ডেড সী বা মৃত সাগরের রহস্য

ডেড সী বা মৃত সাগর কে মৃত বলা হয় কেন?

কারন এ সাগরে কোন মাছ বা জলজ প্রানি বাঁচে না। কেবল কিছু ব্যক্টরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব পাওয়া যায়।  এ জন্যই একে মৃত সাগর বলে।

ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না কেন?

সবাই জানে ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না। কারন কি তা জানেন? কারন হল মৃত সাগরে পানির ঘনত্ত্ব খুব বেশি। পানির ঘনত্ত্ব বেশির কারন হচ্ছে লবন। অন্যান্য মহা সাগরে লবনের পরিমান শতকরা ৫% - ৬%। কিন্তু এ মৃত সাগরে লবনের পরিমান ২৫% - ৩০%। তাছাড়া এর লবনাক্ততা স্বাভাবিক সাগরের থেকে  ৮.৬ গুন বেশি। 

লবনের কারনে এখানে অনেক সাগরের ঢেঁউয়ে অনেক ফেনা জন্মে, এবং তীরে অনেক লবন জন্মে।

তাছাড়া অন্যান্য সাগরের রাসায়নিক উপাদানের থেকে এ সাগরের রাসায়নিক উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে।

আর পানির এ ঘনত্ত্বের কারনে এখানে প্লবতা বেড়ে যায়।  প্লবতা আবার কি তাই না?

প্লবতা বা buoyancy হচ্ছে, কোন তরল পদার্থে অন্য কোন পদার্থ নিমজ্জিত (ঢুবালে) করলে উপরের দিকে এক প্রকার বল প্রয়োগ করে এবং ঐ পদার্থের ওজনকে বাধা দেয়, এই বাধা দান কারী বল ই হচ্ছে প্লবতা।  প্লবতার কারনে কোন বস্তু মৃত সাগরে ফেললে তা ভাসিয়ে রাখে। তাই মানুষ এ মৃত সাগরে বসে বা শুয়ে থাকতে পারে।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। ধন্যবাদ জাকির ভাইকে।

    আপনাকে ও ধন্যবাদ, মাম্মুন ভাই

Level 0

?জাকির! ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য , জানা জানাছিল না !!!!

ভাল লাগল যদি ও জানা ছিল ……..

জাকির ভাই,
complete লাগছেনা টিউনটা | ভালো একটা বিষয় পেয়ে গেছি আর এটা নিয়ে আমার আগে আর কেউ যেন লিখতে না পারে তাই যেরকম করেই হোক লিখে ফেলি – এরকম মনে হচ্ছে টিউনটা পড়ে |
আপনি যেরকম মানের টিউন লেখেন এটা সেই কোয়ালিটিটাকে জাস্টিফাই করছেনা |
আপনি পুরানো টিউনার বলেই একটু কড়াভাবে বললাম |

    ধন্যবাদ সমালোচনা করার জন্য, বাংলা উকিপিডিয়াতে মৃত সাগর সম্পর্কে অনেক সুন্দর সব তথ্য আছে, আমি ইচ্ছে করলে ঐ খান থেকে কাট পেষ্ট করে অনেক বড় একটা টিউন করতে পারতাম, তা নাকরে লিঙ্ক দিয়ে দিলাম। তাছাড়া বড় টীউন দেখলে আমার নিজের ই পড়তে ইচ্ছে করে না, প্রিয় করে রেখে দিতে ইচ্ছে করে। তাই বড় টিউন করি না। অনেক অনেক ধন্যবাদ।

জানা ছিল না, ধন্যবাদ জাকির ভাইকে।

ধন্যবাদ জাকির ভাই সুন্দর ভাবে ‘ডেড সী বা মৃত সাগরের রহস্য’ গুলু উপস্থাপন করার জন্য।
আমি আরেকটু তথ্য শেয়ার করি,
‘ডেড সী বা মৃত সাগরে’র অবস্থান স্থলে হযরত লুত আঃ এর কওম বসবাস করত,কিন্তু তারা ছিল ব্যবিচারি জাতি নবী লুত আঃ অনেক বুঝানোর পরও তারা সঠিক পথে ফিরে আসে নাই বরং উলটা লুত আঃ কেই মেরে ফেলার জন্য চক্রান্ত করতে থাকে,তারপর একদিন আল্লাহ সুবহানা হুয়া তায়ালা কিছু ফেরেস্তা পাঠাইলেন ব্যাবিচারী কওমকে আযাব দেয়ার জন্য এবং একদিন সকালে ফেরেস্তা বৃন্দ ঐ অঞ্চলকে পুরো উল্টিয়ে দেন ভু-গর্ভে যা আজকের ‘ডেড সী বা মৃত সাগর’ নামে পরিচিতি লাভ করে।
*মনে রাখা ভাল এই স্থানটা কিন্তু আল্লাহর আযাবের একটি স্থান যা কেয়ামত পর্যন্ত ব্যাবিচারিদের জন্য উদাহরন স্বরুপ থেকে যাবে।

    আতাউর রহমান ভাইকে অনেক ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য।

জানা ছিল, কিন্তু ন্তুন আর এক্তি জিনিস শিখলাম, সেটি হল প্লবতা বা buoyancy ।

জানি।আরও ক্লিয়ার হলাম।ধন্যবাদ।

ধন্যবাদ ,,,,,,,,,,,,,জানতে পেরে।

Level 0

valo laaglo

জানা ছিল । তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ । মনে হয় আরও একটু ব্যাখ্যা করলে ভাল হত । যেমন – বস্তু কখন ভাসবে বা কখন ডুববে এ বিষয়গুলো ব্যাখ্যা করে লিখলে মনে হয়
ভাল হত ।

    ধন্যবাদ, লিখলে ভালো হত। তবে তখন আমি পদার্থের মাস্টার হয়ে যেতাম, সবাই মজা হারিয়ে পেলত। তার পরও আরেক দিন আপডেট করে দিব। আবারো ধন্যবাদ আপনাকে।

আমি অতটা জানতাম না।যাক জাকির ভাইয়ের টিউনটি পড়ে সবই জেনে গেলাম 🙂 ধন্যবাদ আপনাকে।

    জানাতে পেরে ভালো লাগলো। সজীব ভাইকে ও ধন্যবাদ।

ধন্যবাদ জাকির ভাই শেয়ার করার জন্য। আর হ্যা আপুনি কিন্তু আমার দেশি লোক তাই সময়মত একদিন পরিচয় করে নিব।

    আপনাকে ও ধন্যবাদ। আরে দেশি সব এখানে। অবশ্যই যোগাযোগ হবে।