আজকাল কম্পিউটার সিকিউরিটি নিয়ে অনেকেই চিন্তিত, তাই ভাবলাম এই সিকিউরিটি রিলেটেড কিছু লিখি..............
উইনপ্যাট্রল (WinPatrol) হচ্ছে এমন একটি ফ্রিওয়্যার যার সহায্যে আপনি আপনার কম্পিউটারের ক্রিটিক্যাল চেজ্ঞগুলোকে আরো ভালোভাবে মনিটর করতে পারবেন। যেমন আপনার স্টার্টআপ প্রোগ্রাম (রেজিষ্ট্রি এবং স্ট্রার্টআপ ফোল্ডার), আপনার পিসি তে স্টোর করা কুকি এবং অন্যান্ন প্রয়োজনীয় অ্যাকটিভ টাস্কগুলো। এটি ফ্রিওয়্যার হওয়া সত্বেও আর দশটা ফ্রিওয়্যারের তূলনায় অনেক স্ট্রং। এটি এমনভাবে কাজ করে থাকে ঠিক যেন অনেকগুলো সিস্টেম উইটিলিটি এই একটি টুলে মার্জ করা আছে।
এতে সংযোজন করা হয়েছে শক্তিশালী সিকিউরিটি মনিটরিং ইঞ্জিন যা সবসময় আপনাকে আপনার সিস্টেমের তথ্যের সাথে আপডেটেড রাখবে। আপনার কম্পিউটার হাইজ্যাক হলে, ম্যালওয়্যার অথবা স্পাইওয়্যার ইন্সটল হলে অথবা এমন কোন প্রোগ্রাম রান কররে যা রান করার কথা ছিল না সে ব্যাপারে আপনাকে তৎক্ষনাত ইনফর্ম করে দেবে।
এই টুলটি আপনার সিস্টেমের একটি স্ন্যাপশট নিয়ে রাখে এবং আপনাকে তখনই অ্যালার্ট করে দেয় যখন আপনার অরিজিনাল স্ন্যাপশট থেকে কিছু চেজ্ঞ হবে। এর ইন্টারফেসটি ও খুবই ঝকঝকে এবং চমৎকার। প্রতিটি টাস্ক আলাদা আলাদা ট্যাবে বিন্যস্ত করা।
সবচেয়ে বড় ব্যাপারটি হল এর ডাটা বেইজে ১৯০০ সফটওয়্যার প্রোগ্রাম এর ডিটেইল বর্ননা দেয়া আছে। তাই আপনি যদি আপনার স্টার্টআপ প্রোগ্রামে লিষ্টেড কোন প্রোগ্রাম বুঝতে না পারেন সাথে সাথে ইনফো বাটন প্রেস করে ওই প্রোগ্রামের ব্যাপারে আইডিয়া নিতে পারবেন।
এই সিকিউরিটি টুলটি ডাউনলোড করতে আপনি উইনপ্যাট্রলের (WinPatrol) সাইট থেকে একটু হাওয়া খেয়ে আসতে পারেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
আরো মাসখানেক আগেই হাওয়া খেয়ে এসেছি । ভালোই সার্ভিস দিচ্ছে WinPatrol