-kernel@Zdroid-SMT
Build number: GB_SHOP_P855D10V1.0.0B01
আমাকে একটু সাহায্য করেন, Please….Please….Please
@জয় চৌধুরী: try it >>> http://www.mediafire.com/error.php?errno=999&quickkey=153zj70oez0gnd2&origin=download
Bro আমি Maximus MAX908 User.
আমার কাছে Maximus MAX908 এর Official Firmware , Smart Phone Flash Tool এবং AdbDriverInstaller ও আছে । এছাড়া আমার কাছে কিছু Custom Rom ও আছে।
1. আমি যদি Official Firmware Install করতে চাই তাহলে কিভাবে Install দেব ? Phone কি Rooted থাকতে হবে? (Already Rooted)
2. আর Custom Rom Install করার পুরো Process টা যদি বলতেন খুব ভাল হত। এর জন্য Smart Phone Flash Tool কিভাবে Use করতে হবে? Phone কি Rooted থাকতে হবে? (Already Rooted)
3. আমার কাছে Symphony W68 এর কিছু Custom Rom আছে , সেগুলো কি আমি MAX908 এ Install করতে পারব কি ? যদি পারি তাহলে কিভাবে দেব ?
@ক্যাপস্ লক: framware > http://www.4shared.com/rar/rxc_q4Udba/PZ326AM_KMOEB_DM352_Micromax_A.html (maybe password protected)
অথবা >>> https://drive.google.com/uc?id=0B6-h6iUVgfhJY3VtNVJ4b0hYYVU
টিউন টিকে নির্বাচিত করা উচিত হয়নি। কারন এখানে শুধুমাত্র স্যামসাং এর সকল পদ্ধতি দেয়া হয়েছে। Odin, Impector এগুলা স্যামসাং এর বাইরে কাজ করে না।
কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে, বেশির ভাগ এন্ড্রয়েড ব্যবহার কারীরাই সিম্ফোনি আর ওয়াল্টন ইউজার। তাই আমি মনে করি, শিরোনামে এন্ডয়েড না লিখে লিখা উচিত ছিল স্যামসাং এন্ড্রয়েড। যাই হোক, ভুল বলে থাকলে ক্ষমা করবেন ছোটোভাই হিসেবে।
Take care
১. ভাই আমি এখান http://androidxda.com/samsung-galaxy-star-s5282-stock-rom থেকে Samsung galaxy STAR(GT S5282) এর firmware ডাউনলোড করেছি। এটা কি কাজ হবে? যদি না হয় তাহলে লিঙ্কটা দিয়েন।
২. অপ্রয়োজনীয় apps রিমুভ করার জন্য কি শুধু রুট করলে চলবে নাকি firmware install করতে হবে?
৩. Firmware install করলে কি ফোনের সব ডাটা-মেসেজ,মেমো,অডিও,ভিডিও ফাইল ডিলিট হয়ে যাবে?
যদি তাই হয় তাহলে এগুলা backup রাখার apps টা দিয়েন।
@নাজমুল:
১. হবে ।
২. শুধু Root করলেই হবে ।
৩. জী, delete হয়ে যাবে । Data Move করে কার্ড এ নিয়ে নিয়েন । আর Apps Back-up এর জন্য > http://file.appsapk.com/wp-content/uploads/downloads/App%20Backup%20&%20Restore.apk
ফয়সল ভাই,
আমার সেমসাং গ্র্যান্ড ডউস মোবাইল ভারসন ৪.১.২, Baseband version-I9082XXAME4,Kernel version 3.0.31-1170506, se.infra@So210-07#1,Buld number JZ054K.I9082XXAMF2.
প্রথম কথা হল সামসাং এর USB driver instol হয়না। বাংলাদেশের জন্য ৪.২.২ ভারসন পাইনা।
দয়া করে ৪.২.২ এ আপডেট করার জন্ন আমাকে help korben pls.
Pls send Me framwear for galaxy grand dous I9082.
USB driver for this phone
অনেক আগের comment ! আশা করি ওসবের ধরকার নেই এখন, তবু লিঙ্ক টা দেই… অন্য কারো কাজে লাগতে পারে ! http://www.driverscape.com/download/sm-g350
Ainol Ax1 tab এর জন্য Flash, Stock Room Install, Frameware Update দেয়া যাবে কি? আমার ই মেইল [email protected]
ফয়সাল ভাই, প্লিজ একটু দেখেন, আমিও আপনার মত আমার মোবাইল samsung GT S7562 টা রুট করার পর কিছু ডিফল্ট apps যেমন chatON, gamehub, default কিছু live wallpaper etc…uninstall করে ফেলেছি, রুট করার আগে পরে আর কিছুই করিনি, কোন সমস্যা নাই ভাল চলছে, কিন্তু এখন চাচ্ছি মোবাইল টা কে অরিজিনাল অবস্থায়(মোবাইল কেনার পর যেমন ছিল) নিয়ে যেতে, কিভাবে করব? মোবাইল আন রুট করলে কি ডিফল্ট apps গুলা ফিরে আসবে,দয়া করে জানান।
আমার গ্লাক্সী এস4 কে 4.3 জেলি বীনে আপডেট করার পর IMEI : null / null
Baseband : UNKNOWN দেখাইতো, এক জায়গায় রিপেয়ার করতে দেওয়ার পর নতুন সমস্যা যোগ হল সাউন্ড আসেনা, অডিও বা ভিডিও রেকর্ডিং হয়না এবং কোন কিছু প্লেও হয়না। আবার আরেক যায়গাতে রিপেয়ার করতে দেওয়ার পর আবার নতুন সমস্যা ওয়াইফাই কানেক্ট হয় না। তাই এখন আমি চাচ্ছি 4.2 তে ফিরে যেতে অথবা 4.4 বা 5.1 এ আপগ্রেড করে দেখতে চাই। কিন্তু সমস্যা হচ্চে রম খুজে পাচ্ছি না। যাও পাচ্ছি ডাউনলোড লোকেশন হটফাইল তাই ডাউনলোড করতে পারতেছি না। মিডিয়া ফায়ার বা টরেন্ট বা অন্য যে কোন সাইট থেকে দিলে ডাউনলোড করতে পারবো। তাই যদি আমাকে সঠিক ডাউনলোড লিংক দিতে পারেন তাহলে উপকার হয়। মোবাইলের বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ
মডেলঃ Samsung Galaxy S4 LTE (GT-I9505)
বিল্ড নংঃ JSS15J.I9505XXUEMI8
একেবারে জেনুইন রম- https://drive.google.com/uc?id=0B_h4wIZl2BilUUVKRTFWbUE5X0E
ভাই আমি “symphony w30” ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ
সবশেষে আমি আন্তরিক ভাবে দুঃখিত সবার কাছে, আসলে এই টিউন-টা নির্বাচিত হওয়ার দিন কয়েক পরেই আমি হার্ডওয়্যার এর কাজে লেগে যাই ! সফলতা পাই নি, কিন্তু Always Miss করেছি টিটি-কে ! কারন দিনে ৫-৬ চক্কর যে এই আঙ্গিনায় দিতাম…তাই ! কিন্তু এত দিন পরে একটু সময় পেলাম, তাই বাদ-বাকি Comment এর ans দিলাম !
সব থেকে ভাল লেগেছে অনেকেই আমাকে Facebook এ খোঁজে Text করেছেন ! যদিও আমি কোন facebook link দেই নি, তবুও !
Okay ভাল তাকুন সবাই ! দোয়া করবেন… আসসালামুয়ালাইকুম !
এটা সিক্স এইট কিউ এর জন্য – http://xdafirmware.com/sw/UniversalAdbDriver.zip [Direct Link]
ভাই আমার Samsung galaxy s duos 2 gt s7582 ফোনটা গত রাতে ব্রিক খাইছে।আমার ফোনে volume down + power + home বাটন ধরে রাখলে download modeআসে না factory mode আসে। volume up+ power + home ধরলে recovery mode, fastboot mode, normal mode আসে। xda forum এর একটা পোষ্ট থেকে আমার ফোনের মডেল এর একটা রিকভারী ইমেজ পেলাম আর তা ইনিস্ট্রাকশন অনুযায়ী rashr app দিয়ে ফ্লাস দিলাম। তারপর থেকে recovery mode এ যায় না। সিম সাপোর্ট করে না। তারপর বেশী লাভের আশায় custom ROM এর .zip extention পাল্টে .IMG করে rashr app দিয়ে ফ্লাস দিলাম। তারপর থেকে phone আর চালু হচ্ছে না। এখন volume up+ power + home দিলে recovery mode, fastboot mode, normal mode আসে।দয়াকরে সাহায্য করবেন ।
ভাই আমি “symphony w125″ ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ
Yes.. ললিপপে Upgrade করতে পারবেন..
লিংকের Step গুলা Follow করুন- http://www.ibtimes.co.uk/galaxy-s3-mini-i8190-gets-android-5-1-1-lollipop-firmware-build-lmy47v-omnirom-1502181
আর রম আপগ্রেড এর সাথে রুট এর সম্পর্ক নেই…!
এলিন ভাই, Symphony তে Odin ঝামেলা করে, কিন্তু SP দেখতে পারেন! > http://indishare.co/s6ngvi1b7whk
কিন্তু Win10pro তে এই Version হবে কি না, এটা নিশ্চিত না ! তবে যেটা বলার, সেটা হলো ভালো হয় Official File Use করলে ।
ভাই প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ! আশাকরি ভাল আছেন। অন্যতম সেরা একটি টিউন। ইতিমধ্যেই সর্বকালের সেরা টিউনে জায়গা করে নিয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা!
Any way, আমার “GT-I9105P” এর ড্রাইভার এবং যা যা বললেন সব কিছু লাগবে, যদি দিতেন উপকৃত হতাম। আমি একটু ট্রাই করেছি। কিন্তু পারিনি। তাই আপনার সরনপণ্য হলাম।
Bro apni jevabe shobar question er ans dicchen ta dekhe asholei ami hotobak…thanx man… I need some help amar mobile hocche lenovo k3note k5a40 model…. Mt6752 processor… Android 6…. Jodi etar root korar and after root and befor root ki ki ki kora drkr ta jodi janaten khub khusi hotam…. Thanx in advance
ধন্যবাদ, অনেক দিন বাদে লগ-ইন করলাম আপনার উত্তর দেয়ার জন্যে, আসলে টিটিতে আর আসা হয়না তেমন একটা । আর আপনার K-3 নিয়ে A-Z গাইডলাইন পোষ্ট আছে Android এর ‘মেগা বস’ দের তীর্থস্থান XDA তে । দেখলেই বুঝবেন, See Here- https://goo.gl/2qJxy5
ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…
ফয়সাল ভাই, অনেক সুন্দর টিউন করছেন, ভালো লাগলো, প্রিয় তে রাখলাম। ধন্যবাদ