আমরা হয়ত অনেকই Data Recovery Tools Use করেছি, কিন্তু আমরা কি জানি এটা কীভাবে কাজ করে ?
কম্পিউটারে HDD কে আমরা MY COMPUTER হিসাবে দেখতে পাই এবং এর কোন Drive এর ভেতরে প্রবেশ করলে HDD এ সংরক্ষিত তথ্য দেখতে পারি । তবে আমরা যে ফাইল গুলো দেখি এগুলো আসলে POINTER, কোন ফাইল না।
আমরা যখন কোন ফাইল কে কম্পিউটার এ SAVE করি তখন HDD এর নিদিষ্ট SECTOR এ WRITE হয় এবং অপারেটিং সিস্টেম প্রতিটি ফাইলের জন্য একটি পৃথক পয়েন্টার নির্ধারণ করে। এই POINTER অপারেটিং সিস্টেম কে নির্দেশ করে ফাইল টি HDD এর কোন অংশে রয়েছে।
কি? বুঝতে পারছেন না। তাহলে আসুন আমরা এটাকে নিজের ভাষায় বুঝতে চেষ্টা করি,
কম্পিউটার এর HDD কে ঢাকা শহরের সাথে তুলনা করি। ধরুন আপনি UTTORA SECTOR 10 এর 15 নম্বর বাড়িতে থাকেন এবং আপনার ফ্যামিলি তে ৪ জন আছেন। তাহলে আপনার POINTER হবে
মানে আপনার ঠিকানা টাই হবে আপনার POINTER ।
আমরা কম্পিউটার থেকে যখন কোন ফাইল কে ডিলিট করি তখন আমরা শুধুমাত্র ফাইল টির POINTER মুছে ফেলি এবং তক্ষণই ফাইল টি মুছা যায় না। তখন প্রশ্ন আসবে, যদি শুধুমাত্র POINTER ডিলিট করে থাকি তাহলে HDD এ FREE SPACE কীভাবে দেখায় ?
HDD Drive টি একটি REWRITABLE DISC যতক্ষণ না পর্যন্ত কোন নতুন ফাইল দিয়া REPLACE করা হচ্ছে ততক্ষণ আগের ফাইল টি সংরক্ষিত থাকবে HDD এর ওই SECTOR এই অর্থাৎ POINTER ডিলিট করে দিলে আসল ফাইল টি তক্ষণ ই ডিলিট হবে না তবে, ফাইল টি অরক্ষিত হয়ে পড়বে।
এটাকে আরও একটু সহজে বোঝার চেষ্টা করি, আপনার POINTER হোল
এই POINTER টি ডিলিট করে দিলেও আপনি আগের জাইগাই থাকবেন ফ্যামিলি নিয়ে কিন্তু নতুন কেও এলে আপনাকে বাড়ি টি ছেড়ে দিতে হবে ।
HDD হোল ম্যাগনেটিক DISC RECORDER অর্থাৎ এটি এর STORAGE এ ম্যাগনেটিক ভাবে ডাটা গুলোকে সংরক্ষণ করে । DATA RECOVERY সফটওয়্যার গুলো সাধারণত আগের POINTER টি কে নতুন করে তৈরি করে অথবা ফিরিয়ে আনে । তখন আমরা ফাইল টি কে আবার আগের জাইগাই দেখতে পাই। আর Download করে নিন I-care DATA RECOVERY
http://www.mediafire.com/?koanxnrihizzy7c
এবার একটু REAL WORLD এ ফিরে আসা যাক,
ধরুন আপনি আপনার কোন গোপন ফাইল কে ডিলিট করে দিতে চাইছেন এবং সাধারণ উপায়ে ডিলিট করে দিলেন, কিন্তু আপনি কি আসলেই ফাইল টি মুছে ফেলে দিতে সক্ষম হয়েছেন ?
তবে উত্তর হবে না।
তাহলে আপনি আপনার নিদিষ্ট DRIVE টি FORMAT করে দিলেন, তার পরও কি ফাইল টি মুছতে পেরেছেন ?
SORRY, আমি আবারও আপনাকে হতাশ করছি , আপনি ফাইল টি মুছতে পারেন নি এবং আমি চাইলেই ভালো মানের সফটওয়্যার ব্যবহার করে আপনার ডিলিট করা গোপন ফাইল গুলোকে দেখতে পারব।
তাহলে কীভাবে কোন ফাইল কে পুরোপুরি ভাবে মুছে ফেলে যায় ?
অনেক সফটওয়্যার আছে যার মাধ্যমে কোন ফাইল কে পুরোপুরি ভাবে মুছে ফেলা যায় বিভিন্ন FILE SHADDER SOFTWARE এর মাধ্যমে ,অনেকেই হয়তো ADVANCED SYSTEM CARE সফটওয়্যার ব্যবহার করেছেন এর ভেতরে FILE SHADDER নামের OPETION টি হয়ত দেখেছেন, এই ধরনের সফটওয়্যার এর মাধ্যমে আপনি যে কোন ফাইল কে পুরোপুরি ভাবে ডিলিট করে দিতে পারেন । এই সফটওয়্যার গুলো POINTER কে ডিলিট করে এবং HDD এর ওই অংশের ফাইল গুলো কে শূন্য বা জিরো ফাইল দিয়ে REPLACE করে । এর পর কোন DATA RECOVERY সফটওয়্যার ব্যবহার করেও এগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। আমি আপনাদের সাথে SIMPLE FILE SHADDER শেয়ার করছি । এর মাধ্যমে সহজ ভাবে যেকোনো ফাইল ডিলিট করা সম্ভব।
http://www.softpedia.com/dyn-postdownload.php?p=16563&t=4&i=1
অনেক অপরাধী তাদের ক্রাইম এর তথ্য গুলো মুছে ফেলে FORMAT করে কিন্তু আসলে সব তথ্য ডিলিট করতে পারে না , ডাটা RECOVERY এর মাধ্যমে ফাইল গুলো কে RESTORE করা হয় ।
HDD DREIVE এর কিছু অংশ বা HARDWARE খারাপ হইয়া গেলেও এর ভেতরের DISC টি অক্ষত অবস্থাই থাকে এবং একে অন্য HARDWARE এর সাথে সংযুক্ত করে আগের DATA গুলো কে ফিরিয়ে এনে অন্য আর একটি DIRVE এ সংরক্ষণ করা হয়।
আমরা অবশ্যই জানি PENDRIVE ও MEMORY CARD FLASH DRIVE এবং এগুলো চিপ এর ভেতরে তথ্য সংরক্ষণ করে ।
ধরুন আপনি ও আপনার বন্ধু এক সাথে বসে মোবাইল দিয়ে ছবি তুললেন কিন্তু আপনার বন্ধু টি ছবি টি ডিলিট করে দিতে অনুরোধ করল আর আপনি চাইছেন ছবি টি সংরক্ষণ করতে, তখন আপনি অবশ্যই বন্ধু টির অনুরোধে তার সামনে ছবি টি ডিলিট করে দিলেন। তাহলে আর কি গল্পটা তো তাহলে এখানেই শেষ ।
কিন্তু না আপনি চাইলেই DATA RECOVERY এর মাধ্যমে ছবি টি ফিরিয়ে আনতে পারেন তবে এ ক্ষেত্রে যদি না আপনি FLASH DRIVE টি কে FORMAT করে ফেলেন।
FLASH DRIVE CHIP এর ভেতরে ELECTRON হিসাবে DATA সংরক্ষণ করে তাই এটি একবার FOMAT করা হইয়া গেলে কোন ভাবেই DATA RECOVER করা সম্ভব হয়না ।
NOTE : আসা করি আপনারা কোন খারাপ উদ্দেশ্যে এটাকে ব্যাবহার করবেন না।
আমি nanyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student, IEM KOLKATA ,CSE ,
দারুণ লিখেছেন ভাই …………।। ধন্যবাদ ।।