মোবাইলের খুটি-নাটি সকল কিছু নিয়ন্ত্রনের সেই অসাধারণ সফটওয়্যার!!!

ছোট একটা মোবাইল দিয়ে এত কাজ করা সম্ভব যে একটু ভালো মডেলের মোবাইলে হলেই আমাদের কাছে এটা হয়ে যায় রহস্যময়।

কোথায় কি আছে, কিভবে কোন কোন অপশনের মাধ্যমে কি কি কাজ করা যায় ইত্যাদি দেখতে দেখতেই আমাদের অনেকে প্রচুর সময় নষ্ট করি।

দেখা যায় সারাদিন টিপাটিপি করেও যেন মোবাইবেলের রহস্য বের করে শেষ করা যায় না। জীবনের কত সুন্দর সুন্দর মূহর্তগুলোকে আমরা সেইভ করে রাখি মোবাইলের মাধ্যমে। এটা পেইসবুকে গেলেই দেখা যায়। ভালো ভালো মোবাইলের কারনেই এখন সবাই শিল্পী। কত ছবি আর কত ভিডিওই যে প্রতিদিন তোলা হয় হিসাব নাই।

বিভিন্ন ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে বর্তমানে মাবাইল যে কত উপকারে আসছে তা বর্ণনাতীত।

Android

সত্যিই বলতে কি, একমাত্র মোবাইলই সেই যন্ত্র যা বাংলাদেশের আনাচে-কানাচে ধনী-গরীব সবাইকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। এটা আমাদের অনেক বড় পাওয়া। তবে এর খারাপ দিকও আছে।

কিন্তু ভাই দোষটা মোবাইলের হতে পারে না, কারন মোবাইল নিজে নিজে চলতে পারে না। একে যে ব্যবহার করে সব কিছুর জন্যে তিনিই দায়ী মোবাইল নয়।

তাই সত্য স্বীকার করে নিলে সবাই এক বাক্যেই বলবে, মোবাইল অবশ্যই একটা আশির্বাদ।

মোবাইল ছোট হলেও এর ভেতরের খুটি-নাটি এতকিছু যে তা অনেক সময় আমাদের অগোচরেই থেকে যায়।

তাই মোবাইলের ভেতরের যাবতীয় তথ্য পেতে এবং তা নিয়ন্ত্রন করার একটি সফটওয়ারই আমার আজকের টিউনের বিষয়।

কয়েকদিন আগে এক ভাইকে এই সফটওয়ারটি নিয়ে আমি একটি টিউন করতে দেখেছিলাম।

কিন্তু এটি এত দরকারী তাই এটি সবার সামনে তুলে ধরতে আমি এ বিষয়ে আবার একটি টিউন করতে আগ্রহী হলাম।

সফটওয়ারটির নাম:

Mobi ediit

MOBILedit! v4.0.0.975 Final (লেটেস্ট)

MOBILedit! সফটওয়াটি সম্পর্কে একবাক্যে বলতে গেল বলা যায় এটি আপনার দিবে আপনার মোবাইলের উপর সম্পূর্ণ ক্ষমতা।

লিখা শেষ করে, সফটওয়ারটির কয়েকটি ছবি সার্চ করতে গিয়ে দেখলাম এটা দ্বারা সবচেয়ে সহজেই রিংটোন তৈরী করা যায়।

রিংটোন এডিটরে ক্লিক করে একটি গান সিলেক্ট করতি গিয়ে আমার মাথা খারাপ। রিংটোন বানাতে হলে সামান্য আপডেট করে নিতে হবে। এ ধরনের সফটওয়ার সাধারণত আপডেট হয় না।

ভাবছিলাম যদি আপডেট না হয় তাহলে আমার এই সমস্ত লিখা বৃথা হয়ে যাবে। এ সফটওয়ারটির কোন মূল্যই থাকবে না। কিন্তু মজার ব্যাপার হল অবশেষ সফটওয়ারটি আপডেটও হল।

নিচে এ সফটওয়ারটি দ্বারা রিংটোন বানানো পদ্ধতি দেয়া হল:

mob edit final ring

গানটি শুনার সময়, যেখান থেকে রিংটোন বানাতে চান তারা শুরুতে "নিচের প্রথম তীর দিয়ে দেখানো প্রথম ব্লকটি" এবং শেষে "তীর দিয়ে দেখানো দ্বিতীয় ব্লকটি" সেট করুন। এর পর উপরের তীর দিয়ে দেখানো Crop to Block ক্লিক করুন এবং ইচ্ছামত ফাইল ফরমেটে সেইব করুন। ব্যাস রিংটোন বানানো শেষ।

MOBILedit! নিম্নোক্ত মোবাইল গুলোর প্রায় সব সেটই সাপোর্ট করে

AlcatelAppleAsusAudiovoxBenQBlackBerry
E-TenEricssonEvolveFujitsu SimensGoogle (Android)Gradiente
HPKyoceraLGMiwyMotorolaNokia
PanasonicPhilipsSagemSamsungSanyoSharp
SiemensSK TeletechSonySony Ericsson

(টিনটিন ভাইয়ের জন্য সুখবর I-Phone এর সবগুলো ভার্সানই এ সফটওয়ারটি সাপোর্ট করে)

এটি দিয়ে কি কি কাজ করা যায় তা উপরের মত বিস্তারিত লিখতে শুরু করলে একটা বই হয়ে যাবে। তাই তা করা সম্ভব হলো না।

তবে এ সফটওয়ারটি দ্বারা যা যা করা যাবে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হল:

  • communication via infrared, Bluetooth or cable
  • able to connect multiple mobile phones at one time and manage their data concurrently
  • full phone and SIM card status information (including signal strength, battery status, current network operator, connection type, hardware and software revision, IMEI, etc.)
  • ability to read selected data from the phone on demand (this refers to the fact that you needn't read everything, you can pick the desired information to be displayed)
  • file system enabling work with multi-media files stored in a phone like ringtones, photos, MP3's, themes, and java applications
  • a powerful editor for phonebooks stored in phones or SIM cards
  • multilevel undo
  • emphasizing all unsaved changes in phonebooks
  • intelligent differential write will save only changed items
  • intelligent phonebook synchronization for Sony Ericsson phones (if you change the content in the phone, just the differences are read into the phone instead of the whole phonebook, it is much much faster)
  • support for structured items (more data for one contact, such as fax, more phones, email, address etc.)
  • fulltext search across all contacts
  • comfortable internationalization
  • easy sorting and filtering of your contacts
  • swap the first name for the last name with one click
  • swapping contacts with drag&drop function
  • drag&drop contacts between MOBILedit! and other programs like Word, Excel, etc.
  • import and export of contacts
  • online dial control from connected phones, also hang-up and busy
  • handling of incoming calls through MOBILedit!
  • full SMS management
  • send SMS messages, automatically stores them to Sent Items on the PC
  • send long SMS messages
  • handling of incoming SMS through MOBILedit!
  • automatic conversion of SMS characters into GSM compliant character set
  • sort, read, and archive your SMS messages on your hard drive
  • Wizard helps beginners with general MOBILedit! Settings
  • archive and AutoBack-up will protect your data in case you lose your phone
  • multiple backups can be created for a single device and any of them can be restored when needed
  • open interface - API and source codes available, all developers can support different phones and add applications to MOBILedit!
  • smart-card and SIM readers supported via PC/SC standard
  • direct SIM card operations via smart-card readers - full SIMedit! functionality
  • complete MS Outlook support
  • complete MS Outlook Express support
  • transfer of contacts between MS Outlook and Outlook Express, you can easily migrate
  • all paying users can download new drivers, applications and versions from the Internet
  • synchronization of the time in phone with the PC
  • automatic mode
  • manually
  • multi-language support through installable language packages
  • online update system
  • intelligent install/uninstall (you will not loose created data with uninstall)
  • customizable shortcuts in the Framework window for quick navigation in MOBILedit!
  • skinnable design, skin creator available for free
  • user definable sounds for different events
  • user definable device names: you can assign names to phones, SIM cards or readers
  • user definable Picture for phones
  • chess game via SMS
  • You can just click to anonymously register your phone in myphonesafe.com database, which helps to protect your phone from being stolen or sold.

এ মূল্যবান সফটওয়ারটি আপনারা ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:

নন-পোর্টেবল: (ইন্সটল করার নিয়ম নিচে দেয়া আছে)

  • http://www.mediafire.com/?937qiygqkwivt34 (কোন কারনে একবার ডাউনলোড করতে মিস করলে আবার ১০ - ২০ মিনিট পর আবার ডাউনলোড করতে পারবেন।)

যেভাবে ইন্সটল করবেন:

প্রথমে MOBILedit! সফটওয়ারটি ইন্সটল করুন। তার “ me4 ” নামের ফোল্ডারটি ডিকম্প্রেস করুন। এবার ভেতরে একটি Patch ফাইল পাবেন।

এবার Patch ফাইলটি ওপেন করুন এবং নিচের দিকের ডান সাইডে অবস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন এবং আপনার MOBILedit! সফটওয়ারটি যে ফোল্ডারে সেইভ করেছেন তা দেখিয়ে দিন।

যেমন: যদি C Drive এ ইন্সটল করেন। তাহলে MOBILedit! সফটওয়ারের ফোল্ডারটি পাবেন নিচের পথ অনুসরন করে:

C – Drive > Program files > MOBILedit!।

অন্য কোন ড্রাইভে ইন্সটল করলে সে ড্রাইভেও MOBILedit! ফোল্ডারটি দিখেয়ে দিতে হবে এবং ওকে করলেই আপনার MOBILedit! সফটওয়াটি সফলভাবে Patched হয়ে যাবে।

এবার আপনি আবার Patch ফাইলটি ওপেন করলেই দেখবেন নিচের বক্সে সিরিয়াল ও নাম লিখা আছে।

এবার ডেক্সটপ থেকে MOBILedit! সফটওয়ারটি ওপেন করুন এবং সফটওয়ারটির উপরে ডানপাশের Help অপশনে ক্লিক করে Activate Product অপশনে ক্লিক করে আপনার সফটওয়ারটিকে অ্যাকটিভেইট করুন। (মনে রাখবেন Activate Product অপশনে যাওয়ার পর শুধু নাম ও সিরিয়াল দিতে হবে Company এর যায়গায় কিছু লিখার দরকার নেই।)


 

আমার এ টিউনটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে টিউমেন্ট করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ সার্চ ভাই।

    ডাউনলোড করে ব্যবহার করে দেখুন খুবই কাজের জিনিস।

    আমার মনে হয় আপনি যা করছেন তাই ঠিক। একটি সুন্দর হাসির মূল্য হাজার কথা থেকেও উত্তম।

    Level 0

    ডাউনলোড করা য়ায় না। হটফাইল থেকে এটা মুছে ফেলা হয়েছে। কারো কাছে থাকলে প্লিজ মেডিফায়ার এ আপলোড করেন কিংবা অন্য লিংক দেন।

    আমার gadmei usb tv tuner software টা খুব প্রয়োজন। কারোর কাছে ডাউনলোড লিন্ক থাকলে অনুগ্রহ করে দিয়েন।
    এখানে লেখার জন্য দুঃখিত।

Level 0

:)thanks

    ধন্যবাদ Rocky ভাই। রাগান্বিত মুখ, চারপাশে ভালোবাসা বিষয়টা কি??

নাহ আপনার জন্য টেকটিউনে টপবটম বাটন এড করা লাগবে। কারন এত লম্বা টিউন!!!!!!!!!!!!!!!!! ধন্যবাদ টিউনের জন্য।

আর তিনটা ব্রাউজারই দেখি একসাথে ব্রাউজ করতেছেন। বিজয়ের লেটেস্ট ভার্সনটা কি অভ্র মত কাজ করে? শুনছিলাম অনেক উন্নত নাকি, আপনি ব্যাবহার করতেছেন তাই জিগাইলাম আরকি।

    ধন্যবাদ শাকিল ভাই।
    আপনি ঠিক ধরে ফেলেছেন। বিজয়ের ২০০৮ দিয়ে ইউনিকোডে লিখা যায়।
    কিন্তু এটা দিয়ে ব্রাউজারে লিখা যায় না ওয়ার্ড ফাইলে লিখে কাটপেস্ট করে ব্রাউজারে আনতে হয়। এই যা সমস্যা।
    আমি দুটোই সমান গতিতে ব্যবহার করতে পারি।

valo tune.amar kaje lagbe.tobe dicompress korar softwarer link ta den

    ধন্যবাদ দীপ।
    তুমি নিচের লিংক থেকে কম্প্রেস-ড্রিকম্প্রেসিং সফটওয়ার ডাউনলোড করতে পারবে। এর নাম IZArc v4.1

    http://www.izarc.org/download.html

    vaia facebooke request pathao kotha ache

tareqmahbub ভাই active key on black list দেখাই

    আপনার একটিভ কি টা একটু দেখাবেন প্লিজ।
    রিং টোন বানানোটা এ সফটওয়াররের প্রধান কাজ না। বাকী কাজগুলো আপনি এটা দিয়ে ঠিক ভাবেই করতে পারবেন।

এই যে ভাই MRRMU-FHAD9-VUC5V-EY4A0-5M0MA
Name: RU-Board

    wahidur rahman ভাই আপনি ঠিকভাবে Patching করেছেন??
    দয়াকরে Patching শেষ করে আরেকবার চেষ্টা করুন।
    আমি এই মাত্র আরেকবার আপডেট টেস্ট করলাম।
    সব ঠিকভাবেই হল।

    যদি আপডেট করতে না পারেন সমস্যা নেই। এটা এমনিতেই লেটেস্ট ভার্সান।
    রিংটোন বানাতে না পারলেও আপডেট ছাড়াই এটি দ্বারা বাকি যে ২০ – ৩০ টা কাজ করতে পারবেন। তাতেই বা সমস্যা কি??
    বাজারে এই ধরনের সফটওয়ার কম আছে। আশাকরি আমার কথা বুঝতে পারছেন।

    vaia amake facebooke request pathao.kotha ache

    দুঃখিত দীপ।
    তুমি ছোট মানুষ, তুমি ভুল করতে পারো কিন্তু আমি ভুল করতে পারি না।
    আমার ফ্রেন্ড লিস্টে সবাই বড় বড় মানুষ তারা কোন সময় কি স্টেটাস দেয় তার কোন ঠিক ঠিকানা নেই।
    যেগুলো তোমার জন্য মানানসই নাও হতে পারে।
    তাই আমার মনে হয়, আমার ফ্রেন্ড লিস্টে তোমার ফিরে আসা ঠিক হবে না।

    টিউন টা ভালো মানি। কিন্তু তার থেকে ভালো লাগলো এই শেসের কমেন্ট টা। এ বাপ্যারে টিনটিন অনেকটা রাজনোইতিকদের

    মতো করলো। সাময়িক ভাবে কিছু একটা বলে, পরে কিছু না করাটা কি ঠিক হলো ? আশা টেকটিউন এই রকমের PRE-PLANNED

    সমস্যা থেকে মুক্ত থাকতে পারবে।

    সাম্য ভাই আপনাকে ধন্যবাদ।
    আমি দীপকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দেইনি।
    ও আমাকে বাদ দিয়েছে এবং ও ছোট বলে আমি একটুও মাইন্ড করিনি।
    ওকে আমি স্নেহ করি, ওর মত আমার ছোট একটা ভাই আছে।

আমার কাছে এটা খুব ভাল লেগেছে কিন্ত কী না থাকার কারনে বাদ দিয়েছিলাম ধন্যবাদ আর হে মাহবুব ভাই এইখানে নেট স্পীড যতেস্ট ভাল

    wahidur rahman ভাই সম্ভবত আগে Patching করে নিতে হবে।
    আমি Patching এর আগে কি দিয়ে ট্রাই করিনি জানতে পারিনি।
    ধন্যবাদ, আপনার কারনে জানতে পারলাম। আমার সফটওয়ারটা কিন্তু আপডেট হচ্ছে কিভাবে কে জানে?
    আমার টিউনের ভুলটাও শুধরে দিলাম।
    ***
    দুঃখের বিষয় এখানে নেট স্পীড খুবই খারাপ।
    ***

Level New

দেখি, দেখে তো ভালই মনে হচ্ছে

    ধন্যবাদ ЯOBAYETH ভাই।
    ঠিকমত Patching করতে পারলে এটি আপনার অনেক কাজে লাগবে।

জববর দেখাইলেন ভাই এবার কিনতু? হা হা হা হিহিহিহিহিহ

    ধন্যবাদ আমিন ভাই।
    আমিও হাসছি ভাই কিন্তু হাসির কারন বুঝতে পারলাম না ?

রাজপুত্র says:
৪ অক্টোবর, ২০০৯ at 11:02 অপরাহ্ন
ভাইরে কি জিনিস দেখালেন আমিতো আর থাকতে পারতেছিনা। সামনে বিয়ে করমো যদি শশ্বুর বাড়ী থেকে দেয় তাহলে আর বউ লাগবো না। হিহিহহিহিহিহিহ….

আমিও যদি পাইতাম

    আমিন ভাই বুঝেছে “Android” এর দিকে নজর দিয়েছেন। সাবধান ওর দিকে আরো অনেকের নজর আছে।

Mediafire a upload koren keo?tune kore kemne?ami korle lekha ase prokasito but 1 st page a nai§

    cool.dx.rip ভাই প্রায় ২৩.৬ মেগাবাইটের সফটওয়ার।
    মিডিয়া ফায়ারে আপলোড করাতে অনেক সময় লাগবে ।
    তাই করিনি।
    আপনার সমস্যাটার সমাধান আমার কাছে নাই ভাই।
    উপরে ডান পাশ থেকে দুই নাম্বারে অবস্থিত ট্যোব “টেকটিউনসকে বলুন” – এ ক্লিক করে সেখানে জানান।
    কাজ হতে পারে।

ভালো টিউন ।ভয়েছ চ্যাঞ্জার সফটওয়্যার লাগবে………………।।

Level 0

ধনবাদ নিয়েই তবে ছাড়লেন। অসাধারণ টিউন করেছেন।

লিংক ডেড। মিস হয়ে গেল…………..

Level 0

চমতকার একিট েলকা খুব ভাল লাগল

DOWNLOAD LINK IS DEAD

This file is either removed due to copyright claim or is deleted by the uploader.

Level 0

vai ami symphony D65 set use kori.eai set kiki app. games cholbe ta khotai pabo janale valo hoi

Level 0

bhy addres a to ni

Level 0

মিডিয়াফায়ার লিংক http://www.mediafire.com/?fxf21q6ur6rthfh

জিনিস টা মনে হচ্ছে ভালো বাট ডাউনলোড করতে পারলাম না .. 😐

টিউনটা অনেক ভাল হয়েছে। তবে টিউন করে লুকিয়ে থাকা ভাল না। লিংকটা ভালমত দিন যাতে সবাই টিউন পড়ার পর সফটটা ডাউনলোড নিতে পারে।

এটা দিয়ে কি মোবাইলের অপারেটর লোগো পরিবর্তন করা যাবে? যদি যায় তবে কিভাবে করব। আর মোবাইলের অপারেটর লোগো পরিবর্তের কোনো সফটওয়ার থাকলে প্লিজ লিঙ্ক দিবেন। আমি নকিয়া ৬৩০৩ ক্লাসিক ব্যবহার করি।

ভাই ডাউনলোড লিংক তো নাই তাই ডাউনলোড না করতে পেরে মনটা খুব খারাপ হয়ে গেল। দয়া করে কেউ ডাউনলোড লিংক দিন প্লিজ। 🙁

Level 0

me4 to vatori a ni bhy

ডাউনলোড লিঙ্কে ফাইলটি নেই ……দয়া করে একটু চেক করে দেখেন প্লিজ।

Level New

ফাইল রিমুভড….চেক করুন প্লিজ।

ডাউনলোড লিঙ্কে ফাইলটি নেই…………………………………….

লিংক যদি কাজ না করে, এত কষ্ট দেওয়ার কি দরকার ছিলো।

Level 2

এটা েকমন tune download Link নাই?

HELLO HELLO HELLO DOWN LOADLINK IS DEAD

গুরুত্বপূর্ণ সফট্ওয়ার । ধন্যবাদ টিউনারকে।

Thank u…..Now download link is ok

ভইয়া ধন্যবাদ পোস্ট এর জন্য…
কিন্তু আপনি যেটা দিলেন এটা তু নতুন ভার্সন না…
এটা নতুন ভার্সন ,তাই আপনি ও ডাউনলোড করেনিন..

http://www.filesonic.com/file/83364086/MOBILedit!_Forensic_5.0.2.1015.rar
অথবা
http://letitbit.net/download/72264.7c9db2ad3b91a6daa6c7588cb62a/MOBILedit.Forensic.v5.0.1.998.incl.serial-iOTA.rar.html

সফটওয়্যার সম্পরকে বিস্তারিত জানতে Home Page এ যান ।
http://www.mobiledit.com/home.htm

Level 0

ভাইয়া MOBILedit install করার পর কোন me4 ফাইল পাই নি।দয়া করে সাহায্য করুন।

আপনাকে অনেক ধন্যবাদ, ইনস্টল করে দেখলাম, আসলেই কাজের জিনিস। প্রিয়তে..

খুবই ভালো লেখা। চালিয়ে যাও ভাই। টেকটিউনস আমাদের প্রাণের সাইট। এটা কখনো ছেড়ে যেতে পারবোনা।

ডেঙ্গু জ্বর থেকে বাঁচুন