গুগল গ্লাস Google Glass এর যাদু [স্পেকস সহ আপডেটেড]

প্রযুক্তি জগতে এ মুহুর্তে সবচেয়ে রহস্যময় পণ্য হিসেবে আলোচিত গুগল গ্লাস। ধারণা করা হচ্ছে সার্চ জায়ান্ট গুগল বছরের শেষভাগে বাজারে আনতে যাওয়া এ স্মার্ট গ্লাস হয়তো আগামী দিনের স্মার্টফোনের ধারণাকেই বদলে দিবে।

নামে গ্লাস হলেও সাধারণ চশমার মতো এতে নেই কোনো সে মাপের দৃশ্যমান গ্লাস। শুধুমাত্র চশমার আকৃতি ফ্রেমের উপর পুচকে ডিসপ্লের একটি কম্পিউটার বললেও খুব একটা ভুল হবে না। অ্যান্ড্রয়েড চালিত এ গ্লাসে তারবিহীন ইন্টারনেট এবং স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপনের মতো সুযোগও রয়েছে।

এরই মধ্যে এই গ্লাসকে আগেভাগে নিজের করে পাবার জন্য ধরণা দিচ্ছেন প্রযুক্তি বিশ্বের হর্তাকর্তারাও। কি আছে এই গ্লাসে?

চোখের পলকে ছবি:

গুগল গ্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো এর কোনো অপশন নিয়ন্ত্রয়ন করার জন্য ব্যবহারকারিকে হাত লাগাতে হবে না। হয় চোখের ইশারা নয়তো ভয়েস কমান্ড। দুটোভাবেই কাজ আদায় করে নেওয়া যাবে। ক্যামেরা অপশন সচল করে চোখের পলক ফেললেই স্থিরচিত্র তোলা হয়ে যাবে। যার ছবি তুলবার প্রয়োজন হবে সেটির দিকে তাকিয়ে চোখের পলকে ফেললেই কাজ শেষ।

অডিও-ভিডিও কল:

স্মার্টফোনের সাথে সেতুবন্ধন করা যায় বলে এর সাহয্যে সহজেই অডিও-ভিডিও কল করা যাবে। ভিডিও কলের সময় চোখের সামনের গ্লাসে ভেসে আসবে আপনার অপর প্রান্তে থাকা প্রিয়জনের মুখ।

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চোখের সামনে যা দেখছেন এই ভিডিও কলের মাধ্যমে চাইলে সেটি আপনার বন্ধুকেও দেখাতে পারবেন। এজন্য অনেকে হয়তো গোয়েন্দা কাজে ব্যবহার করার জন্য এরই মধ্যে ভেবে রেখেছেন।

ভ্রমনে পথ নির্দেশক:

গুগল গ্লাসের সবচেয়ে বড় সুবিধা এর ম্যাপিং ফিচার। কেননা ক্ষুদ্র একটি ডিসপ্লেতে ডিভাইসটি আপনার চোখের সামনে তুলে আনবে সমগ্র বিশ্বের মানচিত্র। পাশাপাশি অপরিচিত জায়গায় আপনাকে সঠিক গন্তব্যে পৌছাতে এতে যুক্ত হয়েছে জিপিএস প্রযুক্তি।

বন্ধুর পাশে সব সময়:

এই স্মার্ট-গ্লাস ব্যবহারকারীরা নিজেদের সাথে সব সময় নিজেদের অবস্থান একে অন্যকে জানান দিতে পারবেন। তবে এর জন্য ব্যবহারকারিকে আলাদা করে কোনো কাজ করার প্রয়োজন হবে না। সয়ংক্রিয় লোকেশন শেয়ারিং অপশন সচল করে রাখলে কে কোথায় আছেন সেটা সহজেই খুজে নেওয়া যাবে। এজন্য প্রযুক্তি বিশ্লেষকরা একে অনেকটা রিয়েল লাইফ ফেসবুক বলেও নামকরন করেছেন।

রিমাইন্ডার:

সময় স্বল্পতার কারণে কখন কোন কাজ করা প্রয়োজন সেটি ভুলে যান তাদের সহযোগিতার জন্য এ গ্লাসে রয়েছে রিমাইন্ডার অপশন। আগেভাগে রিমাইন্ডার চালু করে রাখলে বার্তা সহ আপনাকে স্মরণ করিয়ে দিতে পারবে এই গ্লাস। এর পাশাপাশি ভ্রমনের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে প্রদর্শন ও পাঠ করে শুনাতে পারবে।

আবহাওয়া পূর্বভাস:

তারবিহীন ইন্টারনেট সংযোগ থাকায় সহজেই আবহাওয়া পূর্বাভাস আপনাকে জানিয়ে দিতে পারবে। এতে করে আগেভাগে আবহাওয়া দেখে নিয়ে আপনার কাজে রওনা হতে পারবেন। সময় ও হয়রানি দুটোই কম হবে।

বার্তা পাঠকারি:

স্মার্টফোনের বার্তা চলে আসবে আপনার এই গ্লাসে। তবে এই বার্তা আপনি কষ্ট করে না পড়লেও চলবে। বিল্টইন সংয়ক্রিয় পাঠ ব্যবস্থা আপনার বার্তা আপনাকে পাঠ করে শুনাতে পারবে।

এক নজরে স্পেকস:

সম্প্রতি গুগল তার নিজস্ব ওয়েব সাইটে এই গ্লাসের স্পেকস উন্মোচন করেছে। যা তুলে ধরা হলো....

১) ডিসপ্লে: উচ্চ রেজ্যুলেশনের ডিসপ্লে। যা ২৫ ইঞ্চি উচ্চ রেজ্যুলেশনের স্ক্রিণের সমতুল্য।
২) ক্যামেরা: স্থিরচিত্র- ৫ মেগাপিক্সেল এবং ভিডিও- ৭২০ পি।
৩) কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ।
৪) স্টোরেজ: ১২ গিগাবাইট ব্যবহারযোগ্য মেমোরি। সাথে গুগল ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ।
৫) ব্যাটারি: সাধারণত একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে বিশেষ ফিচার যেমন- হ্যাং আউট এবং ভিডিও রেকর্ডি করলে দ্রুত ব্যাটারি শেষ হয়সতে পারে।
৬) যে সব ডিভাইস সমর্থন করবে: যে কোনো ব্লুটুথ সংযোগ থাকা সেলফোন। তবে পুরো ফিচার উভোগ করার জন্য স্মার্টফোনে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৪.০.৩ (আইসক্রিম স্যান্ডউইচ) অথবা উচ্চতর সংস্করণ থাকতে হবে।

দাম:

জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি 😛 তবে খুব বেশি না মাত্র ১৫০০ ডলার।

বি:দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

BD te je kobe asbe???

    @Kaisar Hamid: ওয়েট করেন। ধোলাই খালে রকেট তৈয়ার হইতেছে। সামনেই ঐ রকেটে করে গুগলের আস্তানায় হানা দিতে পারবেন 😛

Level 0

এটা এখন আমাদের জন্য শুধু সপ্ন । বাস্তব হতে আরও বছর পাঁচ ছয় লাগবে । আর যদি China Google Glass বাজারে আসে তাহলে তা আমাদের হাতের নাগালে আসবে । তাও আবার বছর পাঁচ ছয় পরে ।

    @raihangfn: এতো না। হয়তো ২০১৩ তে না হোক ২০১৪ তে বাংলাদেশে চলে আসবে।

    @raihangfn: r a vhai glass hole e tho hobe na network o tho thaka lagbe… r ai projuktir network aite aite apner pulapain bura hoia jaibo….

১৫০০ ডলার আবার “মাত্র” হল কবে থেকে?

This tutorial is grateful for me,google glass have different option to using. Thanks bro for share this useful tutorial.

inayahs

Level 0

ওরে বাবা!!! এইটা কি দেখালেন ভাই??

কি যে লেখেন যে Font ই বোঝা যায় না৤৤ সরাসরি গুগল থেকে কপি না করে লিংক টা দিলেই তো পারেন!!

    @রূপক বিশ্বাস: সবাই তো ঠিক দেখতে পাচ্ছে। সম্ভবত আপনার ওয়েব ব্রাউজারের সমস্যা।

    Level 0

    @রূপক বিশ্বাস: ভাই সব তহ ক্লিয়ার দেখা যাচ্ছে পানির মত আপনি কি দিনে ভাল দেখতে পান্না??

      @djjmahbub: আগে দেখা যাচ্ছিল না৤ এটা প্রথমে সমস্যা ছিল এবং মনে হয় পরে এডিটিং করা হইছে৤ আমি আগে কমেন্ট করছিলাম তাই না জেনে বুঝে ফালতু কমেন্ট করবেন না!!!!!!!!!!

      @djjmahbub: আশা করছি পরে অন্তত আপনি কমেন্ট কারীর কমেন্টের তারিখ দেখে কমেন্ট করবেন৤ আর আমার তো মনে হয় আপনি তারিখ ঠিকমত পড়তে পারেন না৤

    Level 0

    @রূপক বিশ্বাস: গুগল গ্লাসেত কোন সমস্যা দেখছিনা।

আপনার পোষ্টটি পড়া যাচ্ছেনা বাংলা রেন্ডারিং সমস্যার কারণে। অক্ষর ভাঙ্গা আসছে। টিউনে হয়ত এমনকিছু ফন্ট ব্যবহার করেছেন যা বাংলা সাপোর্ট করেনা। দয়া করে ঠিক করুন। সমস্যাটা শুধু আপনার পোষ্টেই দেখছি।

Level 0

অসাধারণ ! ধন্যবাদ ভাই একটি সুন্দর তথ্য জানানোর জন্য

Level 0

১৫০০ ডলার আবার “মাত্র” হল কবে থেকে?

অসাধারণ । এজন্য অসাধারণ বলবো না যে জিনিস টা সত্যি অসাধারণ । অসাধারণ বলছি কারণ এটি ঠিক যেমনটা আমি কল্পনা করতাম । ছোট বেলায় বলতে ঠিক বছর দুই আগে আমি এমন ভাবতাম, যদি এরকম একটা জিনিস হতো? এটা এমন ভাবে কাজ করবে, এমন করবে, এটা করা যাবে, সেটা করা যাবে, আরো কত কি! এটাও ভাবতাম যদি সম্ভব হয় তাহলে আমি বড় হয়ে এটা তৈরি করবো ।

যাই হোক গুগল তাহলে আমার স্বপ্ন পূরণ করছে । 🙂 অসংখ্য ধন্যবাদ গুগল কে ।

আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ টিউনার কে বিষয় টি আমাদের সাথে শেয়ার করার জন্য । 🙂

Level 0

নকল করার নুতন প্রযুক্তি……।

আপনার আর আমার মাঝে এই পর্যন্ত দুটি মিল খুজে পেলাম-
১. দুজনেই একই ট্রেডের ছাত্র, যদিও আমার জব এবং পড়াশুনা প্যারালার ভাবে আগাচ্ছে।
২. দুজনেই টেকটউনসকে প্রচন্ড ভালবাসি, যদিও আপনার টউন করার প্রবনতা আছে আমার নাই।

টিউনটি দারুন হইছে।

Level 2

স্বপ্ন কবে যে সত্যি হবে…………… অপেক্ষায় রইলাম । বড় হলে কিনে নিব

Level 0

অবিলম্বে সুন্দর tune

এমন কোন ভাই আছেন যিনি আমাকে গুগল গ্লাস উপহার দিবেন? 🙂

Level 5

voice command এর মাধ্যমে যদি কাজ করে থাকে তাহলে কি বাংলাদেশি accent গ্লাসটি ধরতে পারবে?

Level 0

অনেক ভাল লাগলো আসা করি নেক্সট টাইম আরও ভালো কিছু……।।

nice

amare akta kew kine den.

Level 0

প্রায় একমাস (11 March, 2013 on 8:46 pm) আগের টিউন এতদিন পর নির্বাচিত করা হল……..কাহিনী কি???

চরম জিনিস কিন্তু দাম মাত্র ১,১৭,১২০ টাকা :p

ভাই এই গ্লাস কি বাংলা ভাষা বুজব ?

ভাল লাগলো । চায়না যখন এর ফটোকপি বের করবে, তখন কিনব একটা। :p

Level 0

খুব ভাল লিখছেন।ধন্যবাদ

google glass আমাদের বলছে ” কয়েক দিন পর মানুষ আর mobile use করবে না ,এটাই use korbe….. ,এই ধরনের glass তখন বিভিন্ন brander ভিতর চলে আসবে,তখন মানুষ প্রসেসর ,ram eisob niya চিন্তা করা start করবে…”

    @Snow Tushar: হুম। কাহিনী তো ঐ খানেই। গ্লাসেই যদি সব পাওয়া যায় তাহলে আর মোবাইল এর কি দরকার

এটা নিয়ে তো একদল বিরোধীতা শুরো করে দিয়েছে যুক্তরাজ্যে। কারণ এটা দিয়ে নাকি গোপনীয়তা রক্ষা পাবে না। এটা বাজারে এলে নাকি ক্রাইম বেড়ে যাবে।

গুগল গ্লাস দিয়ে অন্য সব দেশে যেসব সুবিধা পাওয়া যাবে, বাংলাদেশে তার ৪০% ও পাওয়া যাবে না ।
কারন বাংলাদেশ তো বাংলাদেশই । এর উধারণ স্বরূপ, আপনারা গুগল আর্থ ব্যবহার করলেই বুঝবেন ।
ধন্যবাদ …

ata hole ak kothay sopner bastobayon hobe!!!!!!!wait sara kiccu korar nai….

@Kazi Rahim Ullah Rahi: আপনাকেও ধন্যবাদ

ওরে বাবা তাই নাকি?
আমি তহ জানতাম না ভাই জান।।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউনার আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।

Nice Tune.

Thank you very much.

Level 0

আরে ভাই এইটা কি হইল ? 😛

বাংলাদেশে তৈরি হলে তো এর দাম ১৫০০ টাকা। 😀

পোস্ট(টিউনিং) ভাল লাগছে। (y)
চালিয়ে যান।

ভাল লীখছেণ বেস্ট অফ লাক//

Level New

Display: 640 x 360 pixel হবে

Level New

vai sobai $1 koira den, 1 ta google glass buy koira ani, er por sobai 1 din 1 din koira use korum… :p

    @kader313bdguy: ভালো আইডিয়া 🙂 জাতিকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার আবেদনে সাড়া দেবার জন্য

Level 0

OooooooH Maaaa GoooooD 1500 Dollar _____ !!!!!!
ins sha allah 2015 er vitor ai jinish BD te ashbe ar 2020 er vitor ashbe amar hate !!!

    @xoardar: হাতে এসে আর কি হবে? চোখে লাগানো দরকার 😛

REALLY NICE…ARO VALO HOBE JOKHON ETA AMAR NIJER HOBE.

GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…