সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন!
আজ আমার এই টিউন টেকটিউনস এর জন্য। আপনাকে যদি কেউ বলে এই টেকটিউনস ব্লগ টা কার? তখন আপনি কি বলবেন? কি বলবেন, সোজা বলে দিবেন টেকটিউনস ব্লগ আমাদের। আমি আমাদের কেন বললাম? হ্যা টেকটিউনস কারও ব্যক্তিগত সম্পদ না, এটা সবার। আপনি বা আপনার বন্ধু বা আপনার পরিবারের যে কেউ এই টেকটিউনস পরিবারে সদস্য হতে পারে। তাহলে এই টেকটিউনস ব্লগ দেখা শুনার দায়িত্ব কার? অবশ্যই আমাদের! আর ইন্সাআল্লাহ আমরা এই দায়িত্ব ভাল ভাবে ই পালন করবো।
এবার আসি আজকের টিউন প্রসঙ্গে। আজকের টিউন টা আমার টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে কে নিয়ে। আপনি জানেন ফেসবুক এ টেকটিউনস ব্লগ এর একটি ফ্যানপেজ আছে, এখানে সদস্য হলে টেকটিউনস না আসলেও আপনি টেকটিউনস এর কখন কোন টিউন হচ্ছে তার আপডেট পাবেন।
আপনারা হয়ত জানেন আমাদের টেকটিউনস ব্লগ এর ফেসবুক এ একটি ফ্যানপেজ আছে এবং মাইক্রব্লগিং টুইটারে ও এর পেজ আছে। টেকটিউনস কোন টিউন হলে মাত্র ২-১ মিনিটে এখানে আপডেট পেয়ে যাবেন এখানে। আপনি হয় ত প্রতিদিন টেকটিউনস এ আসতে পারেন না কিন্তু আপনি ফেসবুক এ প্রতিদিন আসেন হয়ত আপনার কোন প্রয়োজনীয় টিউন হয়ে গেলো টেকটিউনস, যা আপনি সহজে পেতে পারেন এই ফ্যানপেজ হতে।
আসুন দলে দলে যোগ দেই টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ। টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ যোগ দিতে এই লিঙ্ক এ যান। তারপর নিচের পেজ টাতে Like এ ক্লিক করেন। ব্যস হয়ে গেলেন টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ সদস্য।
আপনি এখন টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ টি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক এর যেকোন বন্ধুর সাথে। কিভাবে করবেন? নিচের ছবিটার দিকে লক্ষ্য করুন।
Suggest to Friends এ ক্লিক করুন, তারপর আপনার বন্ধুদের সিলিক্ট করে সেন্ড করুন। ব্যস কাজ শেষ।
যাদের টুইটার এ একাউন্ট আছে তারা টেকটিউনস এর টুইটার পেজ এ যোগ দিতে এই লিঙ্ক এর ক্লিক করুন। এবং টেকটিউনস এর টুইটার পেজ এ Follow এ ক্লিক করুন।
আর Alexa Ranking এ টেকটিউনস এর অবস্থান জানতে টিউনার হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এর টিউন টা টু মেরে আসতে পারেন।
আসুন দলে দলে যোগ দেই টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে। ইন্সাআল্লাহ আমাদের চেস্টা সবার প্রিয় এই টেকটিউনস কে Alexa Ranking এর টপ ১০ পাব। আসুন আমরা টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে যোগ দিয়ে টেকটিউনস কে এক ধাপ এগিয়ে নিয়ে যাই।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
badhon vai valo uddog….apnar uddog ke sagoto janai…..we love techtunes….n I m a proud member of it….\m/