যথারীতি আবার কিছু ফায়ারফক্স অ্যাডঅন নিয়ে টিউনার বন্ধুদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি আগের অ্যাডঅন ফিচার টিউন গুলোর মত এগুলো ও আপনারদের অনেক ভালো লাগবে। তবে এইবারের ফিচারড্ অ্যাডঅনগুলো আমাদের ওয়েব ডিজাইনার বন্ধুদের জন্যে। তাদের কাজগুলো নিঃসন্দেহে অনেক সময় সাপেক্ষ এবং জটিল। তাই তাদের প্রয়োজনে যদি কিছু সময়ের সাশ্রয় করা সম্ভব হয় তাহলে আমরা টেকটিউনসের মত আরো ভালো ভালো প্লাটফর্ম পাব। যাই হোক কথা না বাড়িয়ে আসুন এই অ্যাডঅনগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক -
এটি ওয়েব ডিজাইনার বন্ধুদের অনেকেরই প্রয়োজনীয় একটি অ্যাডঅন। তারা একটি সাইট তৈরির পর বিভিন্ন ব্রাউজার দিয়ে সাইটের একটা ভিউ পেতে চান। এই অ্যাডঅনটি ইন্সটল করা থাকলে শুধু ক্লিক করা মাত্রই সেই সাইটটি কে আই ই এর ভিউ তে নিয়ে যাবে এবং আরেক ক্লিকে আপনি তৎক্ষনাৎ ফায়ারফক্স ভিউ তে ফিরে আসতে পারবেন।
এর মাধ্যমে আপনি একটি সাইটের অথারের সরবরাহ করা বিকল্প শীটগুলোতে অ্যাক্সেস পাবেন। এটি ফায়ারফক্সের বিল্টইন স্টাইল শীট চুজারকে রিপ্লেস করে। ফাংশনালি আপনি View]->[Page Style] menu item, one-click stylesheet rotating Toolbar icon and Statusbar icon এর মাধ্যমে বেছে নিতে পারবেন। তাছাড়া আইকনগুলো কে আপনি এক্সটেনশন প্রেফারেন্স এর ভিত্তিতে ও সুইচ করতে পারবেন।
এটি একটি সিম্পল সিএসএস প্রোপার্টি ভিউয়ার। ব্যবহার করার জন্যে আপনার টুল বক্সে সিএসএস ভিউয়ার টি অ্যাড করুন। আর সাচ্ছন্দ্যে করতে থাকুন ডেভলপিং এর কাজ।
w3 সিএসএস ভ্যালিডেটর ব্যবহার করে এটি একটি ওয়েব পেজ কে ভ্যালিডেট করে থাকে। আপনার রাইট ক্লিক কনটেক্সট মেনুতে একটি অপশন অ্যাড করুন এবং এবং টুলস মেনু থেকে allow validation চেক করুন। যা আপনার কাঙ্খিত ফলাফল একটি নতুন ট্যাব / উইন্ডো তে ওপেন করবে। এটি শুধুমাত্র সিএসএস অ্যাসোসিয়েটেড পেজগুলোতে ই কাজ করে থাকে। উদাহরণ স্বরুপ এটি http://www.w3.org/ এই ইউআরএল টি কে সিএসএস ফাইল হিসেবে রান করাবে।
এই অ্যাডঅনটির মাধ্যমে আপনি আপনার ব্রাউজারের যে কোন স্থানের কালার রিডিং, দ্রূততর সামজ্ঞস্য করন এবং অন্য প্রোগ্রামে তা অ্যাড করতে পারবেন। আপনি আপনার ব্রাউজারের দৃশ্যমান পেজ জুম করা ছাড়াও পেজ এর যে কোন দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব ও মাপতে পারবেন। এর বিল্টইন প্যালেট ব্রাউজারের মাধ্যমে আপনি প্রি ডিফাইনড্ কালার সেট থেকে কালার বেছে নিতে পারবেন এবং সবচেয়ে বেশী ব্যবহৃত কালারগুলো কে আলাদা সেট হিসেবে ডিফাইন করতে পারবেন।
আসলে এই অ্যাডঅনটিকে নিয়ে নতুন করে বলার মত আর কিছুই নেই। এর আগেও দুটি ক্যাটাগরিতে এই অ্যাডঅনটিকে আপনাদের সামনে তুলে ধরেছি।
এর মাধ্যমে আপনি কোন ওয়োব পেজে বিদ্যমান লিংকের ভ্যালিডিটি চেক করে দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি পেজ এর ব্রোকেন এবং ইনভ্যালিড লিংকগুলোকে ও আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজেই।
পেজ, টপিক এবং সাইটের ধরেনর উপর নির্ভর কের ডেভলপাররা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে থাকেন। সুইটেবল ফন্ট খুঁজে বেড়ানো অনেকটা সময় সাপেক্ষই বটে। এই এ্যডঅনটি ইন্সটল করা থাকলে আপনি যে কোন লাইন বা প্যারা সিলেক্ট করুন এবং রাইট ক্লিক করে সেখান থেকে পছন্দ মত ফন্ট বেছে নিতে পারবেন। ঠিক যেন আপনি অফলাইনে ওয়ার্ডে কাজ করে থাকেন।
এই অ্যাডঅনটির মূল উদ্দেশ্য হল হেডার ট্যাব, ওয়েব পেজ এর ভিউ পেজ ইনফরমেশান এবং টুলস এর আন্ডারে ওয়েব ডেভলপমেন্ট মেন্যু অ্যাডিং এর দ্বারা http হেডার এর ইনফরমেশান অ্যাড করা যা এই হেডারগুলো কে রিয়েলটাইমে শো করতে সহয়তা করবে।
এটি গুগল পেজ ক্রম ডিসপ্লে, অ্যালেক্স ক্রম এবং বিভিন্ন প্রকারের পূর্ণাঙ্গ ক্রম ডিসপ্লে করতে পারবেন। এছাড়া ডেনসিটি অ্যানালাইজার, কীওয়ার্ড / নোফ্লো হাইলাইটিং, ব্যাকওয়ার্ড / রিলেটেড লিংক, অ্যালেক্সা ইনফো এবং অন্যান্ন এসইও টুল ব্যবহারের জন্যে ডিসপ্লে করে থাকে।
ফায়ার এফটিপি মজিলা ফায়ারফক্সের একটি ফ্রী, সিকিউর এবং এপটিপি ক্ল্যায়েন্ট এর জন্যে একটি ক্রস প্ল্যাটফর্ম যা এফটিপি সার্ভারে ওয়েব ডিজাইনারদের সহজ অ্যাকসেস নিশ্চিত করে থাকে।
এটি ওয়েব পেজ এ একটি ভার্চুয়াল রুলার ড্র করে নেয় এবং সেখান থেকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা পেজ অ্যালাইনমেন্ট পিক্সেলের হিসেবে চেক করার প্ল্যাটফর্ম তৈরী করে দেয়।
এটি মজিলা এবং ফায়ারফক্সের মধ্যে HTML ভ্যালিডেশন অ্যাড করে থাকে। এর মাধ্যমে একটি HTML পেজ এ ভুলের সংখ্যা আইকন আকারে ব্রাউজিং এর সময় আপনার স্ট্যাটাস বারে শো করবে। এই এক্টেনশনটি সার্ভার এবং মেমরি লেভেলের এইচটিএমএল ভ্যালিডেশন ও সম্পন্য করতে পারে।
আশা করি এই অ্যাডঅনগুলো ডিজাইনার ভাইয়াদের অনেক কাজে আসবে
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
সত্যিই অনেক কাজে আসবে। অনেক ধন্যবাদ।