জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি নকিয়া

বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।

imei_post.gif

*#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর (IMEI) আই.এম.ই.আই নম্বার পাবেন।
নোট: আই.এম.ই.আই (IMEI) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।
এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত (৭) এবং আট (৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন।

http://forum.projanmo.com/uploads/2008/09/859_imechart.jpg

  • সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয়, এটা এর এসেম্বলিং আমিরাত (যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ। [অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যা আমার চায়না হিসাবে জানি]
  • সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয়, মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী এবং এর কোয়ালিটি মোটামুটি মানের।
  • সাত এবং আট নং ডিজিট যদি 01 বা 10 হয়, মানে হল এর ম্যানুফেকচারিং দেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির।
  • সাত এবং আট নং ডিজিট যদি 00 হয়, মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত (বানান ঠিক নাই) আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট।
  • সাত এবং আট নং ডিজিট যদি 13 হয়, মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে।

এবার বুঝে শুনে সেট কিনুন। big_smile

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজে দিবে। ধন্যবাদ।

দারুন! ভাই দারুন। আই. এম. ই এর ভিতরে যে এত কিছু লুকিয়ে থাকে জানা ছিল না। গ্রেইট!

খুবই জরুরী ইনফরমেশান দিলেন ভাই …… কিন্তু কেনার সময় আমাকে কি আইএমআইই নম্বর দেখতে দেবে?

কাতার ভাই অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এই ক্রান্ট্রি গুলো ছাড়াও কী আর কোন দেশে নকিয়া এসেম্বলিং হয়? মানে কোড আছে?

খুবই ভাল একটা তথ্য, ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

অর্পণ ভাই , আমার জানা মতে আর কোন দেশে হয় না। তবে আশা করা য়ায় নতুন কিছু সংযুক্ত হলে , তার আপটেড পাবেন। সবাই কে ধন্যবাদ।

হায়রে কপাল ….. আমার ফোনের সাত এবং আট নং ডিজিট 02 । একি তথ্য উপস্থাপন করিলেন ? microqatar ভাই । এই তথ্য জানার আগে
আমার .।.।.।.।.।.। হইল না ক্যান ?

জানার পরে হইলেই বা ক্ষতি কি?

IMEL , mobile quality ; how can i understand that is true ! And how did you confirm you?

pls email me personal about IMEL quality

nokia 1100; it is made by nokia & it has sticar made by nokia. But 7th&8th number digit 01/10. Actually i can not understand what is correct??

nokia 1100; it is made by nokia & it has sticar made by nokia. But 7th&8th number digit 01/10. Actually i can not understand what is correct??( Nokia IMEL quality………….

Level 0

এই সব তথ্যগুলি নকিয়ার ডিলার হতে সংগ্রহ করা। কিরন ভাইজানের কি নকল সেট নাকি, আজকাল আই. এম মি. আই. পরিবর্তন করার টুলস( সফটওয়্যার) পাওয়া যায়।
লিংকটা দেখুন:
http://www.google.com.qa/search?hl=en&sa=X&oi=spell&resnum=0&ct=result&cd=1&q=nokia+imei+changer&spell=1

আমারটা ১০/০১ ক্যাটাগরিতে পড়ছে, তাইলে কী আসল নকিয়া? যদিও গায়ে লেখা আছে made in Hungary কিন্তু উপরের ফর্মূলা অনুযায়ী Finland-er হওয়ার কথা।তারপরেও গুরত্বপূর্ণ তথ্যের জন্য কাতার ভাইকে ধন্যবাদ।

দারুন! ভাই দারুন। আমারটা চেক করলাম । আমারটার 7 ও আট 8 কোড হল 0 এবং 1

Sony Ericsson এ এভাবে বুঝার কোন উপায় আছে কি ?

আমি গত সপ্তায় কাতার ডিউটি ফ্রি থেকে নকিআ ৫৮০০ সেট কিনেছি, চায়না, কোড আনুযায়ী দুবাই পর্যায়ে পড়ে।
কেমন হল?
তবে কাতারে সোক নাজদা, সিটি সেন্টার সবখানে মেড ইন চাইনা মিলেছিল, দাম বিবেচনা করে ডিউটি ফ্রি থেকে কিনেছি:D

Level 0

সনি এরিকশনের ব্যাপারে আমি কিচ্ছুই কইতে পারলাম না।
ডিউটি ফ্রী হতে নিয়া তাইলে কোন ফাইদা হইলো না।

আমার সেট এ দুটোই 00 । খুব মজা লাগল।

…এইডা আড়ু কিচু দিন আগে পাইলে কাযে আশতু…

Level 0

আমার o সেট এ দুটোই 00 । খুব মজা লাগল।waw

সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত (বানান ঠিক নাই) আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট। amar eta hoise hurraaaaaaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!

আজকাল নকেলের যে সমাহার! কোনটা আসল আর কোনটা নকল তা যাচাই করা খুভই কঠিন কাজ। ষ্টিকার থেকে শুরু করে মেড বাই এই সব কিছুই অরিজিনাল মোবাইলের দেওয়া হচ্ছে। অথচ কেনার পর অনেকেই ঠকেন। কিন্তু আপনার এই তথ্যটি পাওয়ায় অনেকেরই উপকার হবে। যদি ও কেনার সময় আই,এম,ই,আই দেখার তেমন সুযুগা পাওয়া যায় না। তথাপি আসল বলে নকল দিলে পরবর্তিতে খবর আছে!!!! অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যটি শেয়ার করার জন্য। আরো একটি কথা : আমার নকেয়া এন ৮০ মোবাইলের সপ্তম অষ্টম নাম্বারের ডিজিটগুলো হলো ০০ সুতরাং মারো একটা জো—————র সে হাত তালি। হাঃ হাঃ হাঃ। আবারো ধন্যবাদ ভই আপনাকে।

ভাই, আমার সেট এর ০৭ নং কোড ০৪। তাইলে এইটা কোন দেশ এ produce হইসে।

আমার মোবাইল সেট Nokia C6 এবং IMEI Number: 351503042186997. আপনার উল্লেখিত ফর্মুলা অনুযায়ী 7 ও 8 নম্বর পজিশনে 04 হয়। আপনি 04 এর বিষয়ে কোনো কিছু উল্লেখ করেন নি। তাহলে আমার সেট কোন দেশের, দয়া করে জানাবেন।

Level 0

SONY ERICSSON SET KIVABE PORIKKHA KORBO TA JANALA KHUSI HOTAM……………

ভাই আমার টাও ৭ এবং ৮ নং পজিশনে 04 । দয়া করে এর মানে বলুন ।

হা হা আমার টা ০০ হে হে হিহি 🙂

04 a ki hobe?