ভিডিওর জন্য ইউটিউবের মত জনপ্রিয় আর কিছুই নেই। কোন ভিডিও দেখা, ডাউনলোড মানেই ইউটিউব। ইউটিউব মিউজিক বিষয়ক ভিডিওর একটি বিশাল আর্কাইভ। জনপ্রিয় ব্যন্ড দল হতে সাধারণ আর্টিস সবাইকেই এখানে আপনি খুঁজে পাবেন। আমি সঠিক ভাবে বলতে পারবে না যে আপনি মিউজিক ভিডিও দেখে আপনার যে অনুভূতি তা শুধু মিউজিকের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা। কিন্তু অনেক সময় একা একা শুধু টিউন অর্থাৎ মিউজিক শুনতেই ভালো লাগে। এখন আপনি তা Tuberadio.fm- এর সাহায্যেই করতে পারবেন। Tuberadio.fm ইউটিউবের একটি অংশ। এখানে আপনি লক্ষ লক্ষ গান পাবেন। এটি একটি ফ্রি ওয়েব অ্যাপ্লিকেশন।
আমাদের অনেক অনলাইন জাকবক্সেস রয়েছে এবং আমরা সবব সময় ইউটিউবে গিয়ে ট্রেক শুনে থাকি।
Tuberadio.fm ইউটিউবের একটি অনলাইন মিউজিক প্লেয়ার। কিন্তু এই ওয়েব অ্যাপ্লিকেশন শুধু মিউজিক প্লে করে না বরং এটি মিউজিক ভিডিও খোঁজা এবং অরগানাইজের একটি পথ। শুধু একটি সার্চ ক্লিকেই আপনার প্রয়োজনীয় অ্যালবাম পাবেন এবং আপনি একটি পরিপূর্ণ প্লে লিস্ট তৈরি করতে পারবেন। এবং আরেকটি ক্লিকের মাধ্যমে আপনি অ্যালবামটি কিনতে পারবেন। আর এই সম্পূর্ণ প্রসেসের জন্য প্রয়োজন মাত্র কয়েক সেকেন্ড।
ফ্রি রেজিস্ট্রেশন করে Tuberadio.fm নিয়ে মেতে উঠুন। তাহলে চলুন ফ্রি গান নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করি।
(১) প্রথমে Tuberadio.fm এন্টারফেসের একটি স্নেপসট পাবেন। আর এটি আইটিউনস ইন্টারফেসের সকল মিউজিক প্রেমীদের পছন্দ হবে।
(২) এটি শুরু করবেন আপনার প্রিয় ব্যান্ড, আর্টিসের গান ইউটিউব অথবা Tuberadio.fm সার্চ ফিল্ডের মাধ্যমে। এখঅনে সার্চ রেজাল্ট অনেক ট্রেক আসবে এবং ট্রেকে মাউস রাখলে থামন্বেল দেখতে পাবেন ভিডিও প্রিভিউ হিসেবে।
(৩) আপনি যে কোন ট্রেকে ক্লিক করে ভিডিও ট্রেকটি শুনতে পাবেন। এবং সবচেয়ে ভাল হয় যদি আপনি একটি প্লে লিস্ট তৈরি করেন। প্লে লিস্ট তৈরি করা খুবই সহজ, প্রথমে প্লে লিস্ট বক্সে ক্লিক করে একটি নাম দিন এবং এড বাটনে ক্লিক করুন। প্লে লিস্ট রিনেম, মুভ আপ-ডাউন, ডিলিট এবং শেয়ারও করা যায়।
(৪) একটি প্লে লিস্ট তৈরি করতে আপনি আলাদা ভাবে সিঙ্গেল ক্লিক করে এড করতে পারবেন Add to playlist বাটনে ক্লিক করুন পরবর্তী ট্রেক পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি সত্যি সত্যি একটি প্লে লিস্ট তৈরি করতে চান তাহলে Discography tab- এ যান। Discography সার্চ অ্যালবাম সম্পূর্ণ ক্যাটালগ নিয়ে আসবে যা ইউটিউবে পর্যাপ্ত পরিমানে রয়েছে। আপনাকে শুধু অ্যালবাম ক্লিক এবং সিলেক্ট করতে হবে তারপর ছোট্ট প্লাসে ক্লিক করলে Add Albums to Playlist হয়ে যাবে। এই ভাবে আপনি নতুন প্লে লিস্ট তৈরি করতে পারবেন।
(৫) ভিডিও আপনার প্লে লিস্টে পাওয়ার প্রসেস রয়েছে এবং স্ট্যাটাসের সাথে একটি নটিফিকেশন পপ আপ হবে।
আপনি আপনার প্লে লিস্ট পাবেন এবং এটি এডিট, ডিলিট এবং রিপ্লেস করতে পারবেন। আপনি আপনার প্লে লিস্ট খুঁজে পাবেন উপরে সার্চ বক্সে সার্চ করে।
এখন কোন ওয়েব অ্যাপ্লিকেশনই কমিউনিটি ছাড়া নয়। Tuberadio.fm-এ আপনি সাধারণ ইউজারের সাথে প্লে লিস্ট শেয়ার করতে পারবেন। ব্যান্ড অথবা গানের নাম এন্টার দিয়ে পাবলিক শেয়ারে ক্লিক করুন। এটির উপর ক্লিক করলে ট্রেকের নাম দেখতে পাবেন এবং আপনার শেয়ার প্লে লিস্টের জন্য সাবক্রাইব বাটনে ক্লিক করুন। কোন পরিবর্তন হলেও শেয়ার প্লে লিস্টে চলে আসবে। আনসাবক্রাইব করতে একটি ক্লিকই প্রয়োজন। আপনি শেয়ার প্লে লিস্টে স্টার প্রদানের মাধ্যমে রেটিংও করতে পারেন।
Tuberadio.fm দেখার চেয়ে শোনার জন্য বেশি কার্যকর। আপনি অবশ্যই আপনার ব্রাইজারে ছোট্ট ভিডিওটি ইউটিউবের সাহায্যে ওপেন করতে পারবেন। এখানে আপনি অতেরিক্ত কিছু তথ্য পাবেন, যেমন- গানের লিরিক, সিমিলার ট্রেক, রিলিজ টাইম ইত্যাদি সবই পাবেন।
ট্রেক ম্যানেজার ফিচার খুবই সহজ। আপনি ক্লিক করে ট্রেক শর্ট করতে পারবেন অথবা কাস্টম শর্ট করে প্লে লিস্ট করে শ্যাফেল করতে পারবেন। আপনি ভিডিও মুভ এবং তথ্যাদি এডিটও করতে পারবেন।
Tuberadio.fm একটি চমৎকার প্রচেষ্টা ইউটিউবের মিউজিক একটি ইন্টারফেসের মধ্যে আনার জন্য। এর ব্যবহার খুবই সহজ-সাধারণ। ভিডিও প্লেয়ার হয়ত অনেক উন্নত নয় কিন্তু এটি অনলাইন প্লেয়ার হিসেবে ভাল আশা করা যায়। এখানে একটি মাত্র সমস্যা রয়েছে তা হল অডিও কোয়ালিটি। ইউটিউবের সব ভিডিও ভাল কোয়ালিটি সম্পন্ন হয় না। তবে সাধারণ ১২৮ কেবিপিএস ভাল মান শোনার জন্য।
তাহলে Tuberadio.fm প্লে করুন এবং দেখুন অনলাইন মিউজিক প্লেয়ারের মজা।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
হুম ভাল