তখন সনি এরিকসনের K750i মোবাইলটি ব্যবহার করতাম। এই ফোনের জন্য নির্দিষ্ট রেজুলুশনের ভিডিও কাট করার জন্য সফটওয়্যারের প্রয়োজন দেখা দিল। আমার বন্ধু জুয়েল তখন এই সফটওয়্যারটি দেয়। এর থেকে ভাল কোন কিছু থাকলে অবশ্যই মন্তব্য বক্সে লিংক রেখে যাবেন।
সুবিধা সমূহঃ
১. এই সফটওয়্যারের আরেটি সুবিধা হল এতে খুব সহজে ভিডিও কাট করা যায়। মানে, হুটহাট করে ডিভিডি থেকে প্রিয় ক্লিপ কেটে ইউটিউবে তুলে দিতে পারেন।
২. প্রায় বেশ কয়েকটি ভিডিও ফরম্যাটে আপনি ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন।
৩. নিজের পছন্দ মত কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার আউটপুট ভিডিও। মানে, সাইজ ছোট-বড়, রেজুলুশন, অডিও কোয়ালিটি ইত্যাদি সেট করে ভিডিও কনভার্ট করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ
আমি সাঈদ রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যাই হোক টিউনটা আমার খুব উপকারে আসছে। আমি ানেক দিন এমন একটা কনভাটার খুজ ছিলাম। ধন্যবাদ।
ভিডিও কোয়ালিটির দিক থেকে Video convert master ই সেরা । তবে total converter এ অনেক ফরমেট রয়েছে ।