টপ টিউনারদের ওয়েব সাইটের একি অবস্হা !!!!!

একটু আগে আমি ভাবলাম যে টেকটিউনসের টপ টিউনারদের ওয়েব সাইট গুলা দেখে আসি।প্রথমে আমি গেলাম টিনটিন ভাইয়ের ওয়েব সাইটে গিয়ে আমি যা দেখলাম কি আর বলবো আমার তো চোখ পুরা ছানাবড়া হয়ে গেল।যা হোক এবার গেলাম মামুন ভাইয়ের ওয়েব সাইটে এখানেও আমি থ ..তারপর শাকিল ভাইয়ের ওয়েব সাইটে তারপর হাসিব ভাইয়ের ওয়েব সাইটে একি অবস্হা .......
কি আমার কথা বিশ্বাস হচ্ছে না ...ঠিক আছে নিচেই দেখে নিন।

টিনটিন ভাইয়ের ওয়েব সাইট

আগে জানতাম টিনটিন ভাইয়ের ওয়েব সাইটে ভাল ভাল মুভি আছে আর এখন দেখলাম ... ছি ছি

tenten

মামুন ভাইয়ের ওয়েব সাইট

বুঝলাম যে আপনি ভাল বাংলা জানেন তাই বলে কি নিযের ওয়েব সাইটে লিখে জানাতে হবে?

mamun

শাকিল ভাইয়ের ওয়েব সাইট

আগে জানতাম শাকিল ভাইয়ের ওয়েব সাইটে গেলে লিংক পাওয়া যায় আর এখন দেখি .....ছি ছি
sakel

এই টিউনটা আসলে করেছিলাম একটি জাভাস্ক্রীপ্ট শেয়ার করার জন্য। যেটা আমরা অনেকেই জানি তবে কিছুদিন আগে আমাকে একজন বলেছিল সে জানেনা। তাকে এবং একদম নতুন যারা জানেনা তাদের জন্য করেছিলাম।
আমি ভেবেছিলাম একটু অন্য ভাবে করি যাতে সবাই টিউনটি পড়ে।

ফেক ওয়েব হ্যাক

১ *নিচের জাভাস্ক্রীপ্ট কপি করুন।

javascript: document.body.contentEditable = 'true'; document.designMode = 'on'; void 0

২ *এবার আপনি যে ওয়েব সাইটটিকে উপরের মত ফেক ওয়েব হ্যাক করতে চান সেই ওয়েব সাইট এ গিয়ে জাভাস্ক্রীপ্টটি ব্রাউজারে পেষ্ট করে এন্টার চাপুন।

t2

৩ * এবার ঐ ওয়েব পেজটিকে নিযের ইচ্ছা মত সম্পাদনা করুন।

বিঃদ্রঃ- আমি টিউনটি করার আগে তাদের টিউনে(যাদের নিয়ে মজা করেছি) নিচের মন্তব্য করেছিলাম -
একটু পর আমি একটা টিউন করতে যাচ্ছি … আপনি যদি টিউনটি দেখে বিন্দু মাত্র কষ্ট পান তবে আমাকে ক্ষমা করে দিবেন এবং জানাবেন আমি টিউনটি মুছে দিব।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂 🙂 🙂
এডিটিং ভাল হয়েছে।

Level 0

আমি শাকিল ভাইয়ের সাইট দেখলাম।এমন কিছুতো দেখলাম না! যা হোক অন্য সাইট গুলো যদি এমন হয়,তবে সত্যি আমি আশাহত…….

    এই একজন মামু পাওয়া গেছে!!

    Level 0

    ভাই মাফ দেন….বুজবার পারি নাই…….

আরে মইন ভাই একটু মজা করতাছে থাকুক টিউনটা একটু মজাও হোক টেকটিউনস গরমও হোক। ( এগুলো ফেক স্ক্রীন শট।)

    গরমও হোক বলেত আপনি কি বুঝাতে চাইছেন??

আরে এইটা বুঝেন নাই মইন ভাই আভাস দিতাছে যে সে বড় হইছে তার জন্য কইন্যা দেখতে হবে……………..আমরা না বুঝায় আমাদেরকে বুঝাইলো 🙂 । আরে ভাই ব্যাপারটা একটা মজা দেখি কালকে কি আপডেট হয় আশা করি সেই পর্যন্ত টিউন থাকবে।

    Level New

    হে হে জানতাম আর কেহ না বুঝুক আপনি বুঝবেন …… …. কইন্যা পাইলে জানাবেন কিন্তু …………………..

    আমি যদি আপনারে না বুঝি তাইলে আর কে বুঝবো? পাগলে পাগল চেনে। 🙂 ও কইন্যা আছে তো আমার ছোট মামার একটা মেয়ে আছে দুই মাস বয়স আপনে রাজি থাকলে কন আমি আলাপ করি।

    আপিন কি করেবন ??

সামু ব্লগে যখন কোন ঝামেলা হয় তখন এডমিনরা মজা দেখে বইসা বইসা যে কেমন গরম হয় আর পোলাপান কেমন ছটফট করে এতে সাইটের হিট বাড়ে তারপর যখন সব ঠান্ডা হয় তখন সেই পোষ্ট ডিলেট হয় টেকটিউন এডমিনদেরও এইসব ট্রিকস শিখতে হবে।

    হুমম… ব্লগের মজা তো এখানেই!!!

মঈন ভাই কি করতেছেন কিছূই বুঝতে পারলাম না।তবে আমি wait and see এর দলে।তবে ভাই বাংলাতো চলবোই আজীবন সারা দুনিয়া বাংলা বানামু ।যে যাই বলুক।আমি বাঙলার দলে।ভাল থাকবেন।আর কিছূ বলার নাই বাকীটা কালকের জন্য রাখলাম

Level New

এখনও যদি আপনাদের কাছে টিউনটি খারাপ লাগে তবে আমি টিউনটি মুছে ফেলবো।

    Level 2

    vai aro details bolen ei java script er bepare

    মঈন ভাই আপনে অনেক সেয়ানা পাবলিক যাকে এক কথায় বলা যায় টাকি মাছের মত যাকে ছাই দিয়েও ধরা যায় না । আমার আপনের উপরে রাগ করার কারন ছিল সকালেই একজনকে আমি বলেছিলাম যে আমার খোলা দুইটি আইডি আছে কিন্তু ভ্যবহার করি একটা , তাই মনে করেছিলাম ……………… যাইহোক আগে থেকে বলে নিলে একটু ভাল হত । আর আপনের কোন কমেন্ট না পড়েই আমি আপনাকে কমেন্টগুলো করেছিলাম । দয়া করে কিছু মনে করবেন না , এটা সিম্পল ভুল বুঝাবুঝি হিসেবে দেখবেন আশা করি । ভাল থাকবেন ।

বুঝতে হবে ………………. টিনটিন নিজেও একটা সেক্সি ক্যারেক্টার!!

good job moin …………. but i would like to prefer the right thing in right way

মঊন ভাই আসল কাজ মানে টিউনটার জাভাস্কীট টা ঠিক মত বুঝাই দেন।কিছুই তো হয়না

    কি লিখলেন (হা হা হা হাঃ-))… মইন ভাই নাকি মঊন ভাই? 🙂
    আর হ্যাঁ জাভা স্ক্রিপ্‌ট টা কাজ করে। কোন একটি সাইট এ ভিজিট করে থাকা অবস্থায় আপনার ব্রাউজারের এ্যাড্রেস বার এ এই কোড্‌ টি পেস্ট্‌ করে এন্টার চাপুন তারপর দেখবেন যে ঐ পেইজ এর অনেক কিছুই চেঞ্জ্‌ করা যাচ্ছে।

    দুঃখিত স্ক্রিপ্‌ট এর যায়গায় কোড্‌ বলে ফেলেছি।

আরে টিউন মুছে দিবেন কেন???
আসলে আমি সময়ের কারনে টেকটিউন্সে খুব একটা আসি না। আর কমেন্ট করা তো দূরে থাক। তবে আজ সন্ধ্যায় ইয়াহু তে একজন আপনার এই টিউন এর লিংক দিয়ে আমাকে ভিজিট করতে বলল।আমি তখনই বুঝছিলাম আসলে আপনি এই জাভা স্ক্রিপ্‌ট এর কথাই বলবেন হয় তো। তবে আমি আগে থেকে বলে মজা টা নষ্ট করতে চাইনি।

আর আমার মনে হয় ব্যাপার টা অনেকেই বুঝেনি। আসলে কোন ওয়েব সাইট এ ভিজিট করার পর ঐ ব্রাউজার এর এ্যাড্রেসবার এ এই স্ক্রিপ্‌ট টা টাইপ করে এন্টার চাপলে, তখন সেই সাইট এর ঐ পেইজ টা ইচ্ছামত এডিট করা যায়। যেমন টাইটেল্‌ চেঞ্জ্‌ করা যায় আবার ইমেজ্‌ ম্যুভ করানো যায় ইত্যাদি।

তবে হ্যাঁ টিউন না ডিলিট্‌ করে যাদের আপত্তি আছে তাদের সাইটের ইমেজ্‌ টা মুছে দিতে পারেন।তবে টিউন নয়।অনেক দিন পর মন্তব্য করছি তো তাই একটু বেশি বলে ফেললাম। ধন্যবাদ আপনাকে চমতকার একটা ট্রিকস নিয়ে টিউন করার জন্য।

ভাল ভাল খুব ভাল। ব্যাপক মজা পেলাম। জয়তু জাভাস্ক্রীপ্ট……….. টিনটিন, শাকিল আর মামুন ভাই এইবার বুঝেন ঠ্যালা আর কাউরে ভুলেও সাইটের লিংক দিয়েন না।

    আমি কাউকে দেই নাই ভাই ………. সব দোষ শাকিলের ……. ওই আমার সাইট নিয়া টিউন করেছে। :p

    আমি দিছিলাম দেইখাই তো আজকের এই মজায় তুমিও একটা কনটেন্ট ছিলা।

দুর মজা না হলে কি ভাল লাগে এরকম মজার দরকার আছে করেন করেন সমস্যা নাই জয় মজার জয়

মঈন ভাই চরম মজা পাইলাম। আমি তো টিউন দেখে বেকুবই হইছিলাম। যাই হোক এই মজা ভালই লাগে।

হা হা হা….টিউনটা আসলেই ভয় পাইয়ে দিয়েছিল। আবার কি কোন ঝামেলার পোস্ট পড়লো নাকি। এখন দেখছি…..
মজার টিউন। Like=Like+1

মেহেদী ভাই এটা নির্বাচিত করলেন? মান-সম্মান যা আছে এবার তাও থাকবো না। প্লীজ একটা কিছু করেন।

    Level New

    বিনা টাকায় আপনাদের সাইটটের এড দিয়ে দিলাম …… তারপরও মিঞা খুশি না :-B

    মইন ভাই আমার তো অনেক সাইট আছে আর আমার সবচেয়ে খারাপ সাইট হলো এটা য আমি কোন আপডেট করি না। আপনি আমার http://www.eee-lab.com/ সাইটের এড দিয়া দেন।

    Level New

    শাকিল ভাই আপনার eee-lab সাইটের সব Article গুলা কি আপনার লেখা ?

    না মইন ভাই এগুলো সংগ্রহ করে কিছুটা পরিমার্জন করে লিখেছেন সাইটের লেখকরা। তবে আমার আরো অনেক সাইট আছে আপনি তার মথ্যে যে কোন একটা দিলে পারতেন যেমন আমার http://www.thebaef.org সাইটটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি এটা দিলেও হয়। তবে অন্য সাইট না দিযে এখান থেকে ওই কথাটি কেটে অন্যকিছু দিলেও হয়।

    Level New

    তবে অন্য সাইট না দিযে এখান থেকে ওই কথাটি কেটে অন্যকিছু দিলেও হয় !!!!
    উপরের কথাটি বুঝলাম না একটু বুঝিয়ে বলেন …..

    “….দের লিংক পাওয়া যায়” এই কথাটির কথা বলেছি

Khub mojar jinis to. !!!!!!!!!!
Thanks for the tune.

    Level 0

    তুমি মেয়ে মানু বড়গো ধারে আবানা..বড়রা সবাই মেও!

    Thik bujhlam na….

Level 0

বড় মাছ ছোট মাছেরে গিলা খায় শুনিছ। কিন্তু বড় মাছের গলায় বড়িশ কেন। ওয়েব মাষ্টারা এভাবে ধরা খাবে জানা ছিল না।ভাই যাই কইরেন গিলা খাইয়েন না।

Level 0

হা হা হা…

আপনি আবারো প্রমান করলেন আসলেই আপনি আমার প্রকৃত বন্ধু। ধন্যবাদ আপনাকে।

    Level New

    you’r my friend and that is true,

    Level 0

    বাই বন্ধু তো প্রকৃত বন্ধুই এতে ডোলপিটানোর কিছু নাই। আর কে আপনার প্রকৃত বন্ধু তা আমরা জানতে চাই না।

Level 0

এইটা কি দেখাইলেন গো ভাই….কাইত হইয়া গেলাম

Level 0

ভাই নেটপ্যাডের মত এটার কিছু ধারাবাহিক লিখেন তাহলে আমরা কিছু শিকুম,কি করবেন তো।

    Level 0

    নেটপ্যাড 10 Format ভুয়া

দাদা টেকটিউনে আমি নতুন।। এখানে কিভাবে ইনকাম হয়।।প্লিজ জানাবেন