বাংলায় দুটি অত্যন্ত জনপ্রিয় ফোরাম হচ্ছে প্রজন্ম ফোরাম ও আমাদের প্রযুক্তিএতে অনেক সময় বিভিন্ন ব্যবহারকারী লিনাক্স বা উবুন্টু লিনাক্স নিয়ে নানান প্রশ্ন করে সমস্যার সমাধান চেয়ে থাকে। এখন সে সকল সমাধান গুলো যাতে এক সাথে একই যায়গায় পাওয়া যায় সেজন্য তারেক হাসান নামে এক ব্লগার সকল সমাধান এক জায়গায় নিয়ে ব্লগ সাইট তৈরী করেছে।
সকল টিউটোরিয়াল সমূহ পিডিএফ আকারেও পাওয়া যাবে।
সম্প্রতি বিএলইউএ ডকুমেন্টেশন দল প্রকাশ করেছে 'উবুন্টু ৯.০৪ সহায়িকা' এতে এই সহায়িকা শুরু হয়েছে একেবারে গোড়া থেকে। ওপেন সোর্স কি, লিনাক্স কি, কিভাবে এলো ইত্যাদি সম্পর্কে তো জানা যাবেই, আরো জানা যাবে উবুন্টু ইনস্টল করবার আগে কি কি সতর্কতামূলক প্রস্তুতি থাকা ভাল। উবুন্টু ইনস্টলের পদ্ধতি কি। কিভাবে উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করা যায়। কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় ইত্যাদি। এই টিউটোরিয়ালে সমাধানগুলো গ্রাফিক্যালি করার পাশাপাশি কমান্ড লাইন থেকেও কি করে করা যাবে সে ব্যাপারগুলোও আলোচনা করা হয়েছে।
ডাউনলোড করুন উবুন্টু ৯.০৪ সহায়িকা (পিডিএফ ফাইল, ২.৭ মেগাবাইট)
উবুন্টু প্রেমীদের জন্য দারুন একটি বাংলা সহায়িকা তৈরী করার জন্য তারা নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
আমার অনেক কাজে দেবে কারণ আমি লিনাক্স সম্পর্কে একেবারেই অজ্ঞ। ধন্যবাদ ডার্কলডকে ভাইকে।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।……………………………………………………………………….
ধন্যবাদ।
হুম ……. অনেক কাজে দিল ফয়সাল ভাই।