আজকে দেখবো কিভাবে ইলাসট্রেটর ব্যবহার করে ক্যালেন্ডার তৈরি করা যায়।কাজটি এম এস ওর্য়াডেও করা যায়।সমস্যা হল ওয়ার্ডে করে আপনি তা প্রিন্টিং বা অন্যকোন মিডিয়াতে ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন, আপনার তৈরি কৃত ক্যালেন্ডারটি ডেস্কটপ ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে চাইলে তা সম্ভব না কিংবা প্রিংন্ট ( চার কালারের) মিডিয়াতে ব্যবহার করতে চান, তাও সমস্যার সৃষ্টি করবে।
এই টিউটোরিয়ালটি ইলাসট্রেটর সি এস (ভার্শন১১) এর উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে।
প্যাচাল বাদ, কাজে আসি
১। এডব ইলাসট্রেটর সি এস চালু করুন।File মেনু হতে new তে ক্লিক করুন।Artboard A4 , Units Inches এবং color mode CMYK Color নির্ধারন করে OK করুন।
২। টুলস বক্স এর rectangle এ ক্লিক করুন। এবার Art board বা ওয়ার্কস্পেস এ একটা ক্লিক করুন। rectangle এর তৈরির অনশন হতে width 4 এবং Height 3 inch টাইপ করে OK তে ক্লিক করুন।
৩। rectangle টি সিলেক্ট থাকা অবস্থায় টেক্স প্যালেট এ আসুন ( টেক্স প্যালেট না থাকলে, কী বোর্ড হতে Ctrl+T কীদ্বয় একত্রে চাপুন )। এবার set the font size হতে 24 নির্ধারন করুন।
৪। টুলবক্স হতে টাইপিং টুল একবার ক্লিক করে, Rectangle এর top and right প্রান্তের কর্ণারে একটি ক্লিক করুন।
ক্লিক করার পরে Rectangle টি নিম্নের চিত্রের ন্যায় পাওয়া যাবে।
এই অবস্থায় টুলবক্স এর সিলেকশন টুলটি তে ক্লিক করুন এবং Type মেনু হতে Area Type Options এ ক্লিক করুন।
Rows এ Number= 6, Gutter = 0 In এবং Columns এ Number= 7, Gutter = 0 In মান নির্ধারন করে OK তে ক্লিক করুন।
৫। টুল বক্স হতে টাইপ টুল এ ক্লিক করে rectangle এর প্রথম সেল এ ক্লিক করুন। Sa টাইপ করে এন্টার প্রেস করুন, এতে করে কার্সার ২য় সেল এ আসবে, ২য় সেল এ Su টাইপ করে পুনরায় এন্টার প্রেস করুন। একই প্রক্রিয়ায় Mo, Tu, We, Th, Fr টাইপ করে নিন। এবার এন্টার প্রেস করে ২য় Row তে কার্সার নিয়ে আসুন। ২০০৯ সালের ১লা জানুয়ারী হবে বৃহস্পতি বারে, এ জন্য পরপর পাচটি এন্টার প্রেস করে কার্সার Th এর নিচে , অর্থাৎ ২য় row এর ৬নং সেল এ নিয়ে আসুন । এবার 01 টাইপ করে এন্টার প্রেস করুন, 02 টাইপ করে পুনরায় এন্টার প্রেস করুন। একই নিয়মে 30 পর্যন্ত টাইপ করে নিন নিম্নের চিত্রের মতো করে।কার্সার ২য় Row এর প্রথম সেল এ রাখুন এবং 31 টাইপ করুন।
৬।এবার সিলেকশন টুলস এ ক্লিক করে , উক্ত rectangle টি কে কী বোর্ড এর alt কী চেপে ধরে ড্রাগ করে এর নিচে ড্রাপ করুন।
ফ্রেবুয়ারীর ১ তারিখ শুরু হবে রবিবার হতে , এজন্য প্রথমে 31 নম্বারটি মুছে ফেলুন। এবার কার্সারটিকে 01 এর আগে রেখে পরপর চারবার কীবোর্ড এর ব্যাকস্পেস কী প্রেস করুন। শেষের দিকের 28 পর্যন্ত রেখে বাকি গুলো ডিলিট করে দিন।
এবার পূর্বের নিয়মে কী বোর্ডএর alt কী চেপে ধরে ড্রাগ এবং ড্রপের মাধ্যমে আরো দশ মাসের তৈরি করে নিন।
নম্বার সিরিয়ালকে আগে আনতে নম্বার এর আগে কার্সার রেখে ব্যাকস্পেস এবং সিরিয়ালকে পিছনে দিকে নিয়া আসার জন্য নম্বার এর আগে কার্সার রেখে এন্টার চাপতে হবে। এখানে মূল বিষয়টাই হলো এটা।
(চলবে………………………………..)
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
ভালো লাগল