ফ্রিল্যান্সিং : রাতারাতি বড়লোক হবার সর্টকার্ট রাস্তা নয়!

যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেদিন থেকে আপনি আপনার, আপনার নেই কোন ধরা বাধা পেশা। আপনি স্বাধীন এবং আপনার উন্নতি আপনার দক্ষতার উপর। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি বিপ্লব, আধুনিক যুগে নিজেকে উচু করে তোলার একটি নতুন পদ্ধতি।

আজ থেকে বহু বছর আগে ইংল্যান্ডে শিল্প বিল্পব হয়েছিল, কিন্তু আজো নতুন প্রজন্ম সেই দিনটির কথা স্মরন করে। এখন থেকে বহু বছর পরের প্রজন্ম ঠিক তেমনি করে স্মরন করবে ফ্রিল্যান্সিং বিপ্লবের কথা।

২০১১-২০১২ সালটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের জন্য স্বর্ণযুগ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং করে টাকা আয়ের জন্য, তাদের মনে ২য় কোন ভাবনা আছে কিনা তা আমার জানা নেই। তবে অনেকে এটাকে টাকা আয়েরর সরল পথ হিসেবে অভিহিত করে।

চলুন আজ থেকে ১০ বছর আগের বাংলাদেশে ফিরে যাই, কয়টা কম্পিউটার ছিল বাংলাদেশে? হাতে গোনা শ’খানেক? কিংবা আরো কম/বেশি। তখন যুব সমাজের মনে প্রশ্ন জাগতো পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবো, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হত। অনেক সময় ছোট একটি চাকরি করেও ভালোই দিন কেটে যেত। তো ২০১২ সালের যুক সমাজের মনে কি প্রশ্ন জাগে? ডাক্তার/ ইঞ্জিনিয়ার হয়ে টাকা আর টাকা ইনকাম? নাকী অন্য কিছু?

প্রযুক্তির যতই কাছে যাচ্ছি ততই আমরা সর্টকার্ট হয়ে যাচ্ছি, কাজে কর্মে, যাতায়াতে কিংবা বিনোদনে। কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরি করলে কি বিনোদনের সময় পাবেন?

সকাল ৮ টা থেকে বিকেল ৫টা বাজার আগে বাড়ি গিয়ে বিশ্রামের চিন্তা? ইম্পসিবল। বসের গাল মন্ধ না শুনলে সেটা কি চাকরি হল? মাস শেষে অফিসের ম্যানেজারের রুমের সামনে গোরাগোরি ছাড়া মাইনে নিবেন? অসম্ভব।

আপনার কি ইচ্ছে করে না বাসায় বসে গরম কপিতে চুমুক দিয়ে বসের ঝাড়ি না খেয়েই অফিস করতে? কিংবা সকাল বেলা চাকুরি করে বিকেল বেলা পার্কে গিয়ে সময় কাটাতে? সপ্তাহের যে কোন দিন পরিবার পরিজন নিয়ে ভ্রমনে যেতে? যদি ইচ্ছে থাকে তবেই ফ্রিল্যান্সিং এ আসুন।

ভালো কথা, আরাম আয়েশ এর কথা শুনে এই পথে আসলেন? তো করবেন টা কি?আপনার যোগ্যতা কি? বিকম/এমবিএ কিংবা ডাক্তার? অনলাইনে বসে ডাক্তারি করবেন? হয়েছে আপনি রুগি মেরে ফেলবেন। তো আপনার প্রথমেই জানা দরকার অনলাইনে কি কি কাজের ক্ষেত্র আছে।


আমি এই পথে আসার আগে আপনাকে ৫টি প্রশ্ন করবো, আগে নিজেকে নিজে সেই প্রশ্ন করুন তার উত্তর দিন:-

  • ১. আমি কেন বর্তমান পেশা ছেড়ে ফ্রিল্যান্সিং এ যাচ্ছি?
  • ২. ফ্রিল্যান্সিং করার জন্য কি এটা আমার সঠিক সময়?
  • ৩. আমি কি আমার বর্তমান পেশার প্রতি যত্নবান?
  • ৪. আমি কি নিজের ভুল নিজেই ধরতে পারি?
  • ৫. আমি কি ফ্রিল্যান্সারদের মতই আচরন করতে পারবো?

আমি কেন বর্তমান পেশা ছেড়ে ফ্রিল্যান্সিং এ যাচ্ছি? :

আপনার বর্তমান পেশায় আপনার বেতন কম, পদোন্নতি হচ্ছে না, পদোন্নতির ভবিষত সুযোগ নেই, আমি এই পেশায় আগ্রহী নই, আমি অফিসের নিয়ম কানুন মেনে চলতে পারছি না।

যদি এই হয় আপনার উত্তর তবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে ফ্রিল্যান্সিং এ স্বাগতম।

ফ্রিল্যান্সিং করার জন্য কি এটা আমার সঠিক সময়?:

সব কিছুর একটা বয়স/সময় আছে, সঠিক সময়ে সঠিক পথে না গেলে পরে সফল হবার সম্ভাববনা কমেই যায়। নিজের দিকে তাকিয়ে দেখুন, বর্তমান পেশা ছেড়ে ফ্রিল্যান্সিং এ আসলে আপনি মানিয়ে নিতে পারবেন কিনা। যদি আপনি শিক্ষার্থী কিংবা সদ্য পাশ করা যুবক হয়ে থাকেন তবে এক কথায় বলবো এই পথে আপনার সূচনা হওয়া চাই।

প্রতিটা মানুষের চাকরি/কাজ করার জন্য একটা উপযুক্ত সময় লাগে, আপনি যদি একজন ইন্টারমেডিয়েট পরীক্ষার্থীকে এনে এই পেশায় ডুকিয়ে দিন তবে তার বড় হওয়া তো দূরের কথা স্বপ্ন দেখাই পাপ হয়ে দাড়াবে। তাই যখন তখন ফ্রিল্যান্সিংয়ে আসা যাবে না। আগে একটা উপযুক্ত সময় বেছে নিন। আপনি যখন নিজেকে মানষিক ভাবে যখন কাজ করার জন্য প্রস্তুত মনে করবেন, তখনি আসুন।

আমি কি আমার বর্তমান পেশার প্রতি যত্নবান?:

দরুন আপনি বর্তমানে একজন ব্যাংক কর্মকর্তা, আপনি একটু স্বাধীন ভাবে চলার জন্য ব্যাংক এর চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করবেন? ভুল সিব্ধান্ত নিবেন না কারন আপনার দক্ষতা হিসাব নিকাশে অন্য কিছুতে নয়।

আপনি আপনার বর্তমান পেশাকে সম্মান করেন, এবং কাজটি আপনার জন্য সহজ অথচ মাইনে কম, তো আপনি কি বেশি আয়ের জন্য ফ্রিল্যান্সিং এ নামবেন? টাকা তো পরের কথা আসল কথা হচ্ছে আপনি তো এই কাজে পারদর্শী নন।

তাই আমি বলবো আপনি যে কাজটি ভালো পারেন সেটাই করুন, হোক না কয়টা টাকা মাইনে কম বা বেশি।

আমি কি নিজের ভুল নিজেই ধরতে পারি?:

এই পেশায় ২/৪টা ভুল করবেন এটা নিশ্চিত, তবে আপনি যদি বাসায় বসে কাজ করেন তবে আপনার ভুলগুলো সংশোধনের জন্য কি আপনি প্রস্তুত? যদি নিজের ভুল নিজে ধরতে না পারেন তবে আপনার জন্য এই পেশা কিছুটা ঝুকির হতে পারে। যারা ভুল করার পর অন্নত সেটা উপলব্ধি করতে পারেন তবে তাদের জন্য এই পেশা শুভ।

আমি কি ফ্রিল্যান্সারদের মতই আচরন করতে পারবো? :

অফিসে আপনি বসের প্রতিদিন বকা খেতেন দেরিতে আসার জন্য, কিন্তু এই আচরন যদি আপনার থেকে চিরবিদায়া না নেয় তবে ফ্লিল্যান্সিং ও আপনার জন্য কল্যানকর হবে না। কারন এখানে মানুষ টিকে থাকে পার্সোনালীটি এবং দক্ষতার উপর। তাই বাজে অভ্যাশ ত্যাগ করুন।

ডিগ্রি ছাড়া ফ্লিল্যান্সিং চলবে? :

আপনি যদি ডিগ্রি প্রাপ্ত হোন তবে আপনার জন্য ওয়েলকাম, বর্তমানে আগের মত আর সুযোগ নেই যে ১০ টাকা দিয়ে ব্যাবনা শুরু করে পরে ১০ বিলিয়নের মালিক হবেন।
বর্তমানে অবস্থা হচ্ছে সঠিক পথে না যেতে পারলে ১০ টাকা দিয়ে ব্যাবসা করে ১০ বিলিয়নের মালিক হওয়া যাবে না।

যাদের শিক্ষাগত যোগত্য নেই তাদের জন্য এই পেশা অসম্ভব, যদি স্বয়ং আল্লাহ আপনাকে কোন বিশেষ জ্ঞান না দিয়ে থাকেন তবে আপনার জন্য এই পেশা উপযোগী নয়।
কেননা এখানে আপনাকে ভিন্ন ধরনের একটি সমাজে উপস্থিত হতে হবে, যার সাথে আপনি সম্পূর্ণ অপরিচিত। তাই আমি বলবো আগে শিক্ষাগত যোগত্য অর্জন করুন এবং পরে পেশায় আসুন।
এই পেশায় আসতে হলে আমর কি কি যোগ্যতা প্রয়োজন?: প্রথমত আপনাকে স্কুল/কলেজের/বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জন করতে হবে। হতে পারে তা হাতে কলমে শিক্ষা কিংবা বই মুখস্ত করে শিক্ষা, তবে আপনাকে শিক্ষা গ্রহন করতেই হবে।

২য় কথা হচ্ছে ফ্লিল্যান্সিং পেশায় আপনি যে কাজটি করতে চাইছেন তার সম্পর্কে শিক্ষা লাভ। যদি তা হয় চিত্রাংকন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট তবে সেই বিষয়ে আপনাকে শিক্ষাগ্রহন করতে হবে।
আমি কিন্তু ডিগ্রি বলতে শুধু নামকরা প্রতিষ্ঠানের বড় বড় সার্টিফিকেটের কথা বলছি না, যে কোন প্রতিষ্ঠান হতে পারে, তবে আপনাকে শিক্ষা গ্রহন করেই এই পেশায় আসার অনুরোধ করছি।

আমার রুম মেট প্রতিমাসে ২০ হাজার টাকা আয় করে, আমিও তার সাথে যোগ দেব? :

ধরুন আপনি ইংরেজীতে অনার্স করেছেন এবং ইংরেজী অনেক ভালো জানেন। আপনার বন্ধু মার্কেটিং কিংবা হিসাব বিজ্ঞানে অনার্স করেছে। এখন আপনি করেন কোন কলেজে ইংরেজী  বিষয়ে শিক্ষকতার চাকুরি।

আর আপানার বন্ধু করে শেয়ার বাজার বিজনেস। আপনি চাইলেন আপনার জমানো টাকা দিয়ে তার সাথে শেয়ার বিজনেস শুরু করবেন, এবং শেয়ার বাজারে আপনার ১ লক্ষ টাকাও বিনিয়োগ করলেন।
১ মাস বাধে আপনার ১ লক্ষ টাকা লস হলো, এবং আপনি শেয়ার বাজারের সামনে লাঠি নিয়ে অবস্থান করলেন। আপনার ধারনা সব দোষ শেয়ার বাজারের।

কিন্তু আসল ব্যাপার হচ্ছে কিভাবে শেয়ার বিজনেস পরিচালনা করতে হয় আপনি তা জানেন না, কথন কোন প্রদক্ষেপ নিতে হয় আপনি তাও জানেন না। কেননা শেয়ার বাজার সমন্ধে আপনার কোন ধারনা নেই, আপনি ইংরেজীতে অনেক পারদর্শী তাই বলে শেয়ার বাজারে আপনার লাভ হবে তা নয়। আপনারই বন্ধু শেয়ার বাজারে লাভ করতে পেরেছে কারন তিনি শেয়ার বাজার সমন্ধে অনেক ভালো বুঝেন, তিনি এই বিষয়ে শিক্ষা লাভ করেছেন সে জন্য।

তাই অন্যকে দেখে তার পেশায় ঝুকে পড়বেন না, আপনি যা ভালো পারেন তাই করুন। আর পেশা বদলাতে হলে সেই পেশার সমন্ধে আগে অবগত হোন, ট্রেইনিং গ্রহন করুন। না ঝুঝে, না জেনে, যেখানে সেখানে নিজেকে পরিচালিত করবেন না।

ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে নিতে হলে আগে ফ্রিল্যান্সিং এর উপর খোঁজ খবর নিন, অভিজ্ঞদের থেকে পরামর্শ নিন প্রয়োজনে প্রশিক্ষন নিন।

আমি তো ফিজিক্স এর ছাত্র ফ্রিল্যান্সিং কি আমাকে দিয়ে হবে? :

আপনি কিসের ছাত্র তা দেখার বিষয় নয় আসল কথা হচ্ছে আপনি কোন বিষয়ে আগ্রহী এবং দক্ষ। আপনি যদি ফিজিক্স এর ছাত্র হয়ে থাকেন কিন্তু আপনি আইটি সেক্টরে অনেক আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলবে আপনিও এই পেশায় আসতে পারেন।

কেননা আপনার সফলতা নিশ্চিত, যেহেতু আপনি এই পেশার প্রতি আগ্রহী। তবে আগের কথা হচ্ছে এই যে আপনাকে উপযুক্ত শিক্ষা লাভ করতে হবে এবং তারপরেই ফ্রিল্যান্সিং এ প্রবেশ করবেন।

আমি ফ্লিল্যান্সিং পেশায় পেশাজীবি হতে চাই, কিন্তু কিভাবে?:

  • ১.  সব সময় নিজেকে প্রফেশনাল ভাবতে শিখুন: আপনি মনে করবেন যে আপনি বেকার নন, শুধু অফিসে বসে কাজ করলেই তাকে পেশা/চাকুরি বলে না। আপনি সব সময় ভাবুন যে আপনি পেশাজীবি এবং আপনার একটি সম্মানজনক পেশা আছে।
  • ২. সব সোর্স থেকে উপদেশ গ্রহন করবেন না: আমরা প্রতিদিন যে কথাবার্তা শুনি বা বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা জনসভায় যা শুনি তার সবগুলো আপনি উপদেশ হিসেবে গ্রহন করবেন না।
    ভালো এবং খারাফের পার্থক্য নিশ্চিত করার পর ভালো টা গ্রহন করুন। অনেকে পত্র পত্রিকায় নিজেদের স্বার্থে অনেক কিছুই বলে/লিখে, তবে তার সব কটি পজেটিভ নয়।
  • ৩. পরিবার এবং বন্ধুদের থেকে সাহায্য নিন
  • ৪. একটি সময় ঠিক করুন, কতদিন এই পেশায় থাকবেন: মিনিমাম ৩ অথবা ৫ বছর প্রাথমিক ভাবে নিদ্দিষ্ট করুন যে আপনি আগামী ৫ বছর ফ্রিল্যান্সিং করবেন।

  • ৫. সব অফার গ্রহন করবেন না: আপনি যখন ভালো পজিশনে থাকবেন তখন অনেক অফার পাবেন, তাই বলে সবগুলো গ্রহন করবেন না, কিছু অফার ছেড়ে দিন এবং বেছে যেকোন একটি ভালো সুযোগ গ্রহন করুন। কেননা ছোট এবং কম লাভজনক কাজে নিজেকে জড়িয়ে ফেললে পরে ভালো অফার পেলেও আপনি তা গ্রহন করতে পারবেন না বা সেই সুযোগ থাকবে না।
  • ৬. যে কাজটি পারেন তাই করুন:  ফ্রিল্যান্সিং এ অনেক কাজ রয়েছে, আপনি যেটা ভালো পারেন সব সময় সেটাই করুন, বার বার কাজ পাল্টাবেন না, এতে আপনি ততটা দক্ষতা অর্জন করতে কোনদিন পারবেন না। যে কোন একটা কাজেরই অভিঙ্গতা অর্জন করুন।

প্রমোশন লাগবে? আগে এগুলো করুন:

  • ১. দায়িত্বের অবহেলা নয়: আপনাকে কেউ hire করেছে তার একটি কাজ করে দেওয়ার জন্য, অথচ সে আপনাকে কাজের সময় পেলো না, তবে প্রমোশন হবে নাকী ডিমোশন হবে?
  • তাই কাজের প্রতি এবং সময়ের প্রতি যত্নশীল হোন।
  • ২. কাজ নির্বাচন করুন; ক্লায়েন্ট আপনাকে কি কাজের জন্য hire করেছেন তার সম্পর্কে আপনার স্বচ্ছ ধারনা নিতে হবে এবং সেই কাজটি আপনি পারেন কিনা তা নিশ্চিত হোন।

  • ৩. কাজ না করে লোক বলে বেড়াবেন না: কোন কাজ শেষ করার আগে লোক বলে বেড়াবেন না।
  • ৪. আপনার কতটুকু বহনের ক্ষমতা আছে:এক সাথে কতটুকু কাজ আপনি করতে পারবেন তার উপর অনুমান করেই কাজ নিন, ওভার লোড নিবেন না। তাতে কোন কাজই সময় মত শেষ করতে পারবেন না।

আমার কাজের মূল্য কত?

আমি যে কাজ করি তার জন্য ক্লায়েন্ট এর কাছে কত টাকা চাইতে পারি?

  • ১. নিজেকে অযোগ্য মনে করে কাজের মূল্য খুব কমাবেন না
  • ২.আপনি কাজটি একা করতে পারবেন নাকী অন্য কাউকে সাথে নিবেন, তবে সে হিসেবে টাকার ইষ্টিমিট করুন
  • ৩.নিজেকে ভাগ্যবান মনে করে ভালো কাজ অল্প দামে করবেন না
  • ৪.আগামীতে আরো কাজ পাবার আশায় কারো কাজ খুব কম দামে করবেন না।
  • ৫.ক্লায়েন্ট কে বোকা ভেবে কোন কাজের মূল্য খুব বড় অংকের চাইবেন না।
  • ৬.আপনার প্রাপ্য থেকে কখনো ডিসকাউন্ট দিবেন না

কাজ নিতে গেলে যে সকল বাক বিতর্ক প্রায়ই হয়:

যা আপনাকে ক্লায়েন্ট বলতে পারে-
“ এই কাজের জন্য আমরা ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলছি.”
তার মানে ক্লায়েন্ট আপনাকে বলতে চাচ্ছে যে তারা আপনাকে যে কাজের জন্য নিতে চাচ্ছেন সে কাজটি তারা এর আগেও অন্য কাউকে দিয়ে করিয়েছেন, এবং অনেক অর্থ খরচ করেছেন।

“ আপনি যে টাকা দাবি করছেন, তার অর্ধেক দামেই আমাদের আগের কর্মীরা কাজ করেছেন“
এখন আপনি আপনার ক্লায়েন্ট এর কাছে একটা টাকার পরিমান চাইবার পরে সে আপনাকে বলবে যে এর আগে তারা অনেক সস্তায় কাজ করিয়েছেন।

“ আমাদের এখানে আপনার দীর্ঘদিন কাজ করার সুযোগ রয়েছে ”
আপনাকে লোভ দেখানো হচ্ছে যে আপনি কিছু টাকা কম নিলে তারা আপনাকে অনেক দিন তাদের কাজে রাখবে

“ আপনার পূর্বের করা কাজের নমুনা দেখতে চাই ”
আপনি তাদের কাজটি করতে পারবেন কিনা সে বিষয়ে ধারনা পেতে তারা আপনার কিছু সদ্য শেষ করা কাজের নমুনা দেখতে চাইবে।

“ আপনাকে আমাদের সাথে সময় মেনে কাজ করতে হবে ”
আপনি যে দেশেই থাকুন না কেন ক্লায়েন্ট চাইবে তার সুবিদা মত আপনাকে কাজে পেতে, তাই একটা সময়  নির্ধারন করে নিবে।

“আপনিই প্রথম, যাকে আমি নিজে থেকে hire করেছি”
তার মানে ক্লায়েন্ট বলতে চাইছে, তার কাছে আপনাকে হয়তো পছন্দ হয়েছে অথবা যোগ্য মনে হয়ছে।

“আপনার কাজের মূল্যায়ন করেই আপনার সাথে আগাবো”
এখন আপনাকে অগ্রিম তাদের সাথে কাজ কন্টিনিউ করার একটা প্রসেস বলে দেওয়া হয়েছে।

ক্লায়েন্ট রেগে গেছেন! কি করবেন?

ANGER!

জেনে নিন ANGER এর পূর্ণ রুপ আসলে কি
A=Acknowledge= স্বীকার
N=Nod  =  নড়া
G=Guide=  গাইড
E=Execute=  সম্পাদন
R=Retreat= পশ্চাদপসরণ

আপনার ক্লায়েন্ট রেগে গেছেন এটা কোন ব্যাপার নয়, আপনি ক্লায়েন্ট সমন্ধে কি চিন্তা করছেন তাও ব্যাপার নয় আসল কথা হচ্ছে আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন।
এবার আপনিও রেগে গেছেন? একটাই সমাধান চুপ করে বসে থাকুন, নো টক

একই কাজের রিলেটেড কয়েকটা কাজ শিখে রাখুন:

মনে করুন আপনি একজন ডাক্তার, আপনি কারো পেট কেটে তার টিউমার অপারেশন করেছেন, তার পেটে কেটে দেখলেন যে তার কিডনির ও সমস্যা আছে, এখন আপনি কি করবেন?তার টিউমার এর সমস্যা সমাধান করে তার পেট সেলাই করে দিবেন এবং অন্য ডাক্তার এনে আবার তার পেট কেটে কিডনির সমস্যা সারাবেন? এক পেটে কত সেলাই করবেন? রুগী কি বাচবে? আপনার যদি কিডনির সম্পর্কে ধারনা থাকতো তবে এই অপারেশনে ২টি সমস্যার সমাধান করে পেলতে পারতেন।

কেন এই উদাহরন দিলাম: মনে করুন আপনি নিজেকে ওয়ার্ডপ্রেস/জুমলা এক্সপার্ট পরিচয় দেন কিংবা মনে করেন। আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আপনি আমাকে সাইটের মধ্যে অমুক ফিচার টি এড করে দিন। তখন আপনি কি করবেন?

তার মানেই হলো ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা জানলেই আপনি ওয়েব পরিপূর্ণ নন।
আপনাকে তার পাশাপাশি অন্য কাজগুলো আয়ত্ব করে নিতে হবে। ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে : প্লেইন কোডিং, সিএমএস, সিকুরেটি এইসব কিছুই জানতে হবে।

যাদের প্রতি মুহুর্তে টাকা উপার্জন প্রয়োজন তারা এই পেশার আসবেন না:

ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যার ভবিষ্যত কি হবে তা কেউ বলতে পারবে না, বর্তমানে যে কাজটি বেশি জনপ্রিয় এবং চাহিদা আছে আগামী দিনে তা কি হবে তা কেউ জানে না।

এখানে প্রতিদিন কিন্তু কাজ পাবেন তাও নয়, এটি যেমন স্বাধীন পেশা তাই এখানে সব সময় কাজ পাবেন না। এটাকে সিজনাল ও বলতে পারেন, এখানে অনেক প্রতিযোগী তাই আপনাকে কে ভাবে গড়ে তুলতে হবে।

যাদের মাস পুরালেই অবশ্যই নির্দিষ্ট অংকের টাকা প্রয়োজন তারা এই পেশায় আসবেন না। কেননা এখানে মাস শেষে কতটাকা ইনকাম হবে তা মাসের শুরুতে আপনি নিশ্চিত হতে পারবেন না।
সে ক্ষেত্রে আপনার উচিত আপনার চাহিদা অনুযায়ী চাকুরি/কাজ কার এবং যাতে আপনার বাজেট ফিক্সড হয়।

যাদের সংসার চালাতে মাসে নূন্যতম একটা টাকার অংক(আবশ্যক) লাগবেই তারা এই পেশায় না এসে কোথাও চাহিদা অনুসারে কাজ নিন। আমি তাদের কথাই বলছি যাদের সংসারে ব্যাকাপ দেবার মত কেউ নেই তাদের।

কেননা এখানে কোন মাসে আপনি অনেক টাকা আয় করবেন আবার কয়েকমাস কোন আয় হবে না, সে ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। তবে আপনি চাইলে চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং টাকে অপশনাল হিসেবে নিন, তাহলে আপনার আর কোন  রিক্স থাকবে না।

ব্লগে/পত্র পত্রিকায় সবাই বলে ফ্রিল্যান্সিং সহজ, অথচ আপনি বলছেন অনিশ্চিত!

কোট টাই লাগিয়ে আপনাদের সামনে ভাষন দিতে আসিনি, কিংবা আমার পিএস আমাতে কাগজে লিখে দিয়ে যায়নি মহান ভক্তা হবার বিশেষ ভাষন।

আমি যা বলছি এবং লিখছি তা জীবনমুখী, এবং নিজের অভিজ্ঞতা থেকেই। কোন সফল কাহীনির বাংলা অনুবাদ করে লিখছি না, আমরা বাংলাদেশীরা সব সময় ইন্টারনেটে বসে বসে সফল কাহীনি খুঁজে, তাই আমরা সমস্যা গুলো খুঁজে পাইনা।

শতকরা ১০ ভাগ মানুষ সফল হয়, আর বাকী ৯০ ভাগ মানুষ ব্যার্থ হয়, কারন তারা আকাশের দিকে তাকিয়ে হাটতে হাটতে মাটিতে হোচড় খায়, আপনি যদি সফল হতে চান তবে সঠিক পথে ধরে এগোতে হবে।

সবাই বড়লোক হতে বলে, কিন্তু বড়লোক হবার সঠিক রাস্তা কেউ দেখায় না:

ব্লগ/নিউজ পেপার/পরিবার/বন্ধু বলেন, কেউ আপনাকে বড়লোক করে দিতে পারবে না, কেউ জানেও না কিভাবে বড়লোক হতে হয়। মানুষ আস্তে আস্তে কোন একদিন অপরের চোখে বড়লোক হয়ে উঠে, তবে তার জন্য কতটা পথ অতিক্রম করতে হয় তা গননার প্রয়োজন নেই। আপনাকে কেই জীবনে বড় হতে বললেই ভাববেন না যে সে মহা অপরাধ করেছে আসলে সে আপনার মাথায় বড়লোক হবার ভাবনা ডুকিয়ে দিয়েছে এখন বাকী কাজ আপনার।

ভাইয়া আমি অনলাইনে আয় করতে চাই, ইনকাম করতে চাই: আমার ভাইয়েরা, আপনাদের অনুরোধ করবো আপনারা যারা ঘরে বসে আয় করতে চান তারা আগে কোন একট নির্দিষ্ট বিষয়ের উপরে প্রশিক্ষন গ্রহন করুন।

মনে রাখবেন দক্ষ হলে যে কোথাও তার কাজ আছে আর দক্ষ না হলে তার স্থান কোথাও নেই।

অনলাইনে আয় করে বড়লোক হোন! : অনেক সময় এই ধরনের শিরোনামের কিছু লেখা চোখে পড়ে, আসলেই কি টাকা উপার্জন এতটা সহজ?
রাতারাতি বড়লোক হবার কোন সর্টকার্ট রাস্তা নেই(ভালো পথে)। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা সময়উপযোগী পেশা, এখানে আপনার নিজেকে প্রমোট করার সুযোগ নিজের হাতেই, তবে আপনাকে একটা ভালো পজিশনে যেতে হলে প্রচুর কায়িক শ্রম দিতে হবে।

আজকে ফ্রিল্যান্স শুরু করে কালকে বড়লোক হয়ে যাবেন সেটা কথনো হবার নয়। একটা  কাজ করতে করতে যখন আপনি সেই কাজে পারদর্শী হয়ে যাবেন তখনি আপনার প্রমোশন। অপরের কথায় আত্বভোলা না হয়ে নিজে বুঝে তারপর সিদ্ধান্ত নিন।

সবাই ফ্রিল্যান্সিং পেশায় আসার জন্য উ্যসাহ দেয়, আমি কেন নেগেটিভ কথা বলছি?:

পৃথিবীতে অনেক কঠিন সত্য আছে তাই। সব কিছুর একটা বাজে দিক আছে, যদিও এই পেশার সমস্যাগুলো ততোটা বাজে নয় তবুও জেনে শুনে বিষ পান করাও শ্রেয়।

টিকা:

  • বাংলা টেকনোলজী ব্লগ গুলোর(টেকটিউনস সহ) মডারেশন প্যানেল কে আরো দায়িত্বশীল হতে হবে, ফ্রিল্যান্সিং নিয়ে যাতে কেউ ভুল ব্যাখ্যা না দিয়ে লেখা না প্রকাশ করে, অনেকে রাতারাতি টাকা আয়ের পথ দেখায়, পিটিসি কিংবা ফেইসবুক লাইক দেয়ার জবের কথা বলে, আসলে এই সব কাজের কোন গ্যারান্টি নেই। তাই ফ্রিল্যান্সিং বিষয়ক লেখাগুলোকে ভালো করে যাচাই করার অনুরোধ জানাচ্ছি।
  • আমি যে সব ভালো কথা বলছি তা কিন্তু নয়, শুধুমাত্র ব্যক্তিগত মতামত আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সবচেয়ে উত্তম কাজ হবে আমার লেখা থেকে গুরুত্বপূর্ণ কিছু বের করতে পারেন কিনা সেটাই।

আমার লেখায় ভালো কিছু থাকলে তা গ্রহন করুন আর যা আপনার মতের সাথে মিলছে না তা বর্জন করুন।

Level 0

আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর পোস্ট,তবে আপনার খারাপ লাগতে পারে তাও বলতে হবে,যারাই এ পেশায় আগ্রহী কিংবা কাজ করে উপার্জন করার চিন্তা করছেন কিংবা পিটিসি থেকে ধরা খেয়ে এখন ফ্রিল্যান্সিং এ ঝুঁকছেন তারা একটু তাড়াতাড়ি কথাগুলো বুঝে গেলে ভালো হত।প্রায়দিনই এ জাতীয় টিউন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি,সাথে পিটিসির যন্ত্রণাও মাঝে মাঝে পাওয়া যায়

    Level 0

    @Ochena Balok: আমিও সেই দিনের অপেক্ষায়………

    [URL=http://picasion.com/][IMG]http://i.picasion.com/pic59/44e25b2232c70d54d8081a5fedb7e157.gif[/IMG][/URL]

    Level 0

    Public Freelancing Kori Sunle bole:

    ========================

    No 1: Bekar thaker chaye Kaj Kora Valo

    No 2: Gore Bose kaj ………. Amra chakri bakri kori…… hi hi…..

    No 3: Ai kaj Ki Bovishotte Thakbe?

    No 4: Ai ta School ,College Pora Polapaner Kaj..

    No 5: Chakri na kole cholbe……. chakrir pasa pasi koro…….

    No 6: Gore boshe kaj kora onek soja………..

    Vai Tune Ta Khub Valo hoise……….. Tobe Amar Mote Jara chakri Korer Pasa Pasi Korte chan tader ai Profession e asar Dorker nai…Karon Freelancing Sob Somyei Thak Be. kaw 10 $ er kaj 4$ diya paile Se ar Onne jaigai jabe na………. Tobe Bangadehi der Modde Kaj er Rate Komaiya Feler akta Osusto Chinta Ase…..Ai ta Poriher kore Client Er Budget Onujaiye Kaj Korai Valo… Ami Bangla Type Korte Jani na and Obrow install Kora nai tai Banglish Lekhlam..Khoma Sundor Dirsti te ta dekhben…

আমি ভাগ্যবান যে আপনার এই সুন্দর উপস্থাপনায় প্রথম মন্তব্য করছি। খুবই সুন্দর ও সময়োপযোগী লেখা। আমাদের চোখ খুলে দেখার প্রেরনা যোগানোর জন্য ধন্যবাদ।

নাহ্ সে সৌভাগ্য আর হলো না, কিভাবে যেন পেছনেই পড়ে থাকতে হয়। আসলে সবাই প্রফেশনাল, মুখে সুন্দর বুলি কিন্তু হাত ধরে সঠিক পথে কেউ নিয়ে যেতে চায়না। টেকটিউন মডারেটর সোর্ডফিশ অনলাইন স্কুল খুলেছে, সেখানে ৩০০০টাকা ফিশ। হয়তো এভাবেই অর্থ/সঠিক দিক নির্দেশনার অভাবে আমরা বার বার প্রতারিত হব, এবং ফিরে এসে আপনাদের মহান বানী শ্রবন করবো। হাঁ করে দেখবো আপনাদের সফলতা, কিন্তু তখন আপনাদের আর পেছনে তাকানোর সময় কই? আমরা আমাদের জায়গাতেই স্থির থাকবো। এমনই তো হয়।

    Level 0

    @স্বার্থপর: আমাদের তো মাত্র শুরু, কে বলেছে পিছনে পড়ে আছেন,ঘুরে দাড়ান, দেখবেন আপনি সবার আগে আর আমরা তখন আপনার পিছনে ।

    @স্বার্থপর: আপনার কথার সাথে একমত হতে পারলাম না স্বার্থপর ভাই। আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যারা ফ্রিলেন্সিং এ সফল তাদের প্রায় ৯৫% ভাগই কোথাও না কোথাও থেকে পেইড কোর্স করেই এসেছে। আপনি ফ্রিতে সবই শিখতে পারবেন কিন্তু সেই কাজটা করার জন্য ১টা গাইডলাইন প্রয়োজন যা কখনোই ফ্রিতে সম্ভব না। ১টা উধাহরন দিলে আশা করি ভালো বুঝতে পারবেন। কেউ যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখন সে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রিতে পরাশুনা করতে পারে। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আরও যত উচ্চতর শিক্ষা অর্জনের পথে ধাবিত হয় তার খরচ ততই বারতে থাকে। তেমনটি কিন্তু অনলাইনেও। আপনি কিন্তু প্রাথমিক শিক্ষাটা অনলাইনে ফ্রিতেই পেয়েছেন, ওডেস্ক, ফ্রিলেন্সার, ওয়েব ডিজাইন, এস ই ও, আরও অনেক বিষয় আপনি এখন জানেন যার জন্য আপনার টাকা খরচ করতে হয়নি। এখন এই বিষয়গুলোর উপর আরও ভালোভাবে ধারনা নিতে হলে আপনার অবশ্যই কোন গাইডলাইন দরকার যে আপনাকে দায়িত্তের সাথে শিখাবে। আর এইটা কোনদিনই ফ্রিতে সম্ভব না। আচ্ছা, আমি যদি আগামীকাল কাল ভোর ৪টায় আপনাকে কোথাও আসতে বলি আপনি কি আসবেন? আর যদি আপনার আসার জন্য সঠিক মূল্যায়ন করে আসতে বলি তখন আসবেন? আমি বলব যদি একান্তই কাজ শিখতে চান তাহলে ফ্রিতে সবকিছু পাবার মনোভাব পরিহার করুন। যে কষ্টের টাকা আপনি যেটার পিছনে ব্যায় করবেন আপনার সেই কাজ হবেই হবে ইনশাল্লাহ। আমার কোথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

      @Saon A Menz:আপনি বললেন যে

       আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যারা ফ্রিলেন্সিং এ সফল তাদের প্রায় ৯৫% ভাগই কোথাও না কোথাও থেকে পেইড কোর্স করেই এসেছে।

      এই ব্যাপারটিতে চরম অমত পোষণ করলাম। একটা একযাম্পল দেই, এখানে একটি পোস্ট এ কয়েকজন সফল মানুষ এর ইন্টার্ভিউ নেয়া হয়েছিল। প্রায় ৮-১০ জনের। অবাক করার মত কথা হচ্ছে তারা কেওই কোন পেইড কোর্স করেনি। সবাই অনলাইন থেকে শিখেছে। তাই কোন মতামত দেয়ার আগে একটু ভালো ভাবে জেনে দিবেন

      Level 0

      @Saon A Menz: শিক্ষা গ্রহন করলেই চলবে তা পেইড কিংবা ফ্রি তা আসল বিষয় নয়, মানুষের শিক্ষা গ্রহন করাটা জরুরী, তা যে কোন জায়গা থেকে হতে পারে, ১ ২ ৩ সিসিমপুর কিংবা গুগল অথবা থাই গ্লাস লাগানো কোন কোচিং সেন্টার থেকে।

      তবে আজকে যারা সফল তাদের সময়ে কোন ট্রেইনিং সেন্টার ছিল না। তবুও তারা জয়ী কারন তাদের তো শেখার ইচ্ছে ছিল প্রচুর।

      @Saon A Menz: ভাই আমিও কোন কোর্স করিনি । নিজে থেকে শেখাই আমার কাছে ভালো মনে হয়

Level 0

অসাধারণ হয়েছে একবারে সবটুকু পড়ে ফেললাম। শর্টকার্টে কোনকিছু করার চেয়ে সময় নিয়ে করা অনেক ভালো। আর যেটার প্রতি আগ্রহ বেশি সেটির প্রতিই নিজেকে প্রস্তুত করা উচিত। চিলে কান নিয়েছে শুনে শুধু শুধু দৌড়ে লাভ নেই। আগে নিজের সক্ষমতা পরীক্ষা করা প্রয়োজন। নিয়মিত টিউন চাই।

    Level 0

    @swordfish: কঠিন সত্য বলেছেন, হাটি হাটি পা পা করেই এগোনো উচিত ।

    আর প্রায়ই টিউন করি,তবে জীবনের ডাকে দাঁড় বেয়ে যাচ্ছি বলে তেমন লিখতে পারি না।

আপনার পোস্ট গুলু সব সময় ই অসাধারণ এবং আমাদের কাজে আগ্রহ যোগায়। আজকের পোস্ট এ বিশেষ কিছু জিনিস দেখলাম। ভাল লাগলো। আপনাকে ধন্নবাদ।তবে যাদের জন্য এই পোস্ট টি লিখেছেন তারা অনেকেই পড়বেনা কারন “আপনার শিরোনাম টি তাদের মন মত হয়নি, যেমন ধরুনঃ ঘরে বসেই আয় করুন টাইপ হলে তারা পোস্ট এ ডু মারত । অনেকেই পোস্ট এর আকার দেখে চলে গিয়েছে। এত সময় কই? আমাকে ২/১ জনে প্রশ্ন করেঃ “ভাই আমিও আপনার মত অনলাইন এ টাকা ইনকাম করতে চাই, কত টাকা লাগবে? ” আমি বলি যে এভাবে টাকা বলতে কাজ শিখতে জা লাগে আর কি। তারা আবার বলে “সহজ কোন উপায় নেই? ” আমি :O করে থাকা ছাড়া আর কিছু বলার থাকেনা। কারন যোগ্যতা ছাড়া কোন কিছু করাই সম্ভব নয় । আবার ও ধন্নবাদ 🙂

Level 0

ওয়াও!!!!!!!!!!!!!
এক কথায় অসাধারন। এই টিউনটা আরো আগে পেলে আমার জীবনের কিছু ছোট ছোট ভুল গুলো হতে রক্ষা পেতাম। যাই হোক এই অসাধারন টিউনটি প্রীয়তে না রাখলে জীবনের আরেক টা বড় ভুল হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই জন্য যে এত উপদেশ মূলক লেখা আপনি এত সুন্দর ভাবে সাজিয়েছেন যা সত্যি প্রশংশণীয়।

    Level 0

    @marahim: আপনার ভালো লেগেছে তাই আমিও আনন্দিত

Sorry, avro ta setup deya hoi nai. Excellent tune. Keep up the good work

    Level 0

    @মাষ্টারমাইন্ড: অভ্র সেটআপ করে নিবেন,বাংলা মতামত দিতেও ভালো লাগে আর আপনাদের থেকে পেতেও ভালো লাগে ।

    মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া

অস্থির লিখেছেন ভাই!!! 😀 😀 😀
আপনারে পালং শাক!!! 😀 😀 😀 👿

    Level 0

    @নিয়াজ মেহেদী খান: কঠিন এক কথা বলেছেন,আপনাকে অস্থির করে তোলার জন্য বিস্মিত ।

    আপনার প্রতিটি দিন ভালো কাটুক ।

amar Jiboner shera POst porlam Thaks Rana Vai

    Level 0

    @আহসানুল হক: ধন্যবাদ , আপনার জীবনে আমি কিছুটা সময়ের জন্য অবস্থার করতে পেরেছি তাই আনন্দিত

ভাই এত বড় টিউন করেন ক্যাম্নে ??
অসাধারন হইসে

Level 0

ওয়াও!!!!!!!!!!!!!
এক কথায় অসাধারন

    Level 0

    @Md Abir: চরম বলেছেন, ধন্যবাদ

Level 0

পুরোটাই পড়লাম।
অসাধারণ হয়েছে………।

রানা ভাই ,টিউন টি পড়ে অনেক ভালো লাগলো .অনেক কিছু শিখলাম ,জানলাম .আমি গত ৩ মাস আগে ওডেস্ক এ যোগ দিয়েছি .কোনো কাজ পাচ্ছিলাম না কিন্তু এই ১৫ দিনে আমি ২০০ ডলার এর মতো আয় করেছি .বর্তমানে আমার ৪ টি কাজ রানিং আছে .আমি এখন আর্টিকলে লিখা ,একাউন্ট খোলা ইত্যাদি কাজ করি .আমি আরো বড় হতে চাই .আমি ওয়েব ডেভোলাপার হতে চাই .আমি বর্তমানে ঢাকায়-সাভারে থাকি.ভালো কোনো আইটি পাচ্ছিলা- ওয়েব ডেভোলাপার কোর্স করার জন্য .আমি এখন কি করতে পারি ?
ধানমন্ডিতে ডেফোডিলের আইটি আছে ,আমি এখানে ভর্তি হতে চাচ্ছি .কিন্তু সাভার থেকে ধানমন্ডিতে যাওয়া অনেক ঝামেলা .ধানমন্ডিতে যে থাকবো -অনেক বাসা ভাড়া .আমি কি করব কিছুই বুঝতে পারছি না .
একটু সাহায্য করুন !!!
ওডেস্ক এ আমার প্রফাইল :
https://www.odesk.com/users/~~ab8f0f61048e433c

ভালো থাকবেন .

    Level 0

    @সাগর CJ: অধিক কাজ একসাথে নিবেন না, আর ঢাকা সম্পর্কে আমার ধারনা কম, তবে আমার পরিচিত একজনের সেন্টার আছে ।

    তাহের ভাইয়ের, ডেভস টীম, তাদের ফি কেমন জানি না,তবে বেশি চড়া রেট হলে নিজেই চেষ্টা করুন, ৬ মাস শুধু কোডিং নিয়ে মেনে থাকুন । ভালো কি পারবেন নিশ্চিত

      @Cx Rana: রানা ভাই সবই তো বুঝলাম .কিন্তু আপনার বন্ধুর আইটির ঠিকানা দিলে ভালো হত .আমি গিয়ে যোগাযোগ করতাম .

    @সাগর CJ: আপনার প্রোফাইল টা দেখে মুগ্ধ হলাম 🙂

    Level 0

    @সাগর CJ: sagor vai apnar skype id ta ektu diben or add me
    username skype: suvronur
    amio bogra theke..

Level 0

@saon jara freelancing a sofol tader 95% paid course korse , eta vua kotha vaia, jar jeta niye agroho ase tar sei agrohoi take resource khuje debe, guideline hoye darabe. maximum manush freelancing je jonno korte cay seta holo manuser kas theke sunse omuk tomuk net theke income kore tar por, eta ke ki agroho bole ? eta taka income er agroho hote pare but kono topic ba kono bisoye dokkho howar agroho na.

    Level 0

    @listener:সহমত

    Level 0

    @listener: হুম সেটাই, ওনার সোর্স হয়ত সঠিক ছিল না,তবে এখন তিনিও হয়ত খোজ নিয়ে সঠিক তথ্য জেনে নিবেন ।

Level 0

great post…please visit the link below for more information on freelancing

    Level 0

    @sudipto007: আচ্ছা ,তবে এভাবে কোন লিংক দেয়া বেমানান, দয়াকরে টিউন আকারে দিতে পারেন,সবার উপকারে আসবে

    টিউন পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া

Level 0

অসাধারন রানা ভাই । আমার যে কি হবে হেইটা ভাবতেছি । । 😛

    Level 0

    @jemeeroy: আপনার তেমন কিছু হবে না,সাময়িক মানষিক অশান্তিতে ভুগবেন তারপর আবার সব ঠিক হয়ে যাবে । এটাই জীবন

Level 0

Jossssssssshhhhhhhhhhhhh…………..

Level 0

অনেক ভালো লিখেছেন! আসাধারন! মানসম্মত টিউন… চালিয়ে যান

    Level 0

    @Saikat: ধন্যবাদ,অবশ্যই চালিয়ে যাবার চেষ্টা করবো ।

শুধু মন্তব্য করার জন্য লগিন করলাম । টিউন ভালো লাগল ।

কয়েকটা প্রশ্ন ছিল, আগামী ৫-১০ বছর পরে ফ্রিল্যান্সিং খাতের কি হতে পারে বলে আপনি ধারণা করছেন ?
যারা পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং এ মোটামুটি সফলতা পেয়েছে, তাদের কি চাকুরী খোঁজা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করা ঠিক হবে ?
বাংলাদেশে পেপাল কবে নাগাদ আসতে পারে ? দেশে ফ্রিল্যন্সারদের কোন সমিতি টাইপ কিছু আছে কিনা ? দেশে টাকা আনা সহজ করার ব্যাপারে সিনিয়র ফ্রিল্যান্সাররা কোন উদ্যোগ নিচ্ছেন কি ?

আপনাকে পরের প্রশ্নগুলো করা ঠিক হল কিনা বুঝতেছি না । সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

    Level 0

    @বাতিল প্রতিভা: আগামীতে ফ্রিল্যান্সিং এ আরো নতুন নতু ক্ষেত্র সৃষ্টি হবে এবং ফ্রিল্যান্সিং হবে একটি সুন্দর ফ্লাটফর্ম.. আমার মতে চাকুরীর পাশাপাশি যে কেউ ফ্রিল্যান্সিং টাকে নিতে পারে.. তাতে মাস শেষ ভালোই একটা হাত খরচ হয় যাবে।

    পেপাল বাংলাদেশে খুব দ্রত আসতে পারে,হয়তো ২০১৩ এর প্রথম দিকে যদিও শোনা যাচ্চে এ বছরেই আসবে।

    আপনাকে ধন্যবাদ…

Level 0

আপনার টিউন টি পরে আজ মনে হচ্ছে আমি ভুল কিছু করসি না।
Online এ Affiliate Marketing নিয়া গত দের বছর study করার পর, আজ আমি অনেকটা সফল।
CJ তে Product Sell করি Paid PPC এঁর মাধ্যমে। Keyword নিয়া Research করছিলাম প্রায় ছয় মাস।
w3schools থেকে HTML,CSS,PHP,JS,PhpMySql শিখেছি। না ভাই পরিচিত কারো থেকেই কোন সাহায্য পাইনি (এই কাজের জন্য), যা পাইছি সব ই এই Online এ। কোথাও থেকে কোন Training ও নেইনি। এখনও Income এঁর জন্য ২ ঘণ্টা দিলে শেখার জন্য দেই ৮-১০ ঘণ্টা। আশা আছে আগামী বছর এঁর মাঝামাঝিতে নিজের কিছু ডিজিটাল Product Sell করবো CJ এঁর মাধ্যমে। ওয়াইমাক্স নেটওয়ার্ক আমার বাসায় নেই, এখন ও ওই GP তেই পরে আছি। আর PC তো সেই Pentium-4। আমার ইচ্ছা আমি বিশ্বের সবচেয়ে বড় Affiliate Marketer দের মধ্যে একজন হব।

এই কথা গুলো লিখলাম , টিউনার দের Comments এঁর reply হিসেবে। আমি মনে করি সফলতার জন্য মেধা আর ইচ্ছাটাই সবচেয়ে বড়। High Configuaration PC, High Speed Net Connection, Paypal, Training Center, High Educational Background এগুলো থাকাটা Compulsory নয়। তবে থাকলে কিছু বেশী সুবিধা পাওয়া যায় আর কি।

আর @Cx Rana আপনার সাথে আমি একমত tetunes moderator দের টিউন এঁর প্রতি আরো নজর দেওয়া উচিত। টিউন এঁর নিচে আমার ব্লগ লিখে, কিংবা ব্লগ টি কেমন হল বলে যে Advertising থাকে টা দেখতে খুবই বিরক্তিকর। আর @Cx Rana আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা টিউন আমাদের উপহার দেওয়ার জন্য। আমার ও ইচ্ছে হয় এমন একটা টিউন করার জন্য, কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে পারিনা আর সময় এই দুই এঁর অভাবে আর টিউন করা হয় না।

    Level 0

    @hmmm: প্রথমেই ধন্যবাদ সুন্দর মতামতের জন্য… আপনার প্রতিটা কথা মাতায় রাখলাম… আশাকরি আপনি উন্নতির শিখরে পৌছে যাবেন.. ইনশাআল্লাহ

Level 0

আমাদের বেকার সমস্যা আমাদের পাগলা করে তুলেছে মানি, মানি, মানি
আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের শিখেয়েছে কিভাবে কপি- পেস্ট করতে হয়
আমাদের নেতারা শিখেয়েছে কিভাবে তাদের পা চাটতে হয়

কেউ উৎসাহ দেবে, কাজের জন্যে, শিখার জন্যে এর সংখ্যা অতি নগন্য…

    @answersbd: hm .right…..

    Level 0

    @answersbd: শত খাোপের মাঝেও খালো কিছু আছে..খুজে যাচ্ছি সবাই মিলে

চমৎকার লিখছেন।

নতুন ফ্রিলেন্সার জন্য খুব ভাল এবং উপদেশমূলক টিউন করার জন্য ধন্যবাদ।

ইলেক্ট্রোনিক্সের উপর কিছু অভিজ্ঞতা আছে। কিন্তু অনলাইনে কাজ করার কোন অভিজ্ঞতা নাই। কোনটা ভালোভাবে শিখবো তাই চিন্তা করছি। তবে কাজ করার অনেক আগ্রহ আছে। জবের পাশাপাশি কিছু সময় অবশ্যই দিতে পারবো।

    Level 0

    @স্বপন: যে কাজটা ভালো পারবনে বলে মনে হয় সেটাই করুন । ধন্যবাদ

প্রথমে সুন্দর লেখার জন্য ধন্যবাদ … আপনি একেবারে বাস্তব জীবনের সাথে ফ্রীলাঞ্চিং এর সমন্বয় ও সুবিধা ও অসুবিধা তুলে ধরেছেন যা নবীনদের অনেক উপকারে আসবে ………… আর নিউজ মিডিয়ার কথা বলছিলেন সেটা হল “তারা শুধু সফলতার কাহিনি ছাড়া লিখে না ” এটা পুরো সত্য ফলে অনেকে সমস্যায় পড়ে । আবার ধন্যবাদ সচেতনতা মূলক পোস্টের জন্য

– তবে আপনি চাইলে চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং টাকে “অপশনাল” হিসেবে নিন,তাহলে আপনার আর কোন রিক্স থাকবে না।-
সহমত এবং সর্বোত্তম।

যারা ভাবে কোন কিছু ভালোভাবে না শিখেই $$$ কামাই করা যায় তাদের জন্য একটা চরম একটা টিউন । freelancer.com এ আমার ৮৯টা রিভিউ আছে , কিন্তু আমিও জানি এই পেশার ভবিষ্যৎ অনিশ্চিত। তারপরও আর কিছু করা এখন আর সম্ভব না ।

Level 0

awesome tune

Level 0

Extraordinary tune.Thanks a lot.

Thanks for your tune. I am very grateful to you.

রানা ভাই আমি জানতাম আপনার এই টিউনটি নির্বাচিত হবেই । আপনি যখন টিউনটি করেন তখন আমি আপনার টিউনটি আমার সকল বন্ধুদের পড়ে শুনিয়েছিলাম । কারন আপনার এই টিউন একজন মানুষকে সত্যিকারের রাস্তা দেখিয়ে দিতে পারে ।
আমার পরিচয়ঃ
Facebook: http://www.facebook.com/sagorengineer
oDesk: https://www.odesk.com/users/~01269f80c441853a8a

ভাল থাকবেন ভাই । আমি আপনাকে এই টিউন এর মাধ্যমে খুবই মিস করি।

ভাই ২০ মিনিট নিয়ে পোস্ট এর এ টু জেড পড়লাম । একটা ঘোর এর মধ্যে আছি । কি লিখেছেন আপনি ?
অসাধারন পোস্ট । ধন্যবাদ দিব না আপনাকে , আপনার জন্য অন্তরের অন্তর স্থল থেকে রইল শুভ কামনা ।

ধন্যবাদ ।অনেক সুন্দর পোস্ট ।আজ ই আমার freelancing জীবনের প্রথম কাজটি সফলভাবে সম্পন্ন করলাম । কিন্তু আমাকে এখনো পে করে নাই । ভাব দেখে মনে হয় নাও দিতে পারে । এমন অবস্থায় কি করা যায়?

    @অন্ত: অন্ত ভাই,আপনি একটি ভুল করেছেন ।ফিক্সড এর কাজে সম্পূর্ণ কাজ এর সাথে জমা দিয়ে । এক্ষেত্রে কিছু কাজ আগে জমা দিয়ে কিছু পেমেন্ট নিতে হয় ।তারপর সব কাজ একসাথে জমা দিন ।পেমেন্ট ১০০% নিশ্চিত । কারন কিছু পেমেন্ট দিলেই আপনার প্রফাইল এ ফিডব্যাক এসে যাবে ।তখন সম্পূর্ণ পেমেন্ট দিতেই হবে । ভুল যখন করেছেন কি আর করা ।তারপরও একটা উপায় আছে ।উপযুক্ত প্রমান সহ odesk/freelancer/Guru/Elance(যেখানে আপনি কাজ করেন) হেল্প টিম এর কাছে কমপ্লিন করুন ।আশাকরি প্রমান ঠিক থাকলে পেমেন্ট পেতে পারেন ।
    ভাল থাকবেন ।

    রানা ভাই কিছু মনে করবেন না আপনার টিউন এর উত্তর আমার দেওয়ার অধিকার নেই বাট আমি দিলাম ।

টিউনটি নিয়ে মন্তব্য করার অথবা উচ্ছ্বাস প্রকাশ করার ভাষা আমার জানা নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত।

৥Cx Rana ভাইয়া : “প্লেইন কোডিং,সিএমএস,সিকুরেটি” এই বিষয়গুলো একটু বুঝিয়ে দিলে উপকৃত হতাম।

বেশী বেশী হয়ে গেল ………………..

SO NICE

এক কথায় অসাধারন পোস্ট…। এই পোস্টটি অনেকের মানসিকতা তথা জীবন বদলে দিবে ও সিদ্ধান্তু গ্রহন করতে সহায়ক ভুমিকা পালন করবে। ধন্যবাদ Cx Rana।

আপনার টিউন পড়ে ফ্রীল্যান্সিং করার ইচ্ছে হয় কিন্তু আমি আমার পরিবার আমার ইনকাম ওপর নির্ভরশীল। তাই ইচ্ছা থাকলেও করতে পারিনা। তবে পার্ট টাইম ফ্রীল্যান্সিং করার ইচ্ছা আসে। আমি এখন ডেস্কটপ বেজ জাভা সফটওয়্যার তৈরি করি। সফটওয়্যার গুলোর মান কেমন হচ্ছে জানিনা। যদি আমার সফটওয়্যারটা একটু দেখে বলতেন কেমন হয়েছে। সফটওয়্যারটার লিঙ্ক http://www.mediafire.com/?6mkj23cbybxkhb3 আপনার অপারেটিং এক্সপি হলে শুধু সেটআপ দিলেই হবে। সেভেন হলে সেটআপের পর প্রোগ্রাম ফোল্ডার থেকে myAcc ফোল্ডার কপি করে ডেস্কটপে এনে ফোল্ডার এর ভিতর থেকে জার টা রান করতে হবে। আপনার মতামতে আশাই থাকলাম।

Level 0

nice tune

আমি সাধারনত ব্লগ এ লিখি না। কিন্তু এই পোস্ট পড়ার পর আর না লিখে পারলাম না। অসাধারন একটা পোস্ট। নতুন পুরান সবার জন্য অনেক কাজের পোস্ট। ধন্যবাদ

@ঝরা পাতা এভাবে না বলে…..আপনার বানানো একটি সফটওয়্যার ও তার কাজ নিয়ে টিউন করুননা….আমার মনে হয় ভালো হবে। এভাবে সুন্দর দেখাচ্ছে না…আপনি একজন প্রোগ্রামার….ভাল থাকুন

আগামীতে ফ্রিল্যান্সিং এ আরো নতুন নতু ক্ষেত্র সৃষ্টি হবে এবং ফ্রিল্যান্সিং হবে একটি সুন্দর ফ্লাটফর্ম.. আমার মতে চাকুরীর পাশাপাশি যে কেউ ফ্রিল্যান্সিং টাকে নিতে পারে.. তাতে মাস শেষ ভালোই একটা হাত খরচ হয় যাবে।

Level 0

So nice of you
For a site builder of
http://ace-bd.com/

Level 0

কমেন্ট করতে বোধহয় একটু দেরি করলাম । আসলে পোস্ট টা আগে দেখি নি । আজকে পড়ে দেখার পর কমেন্ট না করে থাকতে পারলাম না । চরম একটা পোস্ট ভাইয়া । অনেক সাহায্য পেলাম পোস্ট টা পড়ে । আমার দেখা এই পর্যন্ত সেরা লেখনি । ধন্যবাদ আপনাকে ।

Level 0

নতুন এবং পুরনো, সবার জন্যই শিক্ষণীয় কিছু অসাধারন কথা আছে এই লিখা টাতে। সত্যি ফ্রী লাঞ্চিং জগতে খুব প্রয়োজনীয় কিছু কথা বলেছেন আপনি। আর টেকটিওন্স এর কথা বলব, এখানে কিছু মানুষ আছেন যারা আসলে এখানে লিখে মানুষ দের বাধ্য করেন যেন তাদের সাথে যোগাযোগ করা হয় বেক্তিগত ভাবে শেখার জন্য। কিছু লোভনীয় কথা লিখে সর্ব শেষে লিখে দেন “আমাকে ফেসবুক এ পাবেন এখানে” আর সংযুক্ত থাকে একটি প্রোফাইল লিঙ্ক। তাদের বলব Knowledge বা Skill বিলি করলে কমে না। বরং বারে। অনলাইন জগতে আপনি কাওকে শেখালে সে আপনার ক্ষতি করতে পারবেনা বরং আপনি মহৎ একটা কাজ করলেন।

আমার পরিচিত সবাইকে আমি এই লেখাটি দেখাচ্ছি। ফ্রী লাঞ্চিং নিয়ে ভুল ধারণা অনেকের ভাঙ্গবে আশা করি।
এখনও ক্লিক ল্যান্সার (ডুল্যান্সার এবং অন্যান্য) নিয়ে অনেকে মাতামাতি করছে। এর প্রতিকারে কিছু লেখা আশা করছি।

অনেক ধন্যবাদ।

Level 0

Good your techtunes gide.

same post FB te onek agei porechi

Khub bhalo post, onek kichu shikte parlam. MEDS IT Institute onek bhalo freelancing shikhar jonno.

Level 0

Check Out My <a href="http://www.fiverr.com/hrmahib1994"Fiverr Profile. I have earned over $190 in 31 days.

Level 0

চরম একটা লেখা। ধন্যবাদ দিয়ে ছোট করতে চা্য়না।

বিদিক হইছে…………………… ধন্যবাদ :p

টেক্সগুলোর জন্য ধন্যবাদ।
ছবিগুলোর জন্য না।
কারণ
ছবিগুলো আমার সময় ও ব্র্যান্ডউইথ নষ্ট করেছে।

আবার ধন্যবাদ।

Level 2

amio eirokomtai vabcilam…………………….Thanks for nice post

ভাই জান এরা যদি এরকম দিকনির্দেশনা নিয়মিত দিতেন তবে সত্যিই হয়তো আমজনতা ভাল-মন্দ যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারতো। অনেক ধন্যবাদ রানা ভাইকে।

Level 2

extra ordinary.

Tnx for this post.

Level 0

অনেক ভাল একটি লেখা পড়লাম। আজকাল এতবড় পোস্ট কেউ করতে চায় না । তবে দারুণ লেখেছেন বলতে হবে।…

Level 0

চমৎকার লিখছেন।ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত বড় টিউন করার জন্য। আজকাল এতবড় পোস্ট কেউ করতে চায় না । আমাকে যদি বলতেন টিউন কেমন করে করতে হয়,আমার অনেক উপকার হোত ধন্যবাদ

অসাধারন

Level New

Thanks for writing such a real article. All readers may not like it because there is some information mentioned as a precaution in a very positive waywhich they can take negatively. But those are true and everyone should think deeply in all respects before converting to freelancing………EXCELLENT !!!

Level 0

আমি অনেক দিন ধরে টেকটিউনের সাথে আছি। কিন্তু এপর্যন্ত পড়া সব গুলো টিউনের মধ্যে এটি ছিল সব থেকে ভালো টিউন। এতো সুন্দরভাবে গুছিয়ে লেখা টিউন আগে পড়িনি। অনেক ভালো লাগলো। একবারে অসাধারণ। এই রকম আরো সুন্দর টিউন আশা করছি। ধন্যবাদ।

খুবই ভাল লাগলো টিউন টা পড়ে। অসাধারন !!! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।।

Level 0

vai Public Freelancing Kori Sunle bole:

No 1: Bekar thaker chaye Kaj Kora Valo

No 2: Gore Bose kaj ………. Amra chakri bakri kori…… hi hi…..

No 3: Ai kaj Ki Bovishotte Thakbe?

No 4: Ai ta School ,College Pora Polapaner Kaj..

No 5: Chakri na kole cholbe……. chakrir pasa pasi koro…….

No 6: Gore boshe kaj kora onek soja………..

Vai Tune Ta Khub Valo hoise……….. Tobe Amar Mote Jara chakri Korer Pasa Pasi Korte chan tader ai Profession e asar Dorker nai…Karon Freelancing Sob Somyei Thak Be. kaw 10 $ er kaj 4$ diya paile Se ar Onne jaigai jabe na………. Tobe Bangadehi der Modde Kaj er Rate Komaiya Feler akta Osusto Chinta Ase…..Ai ta Poriher kore Client Er Budget Onujaiye Kaj Korai Valo… Ami Bangla Type Korte Jani na and Obrow install Kora nai tai Banglish Lekhlam..Khoma Sundor Dirsti te ta dekhben…

Level 0

So Nice This…………………

http://noyon.me/

Level 0

মারাত্মক লিখেছেন ভাই। অনেকের কমেন্ট এ দেখলাম কেউ কেউ একটু ক্ষুব্ধ মনে হল। কিন্তু আপনার লেখা টা খুবই ভাল হয়েছে, আসলেই কোন শর্টকাট নেই, জেনে, বুঝে, শিখে করলেই আই পেশায় সফলতা আসবে। সুন্দর আক্তা টিউন এর জন্য ধন্যবাদ।

চমৎকার, সফলতার জন্য কাজ করতে হবে, দক্ষ হতে হবে।

ফ্রিল্যান্সিং আর আমাদের বাস্তবতা লেখাটা পড়তে পারেন
http://techprotunes.com/freelancingandreality/