স্বাগতম ২০১২, স্বাগতম BDAnti-Porn v2.3 (নতুন সংস্করণ) Powered By টেকটিউনস From বর্ণল্যাব

স্বাগতম ২০১২

দীর্ঘ একটি বছর অতিক্রম করে, আমার আজ নতুন একটি বছরের শুরুতে। কয়েকটি মিনিট যেন আজ একটি বছরের মাঝে পার্থক্য মনে করিয়ে দিচ্ছে। আসুন এই নতুন বছরে আমাদের মনের সকল কালিমা ধুঁয়ে একটাই প্রতিজ্ঞা করি, ‘থাকবো ন্যায় এবং সত্যের সাথে’

বর্ণল্যাবঃ

বর্ণল্যাব একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান। একজন বাংলাদেশী নাগরিক হিসাবে এ দেশের তৈরি কৃত সফটওয়্যার ব্যাবহার করা এবং তা অন্যদের সাথে শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এ দেশের সফটওয়্যার ব্যাবহার করি, প্রয়োজনে বিভিন্ন ব্লগে এসব নিয়ে লিখি। হয়তো আপনাদের এই সামান্য চেষ্টা আমাদের দেশের সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান গুলোকে আরও এক ধাপ এগিয়ে দিবে। আপনাদের মাধ্যমেই হয়তো একদিন বাংলাদেশ বিশ্ব ময়দানে মাথা উচু করে দাড়াবে..

তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রামঞ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আসক্তি। ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান নর্টনের এক  প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে যে, ১৮ বছরের কম বয়সীরা ইন্টারনেটে যে সকল শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পর্ণ এবং সেক্স শব্দ দুটির। পর্ণ এর প্রতি আসক্তির ফলের প্রতি বছর হাজারো কিশোর তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব  কাজের মাঝে। এ সংবাদ নিঃসন্দেহে আমাদের দেশের বাবা-মাদের জন্য বেশ উদ্বেগের। আমাদের দেশের বর্তমানের এই পরিস্থিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমাদের দেশের এই অস্থিরতা থেকে হয়তো কিছুটা আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.3

BDAnti-Porn v2.3 পরিচিতিঃ

যা থাকছে নতুন এই BDAnti-Porn v2.3 এঃ

১. উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিস্তা, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ চলতে সক্ষম।

২. সম্পূর্ণ ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোডিং।

৩. ১২০০ এর অধিক দেশী (৭০%) এবং আন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট বন্ধ করতে সক্ষম।

৪. এন্টিপর্ণ সক্রিয় রাখা অবস্থায় সফটওয়্যার আনইন্সটল করবার সুবিধা।

৫. দ্রুত এবং আকর্ষনীয় গ্রাফিস্ক ডিজাইন ছাড়াও রয়েছে এন্টিপর্ণ সক্রিয় যাচাই করতে ‘Tast It’ বাটন।

ডাউনলোড লিংকঃ

টিউটোরিয়ালঃ

BDAnti-Porn v2.3 ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল প্রক্রিয়া শেষে Finish এ ক্লিক করে ভিস্তা, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ ব্যাবহারের জন্য একটি ফ্লস টিউটোরিয়াল দেখতে পরবেন।

এরপর ডেক্সটপ অথবা স্টার্ট মেনু থেকে BDAnti-Porn v2.3 এর আইকনে ডাবল ক্লিক করে চালু করুন।

এখন আপনি এন্টিপর্ণ প্রটেকশন সক্রিয় করতে চাইলে Enable এ ক্লিক করুন। এ ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক সংযোগ এবং ব্লাউজার রিস্টার্ট দিতে হবে।

এন্টিপর্ণ প্রটেকশন সক্রিয়তা বন্ধ করতে চাইলে Disable এ ক্লিক করুন। এ ক্ষেত্রেও আপনাকে নেটওয়ার্ক সংযোগ এবং ব্লাউজার রিস্টার্ট দিতে হবে।

অ্যাডভাঞ্চ আপশন থেকে Enable and Uninstall বাটনে ক্লিক করলে সেই কম্পিউটারে এন্টিপর্ণ সক্রিয় রাখা অবস্থায় সফটওয়্যারটি আনইন্সটল করতে পরবেন। Test it বাটনে ক্লিক করে আপনি এর সক্রিয়তা যাচাই করতে পারবেন।

উইন্ডোজ ৭ ব্যাবহারকারীঃ

Windows7 ব্যাবহারকারীরা Run Time Error এর ঝামেলায় পড়তে পারেন। এ ক্ষেত্রে BDAnti-Porn 2.3 এর আইকনে রাইট বাটন এ ক্লিক করুন এবং properties সিলেক্ট করুন । Compatibility থেকে Run this program as an administrator এর  চেক বক্স এ চেক করে Apply এবং ok করুন। এরপর নিশ্চিন্তে ব্যাবহার করুন BDAnti-Porn 2.3

ফটোঅ্যালবামঃ

নতুন বছরের সুভেচ্ছা জানিয়ে, সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের -- আলমাস

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রোহ্যাকার_আলমাস_ did you make the facebook page?
Great Job Man. Wish You happy new year. Kudos

Level 0

মারাত্ত্বক হইছে। ধন্যবাদ

আমার মতে সবচেয়ে ভাল সফটওয়্যার টি হল K9 web protection

সুভো কামনা রইল আলমাস ভাই কে । আশা করি এভাবেই আমাদের বাংলাদেশ উন্নতি করবে।

নতুন বছরের শুভেচ্ছাসহ অনেক অনেক ধন্যবাদ আলমাস ভাই। 69.com,sex.com,এবং আরো কয়েকটি সাইট ব্লক করা হয় নাই। আগের ভার্সনটিতেও আমি কমেন্ট করে বলে ছিলাম কিন্তু এটাতে এই সাইট গুলো যুক্ত করা হয় নাই।

আমি মাঝে মাঝে ব্যবহার করি। নতুন সংস্করণ এবং নতুন বছরের জন্য শুভেচ্ছা ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাই Porn জিনিসটা কি সেটাইতো বুঝলাম না

Level 0

sundor jinish….

মাইক্রোহ্যাকার_আলমাস
ভাই আপনি অনেক ভাল একজন মানুষ
চালিএ জান………………

আপনার জন্য দোয়া রহিল …………………………

এই ভার্সনটা বেশ ভাল হইছে। 🙂

না ভাল হয় নাই… বিভিন্ন মুভি ব্লগ ও ব্লক করা হয়েছে । আমি বুঝলাম না http://www.IMDB.com এর মত সাইট কেন ব্লকের লিস্ট এ । এর চেয়ে Avast Anty Virus Internet Security ভাল কাজ করে । additional protection>>> site block থেকে আপনার অপ্রয়োজনীয় সাইটটি ব্লক করে নিন ।

http://www.IMDB.com এর মত সাইট এই লিষ্টে থাকায় আমিও সত্যিই অবাক হয়েছি।এটার দ্রুত সংশোধন করার জন্য অনুরোধ করছি।

    @shohag ahmed: অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই। বর্তমানে ২.৩ এর URL সংখ্যা ১২০০ এর মতন এবং এই পুরোটাই আমার নিজের সংগ্রহ। তাই হয়তো এধরনের ভুল হয়ে যেতে পারে। তবে আশা করছি দ্রুত সংশোধন করা হবে।

মনটা অনেক খারাপ থাকে , যখন দেখি টিটিতে ডাউন করছে !!

যাই হোক, স্বাগতম টেকটিউনস ,স্বাগতম বর্ণল্যাব এবং স্বাগতম আলমাস ভাই

আর স্বাধুবাদ জানায় আপনাদের যৌথ-প্রচেষ্ঠাকে…………অল দা বেস্ট 😛

Level 0

Nice work indeed… 🙂

সরি অনেক দেরি করে ফেললাম কমেন্ট করতে।
তবে বলতে চাই বছরটা শুরু হলো একটি ভাল সংবাদ দিয়ে ।আশা করি এই বছরটা আর ও ভালো কাটবে সবার।
আলামাস ভাই শুভ কামনা রইল আপনার সফটওয়্যার জন্য।

শুকরিয়া।

অনেক ধন্যবাদ

প্রথমে আপনার টিউনের জন্য জানাই ধন্যবাদ………….
আপনাদের মত এরকম মানুষের উদ্যোগের জন্যই মনে করি দেশের উন্নতি হবেইইইইই

আসলে পর্ণগ্রাফি ওয়েবসাইট থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং ইচ্ছা শক্তি ই যথেষ্ট । তবে এই সফটওয়্যার একাধিক কম্পিউটার ব্যবহারকারী এবং শিশুদেরকে এইসব ওয়েবসাইট দেখা থেকে বিরত রাখতে পারবে বলে আশা করি ।
ধন্যবাদ ।

Level 0

অনেক ধন্যবাদ

Level 0

দারুন

IMDB অফ করছ কেন? যাও তোমার জন্মদিনের গিফট মাইনাচ করে দিলাম। আগে অইটা ঠিক কর তারপর তোমার এ Ray-Ban এর সানগ্লাস দিমু।

ভাই আগেরটা ৩২বিট-এ চলে নাই এটা চলবে তো ।

সুন্দর !

ভাইজানেরা আমি টেকটিউনারের একজন ইরেগুলার কাষ্টমার খালি আইয়া আইয়া আপ্নাগো পোষ্ট পড়ি হা হা, মাফ কইরা দেওন যায় না । আমারে কইবেন যে কি ঙ্কইরা প্রোফাইলের ইমেজ দিমু । আশায় আছি নিয়মিত থাকমু আর টিউন করার খুব শখ আছিল কিন্তু সব বসেরা এদিকে আমি যে কি পোষ্ট করমু চিন্তা করতাছি । তবে যাই করমু তালি খাইতে আর আপ্নেগো ভ্যাটকাইনা চেহারা করাইতে আমু । তবে আগে নিজেরে চালানে নামাইতে অনেকরে কমেন্ট করমু । তারপর দেখবেন…

Level 0

Its nice & i like it.

Level 0

vai ei software e to onek problem ase ami try korlam but link ta chek kore dekun http://www.sex.com/

হা আমিও দেখলাম babesmaster.com এবং আরও অনেক পোর্ন সাইটে ঢুকতেছে।
আসলে এগুলা দিয়ে ঠেকানো সম্ভব না, নিজেরি ইচ্ছা এবং ধমীয় মূল্যবোধটাই আসল।
দেখা তো মামুলি বেপার কেই বাস্তব অভিজ্ঞতায় করতেছে 😀

ami windows xp 2002 professional use kori. mozilla firefox 8 use kori. bt amar firefox onakdin jabot open korar 2/3 minuter bitoray crash koray.error report(c\docume^1\tahsin\locals^1\temp\468a_appcompat.txt) aita dekai.ami xp setup 3bar setup diya o kuno somadan paini. ridoy bai namar tuner amakay bolaysilan *your unistaller 7*oita diya proton unistall korlay,tarpor restart diya setup korlay problem solve hoya jabay,bt amar problem solve hoini.so plz ektu kosto koray almas bai help korban ki?apnarto onak valo valo tune deksi,r ta sara apnar giyan onak pc beparay so asa kori amakay apni help korban nd problem solve hobay

ধন্যবাদ আলমাস ভাই , আপনার এই চেষ্টাকে সাধুবাদ জানাই , তবে আপনার Database আরও বেশি সমৃধ করতে হবে । এরপর ও এসব কাজে দিবেনা যদি মানুষের নৈতিক মূল্যবোধ , ধর্মীও অনুশাসন মেনে না চলে !!
এছাড়া প্রতিদিন প্রচুর পরিমান এ ধরনের সাইট উন্মুক্ত হচ্ছে !!!! লক্ষ্য করলে আরও বোঝা যায় Top level Domain চলে এসেছে !!!!!!!! তাহলে বুঝুন internet এর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে !!! সবশেষে বলি বাংলাদেশ হিসাবে আপনার প্রচেষ্টার মূল্য অপরিসীম আপনি এই প্রোজেক্ট বন্ধ করবেন না বোরিং লাগলেও ,এমন সময় আসবে যখন সফটওয়্যার টা খুব কাজে দিবে ।

Level 0

খুবই সুন্দর টিউন……….. কাজের টিউন……… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………..

Level 0

almas ভাইকে আল্লাহপাক উত্তম বদলা যেন দান করেন । সাথে সাথে আমরা সবাই যেন ইসলামি শিক্ষায় মনোনিবেশ করি । কারন একমাত্র ইসলাম ধর্ম পালনের মধ্যেই রয়েছে সকল শান্তি এবং সমস্ত হারাম কাজ থেকে বাচার সর্বোত্তম উপকরণ ।

ডাউনলোড লিঙ্ক কাজ করে না।

Level 0

ভাই লিংক টা কাজ করে না।
File Blocked for Violation. এই লেখাটি দেখায়।

দয়া করে লিঙ্ক টা ফিক্স করেন। এই টিউনটি একটি নির্বাচিত টিউন, টিউনারেরা বার বার এসে হতাশ হচ্ছেন 🙁

Level 0

Download link is error. Please please fix it immediately. Thanks in Advanced.

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…