“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
বরাবরের মতন সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমার একটি টিউনে আপনাদেরকে আমার ছেলে বেলায় একটি হ্যলিকপ্টর বানানোর কথা বলেছিলাম। তাই আপনাদের অনেকে এটি নিয়ে একটি টিউন করতে বলেছিলেন, তাই আপনাদের সকলের জন্য এই টিউনটি করলাম।
এটি খুবই যত্ন সহকারে এবং নিখুত ভাবে তৈরি করতে হবে।
প্রথমে আপনাকে এই ৬টি জিনিষ সংগ্রহ করতে হবে। এ গুলোর দাম আপনার সাধ্যের মধ্যেই, তাই দাম সহ নিম্ন সব কিছু বর্ননা করা হলোঃ
বিদ্রঃ মূল উপড়ের প্রথম পাখা নিম্নের মূল পাখার বিপরীত থাকতে হবে, এতে বায়ুর চাপ দ্বিগুন হয় এবং এটি অনায়সে উড়তে পারে।
অবশেষে নিচে একটি স্টান্ড লাগিয়ে দিতে পারেন। আমি খুব আসা বাদী এটি অবশ্যই কাজ করবে। মনে রাখবেন এটি আপনাকে যতটা সম্ভব হালকা করতে হবে। এই মাইক্রো-হ্যলিকপ্টরটি আমি ক্লাস সেভেন থাকা অবস্থায় তৈরি করে ছিলাম। এই প্রজেটটির জন্য আমাকে “কপ্টরমাস” উপাধি দেওয়া হয়ে ছিল… হা হা হা ...
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে টিউমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ধন্যবাদ গুরু