দীর্ঘ একটি বছর অতিক্রম করে, আমার আজ নতুন একটি বছরের শুরুতে। কয়েকটি মিনিট যেন আজ একটি বছরের মাঝে পার্থক্য মনে করিয়ে দিচ্ছে। আসুন এই নতুন বছরে আমাদের মনের সকল কালিমা ধুঁয়ে একটাই প্রতিজ্ঞা করি, ‘থাকবো ন্যায় এবং সত্যের সাথে’
বর্ণল্যাব একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান। একজন বাংলাদেশী নাগরিক হিসাবে এ দেশের তৈরি কৃত সফটওয়্যার ব্যাবহার করা এবং তা অন্যদের সাথে শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এ দেশের সফটওয়্যার ব্যাবহার করি, প্রয়োজনে বিভিন্ন ব্লগে এসব নিয়ে লিখি। হয়তো আপনাদের এই সামান্য চেষ্টা আমাদের দেশের সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান গুলোকে আরও এক ধাপ এগিয়ে দিবে। আপনাদের মাধ্যমেই হয়তো একদিন বাংলাদেশ বিশ্ব ময়দানে মাথা উচু করে দাড়াবে..
তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রামঞ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আসক্তি। ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান নর্টনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে যে, ১৮ বছরের কম বয়সীরা ইন্টারনেটে যে সকল শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পর্ণ এবং সেক্স শব্দ দুটির। পর্ণ এর প্রতি আসক্তির ফলের প্রতি বছর হাজারো কিশোর তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব কাজের মাঝে। এ সংবাদ নিঃসন্দেহে আমাদের দেশের বাবা-মাদের জন্য বেশ উদ্বেগের। আমাদের দেশের বর্তমানের এই পরিস্থিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমাদের দেশের এই অস্থিরতা থেকে হয়তো কিছুটা আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.3
১. উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিস্তা, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ চলতে সক্ষম।
২. সম্পূর্ণ ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোডিং।
৩. ১২০০ এর অধিক দেশী (৭০%) এবং আন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট বন্ধ করতে সক্ষম।
৪. এন্টিপর্ণ সক্রিয় রাখা অবস্থায় সফটওয়্যার আনইন্সটল করবার সুবিধা।
৫. দ্রুত এবং আকর্ষনীয় গ্রাফিস্ক ডিজাইন ছাড়াও রয়েছে এন্টিপর্ণ সক্রিয় যাচাই করতে ‘Tast It’ বাটন।
BDAnti-Porn v2.3 ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল প্রক্রিয়া শেষে Finish এ ক্লিক করে ভিস্তা, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ ব্যাবহারের জন্য একটি ফ্লস টিউটোরিয়াল দেখতে পরবেন।
এরপর ডেক্সটপ অথবা স্টার্ট মেনু থেকে BDAnti-Porn v2.3 এর আইকনে ডাবল ক্লিক করে চালু করুন।
এখন আপনি এন্টিপর্ণ প্রটেকশন সক্রিয় করতে চাইলে Enable এ ক্লিক করুন। এ ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক সংযোগ এবং ব্লাউজার রিস্টার্ট দিতে হবে।
এন্টিপর্ণ প্রটেকশন সক্রিয়তা বন্ধ করতে চাইলে Disable এ ক্লিক করুন। এ ক্ষেত্রেও আপনাকে নেটওয়ার্ক সংযোগ এবং ব্লাউজার রিস্টার্ট দিতে হবে।
অ্যাডভাঞ্চ আপশন থেকে Enable and Uninstall বাটনে ক্লিক করলে সেই কম্পিউটারে এন্টিপর্ণ সক্রিয় রাখা অবস্থায় সফটওয়্যারটি আনইন্সটল করতে পরবেন। Test it বাটনে ক্লিক করে আপনি এর সক্রিয়তা যাচাই করতে পারবেন।
Windows7 ব্যাবহারকারীরা Run Time Error এর ঝামেলায় পড়তে পারেন। এ ক্ষেত্রে BDAnti-Porn 2.3 এর আইকনে রাইট বাটন এ ক্লিক করুন এবং properties সিলেক্ট করুন । Compatibility থেকে Run this program as an administrator এর চেক বক্স এ চেক করে Apply এবং ok করুন। এরপর নিশ্চিন্তে ব্যাবহার করুন BDAnti-Porn 2.3
নতুন বছরের সুভেচ্ছা জানিয়ে, সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের -- আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
মাইক্রোহ্যাকার_আলমাস_ did you make the facebook page?
Great Job Man. Wish You happy new year. Kudos