আমরা কমবেশি সবাই ইংলিশ মুভি/সিনেমা দেখি। আর ইংরেজী মুভি দেখার আসল মজা তখনই পাওয়া যায় যখন মুভি সাবটাইটেল সহ পুরো মুভির কাহিনী ভাল করে বুঝে দেখা যায়। তবে ইংলিশ মুভিগুলোর ভাষা সাবটাইটেল ছাড়া বুঝা অনেক কঠিন। তবে সাবটাইটেল থাকলে খুব সহজেই বুঝা যায়। আর অধিকাংশ মুভিরই সাবটাইটেল ডিভিডিতে বা ইন্টারনেট হতে ডাউনলোড করলেও পাওয়া যায়না। আপনাদের এই সাবটাইটেল সমস্যার সমাধান করার জন্যই আমার এই টিউন।
আপনি ইচ্ছা করলে যেকোন ইংলিশ মুভির সাবটাইটেল ইন্টারনেট হতে ডাউনলোড করে আপনার মুভির সাথে দেখতে পারেন। আর এজন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের মুভির সাবটাইটেল ডাউনলোড করতে হবে। সাবটাইটেল ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে। তবে আমার পছন্দের কিছু সাইট হল
সাবটাইটেল.নেট
[thumb]www.sub-titles.net[/thumb]
অলসাব.ওআরজি
[thumb]www.allsubs.org/[/thumb]
সাবি.কম
[thumb]www.subbiee.com[/thumb]
ওপেন সাবটাইটেল
[thumb]www.opensubtitles.org[/thumb]
এই সাইটগুলোতে গিয়ে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সাবটাইটেল।
মুভি দেখার জন্য আপনারা VLC Media Player অথবা মিডিয়া প্লেয়ার ক্লাসিক ব্যবহার করতে পারেন। এবার কথা হল
ব্যাস আপনার কাজ শেষ। এবার মুভি দেখুন।
মাঝে মাঝে দেখা যায় সাবটাইটেল থাকে উত্তরে আর আপনার মুভি থাকে দক্ষিণে অর্থাৎ সাবটাইটেলের সাথে মুভির মিল থাকেনা। তখন কি করবেন?
এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনা। সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে। আর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন।
</ul
আমি সাবটাইটেল নিয়ে আরেকটি টিউন দিয়েছিলাম। ওই পদ্ধতিটি অনেক সহজ। দেখতে পারেন
ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান।(ইংলিশ মুভি যারা দেখেন তারা অবশ্যই পড়বেন)
আশা করি আপনাদের ভাল লাগবে।
আমার বাংলা ব্লগে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
এতদিন পরে টিউনটা করলেন । ভালই হইছে কিছু জানলাম । এখন থেকে রেগুলার টিউন চাই ।