এখনকার বিশ্ব এতটাই প্রযুক্তি সচেতন যে প্রযুক্তি ও আমাদের জীবন যেন একই সুতোয় বাঁধা। প্রযুক্তি ছাড়া আমাদের জীবন প্রায় অচল। আর বাংলাদেশে প্রযুক্তির এক নিরব বিপ্লবের নাম হচ্ছে টেকটিউনস। ‘মেতে উঠুন প্রযুক্তির সুরে’ এই মন্ত্রে দীর্ঘ ৭ বছর ধরে টেকটিউনস এর পথ চলা। গত ৭ বছরে টেকটিউনস তৈরি করেছে বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় বাংলা সৌশল নেটওয়ার্ক।
সম্পূর্ণ বাংলা ভাষায় প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে দ্রুতবর্ধমান জনপ্রিয় সাইট গুলোর মধ্যে প্রথম স্থান টেকটিউনসের দখলে। মাতৃ ভাষা বাংলায় বিশ্বের সবচেয়ে রিসোর্স পূর্ণ প্রযুক্তি নির্ভর সৌশল নেটওয়ার্ক হলো টেকটিউনস।
৭ বছরেরও বেশি সময় ধরে প্রযুক্তি প্রেমী মানুষের অন্যতম তীর্থ স্থান হল টেকটিউনস। টেকটিউনস এর সুবিশাল কমিউনিটি আজ এতটাই বিশাল যে টেকটিউনস এর রেজিস্ট্রেড উইজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি এবং টেকটিউনসের প্রতি মাসে পেজ ভিউয়ের পরিমান প্রায় ৯০ লাখেরও বেশি। এছাড়াও টেকটিউনসের ইউনিক ভিজিটর মাসে প্রায় ৮ লাখ এবং সম্পূর্ন কমিউনিটিতে ব্যবহারকারী আছে প্রায় ৩ কোটির উপরে।
টেকটিউনস - ৩ কোটি+ প্রযুক্তির সুরকারদের আস্তানা যেখানে প্রযুক্তি নিয়ে সুরে মেতে থাকতে ভালোবাসে সবাই। আপনিও মেতে থাকুন প্রযুক্তির সুরে!!
টেকটিউনস সুবিশাল কমিউনিটি ও টেকটিউনস এর প্রচন্ড জনপ্রিয়তার কারনে কিছু অসাধু ব্যক্তি টেকটিউনস এর ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালায় এবং নীতিমালা না মেনে টিউন করে আসছিল এবং প্রচন্ড পরিমানে স্প্যামিং করে আসছিল। ফলে গত বছরের ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে টেকটিউনস এর নতুন টিউনারশীপ রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়।
তবে এর মাঝে বেশ কয়েক মাস আবারও টেকটিউনস রেজিস্ট্রেশন খুলে দেওয়া হয়। তবে স্প্যামাররা যেন ওত পেতেই থাকে টেকটিউনসে সারাক্ষণ। নিজের সাইটের লিংক দিয়ে, ডাইনলোড লিংক নিজের সাইটে দিয়ে, টিউজিটরদের নিজের সাইটে ড্রাইভাট করে, রেফারাল ও অ্যাফিলিয়েল লিংক স্থাপন করে, বিভিন্ন পণ্য ও সেবা সরাসরি বিক্রির উদ্দেশ্যে ইত্যাদি নানা রকম ভাবে স্প্যামিং করতে থাকে ফলে টেকটিউনস এর রেজিস্ট্রেশন ২য় দফা আবারও বন্ধ করে দেওয়া হয়।
২য় দফা টেকটিউন এ রেজিস্ট্রশন বন্ধ করার পরও একদল রেজিস্টার্ড টিউনার তাদের স্প্যামিং অব্যাহত রাখে। ফলে টেকটিউনস থেকে স্প্যামিং দায়ে তাদের আইডি স্থগিত হতে থাকে। স্প্যামাররা নতুন আইডি তৈরি করতে না পারায় এবং স্প্যাম আইডি গুলো স্থগিত হতে থাকায় টেকটিউন এ স্প্যামিং এর পরিমান প্রায় ৯৫% কমে আসে।
বিভিন্ন সোর্স থেকে টেকটিউনসকে জানানো হয় যে নতুন টেকটিউনস আইডি খুলতে না পারায় ও অনেক রেজিস্ট্রার্ড টিউনার স্প্যাম করায় তাদের আইডি স্থগিত হতে থাকায় অসাধু স্প্যামাররা নতুন পথ অবলম্বন করেছে। স্প্যামাররা বিভিন্ন সৌশল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার এর মাধ্যমে পুরনো টেকটিউনস আইডধারিদের টিউনার আইডি বিক্রয়ের প্রস্তাব দেওয়া শুরু করে। এমনকি C2C সাইট গুলোতে যেমন ClickBD,Bikroy,Cellbazar/Ekhanei ইত্যাদি সাইটে টেকটিউনস আইডি ক্রয় বিক্রয়ের জন্য এড টিউন করা শুরু করে। ফলে অসাধু স্প্যামাররা টেকটিউনস আইডি কেনা বেচার একটি বাণিজ্য শুরু করে। যা খুবই দুঃখজনক।
তবে এর মধ্যে অনেকেই টেকটিউনস ডেস্কে টিউন করে, টেকটিউনসে ইমেইল করে নিজেরদের ভুল স্বীকার করে এবং টিউনারশীপ ফিরিয়ে দেবার জোড় অনুরোধ জানায়। টিউনারশীপ স্থগিত হওয়ায় অসংখ্য টিউনার নিজেদের ভুল স্বীকার করে আইডি রিস্টোর করার অনুরোধ করায় টেকটিউনস থেকে তা বিবেচনা করা হয় এবং ২০১৫ সালের বাংলা মাসের ১ম দিনে অর্থাৎ পহেলা নববর্ষ ২০১৫ উপলক্ষে এ যাবৎ কালের সকল স্থগিত টিউনারশীপ ফেরত দেওয়া হয়। প্রায় ৭০০০ স্থগিত টিউনারশীপ ফেরত দেওয়া হয় এবং ঘোষণা দেওয়া হয় সামান্যতম স্প্যামিং করলে সাথে সাথে টিউনারশীপ স্থগিত হবে।
এদিকে টেকটিউনসের নতুন টিউনারশীপ বন্ধ থাকায় টেকটিউনসের হাজার হাজার সহস্র টিউজিটর একটি বারের জন্য হলেও টেকটিউনস এর টেকটিউনার হবার জন্য জোড় অনুরোধ করে। টেকটিউনস এর মেইল ব্ক্স কানায় কানায় পূর্ণ করে ফেলে অনুরোধ করে। সেই সাথে টেকটিউনস ডেস্কে জোড় আবেদন জানান টেকটিউনস এর নতুন টিউনারশীপ খুলে দেবার। এবং নতুন টিউনার হয়ে মানস্মত, দারুন ও গঠনমূলক টিউন করবে বলে অঙ্গিকার করে।
টেকটিউনস থেকে আমরাও চাই না টিউনারশীপ বন্ধ থাকুক বরং নতুন নতুন টিউনাররা নতুন মানসম্মত স্প্যামিং মুক্ত ও কপিপেস্ট মুক্ত মৌলিক টিউন উপহার দিক এটা আমাদেরও প্রতাশা।
সামনেই পবিত্র মাহে রমজান। আর পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ থেকে খুলে দেওয়া হলো টেকটিউনস এর নতুন টিউনারশীপ রেজিস্ট্রেশন। আর খুলে দেওয়া হল তা স্থায়ী ভাবে!!
টেকটিউনস এর কিছু কারিগরি উন্নয়ন করা হয়েছে তাই আজ থেকে টেকটিউনস এর নতুন টিউনারশীপ রেজিস্ট্রেসন খুলে দেয়া হলো। নতুন টিউনারশীপ নেবার জন্য টেকটিউনসের হেড মেনুবার থকে 'আপনিও হোন টেকটিউনার' এ ক্লিক করুন।
তবে টিউন ও টিউমেন্ট অবশ্যই টেকটিউনস এর নীতিমালা মোতাবেক করতে হবে। আর তা না হলে টিউনারশীপ স্হগিত করা হবে।
টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms/। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।
তাই টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি এক এক করে খুবই মনোযোগ দিয়ে ভালভাবে পড়ুন, নীতিমালার প্রতিটি নীতি মেনে টিউন করুন।
টেকটিউনস নীতিমালার এক বা একাধিক শর্ত ভঙ্গ করা হলে প্রথমত Soft Reject এবং এরপর Hard Reject নীতি অনুসরণ করা হয়। টেকটিউনস নীতিমালা সম্পর্কে আরও জানতে, কেন এবং কী প্রক্রিয়ায় একটি টিউন স্থগিত হয় এবং কী কী বিষয় গুলো অনুসরণ করলে টিউন স্থগিত হবে না তা জানতে 'টেকটিউনস সজিপ্র' https://www.techtunes.io/faq/এর "টেকটিউনস নীতিমালা অংশটি" মনোযোগ সহকারে পড়ুন।
টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না।
তাই টিউন করার পূর্বে টেকটিউনস টিউন নীতিমালা জেনে ও বুঝে নিন।
স্প্যামিং ও স্ক্যামিং নির্মূল করা সম্ভব নয় কিন্তু স্প্যামিং ও স্ক্যামিং নিয়ন্ত্রন করা সম্ভব। আর স্প্যামদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে টেকটিউনস কমিউনিটিকে। টেকটিউনস কমিউনটি সদস্য হিসেবে মৌলিক ও মানসম্মত টিউন উপহার দিন স্প্যামরা টেকটিউনসে ভিড়তেও পাড়বে না। কমিউনিটির সদস্য হিসেবে অন্যদের মান সম্মত টিউন করতে উৎসাহ করুন এবং স্প্যামার ও স্ক্যামারদের সম্পর্কে সচেতন হোন।
তবে এর মাঝেও অনেক টিউনার স্প্যামিং করার চেষ্টা করবে। টেকটিউনসনীতিমালা না মেনেই টিউন করবে। তবে টেকটিউনস চায় মান সম্মত, মৌলিক আর মেধাবি টিউনার। আর স্প্যামিং করলেই...
নিত্য-নতুন ফিচার সব থেকে ও সম্পূর্ণ আলাদা কলাবরেশন, ফিচার আর টেক সৌশাল নেটওয়ার্কিং অভিনব Experience নিয়ে আসছে টেকটিউনস এর মেক ওভার ভার্সন টেকটিউনস ট্রিনিটি Techtunes Trinity বা টেকটিনস থ্রি পয়েন্ট ও Techtunes Three Point O.
-
-
-
টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায় ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+
আমরা নিশ্চয়ই চাই আমাদের সবার প্রানের প্রিয় এই টেকটিউনসকে অন্তত বাংলাদেশের মধ্যে ১ নাম্বারে? আর এর জন্য অবশ্যই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। শুধু মাত্র আপনার কিছু সময় ব্যয় করে টেকটিউনসে সাপোর্ট করুন, প্রোমট করুন।
টেকটিউনস থেকে অনেক কিছু পেয়েছেন শিখেছেন অনেক। আজকে টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর জন্য মাত্র ৫ মিনিট সময় বের করুন। আপনার মাত্র ৫ মিনিট টেকটিউনসের প্রতি হাজার কৃতজ্ঞতা প্রকাশ করবে।
১. প্রথমেই এইখানে ক্লিক করে এই টিউনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
২. এরপর এই লিংকে ক্লিক করে প্লাস করুন আপনার গুগল প্লাসে।
৩. এরপর এখানে ক্লিক করে টুইট করুন।
আপনি নিশ্চইয় চান টেকটিউনসের সাথে যুক্ত হোক আরও প্রযুক্তিপ্রেমি.. আর তাই নিচের কাজ গুলো ধাপে ধাপে করুন আর সাপোর্ট ও প্রোমট করুন টেকটিউনসকে। মনে রাখবেন আপনার ছোট একটু সাপোর্ট তৈরি করতে পারে নতুন ও দারুন টেকটিউনার।
৪. প্রথমেই টেকটিউনসকে সাপোর্ট করার জন্য পরিধান করুন Techtunes ব্যাজ : http://go.techtunes.io/picbadges
৫. Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.io/fbpage
৬. Join করুন Techtunes এর Facebook Group এ : http://go.techtunes.io/fbgroup
৭. যুক্ত হোন Techtunes এর Google Plus এ : http://plus.google.com/+techtunes
৮. Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.io/twitter
৯. Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.io/rssfeed আর নতুন নতুন টিউনের আপডেট পেয়ে যান আপনার RSS রিডারে।
১০. Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.io/rssemail নতুন টিউন গুলোে আপডেট সাথে সাথে পেয়ে যান আপনার মেইল বক্সে।
টেকটিউনসের প্রতি আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করুন মাত্র ৫ মিনিটেই। মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।
আপনার সাপোর্ট আর প্রোমট এ উৎসাহীত হবে আরেক জন। আর তাই সাপোর্ট আর প্রোমটের ১০ টি কাজ করে নিচে টিউমেন্ট করুন "আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?" আপনাদের সাপোর্ট আর প্রোমটই টেকটিউনসের মূল চালিকা শক্তি।
আপনার প্রাণ প্রিয় টেকটিউনসকে সাপোর্ট ও প্রমোট করুন। টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।
শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে
টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সৌশল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়। যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত ও কুশল বিনিময় করতে পারে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
অসংখ ধন্যবাদ আপনাদের।