Dr. pic একটি অসাধারন অনলাইন ইমেজ এডিটিং প্ল্যাটফর্ম

 

আজকাল আমরা আমাদের বহুল পরিচিত ইমেজ এডিটিং টুলগুলো ছাড়াও অনেক সিম্পল সিম্পল টুলের দ্বারস্থ হচ্ছি। তার মধ্যে অধিকাংশই হচ্ছে অনলাইন ইমেজ এডিটিং টুল। আমরা অনেকেই অনেক রকমের অনলাইন ইমেজ এডিটিং টুলের সাথে পরিচিত। তা মধ্যে কয়েকটি হল পিকনিক, ফটোফ্লেক্সার, স্প্ল্যাশআপ ইত্যাদি।

কিন্তু এতশত সার্ভিসের ভীড়ে সবচেয়ে সবচেয়ে সিম্পলটা কে বেছে নেয়াটা একটু সময় সাপেক্ষই বটে। আজ তাই আপনাদের সামনে তেমনই একটি অনলাইন ইমেজ এডিটর কে তুলে ধরব যা খুবই সিম্পল এবং এটি যেভাবে কাজ করে সেভাবে আর কোন অনলাইন ইমেজ এডিটর করতে পারে না। আর এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ডক্টর পিক।

dr-pic.jpg

ফারাকটা কোথায়? তাই তো জানতে চাইছেন ? আমি বলি, ঐ সমস্ত ইমেজ এডিটরে কাজ করতে হলে আপনার কম্পিউটারে অবশ্যই ফ্ল্যাশ ইন্সটল থাকতে হবে। কিন্তু Dr. pic এ আপনার কম্পিউটারে ফ্ল্যাশ ইন্সটল করা না থাকলে ও চলবে।

তাহলে হয়ত ভাবছেন ফ্ল্যাশ ছাড়া কিভাবে চলছে? হ্যাঁ Dr. pic ব্যবহার করছে AJAX প্রযুক্তি। যা আসলেই প্রশংসনীয়। ন্যূনতম যারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকে তারাও এটি ব্যবহার করতে পারবেন।

অন্যান্য ইমেজ এডিটরের মত এখানেও আপনি ইমেজ রিসাইজ এবং ক্রপ করার মত হ্যান্ডি কাজগুলো আরো সিম্পলি করতে পারবেন। তাছাড়া আপনি আপনার ইমেজটি কে ব্লার, শার্পেন এবং টেক্সট ও এ্যাড করতে পারবেন। আর আপনি আপনার এডিটিং এর রেজাল্ট কে চাইলে JPG, BMP, GIF, অথবা  PNG file হিসেবে এক্সপোর্ট ও করতে পারবেন।

ট্রাই করুন Dr. Pic

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেও একটি ফাটাফাটি একটি টুল। ইমেইজ রিসাইজ করছি কোন সফটওয়্যার ব্যবহার না করেই। মারহাবা!

ধন্যবাদ অর্পন।

ফ্যাশ ছাড়া? পিওর এজাক্স? হুমম.. কঠ্ঠিন..

আরে আমিও প্রথমবার দেখে একটু টাশকি ই খেয়েছিলাম বটে।

ডা পিক একটি চমৎকার সফটওয়ার – আমার দারুন ভালোলেগেছে। অসংখ্য ধন্যবাদ।