লক করে ফেলুন আপনার যেকোনো ড্রাইভ…..

সিকিউরিটি বতর্মান বিশ্বের একটি আলোচিত বিষয়। একটি কম্পিউটার এ কাজ করার সময় নানা ধরনের user থাকতে পারে। প্রয়োজনে আমাদের অনেক ডাটা সিকিউরিটি দিয়ে রাখতে হয়। সাধারনত আমরা বিভিন্ন ফোল্ডার লক সফ্টয়ার দেখেছি, ড্রাইভ লক এর সফটয়ার আমার চোখে পরেনি। অথচ এই কাজটি আপনি উইন্ডোজ এর মাধ্যমেই করতে পরেন্।
দেখা যাক এটি কিভাবে করা সম্ভব :

প্রথমেই আপনাকে Administrator হিসেবে Computer এ প্রবেশ করেত হবে।
ড্রাইভ লক করতে হলে আরেকটি ব্যপার লক্ষ রাখতে হবে সেটি হলো ড্রাইভটি NTFS এ থাকতে হবে।
ধরুন আমরা F ড্রাইবটি লক করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে F Drive এর রাইট বাটন ক্লিক করে proparties

1161.JPG
সেখান থেকে Security ট্যাব এ যেতে হবে।

023.JPG

[Note : উল্লেখ্য Security অপশনটি না থাকলে আপনাকে মেনু বার এর
Tools >Foldar Option >View Tab
ভিউ ট্যব এ আসার পর সবার নিচে Use Simple File Sharing [Recommended] এ টিক থাকলে উঠিয়ে দিতে হবে। ]

সেখানে Group or users Name এর নিচে বিভিন্ন রকমের Users এর নাম দেখতে পাব। যেমন :
Adminstrator
Gest
Everyone ইত্যাদি একাউন্ট দেবতে পাবেন।
আপনি কাজটি ফ্রেশ ভাবে করতে চাইলে সবগুলো User কে রিমুভ করে দিন। সেখান থেকে
>Add
>Avance
>Find Now
সেখান থেকে আপনাকে দুটি একাউন্ট এড করেত হবে। ধররাম আপনা আপনার নিজের একাউন্ট ছারা আর কাউকে এফ ড্রাইভে প্রবেশ করেতে দিবেননা। আপনি দুটি একাউন্ট এড করতে হবে।
Administrator এবং Everyone।

011111.JPG

এবার দুই উইন্ডো থেকেই Ok করে বের হয়ে আসব।
এবার আপনাকে Administrator এ ক্লিক করে নিচে Permission for Administrator এর নিচে দুটি কলাম দেখতে পাব। Allow এবং Denny
এবার আপনাকে Full Controll এ টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর একিভাবে আপনাকে দিত্বীয় ইউজার একাইন্ট : Everyone এ ক্রিক করে Permissioin for everyone সব Denny তে টিক দিতে হবে। এপ্লাই করে বের হয়ে আসব।

512.JPG

এবার আপনি যদি বতর্মানে এডমিন ইউজার হয়ে থাকেন তাহরে আপনি এফ ড্রাইভে প্রবশ করেত পারবেন। আর যদি না হন তাহলে আপনাকে এডমিন হয়ে ঢুকতে হবে।
আশা করি ঠিকভাবে কাজটি করতে পারলে হয়ে যাবে। তারপরো না হলে জানাবেন।

ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
নারায়নগন্ঞ্জ

Level 0

আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It's Only the word Change what we need


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কি জানতেন যে এই জিনিসটা আমার এখনই দরকার ছিল?

ধন্যবাদ আপনাকে

Level 0

অনেক অনেক ধন্যবাদ। এমন প্রেয়োজনীয় একটা টিপস্ দেয়ার জন্য।

কিন্তু লক করা অবস্থায় কোন কারনে যদি কোন ভাইরাস আপনার পিসি-এর এ্যাডমিনিস্ট্রেটর পওয়ার পায় তখন কিন্তু লক করা ড্রাইভের ডাটা লসের সম্ভবনা থাকবে। তাই ভাই ও বন্ধুরা একটু সাবধান।

ব্যাডবয় ভাই, এই সমস্যা তো এমনিতেই হতে পারে। লক করার পরই যে হবে বা লক করার কারনেই যে হবে, এমন তো কোনো কথা নেই। তাই না?

NTFS এর ক্ষেত্রে তো জানা গেল কিন্তু FAT32 এর ক্ষেত্রে কী করা যায়? কেউ জানলে দয়া করে জানাবেন।
tanvirsojib ভাইকে ধন্যবাদ সুন্দর এই পোস্টের জন্য।

ভাই অরন্য Fat32 এর বেলায় আপনি এডভান্স সিকিউরিটির কাজ করতে পারবেননা। আরা তাছারা উইন্ডোজের সার্বার ভার্সন ছারা সিকিউরিটির কাজ খুব একটা ভালে হয়না। উইন্ডোজ এক্সপি তে বা ভিস্তাতে অবশ্যআ সিকিউরিটি ভাঙ্গার একটা রাস্তা আছে। এক্সপির সিকিরিউটি কখনই পারমানেন্ট সমাধান নয়। এক্সপির সিকিউরিটি ভাঙ্গা অসম্ভব কিছুনা। আপনরারা চাইরে পরে আমি Securoty Breaking নিয়ে টিউন করব ।

ধন্যবাদ

Level 0

Many many thanks bhai…………………………………………………………………….?!!!!!!!!!!!!!!!!!!!

তানভীর ভাই, আপনার Securoty Breaking টিউনস এর জন্য অপেক্ষায় থাকলাম।

Level 0

ইউজার হিসাবে কি সমাধান আছে?

ভাই সবুজ Job + MBA Class এই দুই জিনিস নিয়া খুব ঝামেরায় আছি। শপ্তাহে তিনদিন ঢাকা আসতে হয়। ইচ্ছা করে প্রতিদিন একটা করে টিউন করি, কিন্তু সময় বের করতে পারিনা। যাইহোক আপনার মন্তব্যের জন্য ধন্য্যবাদ । আমি কিচুদিনের মধ্যেই Windows XP Security Breaking নিয়ে টিউন করব।
ধন্যবাদ

Level 0

Obossoi khub useful akti tune. kintu gotokal ami jakhon same way ta akti drive lock korasi erpor dakha galo drive er joto folder, sub folder asa sob lock hoya gasa. Administrator hisaba dhukao lock kora folder er kono kisui open kora jassa na. Attopor protiti folder administrator hisaba dhuka akbar ok korta holo. tarpor abaro Everyone a gia full control dawar por open kora galo. Akno porjonto sob folder ok korta parini. aktana 2 ghonta gasa. Karon ak folder er vitor onno kono folder thakla akoi vaba everyone a gia full control na dawa porjonto open kora jayna ba dakha jayna. Sudhu tai noy folder er vitor joto contains thak na keno sobgulo select kora akbar Administrato hisaba dhukta hoy tarpor Everyone a gia Full control dia ok korta hoy tobai mukti. Tai amar mota Drive lock na bola folder lock korai valo. Drive lock korla amar moto bipod a porta paren. Tai vaba korben.

দুজনের উত্তর দিচ্ছি প্রথমে শফি ভাই :
উইনডোজ এক্সপিতে কয়েকধরনের্‌ ইউজার এর মধ্যে Administrator, User , Everyone

শফি ভাই :
উইনডোজ এক্সপিতে কয়েকধরনের্‌ ইউজার এর মধ্যে Administrator, User , Everyone ইত্যাদি একাউন্ট থাকে। এখানে আমি Administrator, এবং Everyone এর উদাহারন দেখিয়েছি। Everyone বলতে এর আন্ডারে সবধরনের ইউজার পরে কেবল মাত্র এডমিন বাদে। এখানে আরেকটি ব্যপার খ্যয়াল রাখতে হবে সেটি হলো আপনার ইউজার একাউন্ট টি কোন গ্রুপে আছে, প্রথমটি যাকে আপনি সুকিউরিটি মুক্ত রাখতে চান তাকে এডমিন গ্রুপে রাখতে হবে। আর ইউজার কে রাখতে হবে লিমিটেড ইউজার হিসেবে। আপনি যদি Everyone নিয়ে কাজ না করেত আন তাহলে আপনাকে দুট ইউজার এড করেত হবে। এডমিন এবং আপনার একাউন্টিটটি । এখানে একটি প্রবরেম বিন্তু থেকেই যাচ্ছে েয কেউ নতুন কোনো একাউন্ট তৈরি করলে েস কিন্তু আপনার একিউনটে প্রবেশ করতে পারছে। যাই হোক সিকিউরিটি বিষয়টি এমনই একিট বিসয় যেখানে আপনাকে যথেষ্ঠ সাবধানে করেত হবে। উইন্ডোজ সমন্দে ভালো ধারনা না রাখলে ডাটা মিসিং বা যেকোনো সমস্যা দিতে পারে। আমি পরবির্তেত সিকিউরিটি নি্যে টিউন করব ইনশাইল্লাহ। আশা করি সমস্যা থাকবেনা ।
ধন্যবাদ

Level 0

Apnar ai rin Ami konodin shodh korbona vai…

Thanks….Ami 1 drive lock koresi..

ভাই এিট েথেেক অেনক সহজ পদ্দতি আেছ ……….

অনেক দিন টেকটিউনের বাইরে ছিলাম । কোনো কারন ছারাই সময় পেয়ে টেকটিউনে হাত দিলাম । হঠাত করে আমার অনেকদিন আগে করা টিউনিট নির্বাচিত দেথে খুবি অবাক হলাম। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি । ধন্যবাদ টেকটিউনসে কর্তিপক্ষকে । আরো ভালো টিউন করার অনুপ্রেরনা পাচ্ছি ।

I done a mistake, I just follow your instruction and I lock my document drive where I have lots of important file. By using Administration Access I only can able to open my drive see my folder but my files has been lost folder are not accessable and access diny message apper. Please help if there is any way…………………….. [email protected], or, [email protected]

Please please please it is very very much essential.

Thanks

একবার যদি উইন্ডোজ নষ্ট হয় তাইলে বুঝবেন ঠ্যালা কারে কয় !!!

ড্রাইভ লক করে বাঁশ খাইছি ভাই কানধরছি এই কাম আর করুম না

ভাই নিজে কাজ টা ঠিক মতো না করতে পারলে টিউনার এর কি দোষ ? আর কামরুল ভাই এটা করলে উইন্ডোজ নষ্ট হয় কি করে ? আর ড্রাইভ লক করতে হলে সাধারনের চেয়ে কিছুটা এক্সপার্ট তো হতে হবে ভাই ।

ভাইরে আমারতো এই জিনিসটাই খূজতেছিলাম ।ধন্যবাদ

এটা কোন লক হলোনা।
এটায় Guest User a Admin এর পার্থক্য বুঝাইলেন।

Good Luck
I’m making more than $1000 in 24hours, if you have a Blockchain, Coin base, Luno, Paxful, Coinph, Skrill, BTC wallet. You can make up to $5000 BITCOIN with your Phone or Computer.
Click the link for more
https://bit.ly/34o7Qwk

Lock korlam kintu lock kulbo kivaba ?