কম্পিউটারের ড্রাইভার সংগ্রহের সহজ পদ্ধতি

কম্পিউটার ফরমেট করার পর বেশ কিছু ড্রাইভার সেটাপ করার প্রয়োজন হয়। যেমন - সাউন্ড ড্রাইভার, ভিজিএ ড্রাইভার, মডুম ড্রাইভার ইত্যাদি কম্পিউটার ফরমেট করার আগে এ সমস্ত ড্রাইভার কম্পিউটার থেকে ব্যাকাপ করে নেয়া যায়। মাদারবোর্ডের সিডিতে কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভার দেওয়া থাকে অথবা আমরা কোনো নুতন ডিভাইচ ক্রয় করলে এর সাথে সিডি পেয়ে থাকি। এখন কোনো কারনে যদি আপনার এই সিডিগোলে খারাপ হয়ে যায় তখন ইন্টারনেট থেকে ড্রাইভার খুঁজতে হয়।

ইন্টারনেট থেকে ড্রাইভার খুঁজতে এবং ডাউনলোড করতে সমস্যা হয় অনেকের। এ সমস্যাটি সমাধানের জন্য আপনি একটি সফ্টওয়ার ব্যবহার করতে পারেন। এ (Drivermax. ) সফ্টওয়ারটির সাহায্যে কম্পিউটার ফরমেট করার আগে সমস্ত ড্রাইভারগুলো ব্যাকাপ করে নিন। ফরমেট শেষ করার পর ঐ একই সফ্টওয়ারের সাহায্যে ড্রাইভারগুলো সেটাপ করে নিতে পারেন।ড্রাইভারগুলো থেকে যদি কোন ড্রাইভার সেটাপ করা না যায় সে ক্ষেত্র বিকল্প পদ্ধতি অর্থাৎ ডিভাইচ ম্যানেজারে গিয়ে যে ড্রাইভারটি সেটাপ করা যায়নি সেটিকে ব্যাকাপ করা ফুল্ডার থেকে ম্যানুয়ালি সেটাপ করতে পারেন।

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শফিউল ভাই চালিয়ে যান …….

Level 0

ধন্যবাদ, কাজে লাগবে।

আপনার এই লেখা পড়ে আমিও উৎসাহি হয়ে ,একই কাজের অল্টারনেটিভ আরো একটা সফট নাম জানালাম। সেটা হল ড্রাইভার জিনিয়াস।
লিংক: http://www.driver-soft.com/

টেকটিউন্স এর কাছে প্রশ্নঃ কোনো সফটওয়্যারের ক্র্যাক বা কিগেইন পোষ্ট করলে সমস্যা আছে কি?

Level 0

Uniblue Driver Scanner is best for this.

Level 2

খুব ভাল একটি টিউনস । ধন্যবাদ সাইফুল ইসলামকে । আর সকল টিউনার ভাইদের কাছে আমার করুণ আবেদন, অপ্রত্যাশিত ইমেইলের হাত থেকে বাঁচার কোন উপায় জানালে বিশেষভাবে উপকৃত হবো ।

Thanks for Mr. Saiful Islam & Katar Vai

Level 0

Double Driver is also a useful software for this purpose and you can easily download this software .

Level 0

অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই। খুবই কাজের পোস্ট। ভাল থাকবেন।

Level 0

মনে হয় এটা আমার কাজে আসবে———অনেক অনেক ধন্যবাদ।