আমরা অনেকেই ডিভিডি দেকান থেকে ভাড়া এনে অথবা বাজার থেকে কিনে এনে দেখে থাকি। কখনও কখনও কোন মুভি এত ভালো লাগে যে ইচ্ছ্ হয় এর একটা ব্যাকআপ নিয়ে রাখি। কিন্তু অধিকাংশ ডিভিডি রাইট প্রোটেক্টেড হবার কারনে আর ব্যাকআপ নেয়া সম্ভব হয় না।
DVD SHRINK এমন একটি ফ্রিওয়্যার অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি রাইট প্রোটেক্টেড ডিভিডি থেকে ব্যাকআপ নিতে পারবেন এবং পরে চাইলে তা আপনি অন্য ডিস্কেও বার্ন করতে পারবেন। এর সাথে থাকছে বিল্টইন ডেক্রিপশন অ্যালগরিদম।
ডিভিডি ফাইলকে স্রিঙ্কে সিলেক্ট করার সাথে সাথেই আপনি ব্যাকআপ বাটনে ক্লিক করে ব্যাকআপ প্রসেস চালু করতে পারবেন। তবে প্রসেস চালু করার আগে আপনাকে অবশ্যই লোকশান টার্গেট করে দিতে হবে।
একটা বিষয় পরিস্কার করে রাখা দরকার যে এই টুলটি কোন ডিভিডি বার্ন করেনা। ডিভিডি বার্নিং এর জন্যে আপনাকে অন্যান্ন টুলের দ্বারস্থ হতে হবে। এই টুলটি শুধু মাত্র আপনাকে এনক্রিপটেড ডিভিডি থেকে কন্টেট আপনার হার্ডডিস্কে ব্যাকআপ করার সূযোগ করে দেবে।
সাধারনত বেশিরভাগ ডিভিডি সাইজে অনেক বড় হবার কারনে যখন আপনি এটাকে আরেকটি ডিস্কে বার্ন করাবেন তখন স্পেস নিয়ে একটু সমস্যা হতে পারে। তাই এখানে কিছু মডিফিকেশানের দরকার আছে। এই টুলটির সাহায্যে আপনি চাইলে একই সাথে স্রিংকিং বা মডিফিকেশনের সাথে সাথে ব্যাকআপ ও নিতে পারবেন।
ডিভিডি স্রিংক আপনাকে আপনার কাঙ্খিত ডিভিডি ব্যাকআপ করার দুই ধরনের উপায় দিয়ে থাকে। রি - অথারিং এবং রি - এনকোডিং। আবার আপনি চাইলে ম্যাক্সিমাম স্রিংকেজের জন্যে দুইটা অপশনই ব্যবহার করতে পারেন।
ডাউনলোড ডিভিডি স্রিঙ্ক
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
Is there any software to copy from DVD movie song? That does not mean copy VOB_01, VOB_02…etc. I mean, suppose you chose AVESQ01, AVESQ07, AVESQ09 from a CD movie song which is very easy to copy & paste. Like that DVD movie song how does it possible? Please hurry up!!!!!!!!!!
টিনটিন ভাই, আমার ঠিক উল্টোটা প্রয়োজন। আমি প্রোটেক্টেড ভিসিডি তৈরি করতে চাই। কোনো সফ্টওয়ারের নাম দিতে পারেন?
ধন্যবাদ কাজে আসবে।