আমরা অনেকেই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করা ছেড়েছি না না রকমের বারো ভেজালের কারনে। এরপর কোডেক এবং আরো অনেক রকমের মিডিয়া প্লেয়ার যেগুলোতে একাধিক ফরম্যাটের ফাইল প্লে করা সম্ভব হয় সেগুলো জায়গা নিতে থাকে উইন্ডোজ মিডিয়া প্লেয়রের। এবং আমার ধারনা উইন্ডোজের এই মিডিয়া প্লেয়ার আর কখনই তার জায়গা ফিরে পাবে না। এই ওপেন সোর্সের যুগে প্রতিনিয়তই রিলিজ হচ্ছে নুতন নতুন মিডিয়া প্লেয়ার। তেমনি একটি মিডিয়া প্লেয়ার হচ্ছে অল প্লেয়ার মিডিয়া প্লেয়ার।
এতে আর দশটা মিডিয়া প্লেয়ার এর মত একাধিক ফরম্যাটের ফাইল চালানোর অপশন থাকলেও এটি আমার কাছে গতানুগতিক মিডিয়া প্লেয়ারগুলো থেকে একটু বেশি ফিচার সমৃদ্ধ মনে হয়েছে। এটিই প্রথম মিডিয়া প্লেয়ার যেখানে আই কিউ টেক্সট ফাংশন এনাবল করা হয়েছে যা আপনার মিডিয়া প্লেয়ার স্ক্রীনে প্রদর্শিত সাবটাইটেলগুলোর প্রদর্শনের সঠিক সময় এনালাইজ করে থাকে।
আমরা অনেকে মুভি দেখার সময় সাবটাইটেল সমৃদ্ধ ভিডিও টি কে ই বেছে নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাবটাইটেলগুলো দ্রুত পাসআউট করে। কিন্তু অলমিডিয়া প্লেয়ারের এই ইন্টিলিজেন্ট সাবটাইটেল আপনার সাবটাইটেল প্রদর্শনের টাইম এনালাইজ করে আরো দীর্ঘ সময় আপনাকে সাবটাইটেল দেখার সূযোগ করে দেয়।
মিডিয়া প্লেয়ারটির ৩টি ইন্টারফেস এভেইলেবল
উইন্ডোস এক্সপি এবং ভিসতায় কম্প্যাটিবল।
ডাউনলোড অলপ্লেয়ার মিডিয়া প্লেয়ার
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
আমি অবশ্য VLC প্লেয়ার ব্যবহার করি। এটা আমার কাছে বেশ ভাল লেগেছে। সাবটাইটেল এনালাইজ করার অপশন এখানেও পাবেন। দেখি অলপ্লেয়ার মিডিয়া প্লেয়ারটা কেমন?
এই মাত্র ডাউনলোড করলাম: ওয়াও!!! প্লেয়ারটা আসলেই জোস্। টিনটিন ভাইকে ধন্যবাদ।