কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল করুন

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য অ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল অ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল অ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে http://www.hiren.info/pages/bootcd এই সাইটে।

hirens-bootcd.jpg

ইমেজ তৈরী করা:

  • এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল অ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)।
  • এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন।
  • পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
  • এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে।
  • ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন।
  • এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন।
  • এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে। ) নির্বাচন করে Next করুন।
  • এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।

এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।

ইমেজ রিস্টোর করা:

যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন।

  • এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন।
  • এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন।
  • এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন।
  • এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
  • এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল অ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

ডাউনলোড:

HTTP (mirror #1): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #2): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #3): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #4): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #5): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch

কৃতজ্ঞতা: সঞ্জয়/sohoj

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বহুত কামেল টিউন …… ধন্যবাদ

অনেকে নরটন হোস্ট ব্যবহার করে। মাগার ফ্রি না।

ডাউনলোড সাইড সমস্যা করছে ভাল কোনো সাইড আছে।

ডাউন েলাড হয়না। িলংকটা অাবার িদেল ভাল হত।

ধন্যবাদ আপনাকে। এই জিনিসটি আমি অনেকদিন থেকে খুজছি। কিন্তু একটা সমস্যা আছে।
আপনি লিখেছেন- (রিেষ্টার করার সময়)

এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন।

যখন আমি নতুন একটি কম্পিউটার এ ইউেন্ডাজ ইনষ্টল করতে যাব তখন আমার তৈরী করা ইমেজ কিভাবে সিলেক্ট করব?
কারন আমিতো ইমেজ তৈরী করেছি আমার পুরান কম্পিউটারে। আশাকরি সমস্যাটি বুঝতে পেরেছেন।
আমার ইমেইল-
[email protected]

Level 3

মেহেদী ভাই এর পরামর্শে একটি সাইট থেকে ডাউনলোড করেছিলাম।

সরাসরি লিংক হল : http://www.givemesolution.org/bc56-34cd-0b5a-f285/Hirens.BootCD.9.5.zip

এর সাইজ ৯৪.৮ মেগাবাইট। জিপ এর ভিতর ISO ফাইলটি বের করে তা কোন বার্ণার দিয়ে বার্ন করলেই হবে।

কোন কীবোর্ড Patch এর প্রয়োজন হয় না। এটি ডিফল্ট হিসেবে US Keyboard এ করা থাকে।

ম্যকফি আপডেট ডাওনলোড করে তা দ্বারা computer virus scan ও করা যায়।

আরো অনেক ইউটিলিটি আছে।

Level 3

প্রিয় সাইদূল ভাই,
আপনি যদি সকল ড্রাইভার সহ ইতপূর্বে Install করা Windows আপনি Backup নিয়ে থাকেন তবে আপনি শুধু নতুন computer এর Hard Disk ফরমেট করে তাতে উক্ত Image টি Copy করুন। এবং পুরনো নিয়মানুসারে তা Restore করুন।

আর মূলত ‍‍”কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন” বলতে সাধারনত বুঝানো হয় খুব দ্রুত আপনার create করা কোন Restore Point বহাল তাবিয়াতে Restore করা। প্রতি computer এর configure অনুযায়ী যদি তা আলাদা আলাদা ভাবে create করা এবং ব্যবহার করা যায় তবে তা pc জন্য ভাল হয়।
একটি Universal সিস্টেম তৈরী করা যায় তবে তাতে install করা Software এবং Drivers সকল ব্যবহার কারীর দরকার পরে না।

আশা করি বুঝতে পারছেন।

Level 3

“Burner dara burn kora” bujlam na. Aktu bujaia bolun plz. Burner koi pabo?

দারুন কাজের টিউনস্‌। বাংলায় দারুন ইউজার মেনুয়াল দিয়েছেন, এটাই খুচ্ছিলাম। ধন্যবাদ।

ভাল টিউনস্‌ ধন্যবাদ। Hirens.BootCD.9.5.zip ফাইলটা CD তে রাইট করাটা জানাবেন প্লিজ। data না image হিসেবে রাইট করবো? কি ভাবে রাইট করলে বুটএবল হবে?

Level 3

Thanks for your tune

Avast bole,A site a virus ache?ki korbo?

Level 0

yes ekta valo tune,

Level 0

i want to send group mail to many person along with. How can I creat a group forder in yahoo mail. If u give some tips about this problem i will be greatful too u.

thanks.

Jagannath

Level 0

আমি ব্যবহার করি ACRONIS TRUE IMAGE 2009। এটি পেন্ড্রাইভ থেকে ও রিস্টোর করা যায় যে কোন কম্পিউটারে।হিরেন বুট প্রথমে ব্যবহার করেছিলাম, কিন্তু উইন্ডোজ খুব বেশী দেরী হয়ে গেলে মানে দুইমাস আগে ইন্সটল করলে এর পরে হিরেন বুট দিয়ে ইমেজ সেইভ করে রিস্টোর দিলে আর কাজ করে না দেখলাম,তখন দেখলাম ( রিস্টোর করার পর ) উইন্ডোজ স্টার্ট হয়ে WELCOME পর্যন্ত আসে এরপর আর চালু হয় না, মানে hang হয়ে বসে থাকে , কিন্তু নূতন উইন্ডোজ ও সফটওয়ার ইন্সটল করা ইমেজ ঠিকই কাজ করে, সে হিসেবে ACRONIS TRUE IMAGE 2009 সব থেকে বেস্ট……

    Level 3

    ACRONIS TRUE IMAGE 2009 ডাউনলোড করার লিংক টা দেওয়া যাবে।
    ইমেল: [email protected]

Level 0

THNXXXXXXXX

Level 0

প্রিয় বন্ধু, খুবই সুন্দর ও কাজের টিউন……….. আমি ডাউনলোড করছি কি হয়……….আমার এটাই খুবই দরকার ছিল……..আমার বন্ধুর কাছে আছে………………চেয়েও পেতাম না………….যাইহোক আপনার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করছি……. দেখাযাক, কাজে লাগানো যায় কিনা……. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….