এর আগে বেশিরভাগ সময়ই মজিলা ফায়ারফক্সের এক্সটেনশন নিয়ে লিখেছি। এইবার ই মনে হয় প্রথম মজিলা ফায়ারফক্সের থিম নিয়ে লিখছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসুন তাহলে দেখে নেয়া যাক কয়েকটি থিম -
ঠিক যেন ফায়ারফক্সকে গুগল ক্রোমের একটি কোট পরিয়ে দেয়া হয়েছে। গুগল ক্রোম এর ইন্টারফেস দেখে উদ্বুদ্ধ হয়ে এই থিমটি ডিসাউন করা হয়েছে। যারা মজিরা মজিরা তে ক্রোম এর স্বাদ নিতে চান তরা ট্রাই করে দেখতে পারেন।
এই থিমটি মাইক্রেসফট অফিসের থিমের উপর বেস করে ডিসাইন করা।
সি মানকির মডার্ন থিম কে বেস করে এটি ডিসাইন করা। এটি মজিলা ফায়ারফক্সের 2 এবং 3 দুই ভার্সনেই চলবে।
উইন্ডোসের নেটস্কেপ কমিউনিকেটর এর ভিত্তি করা ফায়ারফক্সের একটি ফুল ফিচারড্ রেট্রো থিম।
বুঝতেই পারছেন, এখানে ফ্লক ব্রাউজারটিকে স্ট্যান্ডার্ড রেখে ডিজাইন করা হয়েছে।
এই থিমটি ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন এর সঠিক সিমুলেটর। এটি পারফেক্টলি উইন্ডোজ ভিসতা আলটিমেট ভার্সনে চলবে।
এই ডিজাইনটি উইন্ডোসে চললেও এটি ম্যাক ওএস এ ই যেন বেশী মানানসই। এটি অনেকটা ম্যাক ওএস এর থিমের মতই দেখতে।
মিনি আইকন ব্যবহার করা ফায়ারফক্সের খুবই সিম্পল এবং এলিগেন্ট একটি থিম।
এই থিমটি দেখতে নেটস্কেপ 8 এর মত। মূলত ওই ডিসাইনের ওপর বেস করে ই তৈরী করা।
এক্সপার্টদের মতে এটাই নাকি সবচেয়ে আকর্ষনীয় থিম। এটির জিআইইউ সবচাইতে ট্যাকি এবং ওভারডান। স্টাইল এবং রাজার হালে ব্রাউজিং এর মজা নিতে চাইলে ট্রাই করে দেখতে পারেন।
উইন্ডোস মিডিয়া প্লেয়ার 11 এর শাইনি গ্লোয়িং আউটলুকের উপর বেস করে এই থিমটি ক্রিয়েট করা।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...