এ বছর স্মার্টফোনের বাজার ছিলো বেশ রমরমা। কারন এবছরেই সেরা সব স্মার্টফোন গুলো রিলিজ হয়। স্যামসাং এর নোট ৩, গুগল এর নেক্সাস ৫, নোকিয়ার লুমিয়া ১০২০ ইত্যাদি বাঘা বাঘা ফিচার যুক্ত স্মার্টফোন গুলো এ বছর রিলিজ হয়।
স্যামসাং, মোটোরোলা, এইচটিসি, এলজি, আইফোন, ব্ল্যাকবেরি, নোকিয়া ইত্যাদি বাঘা বাঘা মোবাইল ফোনের কোম্পানি গুলো এ বছর বেশ প্রতিযোগিতা করে এ বছর সেরা সব ফিচার দিয়ে তাদের সেরা স্মার্টফোন গুলো রিলিজ করে। এর মধ্যে কিছু স্মার্টফোন বাজার কাপিয়ে দেয়, আবার কিছু স্মার্টফোন ফ্লপ হয়।
স্মার্টফোনের বাজারে সবসময়ই এক কোম্পানি আরেক কোম্পানিকে এমনকি এক কোম্পানির এক মডেল একই কোম্পানির আরেক মডেল কে টেক্কা দিয়ে রেংকিং এ এগিয়ে যায়। আর ২০১৩ এ রিলিজ পাওয়া সেরা সব স্মার্টফোন এর রেংকিং নিয়েই আজকের এই টিউন। আজ বেশ কয়েকটি স্মার্টফোনের কিছু ফিচার, মূল্য ইত্যাদি নিয়ে আলোচনা করবো।
যারা সম্প্রতি স্মার্টফোন কিনবেন ভাবছেন তারা এই টিউন থেকে বেশ উপকৃত হবেন বলে আশা করছি। এই টিউন আপনার স্মার্টফোন কেনার ডিসিশন অনেকটা সহজ করে দিবে ইনশাল্লাহ।
বছরের ঠিক শেষের দিকেই গুগল তাদের নেক্সাস ৫ রিলিজ করলো। এবং এন্ড্রয়েড এর নতুন ভার্সন 4.4 Kitkat রিলিজ পাওয়ায় বেশ কিছু স্মার্টফোন তাদের গুগল ভার্সন বের করেছে। যাতে এন্ড্রয়েড এর 4.4 Kitkat সহ নতুন কিছু ফিচার রয়েছে। চলুন এক পলকে এই স্মার্টফোন গুলো দেখে নেই।
যদিও এটি ভোক্তাদের থেকে তেমন সারা পায় নি, তবুও এটি ভালো একটি ফোন।
এটি ব্ল্যাকবেরির নতুন ওএস ব্ল্যাকবেরি ১০ এ চালিত। এটি ভালো তবে এন্ড্রয়েড বা আইওএস এর মত এত ফাঙ্কশনালিটি নেই। এতে আপনি খুব কম অ্যাপ পাবেন। যদি আপনি অধিক অ্যাপ এর চাহিদা থাকে তবে এই ফোন না কেনাই ভালো।
➡ মুল্যঃ $359 বা 28,720টাকা প্রায়।
আপনার যদি কিপেড সহ একটি ফোন প্রয়োজন হয় তাহলে ব্ল্যাকবেরি Q10 হতে পারে আপনার সেরা পছন্দ।
z10 এর মত এটিও ব্ল্যাকবেরি ১০ এ চালিত। কারো যদি পুরনো স্টাইল পছন্দ হয় তাহলে এটি তার জন্য। এটি কেনার একমাত্র কারন হতে পারে এর কিপ্যাড। এছাড়া এর চেয়ে অনেক ভালো ফোন আছে।
➡ মুল্যঃ $549 বা 43,920 টাকা প্রায়।
HTC One Max HTC'র প্রথম ফ্যাবলেট। এতে রয়েছে ৫.৯ ইঞ্চির স্ক্রীন এবং দেখতে এইচটিসি ওয়ান এর জাম্বো সাইজড ভার্সন মনে হয়। এর পেছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যাতে করে আপনি পাসকোড ছারাই মোবাইল আনলক করতে পারবেন।
তবে, অন্যান্য ফ্যাবলেট এর তুলনায় এটি পুরু ও ভারী যা অনেকের কাছেই অপছন্দনিয় হতে পারে।
➡ মুল্যঃ $750 বা ৬০,০০০ টাকা।
বর্তমান স্মার্টফোনের বাজারে নোকিয়ার ১০২০ স্মার্টফোন টি বেশ সারা ফেলেছে। স্মার্টফোনের ভিরে নোকিয়ার এই ফোন টি ক্যামেরার জন্য সবচেয়ে সেরা। এতে রয়েছে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু মোবাইল টি খুবি পাতলা আর এর পিছনে বড় একটি ক্যামেরার উচু অংশ রয়েছে।
এতেও রয়েছে অ্যাপ এর সমস্যা। এটি একটি উইন্ডোজ ফোন, তাই এতেও এন্ড্রয়েড বা আইফোন এর মত হাজারো মনের মত অ্যাপ পাবেন না।
➡ মুল্যঃ $558 বা 52,640 টাকা।
এটি উইন্ডোজ স্মার্ট ফোনের মধ্যে সবচেয়ে সেরা! আপনার পছন্দ যদি হয় উইন্ডোজ ফোন তাহলে এটি হতে পারে আপনার একমাত্র পছন্দ। এতে রয়েছে দারুণ ক্যামেরা সহ আরো দারুণ সব ফিচার।
➡ মুল্যঃ $430 বা 34,400 টাকা প্রায়।
নোকিয়া মুলিয়া ১৫২০ প্রথম উইন্ডোজ চালিত ফ্যাবলেট। এতে রয়েছে ৬ ইঞ্চির বিশাল ডিসপ্লে যেখানে আপনি অধিক অ্যাপ ও অ্যাপ টাইল ব্যবহার করতে পারবেন।
➡ মুল্যঃ $650 বা ৫২,০০০ টাকা প্রায়।
আপনার কি মাঝে মধ্যেই মোবাইল পানিতে ফেলে দেয়ার অভ্যাস আছে? তাহলে সনি এক্সপেরিয়া জেড আপনার জন্য! এটি প্রায় পানি নিরোধক। এটি আপনি পানিতে ফেলে দিলেও কিছু হবেনা। এছাড়া এটি আপনার বেসিক এন্ড্রয়েড ফোন।
➡ মুল্যঃ $470 বা ৩৭,৬০০ টাকা প্রায়।
iPhone 5c অ্যাপেল এর নতুন দুইটি স্মার্টফোনের মধ্যে একটি। অ্যাপেল এর স্মার্টফোন গুলোর মধ্যে এটি iPhone 5 কে প্রতিস্থাপিত করে, তবে শুধুই এর নতুন কিছু স্পেক ও ফিচার এর কারণে।
iPhone 5c প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটি বিভিন্ন রঙ এ পাওয়া যায়, যেমন নীল, আসমানী, হলুদ, লাল ইত্যাদি।
➡ মুল্যঃ $698 বা 55,840 টাকা।
এই ফোনটিকে একটি ফ্যাবলেট বলা যেতে পারে। স্মার্ট ফোনের মধ্যে এর স্ক্রীন সবচেয়ে বড়। এতে রয়েছে ৫.৫" ডিসপ্লে যেটি 1080p ভিডিও চালাতে সক্ষম। আপনার যদি বিশাল স্ক্রীন পছন্দ হয় তাহলে এটি আপনার জন্য সেরা হতে পারে।
➡ মুল্যঃ $424 বা 33,920 টাকা।
এটি LG'র আরেকটি সুন্দর স্মার্টফোন। এতে রয়েছে চমৎকার ৫ ইঞ্চি ডিসপ্লে এবং এন্ড্রয়েড এর সর্বশেষ ভার্সন। তবে একটি জিনিস যা এর সৌন্দর্য নষ্ট করেছে তা হল এর পাওয়ার ও ভলুম বাটোন পিছনে, যা কিন প্রথম প্রথম ব্যবহারে একটু সমস্যার সৃষ্টি করবে।
➡ মুল্যঃ $560 বা 44,800 টাকা।
স্যামসাং ২ বছর আগে গেলাক্সি নোট দিয়ে 'ফ্যাবলেট' ক্যাটাগরি টি জনপ্রিয় করে তোলে। বর্তমানে এর ৩য় প্রজন্ম গেলাক্সি নোট ৩ চলছে।
এতে রয়েছে সবচেয়ে বড় ৫.৭" স্ক্রীন।এর বডি সবচেয়ে চিকন ও পাতলা। এর সাথে রয়েছে সুন্দর একটি পেন, যার সাহায্যে ছবি আকা বা নোট লিখা যায়।
➡ মুল্যঃ $853 বা 68,240 টাকা।
স্যামসাং এর Galaxy S4 এই বছরের অন্যতম একটি সেরা ফোন। এটি খুবি ভালো একটি ডিভাইস তবে কিছু ইউজার এর জন্য এটি অতিরিক্ত। এতে এমন কিছু ফিচার রয়েছে যা আপনার মত সাধারণ ব্যবহারকারী কখনো ব্যবহার করেনি।
➡ মুল্যঃ $560 বা 44,800 টাকা।
স্যামসাং এবং গুগল একটি পার্টনারশিপ করেছে, তারা মিলে স্যামসাং এর একটি গুগল এডিশন বের করবে। স্যামসাং গেলাক্সি S4 এর গুগল এডিশন এ রয়েছে এন্ড্রয়েড এর সর্বশেষ ভার্সন 4.4 Kitkat.
➡ মুল্যঃ $649 বা 51,920 টাকা।
Motorola Moto X বর্তমানে স্মার্টফোন গুলোর মধ্যে সেরা একটি। এটি এন্ড্রয়েড এর সর্বশেষ ভার্সন এ চালিত। এতে কুইক নোটিফিকেশন চেক করার একটি আকর্ষণীয় ফিয়ার রয়েছে।
➡ মুল্যঃ $549 বা 43,920 টাকা।
আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারে আগ্রহী হন তাহলে HTC One আপনার জন্য সেরা একটি ফোন।
এতে এন্ড্রয়েড এর সবচেয়ে চমৎকার ফিচার গুলো রয়েছে। এবং এর গর্জিয়াস মেটাল ডিজাইন ও বেশ আকর্ষণীয়। এটি প্রথম এন্ড্রয়েড ফোন যা অ্যাপেল এর আইফোন এর সাথে ডিজাইন এবং কাজে টেক্কা দিতে পারে।
➡ মুল্যঃ $539 বা 43,120 টাকা।
গুগল এর নতুন ফ্যাগশিপ ফোন হচ্ছে নেক্সাস ৫। এবন এটি বানিয়েছে এলজি। এটি মুলত LG G2 এর মডিফাইড ভার্সন।
গুগল এর আন্যান্য নেক্সাস ফোন এর মত এটিও পিউর এন্ড্রয়েড চালিত। এতে আপনি কোন মোডিফিকেশন পাবেন না। এবং অন্যান্য স্মার্টফোনের তুলনায় এটি দ্রুত আপডেট হয়। এর দামও অন্যান্য স্মার্টফোন থেকে কম।
➡ মুল্যঃ $460 বা ৩৬,৮০০ টাকা প্রায়।
স্যামসাং এর মত এইচটিসি ও গুগল এর সাথে একটি পার্টনারশিপ করেছে। তারা এইচটিসি স্মার্টফোনের গুগল এডিশন তৈরি করবে।
HTC One Google Edition বিশ্বের সবচেয়ে সেরা স্মার্টফোন! এতে রয়েছে HTC One এর সেরা ফিচার গুলো, সাথে অপ্রয়োজনীয় ফাইল বিহীন এন্ড্রয়েড এর 4.4 কিটক্যাট ভার্সন।
➡ মুল্যঃ $599 বা 47,920 টাকা।
অধিকাংশ মানুষের মতে iPhone 5S হছে সবচেয়ে সেরা স্মার্টফোন।
এতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, মারাত্মক সব অ্যাপ সিলেকশন ও ফিচার। এটি গত বছরের iPhone 5 এর মতই তবে এর ক্যামেরা উন্নত এবং এতে ফিঙ্গার প্রিন্ট ফিচার যুক্ত করা হয়েছে। যার সাহায্যে পাসওয়ার্ড ছাড়া আঙ্গুল এর সাহায্যে ফোন আনলক করা যাবে।
➡ মুল্যঃ $849 বা 67,920 টাকা।
কম্পিউটার লাভার () রাকিবুল হাসান।
ইমেইলে পেয়ে যান আমার সকল টিউনের আপডেট! ক্লিক করুন এবং ইমেইল দিয়ে ভেরিফাই করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
Thanks