বর্তমানে টুইটারের ব্যাপক জনপ্রিয়তা এবং উপযোগীতার কথা আমরা প্রায় সবাই জানি। কি করা যায় না এই টুইটারে! আশ্চর্য করার মতো ১০ টি টুইটার স্ট্যাটাস আপডেটের কথা তুলে ধরছিঃ
গত বছর ২৮ মে Max Kiesler, Emily Chang কে বিয়ের প্রস্তাব দেন টুইটারে।
Emily Chang মাত্র তিনটি শব্দের একটি টুইটে প্রস্তাবে সম্মতি দেন এবং টুইটারেই তাদের এনগেজমেন্ট হয়।
Corey Menscher ছয় মাসের গর্ভবতী থাকা অবস্থাতেই তার ছেলের জন্য একটি যন্ত্র তৈরী করেন এবং kickbee নামে একটি টাইটার একাউন্ট চালু করেন। যন্ত্রটি এমনভাবে স্থাপন করা হয়েছিল যে যখনই তার ছেলে (Tyler) লাথি মারবে তখনই সেটা টুইট করবে।
Tyler ১৯ জানুয়ারী ২০০৯ জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি minimensch একাউন্ট থেকে টুইট করেন।
মঙ্গলে যখন বরফের অস্তিত্ব পাওয়া গেছিল তখন প্রথম সে খবরটি ছড়ায় একটি টুইটার একাউন্ট থেকে।
Mars Phoenix Lander হচ্ছে একটি NASA JPL (Jet Propulsion Laboratory) vessel যেটি মঙ্গলগ্রহের আবহাওয়া সম্পর্কে জানার জন্য, বিশেষ করে তা জীবনধারণের উপযোগী কিনা তা জানার জন্য বানানো হয়েছিল। উপরের টুইটটিই সম্ভবত পৃথিবীর বাইরের কোন গ্রহ থেকে পাঠানো প্রথম টুইট।
মাত্র ১৪০ অক্ষরে কি পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব? হ্যা বহুত সম্ভব। ১২ ই ফেব্রুয়ারী ২০০৯ বিশ্বব্যাপী বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সকল টুইটারকে একত্রিত করে টাকা তোলার জন্য (দান) twestival নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে ২, ৫০, ০০০ ডলারেরও বেশি টাকা ওঠে।
শুধু তাই নয়, তাঞ্জানিয়ায় ক্লাশরুম নির্মানের জন্য Tweetsgiving ১০, ০০০ ডলারেরও বেশি টাকা তোলে। এরকম আরও অনেক উদাহরণ আছে।
সরকারবিরোধী এক আন্দোলনে University of California-Berkeley এর ছাত্র জেমস কার্ল বাক এবং তার অনুবাদককে মিশরীয় পুলিশ গ্রেপ্তার করেন। পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিলেন তখন কেবলমাত্র তিনি একটি শব্দ লিখতে পারেন টুইটারে।
এই একটি শব্দই তার সহপাঠী এবং অনুসারীদের ভেতর অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। তার ইউনিভার্সিটি থেকে এডভোকেটের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হয়।
যদিও এর উদাহরণ দিয়ে শেষ করা যাবেনা, তারপরও উল্লেখযোগ্য কয়েকটি লিখছিঃ
প্লেন ক্র্যাশঃ কন্টিনেন্টাল এয়ারলাইন্স ৭৩৭ যখন Colorado এর Denver এ ক্র্যাশ করে তখন এই খবরটি প্রথম পাওয়া যায় একজন প্যসেঞ্জারের টুইট থেকে।
চীনের ভূমিকম্পঃ ১২ই মার্চ ২০০৮ চীনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়, যে খবরটি প্রথম পাওয়া যায় একজনের টুইট থেকে।
মুম্বাইয়ের সন্ত্রাসী আক্রমণঃ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার খবরটিও প্রথম টুইটারের মাধ্যমেই ছড়ায়।
টুইটারের মাধ্যমে চাকুরীও পাওয়া যায়। ওপেনসোর্স বিশ্লেষক এবং কনসাল্টিং ফার্ম RedMonk, Tom Raftery কে ফুল-টাইম জবের অফার দেন এবং তিনি তা গ্রহণ করেন।
২৩ এপ্রিল ২০০৯ একজন মহিলা আত্মহত্যা করবেন জানিয়ে টুইট করেন অভিনেত্রী Demi Moore এর কাছে। Hope you are joking লিখে উত্তর দেন অভিনেত্রী।
সাথে সাথে তার হাজার হাজার ফলোয়ার টুইটটি রিটুইট করতে থাকেন। সেই মহিলার অবস্থান ট্র্যাক করে কর্তৃপক্ষকে জানানো হলে তাকে হাসপাতালে নিয়ে মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই টুইটটি শুধুমাত্র একটি অসাধারন টুইটই ছিলনা, ১৪০ অক্ষরের প্রতিক্রিয়া কতটা স্পার্ক ছড়াতে পারে তার উৎকৃষ্ট উদাহরণও।
১৭ই মার্চ ২০০৯ এবিসিনিউজের George Stephanopoulos, ইরাক, অর্থনীতি ও পরিবার সম্পর্কে Senator John McCain এর সাক্ষাতকার নেন টুইটারে।
প্রশ্ন এবং উত্তর দুটোকেই ১৪০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হতো বলে সাক্ষাৎকারটি ইউনিক ছিল।
টুইটারের সর্বপ্রথম স্ট্যাটাস আপডেট বা প্রথম টুইটটি ছিল ২১ শে মার্চ ২০০৬ তে টুইটারের কো-ফাউন্ডার Jack Dorsey এর।
ইতিহাসের সাক্ষী সেই প্রথম টুইট-
ঠ্যাংনোটঃ কেউ আমাকে টুইটারে ফলো করতে চাইলে করতে পারেন এখানে।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
ইস্টারেস্টিং !