ছোট একটা মোবাইল দিয়ে এত কাজ করা সম্ভব যে একটু ভালো মডেলের মোবাইলে হলেই আমাদের কাছে এটা হয়ে যায় রহস্যময়।
কোথায় কি আছে, কিভবে কোন কোন অপশনের মাধ্যমে কি কি কাজ করা যায় ইত্যাদি দেখতে দেখতেই আমাদের অনেকে প্রচুর সময় নষ্ট করি।
দেখা যায় সারাদিন টিপাটিপি করেও যেন মোবাইবেলের রহস্য বের করে শেষ করা যায় না। জীবনের কত সুন্দর সুন্দর মূহর্তগুলোকে আমরা সেইভ করে রাখি মোবাইলের মাধ্যমে। এটা পেইসবুকে গেলেই দেখা যায়। ভালো ভালো মোবাইলের কারনেই এখন সবাই শিল্পী। কত ছবি আর কত ভিডিওই যে প্রতিদিন তোলা হয় হিসাব নাই।
বিভিন্ন ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে বর্তমানে মাবাইল যে কত উপকারে আসছে তা বর্ণনাতীত।
সত্যিই বলতে কি, একমাত্র মোবাইলই সেই যন্ত্র যা বাংলাদেশের আনাচে-কানাচে ধনী-গরীব সবাইকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। এটা আমাদের অনেক বড় পাওয়া। তবে এর খারাপ দিকও আছে।
কিন্তু ভাই দোষটা মোবাইলের হতে পারে না, কারন মোবাইল নিজে নিজে চলতে পারে না। একে যে ব্যবহার করে সব কিছুর জন্যে তিনিই দায়ী মোবাইল নয়।
তাই সত্য স্বীকার করে নিলে সবাই এক বাক্যেই বলবে, মোবাইল অবশ্যই একটা আশির্বাদ।
মোবাইল ছোট হলেও এর ভেতরের খুটি-নাটি এতকিছু যে তা অনেক সময় আমাদের অগোচরেই থেকে যায়।
তাই মোবাইলের ভেতরের যাবতীয় তথ্য পেতে এবং তা নিয়ন্ত্রন করার একটি সফটওয়ারই আমার আজকের টিউনের বিষয়।
কয়েকদিন আগে এক ভাইকে এই সফটওয়ারটি নিয়ে আমি একটি টিউন করতে দেখেছিলাম।
কিন্তু এটি এত দরকারী তাই এটি সবার সামনে তুলে ধরতে আমি এ বিষয়ে আবার একটি টিউন করতে আগ্রহী হলাম।
সফটওয়ারটির নাম:
MOBILedit! v4.0.0.975 Final (লেটেস্ট)
MOBILedit! সফটওয়াটি সম্পর্কে একবাক্যে বলতে গেল বলা যায় এটি আপনার দিবে আপনার মোবাইলের উপর সম্পূর্ণ ক্ষমতা।
লিখা শেষ করে, সফটওয়ারটির কয়েকটি ছবি সার্চ করতে গিয়ে দেখলাম এটা দ্বারা সবচেয়ে সহজেই রিংটোন তৈরী করা যায়।
রিংটোন এডিটরে ক্লিক করে একটি গান সিলেক্ট করতি গিয়ে আমার মাথা খারাপ। রিংটোন বানাতে হলে সামান্য আপডেট করে নিতে হবে। এ ধরনের সফটওয়ার সাধারণত আপডেট হয় না।
ভাবছিলাম যদি আপডেট না হয় তাহলে আমার এই সমস্ত লিখা বৃথা হয়ে যাবে। এ সফটওয়ারটির কোন মূল্যই থাকবে না। কিন্তু মজার ব্যাপার হল অবশেষ সফটওয়ারটি আপডেটও হল।
নিচে এ সফটওয়ারটি দ্বারা রিংটোন বানানো পদ্ধতি দেয়া হল:
গানটি শুনার সময়, যেখান থেকে রিংটোন বানাতে চান তারা শুরুতে "নিচের প্রথম তীর দিয়ে দেখানো প্রথম ব্লকটি" এবং শেষে "তীর দিয়ে দেখানো দ্বিতীয় ব্লকটি" সেট করুন। এর পর উপরের তীর দিয়ে দেখানো Crop to Block ক্লিক করুন এবং ইচ্ছামত ফাইল ফরমেটে সেইব করুন। ব্যাস রিংটোন বানানো শেষ।
MOBILedit! নিম্নোক্ত মোবাইল গুলোর প্রায় সব সেটই সাপোর্ট করে
Alcatel | Apple | Asus | Audiovox | BenQ | BlackBerry |
E-Ten | Ericsson | Evolve | Fujitsu Simens | Google (Android) | Gradiente |
HP | Kyocera | LG | Miwy | Motorola | Nokia |
Panasonic | Philips | Sagem | Samsung | Sanyo | Sharp |
Siemens | SK Teletech | Sony | Sony Ericsson |
(টিনটিন ভাইয়ের জন্য সুখবর I-Phone এর সবগুলো ভার্সানই এ সফটওয়ারটি সাপোর্ট করে)
এটি দিয়ে কি কি কাজ করা যায় তা উপরের মত বিস্তারিত লিখতে শুরু করলে একটা বই হয়ে যাবে। তাই তা করা সম্ভব হলো না।
তবে এ সফটওয়ারটি দ্বারা যা যা করা যাবে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হল:
এ মূল্যবান সফটওয়ারটি আপনারা ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:
নন-পোর্টেবল: (ইন্সটল করার নিয়ম নিচে দেয়া আছে)
যেভাবে ইন্সটল করবেন:
প্রথমে MOBILedit! সফটওয়ারটি ইন্সটল করুন। তার “ me4 ” নামের ফোল্ডারটি ডিকম্প্রেস করুন। এবার ভেতরে একটি Patch ফাইল পাবেন।
এবার Patch ফাইলটি ওপেন করুন এবং নিচের দিকের ডান সাইডে অবস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন এবং আপনার MOBILedit! সফটওয়ারটি যে ফোল্ডারে সেইভ করেছেন তা দেখিয়ে দিন।
যেমন: যদি C Drive এ ইন্সটল করেন। তাহলে MOBILedit! সফটওয়ারের ফোল্ডারটি পাবেন নিচের পথ অনুসরন করে:
C – Drive > Program files > MOBILedit!।
অন্য কোন ড্রাইভে ইন্সটল করলে সে ড্রাইভেও MOBILedit! ফোল্ডারটি দিখেয়ে দিতে হবে এবং ওকে করলেই আপনার MOBILedit! সফটওয়াটি সফলভাবে Patched হয়ে যাবে।
এবার আপনি আবার Patch ফাইলটি ওপেন করলেই দেখবেন নিচের বক্সে সিরিয়াল ও নাম লিখা আছে।
এবার ডেক্সটপ থেকে MOBILedit! সফটওয়ারটি ওপেন করুন এবং সফটওয়ারটির উপরে ডানপাশের Help অপশনে ক্লিক করে Activate Product অপশনে ক্লিক করে আপনার সফটওয়ারটিকে অ্যাকটিভেইট করুন। (মনে রাখবেন Activate Product অপশনে যাওয়ার পর শুধু নাম ও সিরিয়াল দিতে হবে Company এর যায়গায় কিছু লিখার দরকার নেই।)
আমার এ টিউনটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে টিউমেন্ট করে জানান।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
🙂