ফটিক টাইপের পিচকি আমার খুব পছন্দ, কারন আমারে প্রথম দেখাতেই চিনে আমি কেমন টাইপের পোলা। তাই সবার আগে আমার চশমা তারপর মাথার চুল- এদুটো জিনিসের উপর গেরিলা অ্যাটাক করলে আমি রিফিউজিদের মতো অসহায় হয়ে পড়ি। তবে আমি স্বীকার করি বা না করি শিশুরা কিন্তু বড়ই নিস্পাপ আর একমাত্র বুড়া হলেই বুঝতে পারি শিশুকালে সবার পিটানিতেও কি মজা মিশানো ছিলো!তবে এখন পিচকিদের দেখলে খুব ভয় হয় কারন এদের আছে নিডো তাও আবার মেলামাইন যুক্ত। এটা কিন্তু বড়ই চিন্তনীয়!
চৈনিক বোচনেরা একটা অকাম করেছে সেটা হলো দুধে এরা বিষ মিশাইছে। কেউ বলে নিডোতে বিষ আছে কেউ বলে নাই, নেসক্যাফে বলে নাই,
বিএসটিআই বলে আছে। দড়ি টানাটানি আর কাবাডি শুরু হয়ে গেছে।
এই বিষটা হইলো মেলামাইন. যেমন ধরেন শরীফ মেলামাইন: ভাংলেও ভাঙ্গে না, পুড়াইলেও পুড়ে না! এইটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেইটা মূলত সায়ানুরামাইড নামে পরিচিত। এর মলিকিউলার সংকেত হইলো C3H6N6 ।
এইটা সাধারনত আমেরিকায় রেসিসট্যান্ট বোর্ড তৈরীতে ব্যাবহ্রত হয়, বাংলাদেশে থাল বানাইতে ব্যবহার হয় আর কুটিকালে যেই সস্তা বিলাতী দুধ খাইতাম সেইটায় আছে কি না জানি না!মেলামাইনের সাথে ফরমালডিহাইড মিশাইলে এইটা হেভী পোক্ত হয় তখনই এইটা এইসব কাজে ব্যবহার করা হয়!
তার মানে বুঝা যাইতাছে মেলামাইন মোটেও খাওনের জিনিস না, এইটা এমুন একটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেইটা খাওনের জিনিস হইতেই পারে না!
পুস্টিগুন হিসাবে দুধের মধ্যে যেইটা আছে সেইটা হইলো প্রোটিন আর মেলামাইনের সেই একই প্রোটিন আছে যেটার মধ্যে আছে নাইট্রোজেন। সেই চিন্তা করে দুধের মধ্যে যতো বেশী মেলামাইন মিশানো যাবে ততো লাভের টাকা মানে ডলার মানে পাউন্ড বাড়বে! কারন এতে খরচা পাতী কম হবে! আপনারে এক মুঠো গুড়া মেলামাইন দেখাইলে আপনার ঠাহর করার উপায় নাই এইটা গুড়া দুধ না মেলামাইন, কারন এর কোনো গন্ধ নাই আর পুরা ফিলিপস লাইটের মতো ফকফকা সাধা!
বছর ২০০৭ এ আমেরিকার কুকুর আর বিড়ালের উপর আল্লাহর গজব নাইমা (মোল্লাদের ভাষায়)পড়লো, পাইকারী দরে মরা শুরু করলো। তখন খোঁজ নিয়া দেখা গেলো এইসব পোষা প্রাণীদের খাবারে মেলামাইন আছে ভালো পরিমানে!২০০৮ এর শুরুর দিকে চীনে গণহারে পিচকিদের কিডনিজনিত রোগের সমস্যা দেখা দিলো!এই বছরের আগস্টে চীনের সানলু গুড়া দুধে মেলামাইন পাওয়া গেলো। সেপ্টেম্বরের ২১ তারিখে তাইওয়ানে খোঁজ নিয়া জানা গেলো বেশীর ভাগ খাবারেই মেলামাইনে ঠাসা!
সমস্যা হইলো মেলামাইন খাওনের পর কিডনিতে থাইকা যায় আর কিডনির টিউব গুলানের মধ্যে বসবাস করা শুরু করে। ফলে পোলাপানের হিস্যুতে সমস্যা
হয় আর ব্যাথা চরমে ঠেকে। মানে কিডনিতে পাথর! কিডনি তখন বড় হইতে থাকে!
ডায়ালাইসি খুব ভালা জিনিস, যাগো আর কি কিডনি ধর্মঘট করা শুরু কইরা দিছে, অন্তত তারা এইটা বুঝে! ঘটনা হইলো এইটা রক্ত পরিস্কারক বলা যায়, মানে হইলো গিয়া শরীরের রক্ত গুলান একটা মেশিনে ঢুকায়া ফিল্টার করাইয়া আবার জায়গারটা জায়গায় ফিরায়া দেয়ার পদ্ধতিই হইলো ডায়ালাইসিস।
পুরা কাজটা করতে মাত্র ঘন্টা চারেক লাগে আর তিন দিন পর পর করতে হয় আর বিবাহ করা বৌ এর মতো বাকী জীবন চালাইয়া যাইতে হয়।
সাবডায়ালাইসিস ক্যাথেটারের জন্য হাতের মধ্যে মোটামুটি একটা গর্ত করতে হয় যেইটা দেখলে শরীর শিরশিরি করে।
সমস্যা হইলো একটাই পিচকিদের কিডনি খুব ছোট আর দিন ভইরা খালি এরা গুড়া দুধই খায় আর বেশ ভালো পরিমানেই খায়। আমিও খাইছি গেন্ধাকালে!নীচের ফটুকে দেখেন পিচকিদের কিডনি গেলে কি শাস্তিটা দেওন হয়! চীনে এরম এখন ১৩০০০ পুলাপান হাসপাতালে এই ডায়ালাইসিসের জন্য!
কিন্তু কথা হইলো বিষ যদি বিষই হয় তা হইলে সামান্য খাইলেও যা বেশী খাইলে তার চেয়ে একটু বেশী তার মানে আসল কথা হইলো খাওন যাইত না!তাইলে সবচেয়ে প্রয়োজনীয় কথা হইলো কি খাওন যাইতো কি খাওন যাইতো না!নীচের ফটুক দেখেন আর ঢোক গিলেন, টেস্ট করনের দরকার নাই বাংলাদেশে, যেইখান থিকা এই গুলান সেইখানেই এগুলার গায়ে সিল ছাপ্পর পইড়া গেছে, বিএসটিআই যাওনের কাম নাই!
সোজা বাংলায় যেই খাওনে ক্রীম বা ননি বা দুধ আছে, সেইটারে বাই বাই!
বডিবিল্ডারগো কোনো সমস্যা নাই, কারন এরা গরুর দুধই খায়। প্রাপ্ত বয়স্কদেরও সমস্যা নাই কারন বডি বিল্ডিং যখন করা লাগে না তখন না খাইলেই হয় আর খাইলে মিল্ক ভিটা না হইলে আড়ং মারং খান। তবে সবাই এমনে খাওন শুরু করলে বাজারে গরুর দাম বাইড়া যাইবো!তবে একটা কথা কই, বাঙ্গালী কসাই না। আমাদের যারা এসব দুগ্ধ জাত পন্য বা কফি বার অথবা রেস্টুরেন্ট ব্যাবসায় জড়িত তারা যেনো এই বিষ বিক্রি না করে। আর শিশুদেরকে যেনো মায়ের দুধই খাওয়ানো হয়। এখন তো সব আবার স্বাস্হ্য সচেতন, তবুও.
আমি অশ্রুগুলো রিনকে দেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার একান্ত সঙ্গী। এখন সে হাতড়ে বেড়ায় পুরোনো সুখস্মৃতি, ঘোলা চোখে খুজে ফেরে একটি হাসি মুখ!
আজকে সকালেই এই মেলামাইন যুক্ত দুধ নিয়ে কথা বলতে ছিলাম। কিন্তু বিষয়টা আমাদের কাছে পরিষ্কার ছিল না। আপনার এই টিউনটা পরে অনেক কিছু জানলাম। আর আমার মনে হয় এই টিউনটা আমাদের সবার কেমপেইন করা প্রয়োজন..
এই পোস্ট পড়ে অনেক অজানা তথ্য জানা হয়ে গেল, তবে সর্বস্তরে এই মেলামাইনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে এর পরিণাম যে কত ভয়াবহ হতে পারে তা চীনাদের দেখেই বোঝা যাচ্ছে বৈকি। আর এ জন্য আমিও মেহেদী হাসান ভাইয়ের সাথে একমত, ক্যামপেইন অত্যাবশ্যকীয়।
অতিবগুরত্বপূর্ণ এই পোস্টের জন্য রিন ভাইকে অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই সময়োপযোগী পোষ্ট। এ ব্যাপার নিয়ে প্রতিদিন পত্রিকায় কম বেশী লেখা হচ্ছে। চোখ বুলাই এবং মন দিয়ে দু একদিন পড়েছিও। কিন্তু পরেনতি এত ভয়াবহ হতে পারে তা আগে বুঝিনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
vai facebooke amder akta groupe ace nam “poingkha chora” kivabe ami apnar ai tunes ta post korte pari ? pls help koren ami Noton.
ভয়াবহ!
মেলামাইনের বিষাক্ততার বিশদ ভাবে জানালে ভাল হত। অনেক বিষাক্ত পদার্থেরই লিথাল ডোজ বলে একটা টার্ম চালু আছে। এছাড়া গ্রহণযোগ্য মাত্রা বলেও একটা শব্দ আছে। এছাড়া বিভিন্ন বয়স এবং অন্য কোন বৈশিষ্ট ভেদে ভিন্ন ভিন্ন গ্রুপের মানুষের উপরেও এর প্রভাব ভিন্ন ভিন্ন হবে – এর উপর কি কোন তথ্য আছে?
খাদ্য হিসেবে ম্যালামাইনের কি কোন উপকার আছে?
ম্যালামাইনের দাম বাড়িয়ে দিলে তখন আর লাভের জন্য দুধে এটা কেউ মিশাবে না।
Dear Asru Gulo Rin ke die,
I am a very new reader of techtunes and i am very impressed reading your writing. Because just after logging in the site the first article i read was one of your’s. And today i again went through this article regarding melamine and it was really awesome. Can i get your mail ID ? I have lots of question to ask but i dont get any person befitting for that…………i hope u may be the one.
সবাইকে বলছি যারা এ পোস্ট টা পড়ছেন, তারা যেনো পরিচিত যাদের বাচ্চা কাচ্চা আছচে তাদেরকে এই পোস্ট বা বিষয়টা সম্পর্কে জানিয়ে দেয়। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই করা উচিত!