এর আগে ডিজাইনারদের জন্যে দরকারী হতে পারে এমন কয়েকটি টুল এবং মজিলার কিছু অ্যাডঅন নিয়ে লিখেছি। এইবার আপনাদের সামনে ওয়েব সাইট তৈরী এবং হোষ্টিং এর ক্ষেত্রে সাহায্যকারী কয়েকটি টুলকে তুলে ধরার চেষ্টা করব। এই ওয়েব অ্যাপ্লিকেশানগুলোর ব্যবহার জানার জন্যে আপনার প্রফেশনাল ডিজাইনার হবার দরকার নেই। এই টুল গুলোর ইউজ খুবই সোজা এবং পাওয়ারফুল ও বটে। এর সাহায্যে আপনি চাইলে ডাইনামিক এবং মাল্টিপল সাইট ও বানাতে পারবেন। এর মধ্যে কয়েকটি টুল আবার ফ্ল্যাশ বেজড সাইট আবার কোনটার মাধ্যমে আপনি স্ট্যাটিক সাইট বানানোর অফার পাবেন। আবার কোন কোন টুলের মাধ্যমে আপনি চাইলে কোন ব্লগ এবং ফটো গ্যালারি ও বানাতে পারবেন। এই রিভিউ তে ওয়ার্ডপ্রেস বা ব্লগার নিয়ে কিছু বলব না কারণ এরা অনেক জনপ্রিয় এবং অনেকেই এই ব্যাপারে অনেক ভালো জানেন। এমন কিছু টুল তুলে ধরার চেষ্টা করেছি যা কম পরিচিত হলেও অনেক ফিচার সমৃদ্ধ এবং ওয়ার্কিং ক্যাপাসিটি ও অনেক।
যাক আর কথা না বাড়িয়ে টুল গুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক -
এর সাহায্যে আপনি আপনি আপনার পছন্দমত ফ্রি তে ওয়েবসাইট বানাতে পারবেন, ফ্রি মাইস্পেস লে আউট বানাতে পারবেন অথবা চাইলে আপনি ফ্ল্যাশ মাইস্পেস লে আউট ও বানাতে পারেবন। ওয়েবসাইট ডিজাইন এবং বিল্ডআপ করার জন্যে এটা খুবই সহজ, সুন্দর এবং ফাস্টার একটি ওয়েব টুল।
বড় বড় ডিজাইনারদের মতে উইবলি হচ্ছে সাইট তৈরির সবচেয়ে সিম্পল উপায়। পার্সনাল সাইট থেকে শুরু করে প্রফেশনাল সাইট পর্যন্ত যে কোন প্রকারের সাইট আপনি অনেক সাচ্ছন্দ্যের সাথে তৈরি করতে পারবেন চমৎকার এই টুলটির সাহায্যে।
গুগলের টেকনোলজি নিয়ে কি লিখব? চোখ বন্ধ করেও নির্ভর করা যায়। ফ্রি তে সাইট তৈরি এবং ডিজাইনিং এর জন্যে আরেকটি অসাধারণ ওয়েবওয়্যার।
কোন নির্দিষ্ট ব্যক্তি, গ্রুপ, ছোটখাট বিজনেস, ফটো এবং ভিডিও শেয়ারিং এবং মেম্বার কমিউনিটির কোন সাইট খুব সহজেই তৈরি করা সম্ভব এই টুল টি দিয়ে।
এর সাহায্যেও আপনি সিম্পলি একটি সাইট তৈরি করতে পারবেন। এটি ব্যবহার করার জন্যে আলাদা কোন টেকনিক্যাল স্কিল এর প্রয়োজন নাই। এর সাহায্যে খুবই সহজে এবং কম সময়ে সুন্দর, ডায়নামিক এবং খুবই প্রফেশনাল মানের সাইট তৈরি করা সম্ভব।
শুধু মাত্র কয়েকটি ক্লিকে একটি প্রফেশনাল, সহজে আপডেট করার উপযোগী খুবই দ্রুত একটি প্ল্যাটফর্ম হচ্ছে ভাইভিটি। কয়েক মিনিটে আপনি একটি ডায়নামিক সাইট লণ্চ করা সম্ভব (এটা তাদের কথা, তবে আমার মতে এইক্ষেত্রে নিজেকেও অনেকটা ডায়নামিক হবার দরকার আছে)
জিমডো দিয়ে সাইট বানাতে আপনাকে প্রথমেই সাইন আপ করতে হবে। আপনার পেজ এর লিংক সিঠিকভাবে ফলো করতে হবে। আপনি এতে মুহুর্তেই আপনার ছবি, ভিডিও টেক্সটকে ইনন্টিগ্রেট করতে পারবেন এবং ওয়ান ক্লিকে ডিজাইন টু ডজাইন ভিজিট করে আপনার পছন্দের টি বেছে নিতে হবে।
টাম্বলার এর সাহায্যে তৈরি সাইটের মাধ্যমে আপনি সহজেই আপনার ফটো, ভিডিও, লিংক, মিউজিক, টেক্সট এবং ইমেইল শেয়ারিং এর উপযোগী সাইট তৈরি করতে পারবেন। বলতে গেলে, প্রায় বিনা পরিশ্রমেই।
এর ইজি প্ল্যাটফর্ম এর সাহায্যে আপনি খুব সহজেই ডানামিক এবং স্টাইলিশ সাইট ক্রিয়েট করতে পারবেন। এতে আপনি ইউটিউব ফ্লিকার এবং স্লাইড এর মতো সার্ভেসর উইগেট এমবেড করতে পারবেন। ডায়নামিক ডিজাইনাররা এর ওয়েবঅন লাইব্রেরি এবং অ্যাডঅনগুলো বেশি পছন্দ করে থাকে।
আরেকটি চমৎকার টুল এবং খুবই ইনোভেটিভ। ওয়েবসাইট ক্রিয়েট এবং এডিট দুটোই করা যাবে আপনার ব্রাউজারের মাধ্যমে। টুলবার থেকে শুধু ড্র্যাগ - ড্রপিং এর মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন নতুন নতুন কন্টেন্ট। যেমন - পোল, ফোরাম, আর্টিকেল, ক্যাটালগ ইত্যাদি।
এরা ও বলছে যে এদের প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে কোন বিজনেস অথবা অর্গানাইজেশন রিলেটেড সাইট বানানো সম্ভব। অনলাইনেই আপনার সব টুল আছে এবং আলাদা করে কোন টুলের ই দরকার নাই। জাষ্ট আপনার পছন্দের ডিজাইনটি বেছে নিন, টেক্সট এন্টার, ইমেজ অ্যাড করুন এবং পাবলিশ করে দিন। খুবই সিম্পল।
এর ডিজাইনগুলো আমারও ভালো লেগেছে। অধীক কন্টেন্ট এবং ঝকঝকে তকতকে। খুব সিম্পলা সাইট তৈরি করার উপযোগী এই ওয়েব টুল।
এর সাহায্যে আপনি ফ্রি ওয়েব হোষ্টিং পাবেন। এর ডিজাইনিং টুলগুলো ব্যবহার করা খুবই সহজ। আরো পাচ্ছেন সাইট ট্রাফিক রিপোর্ট। ওয়েবে প্রফেশনাল লুক দেয়ার জন্যে আর যা যা দরকার সবই পাবেন এই ওয়েব টুলে।
lets enjoy.
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ধন্যবাদ জটিল একটা টিউনস। অনেকের কাজে আসবে।