আসুন দলে দলে যোগ দেই টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন!

আজ আমার এই টিউন টেকটিউনস এর জন্য। আপনাকে যদি কেউ বলে এই টেকটিউনস ব্লগ টা কার? তখন আপনি কি বলবেন? কি বলবেন, সোজা বলে দিবেন টেকটিউনস ব্লগ আমাদের। আমি আমাদের কেন বললাম? হ্যা টেকটিউনস কারও ব্যক্তিগত সম্পদ না, এটা সবার। আপনি বা আপনার বন্ধু বা আপনার পরিবারের যে কেউ এই টেকটিউনস পরিবারে সদস্য হতে পারে। তাহলে এই টেকটিউনস ব্লগ দেখা শুনার দায়িত্ব কার? অবশ্যই আমাদের! আর ইন্সাআল্লাহ আমরা এই দায়িত্ব ভাল ভাবে ই পালন করবো।

এবার আসি আজকের টিউন প্রসঙ্গে। আজকের টিউন টা আমার টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে কে নিয়ে। আপনি জানেন ফেসবুক এ টেকটিউনস ব্লগ এর একটি ফ্যানপেজ আছে, এখানে সদস্য হলে টেকটিউনস না আসলেও আপনি টেকটিউনস এর কখন কোন টিউন হচ্ছে তার আপডেট পাবেন।
23

কেন এই ফ্যানপেজঃ

আপনারা হয়ত জানেন আমাদের টেকটিউনস ব্লগ এর ফেসবুক এ একটি ফ্যানপেজ আছে এবং মাইক্রব্লগিং টুইটারে ও এর পেজ আছে। টেকটিউনস কোন টিউন হলে মাত্র ২-১ মিনিটে এখানে আপডেট পেয়ে যাবেন এখানে। আপনি হয় ত প্রতিদিন টেকটিউনস এ আসতে পারেন না কিন্তু আপনি ফেসবুক এ প্রতিদিন আসেন হয়ত আপনার কোন প্রয়োজনীয় টিউন হয়ে গেলো টেকটিউনস, যা আপনি সহজে পেতে পারেন এই ফ্যানপেজ হতে।

23
ফ্যানপেজঃ ইমেজ

আসুন দলে দলে যোগ দেই টেকটিউনস ফেসবুক ফ্যানপেজঃ

আসুন দলে দলে যোগ দেই টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ। টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ যোগ দিতে এই লিঙ্ক এ যান। তারপর নিচের পেজ টাতে Like এ ক্লিক করেন। ব্যস হয়ে গেলেন টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ সদস্য।
234

আপনি এখন টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ টি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক এর যেকোন বন্ধুর সাথে। কিভাবে করবেন? নিচের ছবিটার দিকে লক্ষ্য করুন।
untitled

Suggest to Friends এ ক্লিক করুন, তারপর আপনার বন্ধুদের সিলিক্ট করে সেন্ড করুন। ব্যস কাজ শেষ।

টুইটার এঃ

12
টুইটারঃ ইমেজ

যাদের টুইটার এ একাউন্ট আছে তারা টেকটিউনস এর টুইটার পেজ এ যোগ দিতে এই লিঙ্ক এর ক্লিক করুন। এবং টেকটিউনস এর টুইটার পেজ এ Follow এ ক্লিক করুন।

আর Alexa Ranking এ টেকটিউনস এর অবস্থান জানতে টিউনার হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এর টিউন টা টু মেরে আসতে পারেন।

আসুন দলে দলে যোগ দেই টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে। ইন্সাআল্লাহ আমাদের চেস্টা সবার প্রিয় এই টেকটিউনস কে  Alexa Ranking এর টপ ১০ পাব। আসুন আমরা টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে যোগ দিয়ে টেকটিউনস কে এক ধাপ এগিয়ে নিয়ে যাই।

Techtunes Facebok Fan Page

Twitter Page

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

badhon vai valo uddog….apnar uddog ke sagoto janai…..we love techtunes….n I m a proud member of it….\m/

    ধন্যবাদ adipto ভাই !

    বাধন ভাই সাজেসন পাঠাতে ফ্রেন্ডদের এক এক করে সিলেক্ট না করে কি সব ফ্রেন্ডকে একবারে সেলেক্ট করার কোন পদ্ধতি আছে?

    Level 0

    অবশ্যই ভাল হয়েছে

    Fahim vai ami to busta parcina kivaba ai sideta use korbo??????????????

টিউন ভাল হইছে এতে কোন সন্দেহ নাই,আমার মনে হইছে টিউনটি খুব তারাহুরা করে লেখা হইছে তাই বেশ অনেক গুলু বানান ভুল দেখতে পারছি,যেহেতু টিউনারদের টিউন আপডেট/এডিট করার ক্ষমতা আছে তাই অনুরোধ করব আবার একটু টিউনটা ভাল করে পড়ে বানান গুলু শুদ্ধ করে নিতে,আর দুঃখের সাথে জানাচ্ছি আমি কিন্তু টেকটিউন্সের ফ্যানপেজে যোগ দিতে পারবনা যেহেতু আমার ফেসবুক এবং টুইটার কোনটাই নাই,অসংখ্য ধন্যবাদ টিউনটির জন্য।

    আতাউর ভাই আসলেই টিউন টি আমি অনেক তারাহুরা করে করে লিখেছিলাম এবং অনেক রাতে টিউন টা করায় পরে আর চেক করতে পারি নাই ।আমি আসলেই এই জন্য অনেক দুঃখিত 🙁 । নতুন ভাবে আপডেট করে দিলাম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Level 0

টিউন ভালো হয়েছে
মেম্বারও আছি আগে থেকেই
কিন্তু যথারীতি ভুল গুলো নিয়ে হাজির হলাম

ভুল
১. লাইন-১ আসেন????—আছেন
২. লাইন-২ আসেন????—আছেন
৩. লাইন-৩ সজা?????—সোজা
৪. লাইন-৪ বন্ধ??????—বন্ধু
৫. লাইন-৪ আপনারা/পারে?????—আপনার/পারেন
৬.লাইন-৫ দায়িত?????—দায়িত্ব
৭. লাইন-৫ দায়িত?????—দায়িত্ব
৮. কি ভাই আরো ভুল ধরব নাকি তার আগেই শুধ্রে নিবেন????

    ভাই টিউন টা অনেক রাতে করেছিলাম । তাই ভুল গুলো চোখে পরে নাই । ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।

    Level 0

    কিছু মনে করবেননা ফাহিম ভাই, আমি যে আপনার ভুল ধরিয়ে দিই আপনি নিশ্চই মনে মনে বরক্ত হন তাই না???

    ভাই এমন ভূল আসলে নিজের অজান্তেই হয়ে যায়।আর তাছাড়া অভ্রর টাইপতো একটু উল্টা পাল্টাই হয় মাঝে মাঝ।তারপরও
    ভূল গুলো সুধ্রানোর জন্য ধন্যবাদ।

    কিছু মনে করবেন না LuckyFM ভাই, আপনার Comment Reply-এর মধ্যেও ভুল আছে।
    একটু লক্ষ্য করুন,
    আশা করি ভুলটা ধরতে পেরেছেন। -ধন্যবাদ

    কিছু মনে করবেন না LuckyFM ভাই, আপনার Comment Reply-এর মধ্যেও ভুল আছে।
    একটু লক্ষ্য করুন, (কিছু মনে করবেননা ফাহিম ভাই, আমি যে আপনার ভুল ধরিয়ে দিই আপনি নিশ্চই মনে মনে “বরক্ত” হন তাই না???)
    আশা করি ভুলটা ধরতে পেরেছেন। -ধন্যবাদ

    “আগের Comment-টি তে Bracket-এর ভেতর লেখাটুকু আসলো না কেন, বুঝলাম না।”

    Level 0

    জি ভাই আমার কমেন্টে ভুল আছে, ওবং সেটা অনিচ্ছাকৃত
    এবং আম্র মন্তব্যের চেয়ে পোষ্টটা বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি?

ধন্যবাদ techparkbd ভাই ।

হু হা হা !!

আসতাছি………………

আমিও জয়েন করব বাধন ….. দাড়াও আসিতেছি

ধন্যবাদ। এখনই সদস্য হচ্ছি।

আমি আগেই যোগ দিয়েছি।শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসীম ধন্যবাদ ফাহিম ভাই কে। আমাদের সবার প্রচেষ্টাকে পুজি করেই টেকটিউনস এগিয়ে যাবে।

Level 0

ধন্যবাদ আপনাকে, অনেক আগে থেকেই টুইটারে Follower …… 🙂 🙂 🙂

    ধন্যবাদ টুইটারে Follower হয়ার জন্য ।
    আশা করি টেকটিউনস ফেসবুক ফ্যানপেজ ও টুইটারে সবার সাথে শেয়ার করবেন ।

Level 0

thanks Bro, link share korsi facebook e

অশেষ ধন্যবাদ রেজা ভাই

Level 0

টিউন ভাল হয়েছে ।

সুন্দর টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

যোগ দিলাম ও ফ্রেন্ডদের ইনভাইট পাঠালাম।

সুন্দর হইছে……………….>

ডিজিটাল নেএকোণা
আপনার লিঙ্ক টা মুছে দেওয়া হয়েছে
অনুগ্রহ পূর্বক প্রবেশ করূন

Swear of Allah Ata kore jibone techtunes publish hobena….Mathai ki brain ase apnar.? Oaw keya idea…Dam dite hobe….

Pc use kori na..Mble dia comment koresi…Apni ki sub-admin..

টিউনটি খুব সুন্দর হয়েছে। আর আমিও ফ্যান পেজগুলোতে ফলোয়ার হয়েছি।

টিউনটি সুন্দর হয়েছে.।
ধন্যবাদ

আমি ফেস বুকের পেইজের ফ্যান আছি। কিন্তু টুইটারে এখন যোগ দিব। ধন্যবাদ আপনাকে

    একটা জিনিস বুঝলাম না। এটা ত অনেক আগের পোস্ট……. আমি ভেবেছিলাম আজকের।

ভাই আরো আগে কেন দেননি? ও বুঝতে পারছি এতো্দিনতো টেক্টিউনতো বন্ধ ছিল তাই।

ভাই ভাল খুব খুব হয়েছে।তাই আ—- সি…ম মধন্যবদ।

ভাই ভাল খুব খুব হয়েছে।তাই আ—- সি… মধন্যবদ।

নাইস টিউন

দেশের সবচেয়ে বড় প্রযুক্তির নেটওয়ার্ক, তাই বলে পেজ লোড হতে ৩ ঘন্টা সময় লাগবো।