ওয়ার্ডপ্রেস ব্লগে অনেক ব্লগারই মন্তব্য করেন। অনেকে তাদের ব্লগের লিংক দিয়ে মন্তব্য করেন ব্লগের ব্লাকলিংক এবং ভিজিটর পাওয়ার জন্য। কিন্তু এটা অনেকাংশেই স্প্যাম হিসেবে গণ্য হয়। কিন্তু এটা আসলে স্প্যাম না। এমন যদি হতো কোন ব্লগার মন্তব্য করলে তার ব্লগের শেষ পোষ্টটি মন্তব্যের শেষে আসত তাহলে খুবই ভাল হতো। এতে ব্লগারও আপনার পোষ্টে মন্তব্য করতে উৎসাহিত হবে অপরদিকে আপনার পোষ্টে মতামতের সংখ্যা বাড়বে। সুতরাং লাভে লাভ। আর এই প্লাগিনটির নাম ও কমেন্টলাভ
এই প্লাগিনটি আপনারা এখান থেকে সরাসরি এবং এখানে ক্লিক করে এর প্লাগিন পেজে যেতে পারেন। আবার বিভিন্ন তথ্যের জন্য এর ওয়েবসাইটেও ঘুরে আসতে পারেন। এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটু বেশী সুবিধা পাবেন।
ডাউনলোড করলে একটি কমপ্রেস ফাইল পাবেন। একে এক্সট্রাক্ট করে আপনার সাইটের প্লাগিন ডাইরেক্টরীতে আপলোড করুন। তারপর আপনার সাইটের ড্যাশবোর্ডে গিয়ে একে সক্রিয় করুন।
সঠিকভাবে ইনষ্টল করলে Settings মেন্যুতে commentLuv নামে একটি অপশন পাবেন।
এখানে ক্লিক করুন। তাহলে একটি সেটিংস প্যানেল চলে আসবে। এখানে বাংলায় করতে চাইলে চিত্রের মত দিন
তারপর আপনার ব্লগের পোষ্টের মন্তব্যের স্থানে দেখুন চিত্রের মত এসে গেছে
এখানে টিক চিহ্ন দেওয়া হলে নিচের মত তার ব্লগের ফিড থেকে শেষ পোষ্টটি যুক্ত হয়ে যাবে
উপরের চিহ্নিত স্থানে ক্লিক করলে আরও কিছু পোষ্ট দেখা যাবে
এখানে চিত্রের স্থানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। তাহলে আর এরকম দেখাবে না। তবে যে ব্লগে এই প্লাগিনটি ব্যবহার করছেন সেই ব্লগের ঠিকানা রেজিষ্ট্রেশন করুন। উদাহারন হিসেবে রেজিষ্ট্রেশন করলে কি দেখা যাবে তা নিচে দেখুন
ডেমো:
এই প্লাগিনটি ডেমো দেখতে হলে টিউটোরিয়াল বিডিতে একটা পোষ্টে মন্তব্য করে দেখুন। ওখানে এই প্লাগিনটি ইনষ্টল করা আছে।
আশাকরি এই এক্সটেনশনটি আপনার উপকারে আসবে। ধন্যবাদ মনযোগ সহকারে পড়ার জন্য। কোন সমস্যাতে পড়লে আমায় জানাবেন।
======================================================
======================================================
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
দারুন একপি প্লাগিন এর খোঁজ দিলে ধন্যবাদ।