অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য অ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল অ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল অ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে http://www.hiren.info/pages/bootcd এই সাইটে।
এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন।
HTTP (mirror #1): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #2): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #3): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #4): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #5): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
কৃতজ্ঞতা: সঞ্জয়/sohoj
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
ডাউন েলাড হয়না। িলংকটা অাবার িদেল ভাল হত।
ধন্যবাদ আপনাকে। এই জিনিসটি আমি অনেকদিন থেকে খুজছি। কিন্তু একটা সমস্যা আছে।
আপনি লিখেছেন- (রিেষ্টার করার সময়)
এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন।
যখন আমি নতুন একটি কম্পিউটার এ ইউেন্ডাজ ইনষ্টল করতে যাব তখন আমার তৈরী করা ইমেজ কিভাবে সিলেক্ট করব?
কারন আমিতো ইমেজ তৈরী করেছি আমার পুরান কম্পিউটারে। আশাকরি সমস্যাটি বুঝতে পেরেছেন।
আমার ইমেইল-
[email protected]
মেহেদী ভাই এর পরামর্শে একটি সাইট থেকে ডাউনলোড করেছিলাম।
সরাসরি লিংক হল : http://www.givemesolution.org/bc56-34cd-0b5a-f285/Hirens.BootCD.9.5.zip
এর সাইজ ৯৪.৮ মেগাবাইট। জিপ এর ভিতর ISO ফাইলটি বের করে তা কোন বার্ণার দিয়ে বার্ন করলেই হবে।
কোন কীবোর্ড Patch এর প্রয়োজন হয় না। এটি ডিফল্ট হিসেবে US Keyboard এ করা থাকে।
ম্যকফি আপডেট ডাওনলোড করে তা দ্বারা computer virus scan ও করা যায়।
আরো অনেক ইউটিলিটি আছে।
প্রিয় সাইদূল ভাই,
আপনি যদি সকল ড্রাইভার সহ ইতপূর্বে Install করা Windows আপনি Backup নিয়ে থাকেন তবে আপনি শুধু নতুন computer এর Hard Disk ফরমেট করে তাতে উক্ত Image টি Copy করুন। এবং পুরনো নিয়মানুসারে তা Restore করুন।
আর মূলত ”কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন” বলতে সাধারনত বুঝানো হয় খুব দ্রুত আপনার create করা কোন Restore Point বহাল তাবিয়াতে Restore করা। প্রতি computer এর configure অনুযায়ী যদি তা আলাদা আলাদা ভাবে create করা এবং ব্যবহার করা যায় তবে তা pc জন্য ভাল হয়।
একটি Universal সিস্টেম তৈরী করা যায় তবে তাতে install করা Software এবং Drivers সকল ব্যবহার কারীর দরকার পরে না।
আশা করি বুঝতে পারছেন।
দারুন কাজের টিউনস্। বাংলায় দারুন ইউজার মেনুয়াল দিয়েছেন, এটাই খুচ্ছিলাম। ধন্যবাদ।
ভাল টিউনস্ ধন্যবাদ। Hirens.BootCD.9.5.zip ফাইলটা CD তে রাইট করাটা জানাবেন প্লিজ। data না image হিসেবে রাইট করবো? কি ভাবে রাইট করলে বুটএবল হবে?
বহুত কামেল টিউন …… ধন্যবাদ