বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।
*#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর (IMEI) আই.এম.ই.আই নম্বার পাবেন।
নোট: আই.এম.ই.আই (IMEI) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।
এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত (৭) এবং আট (৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন।
এবার বুঝে শুনে সেট কিনুন।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
দারুন! ভাই দারুন। আই. এম. ই এর ভিতরে যে এত কিছু লুকিয়ে থাকে জানা ছিল না। গ্রেইট!
IMEL , mobile quality ; how can i understand that is true ! And how did you confirm you?
nokia 1100; it is made by nokia & it has sticar made by nokia. But 7th&8th number digit 01/10. Actually i can not understand what is correct??
nokia 1100; it is made by nokia & it has sticar made by nokia. But 7th&8th number digit 01/10. Actually i can not understand what is correct??( Nokia IMEL quality………….
আমারটা ১০/০১ ক্যাটাগরিতে পড়ছে, তাইলে কী আসল নকিয়া? যদিও গায়ে লেখা আছে made in Hungary কিন্তু উপরের ফর্মূলা অনুযায়ী Finland-er হওয়ার কথা।তারপরেও গুরত্বপূর্ণ তথ্যের জন্য কাতার ভাইকে ধন্যবাদ।
আমি গত সপ্তায় কাতার ডিউটি ফ্রি থেকে নকিআ ৫৮০০ সেট কিনেছি, চায়না, কোড আনুযায়ী দুবাই পর্যায়ে পড়ে।
কেমন হল?
তবে কাতারে সোক নাজদা, সিটি সেন্টার সবখানে মেড ইন চাইনা মিলেছিল, দাম বিবেচনা করে ডিউটি ফ্রি থেকে কিনেছি:D
সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত (বানান ঠিক নাই) আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট। amar eta hoise hurraaaaaaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!
অনেক কাজে দিবে। ধন্যবাদ।