আমরা হয়ত অনেকই Data Recovery Tools Use করেছি, কিন্তু আমরা কি জানি এটা কীভাবে কাজ করে?

আমরা হয়ত অনেকই Data Recovery Tools Use করেছি, কিন্তু আমরা কি জানি এটা কীভাবে কাজ করে ?

ছবি - Shutter Stock

কম্পিউটারে HDD কে আমরা MY COMPUTER  হিসাবে দেখতে পাই এবং এর কোন Drive এর ভেতরে প্রবেশ করলে HDD এ সংরক্ষিত তথ্য দেখতে পারি । তবে আমরা যে ফাইল গুলো দেখি এগুলো আসলে POINTER, কোন ফাইল না।

Pointer কি?

আমরা যখন কোন ফাইল কে কম্পিউটার এ SAVE করি তখন HDD এর নিদিষ্ট SECTOR এ WRITE হয় এবং  অপারেটিং সিস্টেম প্রতিটি ফাইলের জন্য একটি পৃথক পয়েন্টার নির্ধারণ করে। এই POINTER    অপারেটিং সিস্টেম কে নির্দেশ করে ফাইল টি HDD এর কোন অংশে রয়েছে।

কি? বুঝতে পারছেন না। তাহলে আসুন আমরা এটাকে নিজের ভাষায় বুঝতে চেষ্টা করি,

কম্পিউটার এর HDD কে ঢাকা শহরের সাথে তুলনা করি। ধরুন আপনি UTTORA SECTOR 10 এর 15 নম্বর বাড়িতে থাকেন এবং আপনার ফ্যামিলি তে ৪ জন আছেন। তাহলে আপনার POINTER হবে

  • BUILDING NO 15
  • SECTOR 10, UTTORA
  • DHAKA

মানে আপনার  ঠিকানা টাই হবে আপনার  POINTER ।

আমরা কম্পিউটার থেকে যখন কোন ফাইল কে ডিলিট করি তখন আমরা শুধুমাত্র ফাইল টির POINTER  মুছে ফেলি এবং তক্ষণই ফাইল টি মুছা যায়  না। তখন প্রশ্ন আসবে, যদি শুধুমাত্র POINTER ডিলিট করে থাকি তাহলে HDD এ FREE SPACE কীভাবে দেখায় ?

HDD Drive টি একটি REWRITABLE DISC যতক্ষণ না পর্যন্ত কোন নতুন ফাইল দিয়া REPLACE করা হচ্ছে ততক্ষণ আগের ফাইল টি সংরক্ষিত থাকবে HDD এর ওই SECTOR এই অর্থাৎ POINTER ডিলিট করে দিলে আসল ফাইল টি তক্ষণ ই ডিলিট হবে না তবে, ফাইল টি অরক্ষিত হয়ে পড়বে।
এটাকে আরও একটু সহজে বোঝার চেষ্টা করি, আপনার POINTER হোল

  • BUILDING NO 15
  • SECTOR 10, UTTORA
  • DHAKA

এই POINTER টি ডিলিট করে দিলেও আপনি আগের জাইগাই থাকবেন  ফ্যামিলি নিয়ে কিন্তু নতুন কেও এলে আপনাকে বাড়ি টি ছেড়ে দিতে হবে ।

DATA RECOVERY TOOL যেভাবে কাজ করে ?

HDD হোল ম্যাগনেটিক DISC RECORDER অর্থাৎ এটি এর STORAGE এ ম্যাগনেটিক ভাবে ডাটা গুলোকে সংরক্ষণ করে  । DATA RECOVERY সফটওয়্যার গুলো সাধারণত আগের POINTER টি কে নতুন করে তৈরি করে অথবা ফিরিয়ে আনে । তখন আমরা ফাইল টি কে আবার আগের জাইগাই দেখতে পাই। আর Download করে নিন I-care DATA RECOVERY

Download:

http://www.mediafire.com/?koanxnrihizzy7c

iCare Data Recovery Software screenshot 1 - iCare Data Recovery Software will help you take files back from formatted hard drive or RAW file system with powerful tools

এবার একটু REAL WORLD এ ফিরে আসা যাক,

ধরুন আপনি আপনার কোন গোপন ফাইল কে ডিলিট করে দিতে চাইছেন এবং সাধারণ উপায়ে ডিলিট করে দিলেন, কিন্তু আপনি কি আসলেই ফাইল টি মুছে ফেলে দিতে সক্ষম হয়েছেন ?

তবে উত্তর হবে না।
তাহলে আপনি আপনার নিদিষ্ট DRIVE টি FORMAT করে দিলেন, তার পরও কি ফাইল টি মুছতে পেরেছেন ?
SORRY, আমি আবারও আপনাকে হতাশ করছি , আপনি ফাইল টি মুছতে পারেন নি এবং আমি চাইলেই ভালো মানের সফটওয়্যার ব্যবহার করে আপনার ডিলিট করা গোপন ফাইল গুলোকে দেখতে পারব।

তাহলে কীভাবে কোন ফাইল কে পুরোপুরি ভাবে মুছে ফেলে যায় ?

অনেক সফটওয়্যার আছে যার মাধ্যমে কোন ফাইল কে পুরোপুরি ভাবে মুছে ফেলা যায় বিভিন্ন FILE SHADDER SOFTWARE এর মাধ্যমে ,অনেকেই হয়তো ADVANCED SYSTEM CARE সফটওয়্যার  ব্যবহার করেছেন এর  ভেতরে FILE SHADDER নামের OPETION টি হয়ত দেখেছেন, এই ধরনের সফটওয়্যার এর মাধ্যমে আপনি যে কোন ফাইল কে পুরোপুরি ভাবে ডিলিট করে দিতে পারেন । এই সফটওয়্যার গুলো POINTER কে ডিলিট করে এবং HDD এর ওই অংশের ফাইল গুলো কে শূন্য বা জিরো ফাইল দিয়ে REPLACE করে । এর পর কোন DATA RECOVERY সফটওয়্যার  ব্যবহার করেও এগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। আমি আপনাদের সাথে SIMPLE FILE SHADDER  শেয়ার করছি । এর মাধ্যমে সহজ ভাবে যেকোনো ফাইল ডিলিট করা সম্ভব।

DOWNLOAD LINK:

http://www.softpedia.com/dyn-postdownload.php?p=16563&t=4&i=1

CYBER FORENSIC ও DATA RECOVERY COMPANY যেভাবে কাজ করেঃ

অনেক অপরাধী তাদের ক্রাইম এর তথ্য গুলো মুছে ফেলে FORMAT করে কিন্তু আসলে সব তথ্য ডিলিট করতে পারে না , ডাটা RECOVERY এর মাধ্যমে ফাইল গুলো কে RESTORE করা হয় ।

HDD DREIVE এর কিছু অংশ বা HARDWARE খারাপ হইয়া গেলেও এর ভেতরের DISC টি অক্ষত অবস্থাই থাকে এবং একে অন্য HARDWARE এর সাথে সংযুক্ত করে আগের DATA গুলো কে ফিরিয়ে এনে অন্য আর একটি DIRVE এ সংরক্ষণ করা হয়।

FLASH DRIVE এর ক্ষেত্রে:

আমরা অবশ্যই জানি PENDRIVE ও MEMORY CARD FLASH DRIVE এবং এগুলো চিপ এর ভেতরে তথ্য সংরক্ষণ করে ।

ধরুন আপনি ও আপনার বন্ধু এক সাথে বসে মোবাইল দিয়ে ছবি তুললেন কিন্তু আপনার বন্ধু টি ছবি টি ডিলিট করে দিতে অনুরোধ করল আর আপনি চাইছেন ছবি টি সংরক্ষণ করতে, তখন আপনি অবশ্যই বন্ধু টির অনুরোধে তার সামনে ছবি টি ডিলিট করে দিলেন। তাহলে আর কি গল্পটা তো তাহলে এখানেই শেষ ।
কিন্তু না আপনি চাইলেই DATA RECOVERY এর মাধ্যমে ছবি টি ফিরিয়ে আনতে পারেন তবে এ ক্ষেত্রে যদি না আপনি FLASH DRIVE টি কে FORMAT   করে ফেলেন।
FLASH DRIVE CHIP এর ভেতরে ELECTRON হিসাবে DATA সংরক্ষণ করে তাই এটি একবার FOMAT করা হইয়া গেলে কোন ভাবেই DATA RECOVER করা সম্ভব হয়না ।

NOTE : আসা করি আপনারা কোন খারাপ উদ্দেশ্যে এটাকে ব্যাবহার করবেন না।

Level 0

আমি nanyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student, IEM KOLKATA ,CSE ,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ লিখেছেন ভাই …………।। ধন্যবাদ ।।

Level 0

অনেকবার অনেক পিসি থেকে অনেকের ডাটা রিকভারি করে দিয়েছি। কিন্তু সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে তা প্রকৃতপক্ষেই আমার জানা ছিল না। আপনার টিউনটি পড়ে খুব ভালো রাগল। অনেক তথ্য জানা হলো। আপনাকে ধন্যবাদ।

Level 0

khub sundor tune onek kichu janlam dhonnobad share korar jonno

ভাই আপনাকে কি বলে যে শুকরিয়া আদায় করি বুঝতে পারছি না! 😀 😛

Level 0

Vai vhalo lag-lo. Onak janta parlam

Level 0

@ nanyan সরি বস, Formatted FLASH DRIVE এর ডাটাও রি-কভার করা যায়, শুধু মাত্র Low Level format করা যে কোন ড্রাইভ এর ডাটা রি-কভার করা যায় না আমার জানা মতে। “পরীক্ষা করেই বলছি”।

ভালো লিখেছেন। বিষয়টা আমি জানতাম। তবে লেখার আলসেমিতে টিটি তে লেখা হয় নাই। কিছুদিন ধরে ভাবছি টিটি থেকে শুধু নিয়েই গেলাম, এবারতো তাকে কিছু দেওয়া উচিত আমার।

এক কথায় অসাধারন হয়েছে…

ভাইয়া আমি আপনার নিকট এ বিষয়ে আরো একটু জানতে চাই,ধরা যাক একটা কম্পিউটারর সকল ড্রাইভ ফরমেট করে নতুন উইনডোজ সেটআপ দেওয়া হল অথবা সকল ড্রাইভ ডিলিট করে নতুন ড্রাইভ ক্রিয়েট করে নতুন উইনডোজ সেটআপ দেওয়া হল। সেক্ষেত্রে এমন কোনো ডাটা রিকভারী সফট্ওয়ার আছে কি যে পূর্বে ড্রাইভ গুলোতে যে ফাইল গুলো ছিল তা পুনরুদ্ধার করতে পারে ?

Level 0

@Sadeque Ahammed যতটা জানি , DATA Recovery করা সম্ভব তবে নতুন উইন্ডোজ কোন ফাইল গুলোকে REPLACE করবে এটা বলা সম্ভব না, টীটী তে অনেক ভাল মানের DATA Recovery software আছে
এগুলো ব্যাবহার করে দেখতে পারেন। তবে আমি অবশ্যই আপনাকে এটা Recommand করব না। আমি নিজে কখনো এটা TRY করিনি।

Level 0

@mahmud.tsc Quick Format দিলে অনেক ক্ষেত্রে ফাইল টি Recover করা যায় কিন্তু ফুল Format দিলে কোন ভাবেই করা যায় না। Thanks to all Comment এর জন্য।

ভাই nanyan আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

    Level 0

    @nanyan: না ভাই শুধু মাত্র Low Level Format বা Zero ফিলিং বলে করলেই শুধু রি-কভার হয় না তা ছাড়া ফুল ফরমেট বা কুইক ফরমেট বা পার্টিশন ডিলিট যা-ই করেন রি-কভার করা সম্ভব Ontrack.Easy.Recovery.Pro.v6.04.08 ভার্ষণে।
    @Sadeque Ahammed: EASEUS Partition Master এর বিভিন্ন ভার্ষণ পাওয়া যায় সে গুলো দিয়ে ডিপ স্ক্যান করলে অতীতে যতগুলো পার্টিশন করেছেন প্রায় সবগুলো ফেরত পেতে পারেন। তবে পার্টিশন ডিলিট হওয়ার সাথে সাথে করলে খুবই ভাল ফল পাওয়া যায়।

Level 0

@mahmud.tsc ভাই আমিও তো সেটাই বলেছি , ফূল FORMAT এর কথাটা Flash Drive এর জন্য বলেছি।

@mahmud.tsc ভাই আপনি আমাকে অবাক করা এক তথ্য দিলেন,ধন্যবাদ। আমার মনে মনে খুব খুশি লাগছে এই ভেবে যে আমার হারিয়ে যাওয়া অনেক কিছুই হয়তো ফেরত পাবো।

ধন্যবাদ……….

Level 2

Vai amar akta HDD nosto hoye gase ,ami ki o khaner Data gula recovery korte parbo?? Jodi pari kivabe Plz jodi janaten .

আচ্ছা , টরেন্ট থেকে ডিলিট করা কোন ডাটা কি ফেরত পাওয়া যায় ? আমি একবার ভুল করে u torrent থেকে .torrent + data রিমুভ করেছিলাম । কিন্তু কোন রিকোভারি সফটয়ার দিয়ে ডাটা ফিরিয়ে আনতে পারিনি 🙁 । যদি এমন কোন সফটয়ার থাকে জানাবেন । আর যে ডাটা গুলো রিমুভ হয়েছিল তার সাইজ ছিল প্রায় ৩২ জিবি 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 ……………………।।

vai, onek sundor ekta tune, amaar khub valo laglo… apnake oshonko donnobad,,,,,,

Level 0

জিদ করে ল্যাপটপ এর উপড়ে ঘুশি দিছিলাম ভাই HDD টা নষ্ট হয়ে গেছে ক্লিকইং প্রবলেম কিছু জানা থাকলে দয়া করে জানাবেন।

আমার সাইট http://www.4ings.com
Note: Admin যদি কমেন্ট এর মদ্ধে লিঙ্ক দেয়া কুন দুশের হয় দয়া করে কমেন্ট টা ডিলিট করে দিবেন।

ধন্যবাদ ভাই অনেক কিছু জানতে পারলাম…

Level 0

অনেক দিন পর টি টি তে একটা ভাল টিউন দেখলুম :]

ধন্যবাদ একটি সুন্দর টিউন উপহার দেবার জন্য। SIMPLE FILE SHADDER এর লিংকটা ঠিক করে দিয়েন। আবারো ধন্যবাদ।

Level 0

@TANVIR দেখুন যদি অন্য পার্টস যেমন মোটর, সকেট ঠিক থাকে তবে সহজেই ডাটা গুলো পেয়ে যাবেন, আর যদি পার্টস গুলো ভালো না থাকে তাহলে ভালো কোন ডাটা রিকভারি প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। মুলত ব্যাপারটা নির্ভর করবে কতটা খারাপ হয়েছে তার উপর। আর ম্যাগনেটিক ডিস্ক ১০-১২ বছর ভালো ভাবে চলে।

Level 0

@newmission17 না ভাই এক্ষেত্রে ডাটা গুলো ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে যায়। টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করলে সেটা পার্ট পার্ট করে হয় আর একগুল একসাথে করতে হলে আবার একই সফটওয়্যার দিয়ে আগের ফোল্ডারে ডাউনলোড দিয়ে রিচেক করলে হয়তো পাওয়া যাবে , তবে সেটা করা বেশ ঝামেলার ।

Level 0

m.s.s.ali@ একই ব্যাপার ভাই খুলে দেখতে হবে কতটা খারাপ হয়েছে।

    Level 0

    @nanyan: khule dekhechi ami disk thik ache, monehocche head er controler circuite ta e damage hoye geche. hot gun ache head mere dekhchi kaj hoynai mone hocche vitorer kuthao problem hoiche

acha vi HDD theke ki total data recover kora jai crash korle or format hoye gele?ami onk software use koresi konotai valo result daini.maximum file corrupt dekhai

খুব ভাল , ,,

vai amar partition delete hye gase r recovery kre 2ta ante parasi baki gulo r ante parsina apni j hatu recovery niya post kresen tahole apni to of course help krte paren amy ektu help kren vai

ভাই আপনার গুছিয়ে লিখার ক্ষমতা অসাধারন বটে।পোষ্টটা পড়ে সত্যি খুব ভালো লাগলো.
ভবিষ্যতে এরকম আরো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখবেন-এই প্রত্যাশা রইল।
ধন্যবাদ।

ভাই, অসাধারণ লিখেছেন। ভাল কিছু জানলাম। অনেক ধন্যবাদ, ভাই।

Level 0

সু-পরিকল্পিত, সু-সজ্জিত, সু-লেখনির জন্য ধন্যবাদ।

Level New

ভাই আমার ১৬ জিবি মেমরি ফরমাট হয়ে গেছে অনেক জরুরী ফাইল ছিল সেগুলো কি রিকভার করা যাবে??

Level 2

অনেক ভালো লাগলো। চালিয়ে যান।

Level 0

nayonb@ দেখুন ফ্লাশ ড্রাইভ এর ক্ষেতে সব কিছু হয়তও ফিরে পাওয়া সম্ভব না । তার পর ও রিকভারি দিয়ে চেষ্টা করে দেখুন। কিছু ফাইল হয়তও পেয়ে যাবেন ।
ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য।

awsome information

ভাই আমার ল্যাপটপ এর হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গেসে । এটা কি ডাটা রিকভারি soft দিয়ে ফিরে পাওয়া যাবে ।গেলে কেমনে একটু জানাবেন ভাই প্লিজ ।

Level 0

সত্যিই প্রশংসনীয় টিউন এটা

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…