আসসালামুআলাইকুম।
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আমার মত আপনারাও আল্লাহর দয়ায় ভালো আছেন। আজকে Aayat নামের একটি দারুন কুরআন Study Software নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেই এর দ্বারা উপকৃত হবেন।
কুরআন এমন একটি কিতাব যা আমরা যতই পড়ি অথবা কোন ক্বারীর মুখের তেলওয়াত শুনি, আমাদের কাছে কুরআন সবসময় নতুনই মনে হয়।
-
-
অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান কুরআনের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামীনের ভালোবাসায় বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। Ayat Standard তেমনি একটি খেদমত যার মাধ্যমে কুরআন অধ্যয়ন করা খুবই সহজ এবং আনন্দদায়ক।
এছাড়াও Ayat Software টি যে কেউ তার ওয়েবসাইটে Live পড়ার জন্যে রাখতে পারেন। প্রথমে Embed করে নিতে হবে।
এখন HTML Code গুলো copy করে ওয়েবসাইটের যেখানে রাখবেন, সেখানে HTML পেজে paste করুন।
আমরা সকলে এদের জন্যে দু'আ করবো, আল্লাহ তাআলা তাদের কাজে আরো বরকত দেন এবং দ্বীনের খেদমতে আরো ব্যাপক কাজ করে যেতে পারেন। (আমীন)
Windows/Mac/Linux এর জন্য
ডাউনলোড করার আগে লাইভ Preview দেখে নিতে পারেন। তবে ডেস্কটপ ভার্সনে আর অনেক সুবিধা পাবেন।
যে কোন মোবাইল ব্রাউজার দিয়ে মোবাইল ভার্সন দেখতে পারেন
নবীজি (সাঃ) বলেছেন, যে ব্যক্তি বান্দার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহর রাব্বুল আলামীনেরও প্রতি কৃতজ্ঞ হতে পারে না। আর তাই টিউনটি শেয়ার করুন আপনার ফেসবুক প্রোফাইলে, আপনার সকল ফেসবুক পেইজে, আপনার ফেসবুক গ্রুপে, টুইটারে আর ব্লগে। তবে অব্যশ্যই টিউনে কোন রকম পরিবর্তন না করে এবং টিউনারের নাম ও টেকটিউনসের লিংক প্রকাশ করে।
কুরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন অডিও, ভিডিও লেকচার, বই, আর্টিকেলের জন্য Visit করুন।
আমি মুহাম্মদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন মুসলিম বাংলাদেশী। সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে জন্ম দিয়েছেন বলে তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি 'আল্হামদুলিল্লাহ'।বাংলাদেশের অন্যতম একটি IT blog site এ অংশগ্রহন করে আমি অনেক আনন্দিত। সকল টেক টিউনারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন।
আমরা সকলে এদের জন্যে দু’আ করবো, আল্লাহ তাআলা তাদের কাজে আরো বরকত দেন এবং দ্বীনের খেদমতে আরো ব্যাপক কাজ করে যেতে পারেন। (আমীন)
Also prayer to you………