অফিসিয়ালি রিলিজ পেল বহুল প্রতিক্ষিত উইন্ডোজের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ৮ Windows 8! দেখে নিন উইন্ডোজ ৮ প্রফেশনাল রিভিউঃ জানালার নতুন রুপ [টেকটিউনস এক্সক্লুসিভ]

সালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ আমার জন্য খুব খুশির একটা দিন, কারণ আজ ২৫ অক্টোবর, আমেরিকার নিউওয়ার্ক সিটিতে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে অফিসিয়ালি রিলিজ পেল বহুল প্রতিক্ষিত উইন্ডোজের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ৮ Windows 8।

আমি আজ আপনাদের জানাবো উইন্ডোজ ৮ Windows 8 এর ফুল ফিচার রিভিউ।

আজ আমি আপনাদের শোনাব MS এর এই ৮ নম্বর জানালার বৃত্তান্ত। (এই টিউন তে উইন্ডোজ ৮ এর সবচেয়ে ফিচার বহুল সিলেন্ট ভার্সন Windows 8 Professional ব্যাবহার করা হয়েছে ।) উইন্ডোজ ৮ ডেভলপমেন্ট সাইকেল এক নজরে দেখে নেওয়া যাক।

-

-

  • যাত্রার শুরু

মাইক্রোসফট ২০০৯ সালের জুলাই মাসের ২২ তারিখে শেষ করে এখন পর্যন্ত তাদের সবচেয়ে জনপ্রিয় ভার্সন উইন্ডোজ ৭ এর ডেভলপমেন্ট। তারা ১ আগস্ট ২০০৯ শুরু করে উইন্ডোজ ৮ এর ডেভলপমেন্ট। তারা তখন বাজারে লক্ষ্য করে আইপ্যাডের ব্যাপক জনপ্রিয়তা। তারা টাচ বেজড অপারেটিং সিস্টেমের চাহিদা উপলদ্ধি করে। তারা তাদের উইন্ডোজ ফোন ৭ এর মেট্রো স্টাইল থেকে অনুপ্রানিত হয়ে উইন্ডোজ ৮ এও এমন কিছু করার চিন্তা করে। এর ধারাবাহিকতায় ২০০৯ সালের আগস্ট মাসেই তারা কম্পাইল করে প্রথম Windows 7 post-RTM build, বিল্ড নাম্বার 7700। Windows ৮ এর প্রথম বিল্ড বা কম্পাইলেশন। তারা মেট্রো স্টাইল এর কোডনেম দেয় ‘মুরো’। ২০০৯ সালে ডেভলপমেন্ট শুরু হলেও বিশ্ব তাদের এই পরিকল্পনা জানে মুলত রাশিয়ান মাইক্রোসফট এমপ্লয় (কোডনামঃ zokuna 😛 ) এর লিক করা মাইলেস্টন ১ (M1, বিল্ড নাম্বার 6.1.7850.0.winmain_win8m1.100922-1508) বিল্ড এর মাধ্যমে।

m1 leak
  • ডেভেলপার প্রিভিউ

ডেভেলপার প্রিভিউ মুলত ডেভেলপারদের উদ্দেশ্য করে রিলিজ করা হলেও এটিই উইন্ডোজ ৮ এর প্রথম পাবলিক রিলিজ। এর বিল্ড নাম্বার 8102.101.winmain_win8m3.110824-1030 । এটি রিলিজ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৫ লক্ষ বার ডাউনলোড করা হয়। ডেভেলপার প্রিভিউ আমাদের নতুন স্টার্ট স্ক্রিনের সাথে পরিচিত করে। আগেই বলে রাখা ভাল আমি স্ব-ঘোষিত মাইক্রোসফট ফ্যানবয় 😛 । তাই আমার কাছে ডেভেলপার প্রিভিউর স্টার্ট স্ক্রিন বেশ ভাল লেগেছিল (যদিও এখন বেশ বিরক্তিকর লাগে)।

windows 8 dp
  • কনজ্যুমার প্রিভিউ

কন্সুমার প্রিভিউ মুলত উইন্ডোজ ৮ এর বিটা ভার্সন। মাইক্রোসফট এর পরিবর্তিত নীতির কারনেই এরুপ নামকরন। আমরা এর বিল্ড ট্যাগ টা পড়লেই বুঝতে পারবঃ 8250.0.winmain_win8beta.120217-1520 । কন্সুমার প্রিভিউ বার্সেলনায় উন্মুক্ত করা হয়। উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনফস্কির মতে ডেভেলপার প্রিভিউ থেকে প্রায় এক লক্ষাধিক কোডিং চেঞ্জ রয়েছে এই ভার্সনে। এই ভার্সনে স্টার্ট স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সুবিশা সহ নানা ফিচার যুক্ত হয়। সেই সাথে রিমুভ করা হয় উইন্ডোজের ২০ বছরের সঙ্গি স্টার্ট বাটন কে। যদিও বেশির ভাগ উইন্ডোজ ব্যবহারকারীরাই পদক্ষেপটি পছন্দ করেন নি। এছাড়া উইন্ডোজের নতুন লোগোটিও আত্মপ্রকাশ করে এর মাধ্যমে। কনজ্যুমার প্রিভিউ রিলিজ পায় ২৯ ফেব্রুয়ারী।

windows 8 cp
  • রিলিজ প্রিভিউ

রিলিজ প্রিভিউ অফিসিয়ালি এখন উইন্ডোজ ৮ এর সর্বশেষ পাবলিক ভার্সন। এটি আসলে রিলিজ ক্যান্ডিডেট বিল্ড। বিল্ড নাম্বারঃ 8400.0.winmain_win8rc.120518-1423 রিলিজ প্রিভিউ মুলত প্লাটফর্মটাকে স্ট্যাবল এবং এর ইউজার ইন্টারফেসের চেঞ্জগুলো পরখ করার জন্য প্রকাশ করা হয়। এই ভার্সনে উইন্ডোজের ক্লাসিক ডেস্কটপ থেকে উইন্ডোজ ৭ এর ছোয়া গুল দূর করা হয় এবং এক্সপ্লোরার কে আর ‘মেট্রোফাইড’ আদল দেয়া হয়। এটি রিলিজ করা হয় ৩০ মে।

windows 8 rp
  • উইন্ডোজ ৮ আর.টি.এম

আর টি এম (RTM) এর পূর্ণ রুপ রিলিজ টু ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ উইন্ডোজ এর ডেভেলপমেন্ট শেষ এখন তা পার্টনার পিসি ভেন্ডরদের কাছে হস্তান্তর যোগ্য। আমরা আগামী ২৬শে অক্টোবর রিলিজের দিন যে কপিটি হাতে পাব সেটি এই একি কপি। মাইক্রোসফট গত ১ আগস্ট উইন্ডোজ ৮ এর RTM অর্থাৎ ডেভেলপমেন্ট সমাপ্ত ঘোষণা করে।

  • উইন্ডোজ ৮ প্রো রিভিউ

আমি ১ আগস্ট রাতে মোটামুটি না ঘুমিয়েই কাটিয়েছি। সারা রাত WINUNLEAKED, MDL FORUM এ ঘুরে কাটিয়েছি কখন iso ফাইল্টা লিক হবে। হল তবে ৩ আগস্ট, করল সেই রাশিয়ান দোস্ত wzore । কিন্তু ব্যাটা চাকরী খোয়ানোর ভয়ে লিক করল এন্টারপ্রাইজ এর এন ভার্সন (মিডিয়া প্লেয়ার বিহীন ভার্সন কে এন ভার্সন বলা হয়)  সুতরাং আবার অপেক্ষা... অবশেষে ৪ তারিখ বিকালে কম্পু অন করে দেখি উইন্ডোজ ৮ প্রোফেসনাল ৩২ বিট iso । পরিচিত এক ভাইয়ের বাংলাবিলাই মডেম নিয়ে ৮ ঘন্টা ৩৯ মিনিট অপেক্ষার পরে ডাউনলোড হল কাংখিত ৮ নম্বর জানালা ।

ইন্সটলেশন

সেম আজ সেভেনঃ এই কথাটাই আন মনে মুখ দিয়ে বেরিয়ে গেল নতুন উইন্ডোজের oobe (out of box experience বা ইন্সটল ইন্টারফেস) দেখে। তবুও যেহেতু রিভিউ করছি তাই কিঞ্চিত স্ক্রিন 😛

install inst ইনশেল৩৩ inshelp

নোটঃ ইন্সটল ইন্টারফেসের ছবি ও আগের ছবি গুলো ধার করা 😛

স্টার্ট স্ক্রিন

স্টার্ট স্ক্রিনে লগ অন করার পর প্রথম যে পরিবর্তনটি লক্ষ্য করলাম তা হল ক্লাসিক ডেস্কটপ অ্যাপ গুলোর টাইলস গুলো এখন আর সুন্দর দেখাচ্ছে। কারণ কি? কারণ আগের দুই প্রিভিউ ভার্সনে অ্যাপ গুলোর আইকন টাইলস এর এক কোনায় দেখান হতো, এখন আইকন গুলো মাঝখানে দেখানো হয়। আরেকটা জিনিস লক্ষ্য করলাম তা হল সাউন্ড। উইন্ডোজ ৭ এর নটিফিকেশন, লগ অন ইত্যাদি সাউন্ড গুলোও চেঞ্জ করা হয়েছে। নতুন সাউন্ড গুলোও বেশ সাধারন অর্থাৎ মেট্রোফাইড :P।

st1

ডেস্কটপ

স্টার্ট স্ক্রিনের প্রথম যে টাইল্টাতে আমার ক্লিক পড়ল সেটি ডেস্কটপ টাইল :p । ডিফল্ট ওয়ালপেপারটাও বেশ ভাল। মাত্র দুটি ফুলের মাঝে আপনি    সেই সিম্পল ভাবটাও খুজে পাবেন।

default wallpaper

নতুন এক্সপ্লোরার

যারা প্রিভিউ ভার্সন ব্যাবহার করেছেন তারা এখন যেই ফিচারটির কথা বলব তার সাথে পরিচিত। ফিচারটি হল নতুন এক্সপ্লোরার ফ্রেম এবং কপি, মুভ অপেরাশন গুলো এখন পজ/রিজ্যুম করা যায় এক ক্লিকেই। উইন্ডোজ ৮ এ কপি/মুভ অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়। আমার ১ জিবি র‍্যাম সত্ত্যেও বেশ ভাল স্পিড পেয়ে থাকি 😀 । আছে নতুন অফিস স্টাইল রিবন ও।

pause rib

নতুন ও আরো আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ও কালার অপশন

মাইক্রোসফট গ্লাস ইফেক্ট রিমুভ করে সব কিছু সিম্পল করতে চাইলেও স্টার্ট স্ক্রিন কাস্টোমাজেশনের জন্য বেশ কয়েকটি অপশন রেখেছে। আপনি পাবেন বেশ কয়েকটি কালার এবং ব্যাকগ্রাউন্ড।

kjkjjk

বাংলা ভাষা এখন বিল্ট ইন

আপনি ঝকঝকে বাংলাও পাবেন প্রি ইন্সটলড 🙂 বাংলা ল্যাঙ্গুয়েজ এক্টিভ ও করতে পারবেন নতুন কন্ট্রোল প্যানেল মেনু থেকে।

kkcel contrmenu

নতুন ফিচার সমৃদ্ধ টাস্কম্যানেজার

উইন্ডোজ ৮ এ পাবেন নতুন এবং কার্যকারী একটি টাস্ক ম্যানেজার। উইন্ডোজ এর টাস্ক ম্যানেজার প্রতি ১৫ বছরে মেজর চেঞ্জ করা হয়। তাই পরখ করে দেখতে পারেন এই বিরল (!) পরিবর্তনটিও।

উইন্ডোজ ৮ অ্যাপ স্টোর

এন্ড্রয়েড, আইওএস এর স্টোর এর সাথে পাল্লা দিতে আছে নতুন অ্যাপ স্টোর। তবে একেবারেই নতুন হওয়ায় অ্যাপ এর সংখ্যা একটু কম। কাল নতুন একটা জিনিস আবিষ্কার করলাম, অ্যাপের দাম টাকায় ও দেখায়!

টাকায় অ্যাপ

বিল্ট ইন অ্যান্টিভাইরাস

উইন্ডোজ ৮ এর সাথে বিল্ট ইন আছে নতুন ও আরো শক্তিশালী উইন্ডোজ ডিফেন্ডার। তাই নো টেনশন ফর ভাইরাস!

ইউসেজ মনিটর

উইন্ডোজ ৮ এ আছে বিল্ট ইন ইউসেজ মনিটর তাই বাংলাদেশের চড়া দামের ইন্টারনেটের দেখাশোনা করবে উইন্ডোজ নিজেই !

ইন্টারনেট এক্সপ্লোরার ১০

আরো আছে নতুন ইন্টারনেট এক্সপ্লোরার পুরানো ভার্সনের পাশাপাশি আছে নতুন মেট্রো  মর্ডাণ ইন্টারফেস।

চার্ম বার

ওহহো! চার্ম বার বাবাজীর কথা তো বলাই হয়নি। চার্ম বারের সাহায্যে সম্য দেখা, সার্চ করা, সেটিংস চেঞ্জ সহ আর অনেক কাজ করতে পারবেন।

  • অ্যাক্টিভেটর

এই একটি জায়গায় মাইক্রোসফট এর বাহবা পাওয়া উচিৎ কিন্তু বাঙ্গালিরা দেবে ছি ছি !! মানে? মানে হল মাইক্রোসফট তাদের অ্যাকটিভেট সিস্টেম কে উন্নত করেছে বহুগুণে। অর্থাৎ উইন্ডোজ ৭, ভিস্তা যেভাবে bios slic certificate এর মাধ্যমে একটিভেট করা গেছে এক ক্লিকে সেভাবে তো দুরের কথা mini kms সার্ভার তৈরি করাই দুঃসাধ্য হয়ে গেছে! তাহলে উপায়? উপায় আপাতত বন্ধ যে পর্যন্ত kms server host key লিক না হয় সে পর্যন্ত। তবে কয়েকজন দয়ালু যাদের কাছে হোস্ট কি আছে তারা তাদের সার্ভার দিয়ে অ্যাক্টিভেট করার সুযোগ দিলেও এখন সবগুলো সার্ভার ডাউন। তাই আমি এখন ৯০% পাঠক কে রিকমেন্ড করব আপাতত উইন্ডোজ ৮ না ইন্সটল করতে। যারা ইন্সটল করে ফেলেছেন (ফাইনাল ভার্সন, প্রিভিউ নয়) তারা mydigitallife.info এর ফোরামে খোজ করতে পারেন kms সার্ভারের জন্য। তবে হতাশ হওয়ার কিছুই নেই, একটিভেটর এলে সবার আগে তা বের হবে আমাদের প্রিয় টেকটিউন্সেই 🙂

  • কোথায় পাব?

চাচাঃ মেরা উইন্ডোজ ৮ লিঙ্ক কই?
ভাতিজাঃ আছে, আছে জরুর আছে। আগে বলেন কোনটা নিবেন টাইম বোম্ব কপি না ৩০ দিনের গ্রেস পিরিওড কপি?
চাচাঃ টাইম বোম্ব আবার কি?
ভাতিজাঃ অইটা মাইক্রোসফট অফিসিয়াল উইন্ডোজ ৮ ট্রায়াল কপি, Enterprise ভার্সন।
চাচাঃ আরেট্টা কি কইলি?
ভাতিজাঃ অইটা প্রো (Windows 8 Pro) ভার্সন। ওইটারও iso ফাইল অফিসিয়াল কিন্তু ডাউনলোড করা ঝামেলা ফাইল শেয়ারিং সাইট না হলে টরেন্ট।
চাচাঃ আমার ultimate ভার্সন কই?
ভাতিজাঃ এখন pro ভার্সনেই ultimate এর সব সুবিধা পাইবেন। আর এন্টারপ্রাইজের একটা বাড়তি সুবিধা Windows to Go।  তবে সেইটা বাংলাদেশের অনুপযোগী বললেই চলে। কারণ সেইটা চালাইতে ১৬ জিবি পেন্ড্রাইভ লাগে।
চাচাঃ এখন বল কোনটা ডাউনলোড কোরমু?
ভাতিজাঃ আমার মতে কষ্ট কইরা pro চালানোই ভাল। কারণ অইটার অ্যাক্টিভেটর বের হওয়ার একটা সম্ভবনা আছে শীঘ্রি কিন্তু এন্টারপ্রাইজ এক্টিভেট করা একটু কষ্ট। ৯০ দিন শেষ হলেই বুম!
নাটক অনেক হল। এবার লিঙ্কের পালা

অফিসিয়াল ট্রায়াল ৯০ দিন (এন্টারপ্রাইজ)

MSDN ISO ৩০ দিন (প্রো ভার্সন ম্যাগ্নেট লিঙ্ক।)

x86 pro iso (32 বিট)

x64 pro iso (64 বিট)

আপনারা zbigz.com ব্যাবহার করে টরেন্ট আইডিএম দিয়ে নামাতে পারেন রিজ্যুম সহ। অন্য কোথাও থেকে নামালে হ্যাশ চেক করে নামাবেন। এ বিষয়ে পরে বিস্তারিত টিউন করার ইচ্ছা আছে।

  • শেষ কথা

টিউনে বেশ কয়েকবার বলেছি আমি পাক্কা এমএস ফ্যানবয়  তবুও আমি যদি ১৫০% সৎ হয়ে বলি, তবে উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭ এর পাশে একটু ফিকেই দেখায়। সাধারন ব্যাবহারীরা প্রথম ব্যবহারে বেশ বেগ পাবেন, তা সহজেই অনুমেয়। তবে মানুষ অভিযোজী প্রাণী, তারা সবকিছুতেই অভ্যস্ত হতে পারে। উইন্ডোজ ৯৫ মাউসের প্রবর্তন ঘটিয়ে প্রায় বিপ্লব ই করে ফেলে, কিন্তু ভাবা যায় তার আগের সাধারণ ব্যবহারকারীরা এর থেকে ১০০ হাত দূরে থাকত ! এখন প্রেক্ষাপট যেরকমই হোক, ভবিষ্যতে টাচ বেজড ইন্টারফেসই সব জায়গায় প্রধান হয়ে উঠবে। সব মিলিয়ে মাইক্রোসফট চেস্টা করেছে সর্বচ্চ ভাবে উইন্ডোজ কে রি ইমাজিন্ড করতে। আমার মনে হয় তারা পুরোপুরি না হলেও অনেকটাই সফল। তারা যদি উইন্ডোজ ৮ এ ব্যর্থ ও হয় তবে মনে রাখবেন আসছে উইন্ডোজ ৯ শীঘ্রই! কারণ কথায় আছেনা এক একটি ভিস্তার পরে আসে এক ৭! ততদিনে উইন্ডোজ ৮ ও সবার কাছে পরিচিত হয়ে উঠবে। Latest is Greatest এই কথা অনুযায়ী আমি আপনাদের উইন্ডোজের ভবিষ্যৎ কে পরখ করার আমান্ত্রন জানিয়ে শেষ করছি। আমার এ টিউন টি ধরে নিতে পারেন জীবনের প্রথম টিউন (কেবলই তো পড়ি ক্লাস টেনে  :P। আগে ক্লাস এইটে থাকতে ২ টা টিউন করছিলাম কিন্তু সেগুলা আমারই পছন্দ হয়নাই বলে ডিলিট করে দিছি। এখন আসলে শিখছি, ফলো করছি হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়া, সাইফুল ইসলাম ভাইয়াদের। তাই ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন।)

ঈদ মোবারাক।

যোগাযোগঃ আমার ফেবু

Level 0

আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন হয়েছে তবে এ্যাক্টিভেট যেহেতু করা যাচ্ছে না তাই ডাউনলোড আপাতত করা হচ্ছে না।

    @মুহিব: প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ। হ্যাঁ অ্যাক্টিভেট না করা গেলে একটু সমস্যা, অনেক কিছু লক করা থাকে।

very nice tunes

একদম প্রথম ছবিতে স্টর্টমেনু দেখতে পাচ্ছি কিন্তু পরের ছবিগুলো তে নাই ?
আসলে কি ” প্রফেশনাল রিভিউ” স্টার্টমেনু এসেছে ?? জানাবেন , আপাতত রিলিজ রিভিউ চালাচ্ছি ,

ধন্যবাদ।।

    @প্রিন্স মাহমুদ: কিছু সেটিংস চেঞ্জ করে নাকি স্টার্ট মেনু ব্যাক করা যায়। গুগল করে দেখতে পারেন

    @প্রিন্স মাহমুদ: কমেন্টের জন্য ধন্যবাদ । আসলে প্রথম ছবিটা Milestone 1 (M1) build এর। ওটা অনেক আগের (২০১১) ছবি। তখন তারা স্টার্ট স্ক্রিন তাদের বিল্ড গুলোতে লাগায় নাই, টেস্টিং চলছিল। তাই পুরনো স্টার্ট মেনু দেখাচ্ছে।

    @প্রিন্স মাহমুদ: http://www.lee-soft.com/vistart/ এই লিংক থেকে সফটি ডাউনলোড করে ইন্সটল করুন বাদ আপনার স্টার্ট মেনুর সমস্যার সমাধান।খুবই ছোট সফট ধন্যবাদ।

অসাধারন রিভিউ 😀
আমি রিলিজ প্রিভিউ ব্যাবহার করছি। ফাটাফাটি লাগছে। 😀
অনেকেই বলছে উন্ডোজ ৮ নাকি আরেকটা ভিস্তা হবে। আপনার কি মতামত?

    @আ জ ব: অসাধারণ কমেন্ট 😀 । আমি আগেই বলেছি আমি মাইক্রোসফট ফ্যান বয়, উইন্ডোজ ৮ এর দোষ খুজতেই আমার জান শেষ 😀 । তাই বুঝতেই পারছেন আমার কমেন্ট কি হবে ….. 😀

Level 0

Woaooooo…..what a tune…………

@mask007: ধন্যবাদ 🙂

সুন্দর পোষ্ট হয়েছে,অনেক কিছু জানতে পারলাম।

এক কথায় ” অসাধারণ” টিউন………………আর হ্যাঁ, ” নির্বাচিত টিউন হওয়ার যোগ্য”।

চমৎকার রিভিউ 🙂

Level 0

apnar torrent file ti IDM dia dl korte parsi na….
torrent file dl hoina…..

    @Tamal ROY: ভাই টরেন্ট ফাইল একবারে আইডিএম দিয়ে ডাউনলোড হবেনা। আপনাকে .torrent ফাইল্টা ডাউনলোড করে zbigz.com এ আপলোড করতে হবে। তাহলে zbigz আপনাকে একটি রিজ্যুম সাপোর্টেড লিঙ্ক দেবে, সেইটা আইডিএম দিয়ে ডাউনলোড হবে। বিস্তারিত এখানে চেক করতে পারেনঃ http://zbigz.com/page-quickstart

ধন্যবাদ অনেক তথ্য বহুল একটা টপিক্স সুন্দর ভাবে টিউন করার জন্য।
প্রিয় টিউনসে রাখলাম একটিভেটর রিলিজ হলে লিংক দিবেন প্লিজ………

    @রাজিব: ধন্যবাদ ভাইয়া। একটিভেটর রিলিজ হলে অবশ্যই পোস্ট করব।

    @রাজিব ও অন্যান্য যারা এ্যাক্টিভেট করতে পারেননি তারা চেষ্টা করে দেখতে পারে এভাবে:

    1. নীচের যে কোন একটি সিরিয়াল নম্বর দিয়ে Windows 8 pro install করুন
    2. Internet connection বন্ধ রাখুন
    3. “Activation window” open করুন এবং “Activate by phone” button ক্লিক করুন
    4. Microsoft-এর নম্বরে (006563248098) মোবাইল বা ল্যান্ডফোন দিয়ে ফোন করুন
    5. Automated মেশিন নির্দেশ শুনুন, আপনাকে যে কোড নম্বর দেবে তা দিয়ে Windows 8 activate করুন
    6. Automated মেশিন যদি জানতে চায় কয়টি কম্পিউটারে এই KEY ব্যবহার করা হবে তবে জানান “১” টা
    7. একটা সিরিয়াল কাজ না করলে আরেকটা দিয়ে চেষ্টা করুন।

    সিরিয়াল নম্বর:
    967N4-R7KXM-CJKJB-BHGCW-CPKT7
    RRYGR-8JNBY-V2RJ9-TJP4P-749T7
    ND8P2-BD2PB-DD8HM-2926R-CRYQH
    F8X33-CNV3F-RH7MY-C73YT-XP73H
    BDDNV-BQ27P-9P9JJ-BQJ96-KTJXV
    KNTGM-BGJCJ-BPH3X-XX8V4-K4PKV
    CDQND-9X68R-RRFYH-8G28W-82KT7
    7HBX7-N6WK2-PF9HY-QVD2M-JK49V
    4NMMK-QJH7K-F38H2-FQJ24-2J8XV
    HNRGD-JP8FC-6F6CY-2XHYY-RCWXV
    KQWNF-XPMXP-HDK3M-GBV69-Y7RDH
    F2M4V-KFNB7-9VVTW-MVRBQ-BG667
    VHNT7-CPRFX-7FRVJ-T8GVM-8FDG7
    GPTCC-XN297-PVGY7-J8FQY-JK49V
    HV3TW-MMNBG-X99YX-XV8TJ-2GV3H
    2GVN8-TV3C2-K3YM7-MMRVM-BBFDH
    84NRV-6CJR6-DBDXH-FYTBF-4X49V
    CR8NP-K37C3-MPD6Q-MBDDY-8FDG7
    39DQ2-N4FYQ-GCY6F-JX8QR-TVF9V
    Q4NBQ-3DRJD-777XK-MJHDC-749T7
    D32KW-GNPBK-CV3TW-6TB2W-K2BQH
    NBWPK-K86W9-27TX3-BQ7RB-KD4DH
    2NF99-CQRYR-G6PQ9-WYGJ7-8HRDH
    F7BDM-KTNRW-7CYQP-V98KC-W2KT7
    4JKWV-MNJCY-8MW3Q-VJYGP-DC73H
    FFX8D-N3WMV-GM6RF-9YRCJ-82KT7
    2CMGK-NMW4P-B846H-YXR6P-27F9V
    D2GBF-NGBW4-QQRGG-W38YB-BBFDH
    NTVHT-YF2M4-J9FJG-BJD66-YG667
    GBJJV-YNF4T-R6222-KDBXF-CRYQH
    3NHJ7-3WWQK-4RFTH-8FHJY-PRYQH
    988NM-XKXT9-7YFWH-H2Q3Q-C34DH
    TGXN4-BPPYC-TJYMH-3WXFK-4JMQH
    N9C46-MKKKR-2TTT8-FJCJP-4RDG7
    2VTNH-323J4-BWP98-TX9JR-FCWXV
    D7KN2-CBVPG-BC7YC-9JDVJ-YPWXV
    2GVN8-TV3C2-K3YM7-MMRVM-BBFDH
    4NMMK-QJH7K-F38H2-FQJ24-2J8XV
    76NDP-PD4JT-6Q4JV-HCDKT-P7F9V
    7HBX7-N6WK2-PF9HY-QVD2M-JK49V
    84NRV-6CJR6-DBDXH-FYTBF-4X49V
    967N4-R7KXM-CJKJB-BHGCW-CPKT7
    BDDNV-BQ27P-9P9JJ-BQJ96-KTJXV
    CDQND-9X68R-RRFYH-8G28W-82KT7
    DWV49-3GN3Q-4XMT7-QR9FQ-KKT67
    F2M4V-KFNB7-9VVTW-MVRBQ-BG667
    F8X33-CNV3F-RH7MY-C73YT-XP73H
    GPTCC-XN297-PVGY7-J8FQY-JK49V
    HV3TW-MMNBG-X99YX-XV8TJ-2GV3H
    J6FW2-HQNPJ-HBB6H-K9VTY-2PKT7
    KQWNF-XPMXP-HDK3M-GBV69-Y7RDH
    MMRNH-BMB4F-87JR9-D72RY-MY2KV
    N4WY8-DVW92-GM8WF-CG872-HH3G7
    ND8P2-BD2PB-DD8HM-2926R-CRYQH
    RRYGR-8JNBY-V2RJ9-TJP4P-749T7
    VHNT7-CPRFX-7FRVJ-T8GVM-8FDG7

      @অক্ষর: হুমম… এগুলো আসলে MAK KEY তাইনা? এগুলো দিয়ে এক্টিভেট হবে কিন্তু কিছুদিন পর মাইক্রোসফট এগুলো ব্লক করে দেয়। তবে আপাতত চালানো যায়। এই কি গুলো দিয়ে একটিভেট করার আগে জেনে রাখা ভাল এই কি দ্বারা এক্টিভেটেড সিস্টেমে অন্য অ্যাক্টিভেশন কাজা করে না, তাই একটু রিস্কি। ধন্যবাদ

ব্যাপক লেখছেন ভাই! আমি মাইক্রোসফট ফ্যানবয় না তারপরেও আমার কাছে windows8 ভালৈ লাগছে! কয়েক মাস চালাইছি! এখন আবার সেভেনে ব্যাক করলাম! তয় প্রথমনে ইন্সটল মাইরা ধরা খাইছিলাম! কারন ডেভ ভার্সন ইন্সটল করলে আর ব্যাক করা যায় না আগের ভার্সনে!

Level 0

ভাই, পোষ্টটি এত সুন্দর হয়েছে যে ভাষা পাচ্ছি না কি বলব!! অনেক ধন্যবাদ। আমি আপানার কথা মত W8 Pro ডাউনলোড করছি, তাই আপনার অপেক্ষায় থাকব… একটিভেটর এর জন্য। ধন্যবাদ

    @Anupom: আপনার কমেন্টের রিপ্লাই দেয়ার ও ভাষা পাচ্ছিনা 😀 । ধন্যবাদ

    @Anupom: কোথা থেকে ডাউনলোড করেছেন লিঙ্ক দিবেন প্লিজ।

প্রথমেই মনে করি আমি এই টিউনটি নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে উইন ৮ নিয়ে এখন পর্যন্ত সেরা টিউন এইটাই মনে করি।
অসাধারন টিউন এবং মান সম্পন্ন টিউন নিঃসন্দেহে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর টিউন আমাদের উপহার দেয়ার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আগামীতে আরো সুন্দর সুন্দর টিউনের অপেক্ষায়।
আমি ইতিমধ্যেই Windows 8 pro RTM Build 9200 ৬২বিট ডাউনলোড করে ইন্সটলও করেছিলাম কিন্তু আমার ভাল লাগেনাই তারপর আবার Windows 8 প্রিভিউ ৬২বিট ইন্সটল করে ইউজ করতেছি আমার কাছে Windows 8 ভাল মনে হয় অন্তত পক্ষে আমার কাছে ভাল লেগেছে।ধন্যবাদ।

Level 2

exclusive post.

office 2013 কি built-in ??? প্রথম ছবিতে দেখাচ্ছে…………

উইন্ডোজ ৮ নিয়ে আমার দেখা সেরা রিভিউ এই টিউন। 🙂 অনেক ভাল লেগেছে। টিউন পড়ে এখনি ডাউনলোড করতে মন চাচ্ছে 😛 তবে ফাইনাল ভার্শন পর্যন্ত অপেক্ষা এমনিতেই করবো।
আর হ্যা নিয়মিত টিউন চাই। 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ ভাইয়া। আমি আপনার বড় ফ্যান 😀 । এইটাই অবশ্য ফাইনাল ভার্সন, ২৬ অক্টোবর রিলিজের দিন সেম জিনিসই পাবেন, তবে এখন সমস্যা একটাইঃ অ্যাক্টিভেটর :p

Level 0

উইন্ডোজ ৮ নিয়ে আমার দেখা সেরা রিভিউ এই টিউন।
হাসান যোবায়ের ভাই ঠিকই বলছেন, 😀

দারুণ রিভিউ, খুব চমৎকার হয়েছে। কিন্তু ছোট্ট সমস্যা, WIN8 কে কেন বলা হয় Vista হবে কারণ হচ্ছে আমরা কেউ ২৭” বা ৩৬” মনিটর কোলে নিয়ে ইউজ করি না যার ফলে টাচ সার্ভিসটা পুরই বৃথা হবে।

সুন্দর রিভিউয়ের জন্যও ধন্যবাদ

@হুক্কা খান: ভাই, টিউনটি অসাধারণ হয়েছে, আমি রিলিজ প্রিভিউ ইন্সটল করসিলাম কিন্ত ১ টা কারনে চালাতে পারি নাই সেটা হচ্চে প্রিন্টার ড্রাইভার ইন্সটল হয় নাই । নেট এ অনেক খুজে ও পাই নাই । আমার প্রিন্টার এর মডেল হচ্চে HP DESKTOP 1000 j110 । আপনার কাছে কি এর সমাধান আছে? থাকলে উপকার হতো । ধন্যবাদ আপনাকে ।

Level 0

অ্যাকটিভেটর এর অপেক্ষায় রহিলাম

Level 0

অনেক সুন্দর হয়েছে রিভিউ।নির্বাচিত হওয়ার মত টিউন। আশাকরি নির্বাচিত হবে। সুযোগ পেলে ডাউনলোড করবো। পাশাপাশি কি xp আর 8 ব্যবহার করা যাবে?

    @swordfish: জি ভাইয়া, ডুয়াল বুটে উইন্ডোজ ৮ ও এক্সপি বা অন্য যেকোন ওএস ব্যবহার করা যাবে।

Level 0

Oshadaron post…

Level 0

রিভিউ টা অনেক ভাল লাগল, কিন্তু তার পরেও বলব Windows 8 হতে যাচ্ছে Next Windows Vista। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস বলে একটা কথা আছে যেটার সাথে জোর করে মানিয়ে নেয়া যায় না। শুরুতেই Shut down বাটন না পেয়ে যদি কার মাথা নষ্ট হয়, তবে সেটা তার দোষ নয় ওটা operating system এর। Microsoft এর উচিৎ ছিল Tuch বেজড না করে Voice command বেজড করা। আমার মনে হয় এই সুপার ফ্লপ অপারেটিং সিস্টেম এর পর Microsoft নামের কোন কোম্পানি আপনার নাও দেখতে পারেন :p ইতিমধে তারা ৬০০কোটি ডলার লস করেছে এখন দেউলিয়া হয়া বাকি।

Level 0

আমি Windows 8 Release Preview ব্যাবহার করছি । পাশাপাশি Windows 7 ও ব্যাবহার করছি । আমার কাছে Windows 8 টা ভালই লাগছে । এতটাই ভাল লাগছে যে Windows 7 সাত দিনে ১ বারও চালু করা হয় না । তাছাড়া নতুন কিছু ব্যাবহার করার মজাই আলাদা ।

Level 0

আমিও মাইক্রোসফট এর একজন ফ্যানবয় ।আমার একটি স্বভাব হলো নতুন কিছু পেলেই ব্যাবহার করে দেখা । প্রথম যখন windows vista এলো তখন-ই ব্যাবহার করেছি । তারপর যখন windows 7 এলো তখন থেকে এখন পর্যন্ত ব্যাবহার করছি । window 7 যখন এলো তখন এটা নিয়ে কিন্তু কম কথা, কম চিল্লাচিল্লি হয়নি । কেউ বলে ফালতু, কেউ বলে এটা হয় না ,সেটা হয় না, আরও কত কি কথা তার শেষ নেই । windows 7 ব্যাবহার করতাম বলে কথাও কম শুনতে হয়নি । মাঝে মাঝে তো দু’এক জনের সাথে ঝগড়াও লেগে যেত । কিন্তু এখন দেখুন এটা নিয়েই সবাই লাফালাফি করে ।কিছু তুলনা করতে গেলেই windows 7 এর সাথে তুলনা করে । এখন আবার এলো windows 8 ।এটাও ব্যাবহার করছি । এটা নিয়েও কিন্তু ইতিমধ্যে কথা, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে । আমরা কিছু পারি আর না পারি এই একটা কাজ কিন্তু খুব ভাল মত করতে পারি । এখন দেখার বিষয় হলো কোথায় গিয়ে এর শেষ হয়। শেষপর্যন্ত কার জয় হয়, কার পরাজয় হয় এটা দেখার জন্য অপেক্ষা করছি ।

ভাই, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আপনি যেটার লিঙ্ক দিয়েছেন সেটা কি একদম ফাইলাম রিলিজ, মানে এর পর যেটা আশবে সেটাও এক। আর এন্টারপ্রাইজ আর প্রো্‌. এর মধ্যে কি পার্থক্য রয়েছে? কোনটা ভাল? আর preview and trial version এর পার্থক্য কি?

    @ক্ষুদে টিউনার:
    ১। হ্যাঁ আমি যেটা দিয়েছি সেটাই একদম ফাইনাল রিলিজ, এর পর হয়তো একবছর পর আসবে সার্ভিস প্যাক ১ (SP1) ।আশা করি বুঝেছেন।

    ২। প্রো ও এন্টারপ্রাইজ দুইটি SKU ।যেমন উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে Ultimate, Enterprise।

    ৩। কোনটা ভাল এইটা যার যার নিজের ব্যাপার 😀 ।তবে যেনে রাখা ভাল Enterprise হল বিজনেস ইউসারদের জন্য। আপনি দুইটার পার্থক্য এখানে দেখতে পারেন : http://en.wikipedia.org/wiki/Windows_8_editions#Comparison_chart

    ৪। প্রিভিউ ভার্সন মুলত বিটা, আলফা ইত্যাদি ভার্সন কে বলা হয়। আর ট্রায়াল হল ফাইনাল রিলিজ যেটি আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরীক্ষা করার কাজে ব্যবহার করতে পারবেন।

Getting file rady for installation (18%) – hoye atke ache

64 bit – Pro.

Any solution please?

মারাত্মক টিউন ।

Level 0

microsoft site theke jeta dl kora jasse oita ki pro version…..oi ta te koto diner mayad?????
jodi pro version na hoi…..tahole apni jeta upload koresen oita te kotodiner mayad…..

    @Tamal ROY: মাইক্রোসফট এর সাইটের টা এন্টারপ্রাইজ ভার্সন, ৯০ দিনের মেয়াদ। কিন্তু ৯০ দিন পর মনেহয় আবার পুনরায় ব্যবহার করা যাবেনা।
    আর টরেন্ট এর টা ৩০ দিন মেয়াদ হলেও পরে অ্যাক্টিভেট করে আজীবন ব্যবহার করা যাবে 😛

Level 0

অত্যন্ত তথ্যবহুল এবং প্রয়োজনীয় টিউন। আপনাকে ধন্যবাদ।

ভাই অামি অল্প-স্বল্প লিমিটেড নেট চালাই কিন্তু জানালা-৮ টাও একটু চেখে দেখতে ইচ্ছা করতাছে। যদি কেউ মহত প্রাণ থাকেন তাইলে একটু যোগাযোগ করতেন! যদি কেউ পারেন প্লিজ অামারে একটা সিডি করে জানালা-৮ কুরিয়ার করে দেন। অামার ফেবু: fb.com/zawadleon

তো হুক্কা ভাই ৮ এ ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি 2013 এবং অফিস 2003 ও 2007 ইনস্টর হয় না বিষয়টা জানাবেন। আমি ‘রিলিজ প্রিভিউ’ ভার্সন ব্যবহার করছি।

    @imran ahmed ভাই, আসলে আমি ক্যাস্পারস্কি ব্যবহার করি না তাই বলতে পারবনা। কিন্তু অফিস ২০০৭ কাজ করে। ২০০৩ এর কথা বলতে পারিনা

Level 0

Windows 8 Release Preview er mayad koto diner???
aita te ki windows 8 enterprice & windows 8 pro er sob feature ase?????

Level 0

windows 8 pro 32 bit ami install diasi…..
but windows activate korar jonno key chasse…..
activate chara windows 8 pro te ki sob feature thakbe

Level New

windows xp sob cheye bhalo

    @Tamal ROY: রিলিজ প্রিভিউ এর এখন আর কোনো দাম নেই। আর অ্যাকটিভেট করা ছাড়া সব ফিচার থাকবে কিন্তু আপনি স্টার্ট স্ক্রিনের কালার বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না।
    @rrahul: এক্সপি কেন, এক্সপির চেয়েও ভাল অপশন হল উইন্ডোজ ৯৫ 😛

Level 0

windows 8 pro 32 bit ami install diasi…..
but windows activate korar jonno key chasse…..
activate chara windows 8 pro te ki sob feature thakbe

    @Tamal ROY: আপনি উপরে @অক্ষর ভাইয়ের কমেন্ট এ অ্যাক্টিভেট করার যে সিস্টেম দেওয়া আছে সেইটা ট্রাই করে দেখতে পারেন

Level 0

ওরে ভাইরে সাইজ মাইজ কমাইয়া দেওন যায়নি আমারে
প্লীজ দেহেন পারেন কিনা……….

অসাধারণ!

Level 0

জোশিলা টিউন 😀
অসাধারণ হইছে ভাই, চালিয়ে যান 🙂

খুব সুন্দর এবং সাজাগো গোছানো টিউন। সবচেয়ে ভাল লেগেছে আপনার উপস্থাপনা 🙂
আমি প্রায় ৭ দিন যাবত Windows 8 এর এন্টারপ্রাইজ এডিশনটি ব্যবহার করছি। ৯০ দিনের ট্রায়েল হিসেবে মন্দ নয়।
আর ৯০ দিনের মধ্যেই ৮ এর প্রো ভার্সনের ক্রাক/প্যাচ বেরিয়ে যাবে।

আর হ্যা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হল আপনি টিউনের ইমেজগুলি Imgur থেকে ব্যবহার করছেন। আমার জানামতে Imgur একটি নির্দিষ্ট সময় পর ইমেজগুলি ডিলিট করে দেয় তাই টেকটিউনস এর নিজস্ব সার্ভার বা ড্রপবক্স ব্যবহার করাটাই উত্তম 🙂

    @সাইফুল ইসলাম: ধন্যবাদ ভাইয়া। আপনি এন্টারপ্রাইজ ব্যবহার করছেন জেনে খুশি হলাম, Windows To Go একটু টেস্ট করে দেখবেন। আর এন্টারপ্রাইজের এক্টিভেটর বের না হলেও সমস্যা নেই, আপনি রেজিষ্ট্রি এডিটর দিয়ে এন্টারপ্রাইজ থেকে প্রো তে ডাউনগ্রেড করতে পারবেন। imgur এর ব্যাপারটা জানতাম না দেখি সময় হলে ড্রপবক্সে আপলোড করে দেব 😀

Level New

ভাই আমি windows 8 ব্যাবহার করছি কিন্তু গ্রামীন ফোন মডেম ব্যবহার করতে পারছি না। প্লিজ হেল্প মি।

    @dmehedi আপনার মডেমের মডেল কি? আমারটা E1550 এবং খুব ভাল ভাবেই চলছে। কোন ERROR মেসেজ আসলে সেটাও দয়া করে জানাবেন 🙂

আপনার অনুমতি না নিয়ে আপনার লেখাটি এক চোর কপি করেছে
ছেলেটা নিজেকে বস মনে করে তাই নামের শেষে বস লাগিয়েছে । 😀
আপনিই বলেন চুরি করে লিখা কি বসের কাজ ?
যে সাইটে লেখাটা দিয়েছে সেই সাইটের ঘেটে দেখলাম বহু লেখাই চুরি করা । 🙁
http://forum.projanmo.com/topic38585.html

    @এস.এইচ.খান০০৭: এরকম অহরহ ঘটে কিছু করার নাই। তবু সে লিঙ্কটা দিয়েছে, অনেকে তো লিঙ্ক ও দেয় না 🙁

      @হুক্কা খান:
      ঠিকাছে কিন্তু তারা যে টিটি থেকে চুরি করছে আবার টিটিরই বদনামি করে এটা জানেন ?
      তারা তাদের সাইটকে সেরা মনে করে আর টেকটিউনস যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি সাইট এটা নিয়ে তারা ব্যাঙ্গ করে ।
      বিশ্বাস না হলে এইখানে দেখেন http://forum.projanmo.com/topic26803.html
      http://forum.projanmo.com/topic18798.html

      এসব ফাজিলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত!

আচ্ছা উইন্ডোজ ৮ এ উইন্ডোজ ডিফেন্ডার থাকলে আর কোন এন্টিভাইরাস ইন্সটল করার প্রয়োজন আছে ?

    @এস.এইচ.খান০০৭: সেইটা নির্ভর করে ইউজারের মানে আপনার উপর। ডিফেন্ডারের অনেক সুবিধা নেই যেমন ডেইলি অটোমেটিক আপডেট, ইউএসবি স্ক্যান, অন ডিম্যান্ড স্ক্যান ইত্যাদি। একটা আলাদা অ্যান্টিভাইরাস ইন্সটল করাই বোধহয় ভাল

      Level 0

      @হুক্কা খান: হুক্কা ভাই, W8 Pro Install করছি, KMS and Phone দুইটাই Try করলাম, কি করব active করা যাচ্ছে না। Phone করে Code বললে, Not genuine বলে। ভাই, যদি কিছু মনে না করেন, আপনি কি পারবেন activated কী দিতে?

        @Anupom: ভাইয়া kms server এখন ডাউন, তাই এক্টিভেট করা যাচ্ছে না। আর ফোন একটিভেশন মেথড টা না ট্রাই করাই ভাল। তবুও আপনি সব গুলো কি দিয়ে একবার চেষ্টা করে দেখেন। আমি নতুন কি পেলে জানাব

Level New

হুক্কা ভাই আমার মডেমের মডেল নম্বর MF100. মডেম ইনষ্টল হয় কিন্তু কোন নেটওয়ার্ক থাকে না।

    @dmehedi: নেটওয়ার্কে প্রব্লেম আছে? আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে দেখতে পারেন।

Amazing article! Really class 10!! Cool 😉

Umm, 1 question. Why “Hukka Khan”?! “Mushfiqus Salehin” doesn’t sound so bad 😛

Level 0

@ last got the activator for win 8 pro build 9200…..viewer u can download it from the link
http://www.mediafire.com/?ydl3vv1bwjpwvr9

Level 0

@ Hukka Khan………vai i need a help…….in the pc setting…..personalize …..there is Lock Screen , S
, start screen which shows disable in my pc ……. i m not getting any way to enable it……i already activated the
activated the windows but still it doesn’t work.

    Level 0

    @razislam: its not actually activated. it just showing activated. u can even make ur processor dual core to corei7 by editing registry. i’m activated and enabled all features.

      Level 0

      @ Anupom……. vai ya u r rite…..as you have activated and enabled all features cud u please provide me the activator…thanks

Level 0

ভাই, অসাধারন একটা টিউন করসেন। এটো সুন্দর টিউন খুব কম এ চোখে পরে।

Level 0

@ Anupom……. vai ya u r rite…..as you have activated and enabled all features cud u please provide me the activator

    Level 0

    @razislam: I used phone activation method. So, i’ve no activator. try and get it fast!!

vai ei windows 8 ta keu download kore highly compress kore 3-4 mb korte paren? 7z use kore koek dhape 3 gb ke 3-4 mb mone hoy kora jete pare. plz kisu koren.

উইন্ডোস ৮ এর গেমস গুলি অফলাইনে কি ভাবে খেলা যাবে? কেউ জানলে জানাবেন

Level 0

না রে ভাই প্রচুর খুজলাম তয় কোনো ত্রুটি খুজে পেলাম না । কি খায়া টিউন করছ ? চরম ভাই চরম লাগল ।

Level 0

অনেক ভাল লাগল, একটিভেট না হওয়া পর্যন্ত ডাউনলোড করব না। এ পর্যন্ত 2 টি ডাউনলোড দিছি।

Level 0

আমাদের জন্য কষ্ট করে রিভিউ লিখার জন্য ধন্যবাদ । চোখ রাখছি টিটিতে সবার আগে ফাইনাল রিলিজড ভার্সন ! প্যাচ সহকারে…….।

আমি build 9200 ৬৪বিট ব্যবহার করছি। কিন্তু আমার স্টার্ট স্ক্রিন থেকে internet explorer apps টা কিভাবে যেন হারিয়ে গেছে। স্টার্ট স্ক্রিনএ শটকার্ট এনে internet explorer চালু করলে সেটা dextop mode এ চালু হচ্ছে। আমি কিভাবে আবার apps মোডে internet explorer ব্যবহার করতে পারি কেউ জানাবেন?

Google Chrome install করতে পারছি না, সমাধান কি?

Level 0

vhai ami windows 8 preview calai…apni torrent e ja link disen ta ki professional version naki preview. i am confuze cuz apni bolsen ja windows 8 relize hobe 25 oct. ans plz……

    @sp jishan: অফিসিয়ালি রিলিজ হবে ২৫ অক্ট, সাধারণ মানুষের জন্য অর্থাৎ দোকানে পাওয়া যাবে। এইটা আর আমারটার পার্থক্য কেবল অইটায় আপনি বাজারে প্যাকেট কৃত অবস্থায় পাবেন আর আমার টা আপনাকে ডাউনলোড করে প্যাকেট করতে হবে হে…হে.. :p ভিতরের জনিসে কোনো তফাত নাই 😉

ব্যাপক একটা টিউন করেছেন ভাই।খুবি দরকারি।বেশির ভাগ টিউনার-রাই আজেবাজে টিউন করে।বহুদিন পরে একটা মানসম্মত টিউন দেখলাম।আমিও ডেভেলপার প্রিভিও ব্যাবহার করেছিলাম।আমার কাছে মনে হইল একটা বিপ্লব ঘটতে যাচ্ছে এম এস এ।একটিভেটর টা আসলেই ব্যাবহার শুরু করার ইচ্ছা।

মারাত্মক টিউন । ধন্যবাদ

মুশফিকুস সালেহীন, অসাধারণ একটা টিউন লেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর তো মাত্র ৫ দিন, তারপরই মাইক্রোসফট অফিসিয়ালি বিক্রি শুরু করবো এইটা। কত্তো ক্রাকার লাইগ্যা পড়বো এইটার এ্যাক্টিভেটর বানাইতে। বড়জোর ১০ দিন, মানে ৫ নভেম্বর নাগাদ এটার এক্টিভেটর পাওয়া যাবে। ততোদিন মনটাকে বাইন্ধ্যা রাখতাছি।

আপনার Windows 8 এর iso যদি Windows 8 Profesonal /Enterprise RTM verson by W.Z.T অর্থাৎ BUILD: 6.2.9200.16384.WIN8_RTM.120725 type হয় তাহলে খুব সহজেই আপনার Windows 8 টি Permanently Active করতে পারেন আজ এবং এখনি । মাইক্রোসফট ই আপনাকে Active করে দেবে । এতে লাগবে না কোন Crack/ patch or KMS server…আর KMS server activation তো Permanent Active হয়না Max ৬ মাস । তারপর আবার Active করতে হয় ।

আমি আমার PC তে একাধিকবার সহ ১০-১৫ টা PC তে Active করেছি সহজেই ।
Just কিছু নিয়ম Follow করলেই হবে । কারো Activation প্রয়োজন হলে বলবেন আমি সাহায্য করার চেষ্টা করব ।

    Level 0

    i need help for activation….using windows 8 pro build 9200….thanks

গত প্রায় ২ মাস জানালা ৮ ব্যাবহার করছি । আমার কাছে বেশ ভালই লাগছে , তবে সাটডাউন সিস্টেমটা আর একটু সহজ করলে বেটার হইত । মাঝে মাঝে ডান পাশে মাউস নিলেও চার্ম বার শো করেনা । আবার অনেক সময় কাজের মাঝে মাউসের কার্সর ডান পাশের দিকে গেলেই চার্ম বার বের হয়ে আসে । যা বিরক্তি কর লাগে আমার কাছে ।

Level 0

win8 pro te kisu problem ase ja release preview te kore nai, refresh menu te gadget nai , mane dan side a ghori ba pc mettar ase na. r background color ba theme gula kaj korena, parle somodhan janaben, thanks 4 nice tune…

Level 0

ek kothay , pc setting a personalize kaj korse na..:(

nice tune nd thanks 4 key

Level 0

টিউন টা ওসাম হিইছে। জানালা ৮ এ স্টার্ট মেনু থেকে Music, Camera open করার পর বন্ধ করব কিভাবে?

Level 0

@Imran bd: mojar ans.. mouse opore niye tene dhore niche namalei close hoye jabe 😀

Level 2

ato soto boyese sondor tune korar jonno thanks. samne noton aro sondor tune dive insallah.

enterprise edition er link kaj korena

Level 0

good job,bro

🙁
আমি ১০ তারিখে উইন্ডোজ ৮ ইন্সটল করছিলাম। অ্যাক্টিভেট করতে না পারায় আনইন্সটল করে উইন্ডোজ ৭ দেয় আবার। কিন্তু তারপর আর আমার ল্যাপটপ অন হয় নাই 🙁
২/৩ জায়গায় নিয়ে গিয়েছি, কেউ অন করতে পারে নাই। আমার ল্যাপটপ শেষ হয়ে গেছে 🙁

Bai sob thik asa
But atar price koto and where i get s a genuine copy
Consumer preview ta try korsilam ata awesome.
Apne akta important feature bolen nai
Atae srart up tome onek onek kom. Just click and start

Level 0

২১শে আগস্ট এর পূস্ট এত দেরীতে কেন নির্বাচিত করল বুঝলাম না। :/ :/

অরিজিনাল ভার্শনটা চালাচ্ছি। এমএসডিএন এর ভার্শনটা।

Level 0

মুশফিকুস সালেহীন & aloke_7 tnx both of u

Level 0

@ @মুশফিকুস সালেহীন : amar ekta problem silo,ans paini 🙁

ধন্যবাদ

zbigz dia x86 torrent er windows 8 pro download kortasilam.but last 99.99%e aisha 1-3 byte hoya geche.ar download hoytase na.ki kori?

    Level 0

    @মুন্না: zbigz er generated zip link ta te abar click korun. download option dekhabe, pashapashi ar ekta pop up menu ashbe. Sekhane “if existing file is complete, show…………………resume it.” eta te mark kore OK click korun. apnar download suru hoye jabe, jehetu 99.99% done, bakita ekhon hobe.

bhai chomotkar ekti tune korechen dhonnobad

http://www.tejpata.org/index.php?page=torrent-details&id=a63890c2f4d4a5293fa52675d80d7060b3e316b6
ei link ta ektu dekhen oi khane activator shoho dewa eita kototuku thik ektu janaben please tahole download dibo

dhonnobad

খুব সুন্দর ও চমৎকার লেখা।+++

ami ki kore built in usage monitor run korbo?

    @মুন্না: click network icon on taskbar, if grameen thrn click mobile broadband

      @মুশফিকুস সালেহীন: ami wimax use kori.amartete to usage monitor dekhayna

        @মুন্না: এইখানে আবার একটু সমস্যা আছে। আমার ক্ষেত্রে আমি যখন ডায়াল-আপ কানেকশন দিয়ে কানেক্ট করি অর্থাৎ মডেম স্যুট থেকে তখন মিটার আসেনা। কিন্তু যখন নেটওয়ার্কের মাদ্ধমে অ্যাক্সেস করি তখন মিটার আসে। তাই বাংলাবিলাই মডেম এ না হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু স্যুট দিয়ে কানেক্ট করতে হয়। একটু জটিল তাই না? 😉

@iftikar_mahdi : iftikar vai kemon acen? ami apnader sathe jalalain o meshkat jamat poreci.bortomane dubai aci.apnar fb id din

vai aj widows 8 ultimate release hoice. ultimate active korbo kivabe?

ল্যাপটপ এ Win8 ইনস্টল দেওয়ার পর, ড্রাইভার ইনস্টল নিয়া কি প্রবলেম আছে কোনো?
আগের ড্রাইভার গুলো কি Win8 Compitable নাকি নতুন ড্রাইভার খুজতে হবে?

ল্যাপির মডেলঃ HP Pavillion G6

Level 0

vai eto lov dekhanor por boltesen ekhon win 8 install na korte?

Level 0

bhai win 7 er sathe ki win8 chalano jabe,,,,,,,,,install korte ki korbo jodi bolen,,,,,,ami tt te notun….win 7 ki formet korte hobe,,,,,,,pls reply….

Level 0

Onek valo laglo guchhano ekta tune porey.

Ami win 8 Release Preview use korci June theke, kono problem korchena.. eta te windows is activated dekhacche. desktop e water mark ache seta niye kono problem mone hoccena. kotodin por eta deactivate hoye jabe?

Level 0

joss boss………………………………………………………………………..

Level 0

অসাধারন।প্রতিক্ষিত জানালা ৮ তাহলে বের হল।জানালা ৮ কি অফিস, Skype একসাথে দেয়া থকবে নাকি?

Level 2

Windows 8 Pro 64bit OS ta highly (50MB er moddhe) compress kore techtunes e upload korben? Tahole Ami & Amar moto Dial-Up connection use kora bondhura khub upokrito hoto…….. 50 MB er moddhye size hole 20Kbps speed e 2-3 Hrs er moddhye download kore use korte partam…. Plzzzzzzzzzzz

    @Arkaprova: ভাইয়া আমার লো কনফিগারেশনের পিসি, কুম্প্রেস করতে গেলে ৭৭ ঘন্টা দেখায় 🙁

      Level 2

      @মুশফিকুস সালেহীন: dada, parle techtunes er onnokauke boilen. jara download dieche. Please……..

      Ar akta kotha boli, kichu mone koiren na. apne j উইন্ডোজ ৮ M1 লিক er picture ta diechen, setare water mark e lekha ache WINDOWS 7 BUILD 7850. Amar mone hoy apne vul kore windows 7 er pic upload kore felechen. Taina??

        @Arkaprova: না না ঠিকই আছে। তখন তো কেবল ডেভলপমেন্ট শুরু হয়েছে তাই তারা তখন উইন্ডোজ ৭ কে রিব্রান্ডিং করে নাই। আসলে তারা তখনো এই ভার্সনের নাম উইন্ডোজ ৮ হবে কিনা তাই ঠিক করতে পারে নাই 😛 তবে আপনার চোখের পাওয়ার প্রশংসনীয় 😀 ধন্যবাদ

@মুশফিকুস সালেহীন ভাই আমি windows 8 এর সর্বশেষ ভার্সন যেটা গতকাল রিলিজ হইছে সেটা ডাউনলোড করতে চাই কথাই পাবো ডাউনলোড লিঙ্ক।আর সর্বশেষ ভার্সন কি professional নাকি ultimate.

    @রাতের বন্ধু:
    ভাইয়া আমি যেই iso টা দিয়েছি সেইটাই কালকে কেবল প্যাকেটজাত হয়ে মার্কেটে এসেছে। কোন পার্থক্য নাই। উইন ৮ এ আল্টিমেট নাই, প্রফেশনাল ই আল্টিমেট এর সমান ফিচার যুক্ত

আমি Windows 8 Pro 64bit OS ব্যবহার করছি। কিন্তু আমার স্টার্ট স্ক্রিন থেকে internet explorer apps টা কিভাবে যেন হারিয়ে গেছে। স্টার্ট স্ক্রিনএ শটকার্ট এনে internet explorer চালু করলে সেটা dextop mode এ চালু হচ্ছে। আমি কিভাবে আবার apps মোডে internet explorer ফিরিয়ে আনতে পারি কেউ জানাবেন?

Level 0

হে হে !

আমি উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ সারাজীবনের জন্য অ্যাক্টিভেইট কইরা ফালাইছি !!

বহুত খোঁজাখুঁজির পর অবশেষে জব্বর দুর্লভ একটা ওয়েবসাইটে একখান অ্যাকটিভেটর পাইছি ! ওইডা দিয়াই কাম সারছি ! 😀

উইন্ডোজ-এর যত রকম আপডেট আছে সব দিছি…! তবুও আমার উইন্ডোজ Activated…! 😀

    @Ttanweer: Personalize আনলক হইসে? মানে লকস্ক্রিণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড ইত্যাদি ?

      Level 0

      @মুশফিকুস সালেহীন: আরে ?? আগে খেয়াল করি নি তো !

      System Properties এ দেখাচ্ছে যে Windows is activated.

      কিন্তু আপনার ওই লকস্ক্রিণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড আর প্রোফাইল পিকচারটা লক হয়ে আছে ! কিছুতেই ওইগুলো চেঞ্জ করা যাচ্ছে না !

      তবুও মাগনা মাগনা সিস্টেম Activation হইছে, এইটাই তো অনেক !

      কিন্তু ওই তিনটা কাজ করতে পারলে সোনায় সোহাগা হত !

      আসলে আমার কোনো সেটিংস এর প্রবলেমের কারণে এটা হচ্ছে না তো আবার ! নাকি অন্য কিছু ?

      প্লিজ ভাই ! আপনার কাছে সমাধান থাকলে দেন ! 🙁

        @Ttanweer: এখন একটা মন খারাপ করিয়ে দেয়া কথা বলব। আপনার অ্যাক্টিভেটর টি ফেক। কারণ KMS Host ছাড়া হ্যাকার রা এখনো উইন্ডোজ ৮ এর অফলাইন অ্যাক্টিভেটর বের করতে পারেন নি 🙁

Level 0

Ttanweer @ আপনার অ্যাকটিভেটর এর লিন্কখানা আমাদের খেদমতে পেশ করুন দেখি আমারাও কাজে লাগাতে পারি কি না ?
আমাদের একজন পেরেছেন এটাই……!

bro pls see this link https://piratereverse.info/torrent/7542771/Windows_8_Pro_VL__amp_ndash__DVD_%28English%29_-_MSDN
eta ki geniune version.
thanks for the tune.

ভাই, আই এস ও টা আমি microsoft এর নিজস্ব সাইট থেকে ডাউনলোড করতে চাই। মানে এম এস ডি এন থেকে, লিংকটা প্লিজ এক্তু খুজে দেবেন?

Level 0

ভাই উইন্ডোজ ৮ যদি সেটাপ দিই তাইলে কি আমাকে আবার কম্পিউটার এর জন্য নতুন ড্রাইভার সেটাপ করতে হবে ? নাকি অটোমেটিকালি উইন্ডোজ ৮ এ করা আছে ‘ ধন্যবাদ ‘

    @Savage: এইটা নির্ভর করে আপনার পিসির পার্টস এর উপর। আমার ক্ষেত্রে এখনো কোন ড্রাইভার সেটাপ দেয়া লাগেনি।

Level 0

ধন্যবাদ , আচ্ছা ডাউনলোড লিঙ্ক তা দেয়া যাবে ?

ভাই, আই এস ও টা আমি microsoft এর নিজস্ব সাইট থেকে ডাউনলোড করতে চাই। মানে কোন টরেন্ট ফরেন্ট থেকে নয়, লিংকটা প্লিজ একটু খুজে দেবেন?

    @ক্ষুদে টিউনার: তাহলে তো ভাই বেশ খানিক টা ডলার লাগবে, এন্টারপ্রাইজ ট্রায়াল ছাড়া অন্য আইএসও ms এর সাইট থেকে ডাউনলোড করা যায়না। তবে আমি খোঁজ করে দেখব ডিজিটাল রিভারের কোন লিঙ্ক পাই নাকি

@মুশফিকুস সালেহীন, চমৎকার তথ্যবহুল টিউন টির জন্য অসংখ্য ধন্যবাদ ।
হয়ত সবারই Windows 8 Activation নিয়ে সমস্যা হচ্ছে । কিন্তু আমি প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে Windows 8 Proffesional ব্যবহার করছি Permanently Activated অবস্থায় । এটার Personalize আনলক হয়েছে অর্থাৎ লকস্ক্রিণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড ইত্যাদি সবকিছুই আনলক । এগুলো Personalize করতে পারি সহজেই কোন সমস্যা ছাড়াই ।

আমি প্রায় ১০-১৫ টি কম্পিউটার এ Active করে দিয়েছি সবগুলই ভাল ভাবে চলছে । আর Temporary ভাবে KMS server দিয়ে Active করলে সম্ভবত ৬ Max মাসের মেয়াদ সহ Activated হয় কিন্তু আমার তা একেবারে Permanent কোন মেয়াদে সীমাবদ্ধ নয় আর এ পর্যন্ত Microsoft আমকে ব্লক করেনি ।
এ পদ্ধতি হল Phone Activation Method . যদি iso টি WZT এর হয় তাহলেই হবে ।

কারো সাহায্যের প্রয়োজন হলে বলবেন আমি সহযোগিতা করব । ধন্যবাদ ।

তাহলে ভাই আমি যদি ৪০ ডলার দিয়ে যা iso টি পাবো আর এই টরেন্ট থেকে যেই iso পাবো দুটোই কি হুবুহু এক?
আর ভাই আপনার নতুন টিউন সম্পর্কে প্রশ্নঃ লোডার আর এ্টিভেটর এর পার্থক্য কি?

ভালই রিভিউ! 😀

Level 0

nice

@মুশফিকুস সালেহীন , ফোন অ্যাক্টিভেশন পদ্ধতিটা খুব কঠিন নয় সহজই বলা যায় । Skype দিয়ে Activation ঠিক নিয়ম অনুসারে করলে কয়েক মিনিট এই সফল ভাবে করা যায় ।
আমি ইতিপূর্বে কখনও টিউন করিনি তাই করার নিয়ম ভাবে ভাল ভাবে জেনে একটা টিউন করার ইচ্ছে আছে এই বিষয়টি নিয়ে ।
আমাকে Activation ID দিলে আমি আপনাদের Confirmation ID সরবরাহ করার চেষ্টা করব যেটা দিয়ে আপনার Windows 8 টি Permanently Active করতে পারবেন বিনা খরচে । ( যতদিন এ পদ্ধতিটি কার্যকর থাকে ।)

আমি ঈদ করতে গ্রামের বাড়িতে এসেছি । আর এখানে Internet Speed অত্তান্ত দুর্বল । এই Speed নিয়ে Skype Call দিলে মাঝে মাঝে কেটে যায় । তাই টিউন করে সাহস পাচ্ছিনা যদি Feedback বা সবার চাহিদা ঠিকভাবে পুরন করতে না পারি । শহরে থাকলে Wimax ব্যবহার করি তখন কোন সমস্যা হতনা । কয়েকদিন পরেই শহরে ফিরব তখন ভালভাবে করার ইচ্ছে আছে । তারপরও দেখি করা যায় কিনা ।

টেকটিউনস এর টিউনাররা আমাকে অনেক কিছুই শিখিয়েছে তাই আমি কিছু জানলে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ ।

অত্যন্ত তথ্যবহুল এবং প্রয়োজনীয় টিউন। আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাই পড়ে খুব ভাল লাগল ।উইন্ডোজ ৭ এর পাশাপাশি কিভাবে উইন্ডোজ ৮ বেবহার করব সেটা বললে ভাল হত । যদি আপনার ফোন াম্বার টা [email protected] এই ঠিকানায় পাঠান তাহলে উপৃক্রিত হতাম ।

    @rajon71: আপনি উইন্ডোজ ৭ যে ড্রাইভে সেটাপ দিয়েছেন সেটা বাদে অন্য যেকোন ড্রাইভে সেটাপ দিলেই অটোমেটিক ডুয়াল বুট হবে, তখন দুইটা একসাথে চলবে 😀

Level 0

tune ta khub valo laglo vai…….

@মুশফিকুস সালেহীন

GNU toh Windows 8 er onek Problem er kotha bolteche!

They also launched compaign against Win8
http://www.fsf.org/blogs/community/gnus-trick-or-treat-at-windows-8-launch

Tader Boktobbo: Windows 8: Don’t buy the hype

Microsoft has shelled out a mind-boggling $1.8 billion to convince the public that it needs Windows 8. Why the record-breaking marketing deluge? Because a slick ad campaign is Microsoft’s best shot at hiding what Windows 8 really is; a faulty product that restricts your freedom, invades your privacy, and controls your data. Here’s some of the Windows 8 “features” Microsoft won’t tell you about:

Restricts freedom: Windows 8 is proprietary software. At its core, it is designed to control you as a user. You can’t modify Windows 8 or see how it is built, which means Microsoft can use its operating system to exploit users and benefit special interests.
Invades privacy: Windows 8 includes software that inspects the contents of your hard drive, and Microsoft claims the right to do this without warning. These programs have misleading names like “Windows Genuine Advantage.”
Exposes personal data: Windows 8 has a contacts cache that experts fear may store sensitive personal data and make users vulnerable to identity theft.
Microsoft wants to keep you locked in to Windows so that it can take your money, your personal data, and your user freedom. They don’t want you to know that you have a choice of better operating systems; operating systems that respect your freedom. There are tons of free “as in freedom” software operating systems that you can download and install at no cost. And when they’re improved, you can choose whether or not you want to upgrade, without a corporation breathing down your neck.

It is time to upgrade your computer, but not to Windows 8.

Level 0

ভাই আমি নেট এ ঘুরে দেখলাম cড্রাইভ এ নতুন পার্টিশন করে সেখানে ইন্সটল করতে হবে । আপনি বললেন নতুনড্রাইভ বুঝলাম না। iso image খুজে পাচ্ছি না। এগুলা কি রিলিস ভার্সন । লিঙ্ক টা আবার দিলে ভাল হত ।

Level 0

অনেকেই হয়তো Windows 8 activate করতে সমস্যা পড়ছেন। তারা প্লিজ http://7pmtech.com/topic/2189-activate-win8-via-kms-working-31-oct-2012-updatedsupportprowmc-permanent-activation-added/ লিঙ্কটা ফলো করুন।আমি এটা করে permenently active করেছি।

@ Sajib Das : সম্ভবত KMS ACTIVATION IS VALID ONLY FOR 180 DAYS এটা খেয়াল করেননি । KMS server দিয়ে Active করলে ৬ মাসের বেশি মেয়াদ থাকেনা । তাই এটাকে Permanent Active বলা যায়না ।

Level 0

ভাই আপনার আপলোড করা ভারসন টা তে কি WMP আছে।আর roney007du ভাইয়ের Windows 8 Activator, ১০০% নিশ্চিত activation এই পোষ্ট এ দেয়া একটিভেটর কী টা কাজ করবে কিনা ?করলেও কোন ভারসন এর জন্য? ভাই জানাবেন please.জানালে উপকৃত হব ।

setup dite gele begening e serial key khujtese…ki korbo?

আমি কি করে বুঝব যে আমার উইনডোজ ৮ অরিজিনাল অ্যাক্টিভেটেড?

Level 0

Wireless connect চায় এখন কি করবো

উইন্ডোজ ৮ বিষয়ে কোন প্রশ্ন, মতামত উইন্ডোজ ৮ এর বাংলা গ্রুপ জানালা ৮ এ জানাতে পারেন 😉
https://www.facebook.com/groups/janala8/

Level 0

এখন সন্ধ্যায় নাস্তা করতেছি জানালা৮ আমাকে দুপুরে খেতে দেয়নি কষ্ট হলেও 8ফাটা ফাটি
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার একটি টিউন দেখলাম আর অমনেই ডুকি একটু হাটার পর ভের করে দিলো পেজ থেকে এখন আর ডুকেনা কি করতে পারি দয়া করে বলবেন

মাস খানেক ধরে এন্টারপ্রাইজ চালাচ্ছি , MSDN থেকে পাইছি , সাথে লাইসেন্সও

Level 2

Ami ajke Win8 Pro + activator pelam. Ami jodi Activator die activate kori, tahole ki microsoft.com theke Apps download korte parbo????????????????????????
Please Taratari bolen. Ami windows 8 install er jonno ar wait korte parchina………………………………………………….

Thanx

ভাই, কমেন্টের বাহার দেখেই বুঝা যাচ্ছে যে টিউনটা কত জনপিয়তা পেয়েছে। আমি আর বেশি কিছু বলব না। অনেক কষ্ট করেছেন ভাই। ধনঃবাদ। ইউন-৭ এর মত যদি আজীবন ইউজ করতে পারতাম, ভাল হতো।

    @shofiqsohel48: ধন্যবাদ। অ্যাকটিভেট করতে পারলে আজীবন ই ব্যবহার করতে পারবেন। তবে তা করা লাগবেনা কারণ ২০১৫ তে আসছে উইন্ডোজ ৯ 😉

Level 0

@মুশফিকুস সালেহীন, ami win8 install korar por amar nijer ekta local account create korechilam. then ami arekta local account create korechi. kintu pc start hole automatic amar account theke by default start menu ashe. onno account e login korte hole amarta theke sign out korte hoi. eita kibhabe solve kora jete pare? ami chai windows 7 er moto pc chalu hole jeno account select korar option ashe. plz help………….

    @sunmad: আমার পিসি তেও দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমার এমন হয়নাই। একটু অনুসন্ধান করে দেখে জানাচ্ছি

Level New

BEPOK TUNE.AMI GENUINE WINDOWS 7 64 BIT USE KORI.AKHON WINDOWS 8 PRO 64 BIT DOWNLOAD KORAR POR KIBHABE DUAL BOOT KORBO SETATE PLS HELP KOREN.R WINDOWS 8 DOWNLOAD KORLE AMAR WINDOWS 7 KONO PRBLM KORBE NA TO?

Level 0

Office 2013 activator ase karo kase?

@মুশফিকুস সালেহীন ভাই আপনি কিভাবে আপনার উইন্ডোজ ৮ টি অ্যাকটিভেট করেছেন?
জানালে ভাল হয়।

দারুন টিউন আমিও চেষ্টা করে দেখছি।

বস windows 8 install করছি কিন্তু shutdown দিলে খুব দ্রুত display চলে যায় আর কম্পিউটার চালু থাকে । এখন কি করব ?

আপনাদের গ্রুপে join করা যাচ্ছে না । group close দেখায় ।

Vai win 8 pro install korechi, activator d a active korechi. Windows is activated o dekheyeche, Personalize sob unlock hoiche Lock screen change korle change hoi na. And most important thing motherboard driver install nai na. Amar motherboard _ Intel DG41RQ. Duel core processor, 1 gb ram. Now boro vai ra keu jodi help korten kivabe win 8 pro use korbo?Plz help me.

    @ksr.mahmud89: আপনার Motherboad এর জন্য Driver নতুন করে Install দেয়ার প্রয়োজন নাই কারন Windows 8 এ Update driver দেয়াই আছে ( Chipset, Graphics etc) । আর যেটার Update দরকার Auto update on করে রাখুন প্রয়োজনীয় update হয়ে যাবে ।

    আর Windows 8 এর জন্য নতুন ড্রাইভার সব company এখনও বের করেনি ।

      @মির্জা: ami e p[orjonto amar pc te ektao device paynay,jar jonno windows 8 e driver install deya lagche.amar wifi device ar nvidia external gpu ero driver automatic install hoyche.

ak khotai o..sa….da….ron!!! tune ta jotokkon poresi mone hossilo mojar kon oponnas porsi!! dhonnobad.

Level 0

windows8 pro x86 er ISO single link chassilam…………….

@মুশফিকুস সালেহীন ভাই আমি কীভাবে KMS সার্ভার এর মাধ্যমে আমার Windows 8 ‍activate করব?
আমি যদি windows activate করি তবে কী personalize lock হয়ে যাবে? যদি হয় তবে তা কীভাবে unlock করে ? যদি জানান তবে আমি অনেক উপকৃত হব। আমি এই মাত্র windows 8 এর DVD কিনেছি এবং এর Install এর অপেক্ষায় আছি আপনার মতামত না পাওয়া পর্যন্ত।

    @টোনা THE গেমার: ঠিক উল্টোটা হবে 😛 মানে অ্যাক্টিভেট না করলে পার্সোনালাইজ লক থাকবে, অ্যাক্টিভেট করলে আনলক হবে 😉
    অ্যাক্টিভেশন সম্পর্কে ধারণা পাওয়ার জন্যও KMS অ্যাক্টিভেশনের জন্য এই টিউনটি দেখতে পারেনঃ https://www.techtunes.io/internet/tune-id/159734

      @মুশফিকুস সালেহীন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। Qubee modem এর software -win 8 64bit এ চলবে কি? তবে আমি কি এখন win 8 setup দেব?

@Mirza bhai thank you. but amar j ta problem seta holo Sound j aschena. Driver manlam deya ache.Amar sound driver may be Realtek Hd audio ei naame install hoto win 7 a.ekhon win 8 pro support korche na. r ekta besoy seta, ami jokhon lock screen a onno pic select korche ebong jokhon sing out korche tokhon Defautls pic ta asche. ami j pic select korche seta asche na.tahole ke amar win 8 ke active hoi nai?So ami sound er jonno ki korbo jodi bolten bhai.

@মুশফিকুস সালেহীন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। Qubee modem এর software -win 8 64bit এ চলবে কি? তবে আমি কি এখন win 8 setup দেব?
i’m waiting for your answer…..

    @Huawei Lover: @টোনা THE গেমার: amer Qubee modem win 8 64bit e thik motoi choltese r kms server o kaj kortese ami ekto age amer friend k windows 8 activate kore desi.(Parmanent activationwith WMC). KMS server lagle janiyen.

      @ronybuhyain: i need the kms activation method.

        @টোনা THE গেমার: #*IF YOU ALREADY TRIED TO ACTIVATE USING SOME KIND OF UNOFFICIAL/UNTRUSTED ACTIVATOR, FIRST UNINSTALL IT, THEN RUN “sfc /scannow” IN COMMAND PROMPT (as admin) TO FIX CORRUPTED/MODIFIED SYSTEM FILES.
        *MAKE SURE YOUR TIME ZONE IS CORRECT AND SYNCHRONIZE THE TIME WITH THE WINDOWS TIME SERVICE.
        *NOW YOU’RE GOOD TO GO! JUST FOLLOW THE INSTRUCTIONS BELOW…

        1) Open CMD (as admin)
        #2) Run these commands -one line after copy paste

        slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
        slmgr -skms jbiz1.no-ip.org:1688
        slmgr.vbs -ato

        quick activate koren server ekhono online e ache.

@টোনা THE গেমার, kms server গুলো সব ডাউন হইয়া আছে………install না দেয়াই উত্তম!

amar kasa asol activator asa lagla amar FB ta janan maill kora dibo
fb mail: [email protected]

আচ্ছা আমি কী KMS দিয়ে activate করব নাকি @roney007du ভাইয়ের activator ব্যবহার করব?

Level 2

Vai ami musfic salehin vai er link the win 8 64 bit download die c. Iso ti namabar por jokhn usb burn korte gelam tokhon ar usb burn hosse na. tahole ki amr download soft ti valo na. sudhu boot manager missing blse. Aktu solution diben.

দারুন লাগছে ! হার্ডওয়্যারের কথা উল্লেখ করলে আরো ভাল হতো। ধন্যবাদ

vai win 8 pro & win 7 ultimate ei dui tar moddhe parthokko ki. sob e to ek e.Notun kichu ache ke? R ekta question windows defender thakle ki Avast deyar proijon ache ke?

ভাই আমি দোকান থেকে ডিভিডি কিনে ইন্সটল করেছি কিন্তু শুধু হ্যাং করতেছে । কি করবো ভাই । Computer Config-Core – 5 ,
Ram-2 GB

Level 0

আমি windows টি successfuly install করেছি কিন্তু আমার সমস্যা হচ্ছে firefox & IE কোনটাই ঠিক মত কাজ করছে না। windows টি activate করা। সমস্যাটা কোথায় জানালে উপকৃত হব।

আমি windows টি install করার সময় product key চেয়েছিল কিন্তু আপনার এই tune এ দেখলাম তা লাগেনি, এইরকম কারও ক্ষেত্রে দেখলাম লেগেছে আবার কারও ক্ষেত্রে লাগেনি। বিস্তারিত বললে উপকৃত হতাম।
ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…