আর মাত্র কয়েক ঘন্টা পরেই ১৬ই ডিসেম্বর। বিজয়ের সেই দিনটি, যার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছেল দীর্ঘ ৯ টি মাস। শুধু কি অপেক্ষা করে পেয়েছিলাম এমন দিনটি। নাহ! একবারেই অজানা নয় কারো সেই ভয়ংকার সব দিনগুলো কথা। থাক আমি সেদিকে নিয়ে যাবো না।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা হয়তো গুগল কে জানেন না এমনটা না। অন্যান্য সকল সার্ভিসের মত গুগলের এক অবিশাস্ব “ডুডল” সার্ভিসটি। প্রতি দিন বিশ্বের যত শ্রেষ্ট সন্তানদের জন্মদিন বা মৃত্যু দিবস, ঘটে যাওয়া কোন বিশেষ ঘটনা, বা কোন আবিস্কারের এমন ঘটনা যা কোন মানুষ বা সম্প্রদায়কে স্মরনীয় বরনীয় করে রেখেছে, এমন সব ঘটনা বা মুহুর্ত গুলোকে গুগল তাদের হোম পেজের লগো এবং টাইটেল লেভেল দিয়ে বিশ্বের সামনে তুলে ধরে প্রতি নিয়তই এটা আমরা সবাই জানি।
এবার আমাদের সময় এসেছে আমাদের বিজয়কে, আমাদের গৌরবগাঁথা ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরবার। আমরা জানি না আমাদের ইতিহাস গুগল জানে কি না। জানুক বা না জানুক এটা মুল কথা নয়। আমরা শুধু চেষ্টা করে যাবো যেন, গুগল আমাদের গৌরবের এই ইতিহাসকে তাদের হোম পেজে স্থান দেয়।
এর জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। শুধু মাত্র ৫ মিনিট সময় দিলেই হবে। কি করবেন. নিচের স্টেপ গুলো অনুসরন করুন:
১. আপনার জিমেইল একাউন্ট এর লগইন করে নতুন একটি মেইল কম্পোজ কমান্ড দিন।
২. To (বরাবর)-এ: [email protected] লিখুন।
৩. Subject-এ: Request Google Doodle for 16 December - Victory Day of Bangladesh লিখুন।
৪. Description-এ:
Dear Sir / Madam,
Please give a Doodle for 16 December - Victory Day of Bangladesh.
Thanks
Your Name (আপনার পুরো নাম)A Proud Citizen of Bangladesh.
৬. সাথে নিচের ছবিটি পাঠিয়ে দিন এটাচ করুন।
এবার পাঠিযে দিন। 🙂
কি পারবেন না। হাতে কিন্তু সময় অনেক কম! নিজের দেশের জন্য আপনার ৫টি মিনিট হতে পারে বিশ্বের সামনে আমাদের গৌরব গাথাকে তুলে ধরার অন্যতম হাতিয়ার।
জয় বাংলা! জয় বাংলা!
অপেক্ষায় থাকি, হয়তো আমাদের সম্মিলিত প্রচেষ্টা/অনুরোধ গুগল রাখবে। 🙂
সেই কামনায়.
সবাই ভাল থুকন, সুস্থ থাকুন। 🙂
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
😀 😀 😀 😀