আপনারা প্রতিদিন কতগুলো নতুন সফটওয়্যার ব্যবহার করেন - তা আমি জানি না। কিন্তু আমার নিজের কথা বলতে গেলে – প্রতিদিন কমপক্ষে ৫-৭ টি নতুন সফটওয়্যার ব্যবহার করে দেখতে হয় আমার (যদিও প্রায় সবগুলোই Requested). কিন্তু সবগুলো সফটওয়্যারই কি চেষ্টা করে দেখার যোগ্য? নাহ! বেশীরভাগই গতানুগতিক, বিরক্তিকর। কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে যারা ব্যতিক্রম – দেখে মজা, ব্যবহার করে মজা। এই ধরনের সফটওয়্যার এর সংখ্যা খুব কম। তেমনই একটা সফটওয়্যার হল Soluto। এক সপ্তাহ আগে যখন Soluto এর একজন ডেভেলপার আমাকে মেইল দেয়, তখন আমি চিন্তা করি এত অসাধারণ একটি জিনিস আমি এতদিন চোখে দেখি নি কেন!
আপনারা কতজন এই সফটওয়্যারটির সাথে পরিচিত তা আমি জানি না। কিন্তু এতটুকু নিশ্চিত করতে পারি যে, এই ফ্রী সফটওয়্যারটির মত অসাধারণ গ্রাফিক্স আমি এখনও কোন সফটওয়্যারে পাই নি। Soluto সফটওয়্যারের মুল অস্ত্র হল এর অসাধারণ সহজ ব্যবহারবিধি আর দেখে থাকার মত গ্রাফিক্স। Official description থেকে, Soluto একটি Anti-Frustration Software যা আপনার উইন্ডোজ সিস্টেমকে ঠিকভাবে Boot-up করবে, সিস্টেম crash recover করবে আর Online Database থেকে সমাধান বের করবে। আমার সহজ ভাষায়, Soluto একটি অত্যন্ত সহজ এবং অসাধারণভাবে পরিকল্পিত সফটওয়্যার যা উইন্ডোজের নতুন এবং পুরাতন ইউজারদেরকে তাদের সিস্টেম পরিষ্কার এবং crash থেকে মুক্ত রাখতে সাহায্য করে. এরপর আসে Crowd-Powered অনলাইন solution যেখানে আপনি ব্যবহারকারীদের কাছ থেকে কোনো crash এর জন্য সমাধান পাবেন।
Soluto এর ডেক্সটপ সফটওয়্যার নিয়ে তো অনেক কথা হল। কিন্তু আজ আমার লেখার মুল উদ্দেশ্য Soluto ডেক্সটপ সফটওয়্যার নয়। তাই Soluto ডেক্সটপ সফটওয়্যার নিয়ে কথা বার্তা আপাতত এইখানেই শেষ। ইচ্ছা থাকলে Soluto ডেক্সটপ সফটওয়্যার কে নিয়ে লেখা আমার review পরতে পারেন টিউনের শেষে। আর নিচের ScreenShot তো আছেই।
এখন আসি মুল কথাই। Soluto বেশ কিছুদিন হল নতুন কিছু নিয়ে কাজ করছে। আর Soluto এর নতুন এই প্রোজেক্ট মূলত একটি Web App যা আপনি যেকোন (JavaScript Supported) ব্রাউজার থেকে ব্যবহার করতে পারবেন। Soluto Web App এর সাহায্যে আপনি একটি ব্রাউজার থেকেই ৫টি পর্যন্ত পিসি Remotely Control করতে পারবেন। তা হতে পারে আপনার নিজের পিসি, অথবা আপানার কোন বন্ধু বা অন্য কারও পিসি। Soluto এর সাহায্যে আপনি Connected System টির সাম্প্রতিক Crash Report দেখতে পারবেন, প্রতিদিন ব্যবহারে কাজে লাগে এমন কিছু সফটওয়্যার ইন্সটল করে দিতে পারবেন ব্রাউজার থেকেই। এরপর আছে ইন্টারনেট নিয়ন্ত্রণ যার মাধ্যমে আপনি Connected System টির ব্রাউজারগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। Protection থেকে সিস্টেম এর নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, Hardware থেকে কম্পিউটার হার্ডওয়্যার এর ইনফো পাবেন। আর সবচেয়ে বড় সুবিধা হল, আপনি ব্রাউজার থেকেই Connected System টির Startup সফটওয়্যার গুলো পরিবর্তন করে সিস্টেম আর performance improve করতে পারবেন।
Soluto Web App এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে আর তা সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনও available না এখন সবার জন্য উন্মুক্ত। এখানে আপনি 5 পিসি যোগ করতে। তা হতে পারে আপনার নিজের পিসি অথবা এমন কারও পিসি যে আপনার সাহায্য চায়।
এখন চলুন দেখে আসি আপনি এই ওয়েব অ্যাপ দিয়ে কি কি করতে পারেন। আগে মনে রাখুন, আপনি যে সিস্টেম টি নিয়ন্ত্রন করতে চান তা তে অবশ্যই Soluto এর ডেস্কটপ ক্লায়েন্ট ইনস্টল করা থাকতে হবে আর ইন্টারনেট এর সংযোগ থাকতে হবে। এখন ড্যাশবোর্ড থেকে আপনি যে সিস্টেম টি নিয়ন্ত্রন করতে চান তা ক্লিক করে ওই সিস্টেম এর হোমপেইজ এ যান। পেইজ এর উপরে আপনি পুরো সিস্টেম এর summary পাবেন।
Frustration ট্যাব থেকে বিগত কিছু দিনে system এর crash report আর এর সমাধান পাবেন।
Apps ট্যাব সত্যিই দরকারী কিছু Apps আপনার target system এ ইনস্টল করতে পারবেন। এই তালিকায় আছে Paint.Net, বেহায়াপনা, গুগুল টক, পিডিএফ ক্রিয়েটর, জাভা, পিকাসা, গুগল আর্থ, Dropbox, অ্যাডোবি রিডার, VideoLan VLC প্লেয়ার, Teamviewer, আই টিউনস, ওপেন অফিস, স্কাইপ, Spotify এবং এদেরমত দরকারী আরও কিছু Apps।
Background Apps থেকে আপনি ওই সিস্টেম এর বর্তমান on-boot সফটওয়্যার আর সার্ভিস গুলো দেখতে পারবেন। এছাড়া কোন সফটওয়্যার টি স্টার্ট এর সময় বেসি সময় নিয়ে সিস্টেম এর performance খারাপ করছে তা দেখে আপনি ওই সফটওয়্যারটি disable/delay করতে পারবেন। তার মানে কি বুঝতে পারছেন? আপনি একটি পিসি ব্যবহার না করেই তার performance বাড়িয়ে দিতে পারবেন ব্রাউজার থেকেই।
Internet ট্যাব থেকে আপনি সিস্টেম এর বর্তমান ডিফল্ট ব্রাউজার/হোমপেইজ/সার্চ ইঞ্জিন দেখতে অথবা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনি কন ব্রাউজার এ কি কি এক্সটেন্সান ইন্সটল করা আছে, এক্সটেন্সান গুলো কত সময় নেয় – আসব দেখে এক্সটেন্সান disable করে ব্রাউজার এর performance বাড়াতে পারেন।
Protection ট্যাব Connected System টির নিরাপত্তা নিয়ন্ত্রন করতে পারে। এখান থেকে আপনি Connected System টির Firewall স্ট্যাটাস চেক করতে পারবেন, Firewall অন বা অফ করতে পারবেন, কোন অ্যান্টিভাইরাস ইন্সটল করা আছে তা চেক করতে পারবেন, কোন অ্যান্টিভাইরাস না থাকলে Microsoft Security Essentials অথবা AVG Free ইন্সটল করে দিতে পারবেন। এছাড়াও আপনি সিস্টেম টির Windows Update স্ট্যাটাস দেখে আপডেট ইন্সটল করতে পারেন।
সবশেষে, Hardware ট্যাব থেকে আপনি সিস্টেমের বর্তমান হার্ডওয়্যার তথ্য দেখতে পারেন। এটি CPU, RAM, মাদারবোর্ড, গ্রাফিক্স এবং হার্ড ড্রাইভ পার্টিশন চেক করতে পারে। আপনি Cooling ফ্যানের গতি, CPU-র তাপমাত্রা, মনিটরের ইনফো, নেটওয়ার্ক, ব্যাটারির ক্ষমতা, ডিস্ক স্পেস ও আরও অনেক তথ্য পাবেন।
এতক্ষণ যা কিছু বললাম তার সবগুলোই আপনি Soluto এর সাহায্যে একটি ব্রাউজার থেকেই দূরে বসে করতে পারেন।
Signup URL: Soluto New Stuff
রিভিউ : Anti-Frustration Software Soluto Brings Amazing UI & Better Windows System Boot
Source: The New Soluto Alpha Let’s You Manage & Optimize Friend’s PC Remotely [Walkthrough & Invitation]
অপ্রাসঙ্গিক কিছু কথা। অনেক দিন পর বাংলাই কিছু লিখলাম, একটু কাঠখোট্টা লাগতে পারে। আশা করি কিছু মনে করবেন না। মতামত টিউমেন্ট এ জানালে খুশি হব।
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
প্রিয়তে নিলাম; কমেন্ট করতে ভয় লাগছে, না জানি কি মনে করেন!
খুব সুন্দর লেখা 🙂