গুজব নয় সত্যি, এবার আপনিও পারবেন একটি মাইক্রো-হ্যলিকপ্টর তৈরি করতে। আজব না !!!

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

বরাবরের মতন সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমার একটি টিউনে আপনাদেরকে আমার ছেলে বেলায় একটি হ্যলিকপ্টর বানানোর কথা বলেছিলাম। তাই আপনাদের অনেকে এটি নিয়ে একটি টিউন করতে বলেছিলেন, তাই আপনাদের সকলের জন্য এই টিউনটি করলাম।
এটি খুবই যত্ন সহকারে এবং নিখুত ভাবে তৈরি করতে হবে।

almas 3

প্রয়োজনীয় উপকরণঃ

প্রথমে আপনাকে এই ৬টি জিনিষ সংগ্রহ করতে হবে। এ গুলোর দাম আপনার সাধ্যের মধ্যেই, তাই দাম সহ নিম্ন সব কিছু বর্ননা করা হলোঃ

  • ১। একটি বড় আকৃতির মোবাইলের লম্বা ভাইব্রেশন মেশিন জোগাড় করতে হবে। সাধারনত পুরাতন মোবাইল ফোনে এ ধরনের ভাইব্রেশন মটর থাকে। এগুলো আকাড়ে অনেক ছোট এবং 3.0v – 3.7v পর্যন্ত হয় থাকে। এটির দাম ২৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত হয়।
  • ২। একটি ছোট Mp3 ড্রাইভের বা ব্লুটুথ হেড ফোনের ব্যাটারি যোগার করতে হবে। এটি হালকা এবং আকাড়ে অনেক ছোট হয়ে থাকে। এটি 3.7v – 5v পর্যন্ত হয় থাকে এবং দাম ৫০ থেকে ১০০ টাকা।
  • ৩। এটি 1k রেজিস্টান লাগবে। দাম ১টাকা।
  • ৪। ছোট আকৃতির মোবাইলের লম্বা ভাইব্রেশন মটর জোগাড় করতে হবে। এটি 2v – 2.5v পর্যন্ত হয় থাকে। এটির দাম ১৫ টাকা থেকে ২৫ টাকা।
  • ৫। পাতলা কাগজ (ক্যালেল্ডারের পেপার) দিয়ে নিম্ন মুখি বাতাস দেয়ার পাখা তৈরি করতে হবে।
  • ৬। পাতলা কাগজ (ক্যালেল্ডারের পেপার) দিয়ে নিম্ন মুখি বাতাস দেয়ার বড় পাখা (4in – 6in) তৈরি করতে হবে।

{ Designed by microhacker_almas }

almas

প্রস্তুত প্রনালীঃ

  • ১। প্রথমে চিত্রর মতন করে ব্যাটারিটি ভাইব্রেশন মটরের গায়ে আঠা বা টেপ দিয়ে লাগিয়ে দিন এবং ধনাত্বক এবং ঋনাত্বক প্রান্ত মটরের ধনাত্বক এবং ঋনাত্বক প্রান্তের সাথে সংযোগ করুন।
  • ২। ঋনাত্বক প্রান্তে চিত্রর মতন একটি 1k রেজিস্টার লাগান। সুইচ লাগানোর প্রয়োজন নেই কারন এতে এটি ভারী হবে।
  • ৩। এবার কটন বার্ডের নল মটরের ঘূর্নায়নমান দন্ডের মাঝে চিত্রের সবুজ অংশের ন্যায় সংযোগ করুন। লক্ষ্য রাখুন এটি যেন মুক্ত অবস্থায় ঘুড়তে পারে।
  • ৪। কটন বার্ডের নলের দুই পাশে দুইটি ক্যালেল্ডারের পেপার চিকন (0.2in - 0.3in) ভাবে কেটে নিম্ন মুখি বাতাস দেয়ার লম্বা পাখা (4in – 6in) তৈরি করে হালকা এবং মজবুদ আঠা লাগাতে হবে।
  • ৫। মটরের উপরের ঘূর্নায়নমান দন্ডের দুই পাশে একই ভাবে দুইটি ক্যালেল্ডারের পেপার চিকন (0.2in - 0.3in) ভাবে কেটে নিম্ন মুখি বাতাস দেয়ার লম্বা পাখা (4in – 6in) তৈরি করে হালকা এবং মজবুদ আঠা লাগাতে হবে।
  • ৬। ব্যাটারির গায়ে পাতলা নারিকেল পাতার কাঠি বা ম্যাংগো জুসের একটি স্ট্রো মাঝ দিয়ে দুই খন্ড করে একটি ছোট ভাইব্রেশন মটর খাড়া ভাবে লাগিয়ে দিন এবং একই ভাবে দুইটি ক্যালেল্ডারের পেপার চিকন (0.2in - 0.3in) ভাবে কেটে নিম্ন মুখি বাতাস দেয়ার লম্বা পাখা (1in – 1.5in) তৈরি করে চিত্রর ন্যায় হালকা এবং মজবুদ আঠা লাগাতে হবে।

বিদ্রঃ মূল উপড়ের প্রথম পাখা নিম্নের মূল পাখার বিপরীত থাকতে হবে, এতে বায়ুর চাপ দ্বিগুন হয় এবং এটি অনায়সে উড়তে পারে।

অবশেষে নিচে একটি স্টান্ড লাগিয়ে দিতে পারেন। আমি খুব আসা বাদী এটি অবশ্যই কাজ করবে। মনে রাখবেন এটি আপনাকে যতটা সম্ভব হালকা করতে হবে। এই মাইক্রো-হ্যলিকপ্টরটি আমি ক্লাস সেভেন থাকা অবস্থায় তৈরি করে ছিলাম। এই প্রজেটটির জন্য আমাকে “কপ্টরমাস” উপাধি দেওয়া হয়ে ছিল… হা হা হা ...  crazy

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে টিউমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ গুরু

খুব সুন্দর .but ami to banate parbo na.tumi ki parve amake banie patate??????????
i m waiting for ur gift

Level 0

দিন দিন দেখতাছি আপনার প্রতিভা বিকাশিত হচ্ছে, অন্যদের জানি না কেমন লাগছে তবে আমার ভাল লাগছে,
আমি যদিও এসব কিছুই বুঝি না শুধু পড়ে আর শুনে অবাক হই। আপনি চালিয়ে যান কোন প্রয়োজন হলে আওয়াজ দিয়েন
যত টুকু পারি সাড়া দেব। আর আপনার বানানো হ্যলিকপ্টার টা কোনটা?
ভাল থাকবেন।

    অসংখ্য…. অসংখ্য………. ধন্যবাদ ভাই।

    আমার হ্যলিকপ্টারটির ব্যাটারি নষ্ট হইছে এবং আমাদের এখানে খুচরা Mp3 ব্যাটারি পাউয়া যায় না আর আমি ৩বছর আগে একটি Mp3 ব্যাটারি কোন মতে ১০০টাকা দিয়ে জোগাড় করেছিলাম।

    আমার হ্যলিকপ্টারটি মেরামত করে সামনে একটি ভিডিও আপনাদের উপহার দিব। 😛

অসাধারন …।।অসাধার…………অসাধারন ………।।অসাধারন

    অসংখ্য…. অসংখ্য………. ধন্যবাদ প্রোসেসর ভাই।

    আমারও বাড়ি রংপুরে দেখা হবে ঈদে

    @প্রোসেসর আপনি ত দেখি আমার এলাকার ভাই 😉

    ভাই, আমি রংপুরের না হলেও আমার গ্রামের বাড়ি গাইবান্ধা (পড়শি বলতে পারেন :D)

    প্রোসেসর

    ফাহিম রেজা বাঁধন

    ফাহিম আহমেদ ………………………………………………………………………………..

    অবশ্যই দেখা হবে। আমার বাড়ি গাইবান্ধা…………………………….।

    বস আমিও উত্তর বঙ্গের মানুষ।আমার বাড়ি ঝিনাইদহে আশা করি দেখা হবে।আর টিউনটি তো ফাটাফাটি।এ কথায় ব্যাপক ভালো।

thanks almas for u nice tune . i got problem when i start my computer come this msg: ” NTLDR IS MISSING PRESS Ctrl Alt Del to restart ” how i solve this problem help me any one…….

    প্রথমত ধন্যবাদ।

    ভাইয়া এই সমস্যটি কেন তা আমি বলতে পারলাম না। আপনি হাসিব বা টিনটিন ভাইয়ের সাথে কথা বলেন। Sorry” 🙁

ভাই আমার মাথায় এত কিছু ডুকবেনা তবে আপনার টিউনটি অসাধারন হইছে এতে কোন সন্দেহ নাই তাই আপনাকে ধন্যবাদ দিতেই হবে,অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।

আজ থেকে ৮ মাস আগে কলেজ এর একটি প্রজেক্ট এটা নিয়ে কাজ করেছিলাম । তবে তোমাকে ধন্যবাদ আলমাস এটা নিয়ে টিউন করার জন্য ।

Dhonnobad Onek Valo Tune

Level 0

ভেজাল না কি। কেনো কোরবো। আর কি লাভ কোরে ?

    আপনি কি মনে করছেন এরূপ কমেন্ট করে মানুষ আপনাকে ভাল মনে করবে ? যদি তা ভাবেন তাহলে ভাই আপনে ভুল করছেন আর এই ভুল যদি সঠিক হয় তবে আমি মূহর্তে টেকটিউনস ছাড়ছি…………

আমি ৬ষ্ঠ শ্রেণী থেকে একটা হেলিকপ্টার বানানোর চেষ্ঠা করছি, তবে যতবার চেষ্টা করেছি ততবার ব্যার্থ হয়েছি, এবার নিশ্চই আর ব্যার্থ হব না। তবে একটি জিনিস বুঝতে পারছি না 1K রেজিস্টান কি? আর উপরে উল্লেক্ষিত জিনিসগুলো কোথায় কোথায় পাওয়া যায় তা যদি বলতা তাহলে ভালো হত।

    অদ্ভুত আপনাকে ধন্যবাদ।

    1k রেজিস্টান না রেজিস্টার। এটি যে কোনো ইলেকট্রনিস্ক দোকানে পাবেন।

    আমি দুঃখিত আলমাস ভাই, তবে তোমার টিউনেও তাই লেখা আছে, দয়া করে ঠিক করে দাও।

কাজের টিউন ধন্যবাদ।

দারুণ এবং অসম্ভব সুন্দর একটা টিউন। অসংখ্য ধন্যবাদ সুন্দর এ টিউনটা আমাদের সাথে শেয়ার করার জন্য :D।

    ফাহিম ভাই আমার বাড়ি গাইবান্ধা…………………………….

    অবশ্যই দেখা করবেন ! plz………………………………………

    সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

আলমাস অনেক চমতকার ! বাজারজাত করতে হবে দেখছি। চালিয়ে ্যাও……।

Level 0

আলমাস ভাই আপনারে ভুলি নাই । আছি আপনার সাথে । চালায়া জান ।

কপ্টরমাস >>> জোসসস বানিয়েছো…
~ !

but bro who can i control it?

Level 0

সত্যি অসাধারণ!!!! খুব…খুব……খুবই………………ভাল লেগেছে 🙂

Level 0

আলমাস ভাই, জোস টিউন হইছে। আমি সোলার প্যানেল নিয়ে কাজ করতে চাই, প্রয়োজনীয় কারিগরি সাহায়্য পাচ্ছি না। যদি পারেন আওয়াজ দিয়েন। অসংখ্য ধণ্যবাদ আপনাকে ইলেকট্রনিক্স এর উপর টিউন করার জন্য।

দারুণ এবং অসম্ভব সুন্দর একটা টিউন। ধন্যবাদ ।

চমতকার , চালিয়ে যাও

Level 2

মূল উপড়ের প্রথম পাখা নিম্নের মূল পাখার বিপরীত থাকতে হবে, এতে বায়ুর চাপ দ্বিগুন হয় এবং এটি অনায়সে উড়তে পার………

এই বিষয় টি ভালভাবে বুঝতে পারলামনা…

টিউনটা ভাল। কিন্তু রিমোট কন্ট্রোল হলে ভাল হতনা?

আজ দোকানে মটর কিনতে গিয়েছিলাম দাম চায় ১০০টাকা, তবে সবচেয়ে বড় কথা হল এত ছোট মটর দিয়ে কিভাবে কি করব। আর সব মটর তো একই ছোট কোনটা বড় কোনটা? একটু বর্ণনা দিবা?

    ধন্যবাদ ভাই।

    আপনি মোবাইলফোনের পার্সের দোকানে গিয়ে খোঁজ করুন। মটরের শক্তি বড়টি 3.5 ভোল্ট এবং ছোটটির 2 ভোল্ট।

excellent superb সব টিউনটির জন্য প্রযোজ্য,ভাল থেকো 🙂

Level 0

ভাই আপনি তো দেখছি একটা আজব মানুষ। আপনি আমাদের এটা সেটা কত টিপস দেন। দারুন উপকারী সেগুলো। আবার হেলিক্টার বানানোর টিপস দিচ্ছেন। আপনি তো দেখছি All in All . U R 4 no idoit. ( 3 idiot movie). Don’t mind just joking… U r really genius. pick it up.

Level 0

আমার এখানে এই কপটার পাওয়া যায় কিন্তু দাম এতো বেশি…!!! তাই ভেবেছিলাম নিজেই বানিয়ে ফেলবো। যদিও বয়সটা আমার এসবের না কিন্তু এখনও রক্তে অনুভব করি যন্ত্রপাতির টান। যাই হোক, আপনাকে ধন্যবাদ বেশি আর.পি.এম এর মোটর এর খোজ দেবার জন্য। আমার ধারনাই ছিল না মোবাইলের ভাইব্রেটর এর গতি বেশি, আপনার টিউনটি পরে জানতে পারলাম।

মোবাইলের ভাইব্রেটর কিনতে কত লাগে ?
(একটা জিনিস বুঝলাম না, এই টিউনে যখনই কমেন্ট দিতে যাই , হয় আমার ফোন আসে, না হলে কেও আমাকে কোথাও যাবার জন্য ডাকছে, না হলে page loading error, অথবা মোবাইল এর চার্জ শেষ হয়ে যাচ্ছে। অবাক করা বিষয় হল , ঠিক এখনি my mother ডাকল !!! এইতো আবার ডাকতেচে কোথাও যাবার জন্য !!! )

Level 0

আমার হেলিকপ্টার বানিয়ে দিতে হবে আলমাস ভাই……………………..

অসম্ভব সুন্দর টিউন…………………………

Level 0

ভাইয়া, Body টা কিভাবে তেরী করব ? Details বলেন Pleaseeeeeee……….

Level 0

দারুন টিউন, ধন্যবাদ।

কই মটরের এত পাওয়ার এটা খুব আস্তে ঘুড়ে, ছোট ছোট গাড়ীর মটরের এর থেকে বেশী শক্তি।

    আমার জন্য একটা তৈরী করে কোরিয়ান দিয়ে পাঠিয়ে দিতে পারবা আমি টাকা দিয়ে দেব?

তুমিতো ভাই মাইক্রোহ্যাকার থেকে মাইক্রো ইঞ্জিনিয়ার হয়ে গেছ। খুবই ভাল। দেখি বানাতে পারি কি না।

Level 0

Thanks for ur tune..If have any idea about electronical Transformer pls tune thats thing or send me some pdf book about Transformer..My mail id is [email protected]…I hope u dont disapoint me…

Level New

খুব ভালো লাগলো। সত্যিই আমরা বাঙ্গালীরা সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু কেন যে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীদের কদর হচ্ছে না? ধন্যবাদ।

Level 0

সালাম ভাই । । ব্বেশি জোসসসস হইসে । । চেষ্টা করব বানাতে । ।

Level 0

ভাই কি বইল্লা যে ধন্যবাদ দিব বুঝতাসিনা। এটা সায়েন্স ফেয়ার এ ব্যবহার করলে কি মাইন্ড করবেন।

ভাইয়া আমাকে কি একটু সাহায্য করবেন।

আমি দুটি পুরাতন মোবাইলের ভাইব্রেটর নিয়ে হেলিকপ্টার বানাতে গিয়ে দেখাম ভাইব্রেটর মোটরের ঘোরার রডটি খুব ছোট এবং চিকন। আমি এটিকে কিভাবে বড় করে নিয়ে পখা লাগাব একটু বলবেন কি? আমি কটনবাড দিয়ে লস্ব‍া করতে গিয়ে দেখি কটনব‍াড রডের তুলনায় বেশী মোট‍া কি করব বুঝতে পারছিনা।

ভাইয়া, আপনার এই লেখাটা যে আমার কি পছন্দ হইছে তা বলে বোঝাতে পারবো না। আপনাকে এখন ৫০টা ধন্যবাদ দিলাম,আর বানানো শেষ হলে বাকি ৫০টা দেবো…… 😉 🙂

Level 0

direct priote…. dhonnobad. 😀

এই ভাবে বানাই লে নুম্বা উরবো। ভাই আপনার টা মাটি থেকে কত ইঞ্চি উপরে উঠছিল? এর কন্টোল কিভাবে হবে। ধরে নিলাম উড়ল কন্টোল করার পদ্ধতি কি? নাকি পাখির মতো আপন গতিতে চলবে?

বিঃ দ্রঃ আলমাস কিছু মনে করবেন না আপনার সফটওয়্যার জগতে অবস্থান করাই ভাল। হার্ডওয়ার জগতে…………

Level 0

Thank’s.Vai eta bananor ekta video kore youtube a upload kore din,amra r o upokrito hobo

chorom jinish… bt rotor tar design ta ki rokom hobe tar screen shot dile valo hoto.

ওকে দেখি হয় কিনা!!!! থেঙ্কস…………।। মাইক্রোহ্যাকার_আলমাস ভাই…।।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…