বিভিন্ন সময়ে আমরা উইন্ডোজ ইনষ্টল করে থাকি। উইন্ডোজ এক্সপি ইনষ্টল করতে গেলে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিতে হয়। এর মধ্যে সিরিয়াল নম্বর, অ্যাডমিনিষ্ট্রেটরে পাসওয়ার্ড, কম্পিউটারের নাম ইত্যাদি। যা অনেক সময় বিরক্তিকর এবং সময় সাপেক্ষ হয়। কিন্তু আপনি যদি উইন্ডোজ এক্সপির কাষ্টমাইজ সিডি তৈরী করে রাখেন তাহলে প্রতিবার ইনষ্টল করার সময় এসব তথ্য দিতে হবে না। আপনার কাস্টমাইজ সিডি থেকে আপনা আপনি এসব তথ্য ব্যবহৃত হবে। এজন্য আপনাকে আগে উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করতে হবে।
এনলাইট সফটওয়্যার দ্বারা আপনি উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করতে পারেন। ২.৫৪ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.nliteos.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এজন্য আপনার কম্পিটউটারে মাইক্রোসফটের ডট নেট ২.০ সংস্করণ ইনষ্টল থাকতে হবে।
ব্যাস এরপরে উক্ত ইমেজ সিডিতে রাইট করলেই হয়ে গেলো আপনার কাস্টমাইজ উইন্ডোজ এক্সপি।
এরপর থেকে আরো সহজে কাস্টমাইজ এক্সপি ইনষ্টল করতে পারবেন। আর উইন্ডোজ ভিসতাকে কাস্টমাইজ করতে আপনাকে ভিলাইট (http://www.vlite.net) ব্যবহার করতে হবে।
কৃতজ্ঞতা: রেজওয়ান ও সেভারাস
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
টিউনার ভাইয়েরা কারো কাছে ‘বুশকে জুতো মারার’ ভিডিো থাকলে দয়া করে সাইটে পাঠিয়ে দিন।
আলাউদ্দিন ভাই,আমার কাছে বুশকে জুতা মারার ভিডিও আছে।দেখেন কি ভাবে জুতো মারে।http://www.youtube.com/watch?v=NuyzA5dT5Kk&feature=channel
মেহেদী আকরাম ভাই কে এন লাইট দিয়ে সি ডি কাস্টমাইজ করলে । পরে তা কম্পউটারের সি ড্রাইভ রিপেয়ার করতে চাইলে তা হয় না। এ সম্যাসার সমাধান দিবেন একটু ভাই।
ধন্যবাদ!
আমি মনে মনে অনেক দিন থেকে খুজছি। সত্যিই খুব কাজের জিনিস। ওয়েব সাইটের ঠিকানার জন্য ধন্যবাদ।
তুহিন রহমান
সাতক্ষীরা, বাংলাদেশ।