ভিডিও কাট কনভার্ট করুন Total Video Converter দিয়ে

তখন সনি এরিকসনের K750i মোবাইলটি ব্যবহার করতাম। এই ফোনের জন্য নির্দিষ্ট রেজুলুশনের ভিডিও কাট করার জন্য সফটওয়্যারের প্রয়োজন দেখা দিলX(। আমার বন্ধু জুয়েল তখন এই সফটওয়্যারটি দেয়D। এর থেকে ভাল কোন কিছু থাকলে অবশ্যই মন্তব্য বক্সে লিংক রেখে যাবেন।

সুবিধা সমূহঃ
১. এই সফটওয়্যারের আরেটি সুবিধা হল এতে খুব সহজে ভিডিও কাট করা যায়। মানে, হুটহাট করে ডিভিডি থেকে প্রিয় ক্লিপ কেটে ইউটিউবে P তুলে দিতে পারেন।

২. প্রায় বেশ কয়েকটি ভিডিও ফরম্যাটে আপনি ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন। B-)

৩. নিজের পছন্দ মত কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার আউটপুট ভিডিও। মানে, সাইজ ছোট-বড়, রেজুলুশন, অডিও কোয়ালিটি ইত্যাদি সেট করে ভিডিও কনভার্ট করতে পারবেনD

 ডাউনলোড লিংকঃ

Total Video Converter

Level 0

আমি সাঈদ রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভিডিও কোয়ালিটির দিক থেকে Video convert master ই সেরা । তবে total converter এ অনেক ফরমেট রয়েছে ।

ইমতিয়াজ ভাই ও এটা নিয়া লেখছিল

প্রযুক্তিবিদ ভাইকে আমার টিউন মনে রাখার জন্য ধন্যবাদ। সাঈদ রউফ ভাইয়ের এই লেখাটি বিজ্ঞানী ডট কমে প্রকাশিত হয়েছে। আমার মনে হয় কোন লেখা আগে কোথাও পোষ্ট করলে তা বলে দেওয়া এবং সম্বভ হলে তার লিংক দেওয়া উত্তম।

এই সফটওয়্যার দিয়ে তো ডট আইভিআর এক্সটেনশন কে কনভার্ট করা যায় না, রিয়েল ওয়ান প্লেয়ার ছাড়া অন্য কোনো সল্যুশন কি আছে?

Level 0

টেক টিউনস একটা দারুন সাইট। আমার ভিষন ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি লিংক দেওয়ার জন্য ।

একই বিষয় নিয়ে সাঈদ ভাইয়ের আগে আমি টিউন করেছিলাম, কিন্তু আমারটা নির্বাচিত না হয়ে তারটা নির্বাচিত হলো ব্যাপারটা বুঝালাম না। দৃষ্টি আর্কষণ করছি ।

নির্বাচিত হওয়ার ব্যাপারে অনেকেরই কনফিউশন দেখা যাচ্ছে। একটা ব্যাপার পরিস্কার করে দেই ……….. টিউন কতবার পড়া হচ্ছে এর উপরে জনপ্রিয়তার লিষ্ট এবং নির্বাচিত টিউন ডিপেন্ড করে না। 15-16 বা ততোধিক ক্যাটেগরিতে টিউনগুলোকে ডায়নামিক্যালি সিলেক্ট করা হয়।

যাই হোক টিউনটা আমার খুব উপকারে আসছে। আমি ানেক দিন এমন একটা কনভাটার খুজ ছিলাম। ধন্যবাদ।

টিনটিন ভাই ক্যাটাগরি হিসাবে ও নির্বাচিত হলো ও আমারটা আগে নির্বাচন করা উচিত, তাই নয় কি ?

আরে ভাই আমি আপনারে আসলেই বুঝাতে ব্যার্থ ……….. সাইটের কোডিং এমনভাবে করা যে টিউনগুলো ঐ সমস্ত ক্যাটেগরির উপর ডিপেন্ড করে অটোম্যাটেড সিস্টেমে সিলেক্টেড হয়ে থাকে। কারে হাত নাই।

Level 3

নির্বাচিত হউক আর না হউক, আমার কিন্তু কাজে লেগেছে। ভাল সফটওয়্যার।

serial is

94d7f253-97db21cf-77bc98d8-6f456a41-be943be4-a0a3b2e0-16059d78-d7d2fe36-0de33bc7-d866e316-c5811727-327512bb-af3d58ff-07e5a488-df33ae98-1a6205143

hmmmmmmmmm software ta khub valo

Total Video Converter সবথেকে বেশি ব্যবহার কারা কনভাটার এটি, তবে এখন ফরম্যট ফ্যক্টরি ব্যবহার করি।