ফটোসপে খুব সহজেই গ্লোয়িং ইফেক্ট দিন

একটা প্রবাদ বাক্য শুনেছিলাম পাগলে কি না বলে ছাগলে কি না খায়! কিন্তু কালের বিবর্তনে প্রবাদ টা হারিয়ে যেতে বসেছে।

না আমি ভুল বলছি না। আমি প্রসঙ্গ থেকে দুরে সরে যাচ্ছি না। আসলে প্রবাদ বাক্যটা পাল্টিয়ে দিলাম পাগলে কি না বলে ফটোসপে কি না হয়!!

এমনিতেই প্রবাদবাক্যের কথা বললাম না। দেখুন তো ফটোসপ দিয়ে কত্তোসুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট তৈরি করা যায়।

http://www.rongmohol.com/uploads/1805_30.jpg

এটি তৈরি করতে হলে আপনাকে যে খুব বেশী ফটোসপ জানতে হবে তা কিন্তু নয়। ধাপে ধাপে করলে এটি আপনি খুব সহজেই ফটোসপে তৈরি করতে পারেন। তো আসুন আমরা দেখি কিভাবে এটি তৈরি করা যায়।

প্রথমে ফটোসপ ওপেন করে একটি নতুন ফাইল নিন। সাইজ হবে 1920x1200 px এবং রেজুলেশন দিন 72 dpi। তারপর এটিকে কালে কালারে ব্যাকগ্রাউন্ড দিন। এজন্য কালার প্যালেটে কালো সিলেক্ট করে Alt+Backspace দিন। আপনি ইচ্ছা করলে Paint Bucket Tool এর সাহায্যে ও দিতে পারেন। এজন্য কিবোর্ড থেকে G চাপুন।

আপনার ইমেজ বোধহয় এমন হয়েছে

http://www.rongmohol.com/uploads/1805_1.jpg

এরপর নতুন একটি লেয়ার তৈরি করুন। এজন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। আপনি ইচ্ছা করলে লেয়ার প্যালেট থেকে ও করতে পারেন। লেয়ার প্যালেট উইন্ডোতে না থাকলে কিবোর্ড থেকে F7
চাপুন।

এবার আমাদের একটি ব্রাশ সিলেক্ট করতে হবে। ব্রাশ দিয়ে খুব সহজেই ডিজাইন করা যায় তা হয়ত আপনি আগের পোষ্ট থেকে জেনেছেন। না দেখলে এখান থেকে একপলক দেখে আসুন। নিচের চিত্রের মত ব্রাশটি সিলেক্ট করুন এবং ব্যবহার করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gloing-2.jpg

সঠিকভাবে ব্রাশ ব্যবহার করলে আপনার ইমেজ এমন হবে বা এমন করার চেষ্টা করুন। এমনই যে হতে হবে তা কিন্তু নয়। আমিই যদি চেষ্টা করি তাহলে অন্যরকম হয়ে যাবে। এটা স্বাভাবিক।

http://www.rongmohol.com/uploads/1805_gloing-3.jpg

আগেরটি কত পিক্সেলের ব্রাশ নিয়েছিলাম বলুন তো??

নিশ্চই স্ক্রল করে উপরে গিয়ে দেখে এসে বলছেন ৪৫ পিক্সেলের lollol

আচ্ছা যাই হোক। বলেছেন তো!! আমি এতেই খুশি। এরপর আমরা একটু বড় অর্থাৎ ১০০ পিক্সেলের ব্রাশ ব্যবহার করব সেজন্য ব্রাশ এ গিয়ে ১০০ পিক্সেলের ব্রাশ সিলেক্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gloing-4.jpg

ব্রাশ দিয়ে ডিজাইন করার সময় একেক সময় একেক কালার সিলেক্ট করুন। তাহলে আপনার ইমেজে বৈচিত্রতা আসবে। নিচের চিত্রটি দেখুন বিভিন্ন কালার ব্যবহার করার কারনে কত সুন্দর লাগছে তাই না?? নিচের কালার কোড দেওয়া আছে ইচ্ছে করলে আপনি সেগুলো ও ব্যবহার করতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_gloing-6.jpg

লেয়ার অপশন থেকে লেয়ার ফিটেন করে নিয়ে Filter>Blur>Radial blur এ ক্লিক করুন। চিত্রের মত মানবসিয়ে ওকে করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gloing-7.jpg

দেখুন আপনার ইমেজ কেমন হলো..............

http://www.rongmohol.com/uploads/1805_gloing-8.jpg

ইচ্ছে করলে আপনি CTRL+SHIFT+U. ব্যবহার করে অন্যকালার করতে পারেন আপনার ইমেজটাকে

http://www.rongmohol.com/uploads/1805_gloing-9.jpg

এরপর Pen Tool ব্যবহার করার পালা কিবোর্ড থেকে P চাপুন। Pen Tool সক্রিয় হবে। সক্রিয় হওয়ারপর মেনু বারের চিত্রে প্রদর্শিত লালকালিতে চিহ্নিত অংশে ক্লিক করে নিচের চিত্রের মত করে রেখা বা দাগ আকান

http://www.rongmohol.com/uploads/1805_gloing-10.jpg

http://www.rongmohol.com/uploads/1805_gloing-11.jpg

এরপর একটা নতুন লেয়ার তৈরি করে নিন। তারপর Stroke Path এ ব্রাশ সিলেক্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_gloing-12.jpg

দেখুন আপনার ইমেজ

http://www.rongmohol.com/uploads/1805_gloing-13.jpg

তারপর ৪৫ পিক্সেলে ব্রাশ সিলেক্ট করে Pen Tool ব্যবহার করে নীল রংএ আকান

http://www.rongmohol.com/uploads/1805_gloing-14.jpg

অন্যগুলোও একইভাবে রংদিন

http://www.rongmohol.com/uploads/1805_gloing-15.jpg

এরপর Filter>Blur>Gaussian blur এ গিয়ে ৫ এবং এরপর ১০ পিক্সেল মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gloing-16.jpg

http://www.rongmohol.com/uploads/1805_gloing-17.jpg

আপনার ইমেজ এমন হওয়ার কথা

http://www.rongmohol.com/uploads/1805_gloing-18.jpg

এরপর ব্রাশ ব্যবহার করে লাইনের কয়েকটি স্থানে আকান। চিত্রের মত ব্রাশের মান দিন

http://www.rongmohol.com/uploads/1805_gloing-19.jpg

এরপর Smudge Tool ব্যবহার করে আপনার ইমেজ আরও সুন্দর করতে পারেন। যা কিবোর্ড থেকে R প্রেস করলে সক্রিয় হয়।

http://www.rongmohol.com/uploads/1805_gloinh.jpg

আরও বিভিন্নভাবে ইমেজ টাকে আরও সুন্দর করা যায়। যেমন লেয়ারের ব্লেন্ডিং অপশন, স্মাগ টুল, লাইনার লাই ইত্যাটির সাহায্যে

ফাইনাল ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_finallllll.jpg

সূত্র- আমার ব্লগে পূর্বপ্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারণ একটা টিউন করেছেন….
অনেক ধন্যবাদ।

ভাইজান আপনারেই খুজতাছি।দয়া করে বলবেন এডবে ফটোশপ কিভাবে ডাউনলোড করতে পারবো?আপনি আমাকে একবারএই লিঙ্কটা দিয়াছিলেন।http://www.mediafire.com/download.php?5mlgdzovmeu ।এটা ইন্সটল করার পর ফ্লাশ ৮ ভার্ষনটা আসে।
আমি আসলে জানতে চাচ্ছি আপনি উপরে যে ফটো শপটা ব্যবহার করছেন তা কোনটি?দয়া করে এই ফটোশপের ডাউনলোড করার লিঙ্কটা জানাবেন।
[email protected]. ধন্যবাদ।

    আপনি তখন ফ্লাসের লিংক চেয়েছিলেন হয়ত ………..

    তাই আমি ফ্লাশের লিংটা দিয়েছিলাম।

    উপরোক্ত কাজ ফটোসপ সিএস২ ভার্সনে করা হয়েছে। আমার কাছে ফটোসপ সিএস২ এর কোন ডাউনলোড লিংক নেই। পেলে আপনাকে মেইল করে দিব।

দেশের বাইরে থাকার কারনে ফটোশপ কিনতেও পারছিনা।এখানে দেখলাম ফটোশপ প্রফেশনাল ভার্ষনটির দাম ৮০০ ইউরো।৮২০০০ টাকা।একটু বিলাসিতা হয়ে যায় না?

    ডাউনলোড লিংক পেলে আপনাকে জানাব।

    Level 0

    বাংলাদেশে এডোবি এর ফুল কালেকশন মাত্র ৫০ টাকা……. এখানে সফটওয়্যার এর বাজারে শায়েস্তা খাঁ-র আমল চলতেছে……

    ভাই আমার কাছে adobe এর একটা লিঙ্ক আছে। কিন্তু আমি ডাউনলোড করে দেখি নাই। আপনি দেখতে পারেন। Resume সুবিধা আছে। লিঙ্ক টি নিচে দিলাম।

    http://download.adobe.com/pub/adobe/photoshop/win/cs2/Photoshop_CS2_tryout.zip

ভাইরে আমার দ্বারা এসব জটিল জিনিস সম্ভব না। ধন্যবাদ।

VERY VERY THANKS

আমার টিউন নির্বাচিত!!! বিশ্বাস করতে পারছি না!!!!

আমার মত noobo যারা তাদের খুব কাজে লাগবে । খুব ভাল tune । আরও কিছু আশা করছি ভবিষ্যতে । ধন্যবাদ ।

এন্টিনার উপর কাক , আমিতো অবাক !!!

GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk