ডেড সী বা মৃত সাগর কে মৃত বলা হয় কেন?
কারন এ সাগরে কোন মাছ বা জলজ প্রানি বাঁচে না। কেবল কিছু ব্যক্টরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব পাওয়া যায়। এ জন্যই একে মৃত সাগর বলে।
ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না কেন?
সবাই জানে ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না। কারন কি তা জানেন? কারন হল মৃত সাগরে পানির ঘনত্ত্ব খুব বেশি। পানির ঘনত্ত্ব বেশির কারন হচ্ছে লবন। অন্যান্য মহা সাগরে লবনের পরিমান শতকরা ৫% - ৬%। কিন্তু এ মৃত সাগরে লবনের পরিমান ২৫% - ৩০%। তাছাড়া এর লবনাক্ততা স্বাভাবিক সাগরের থেকে ৮.৬ গুন বেশি।
লবনের কারনে এখানে অনেক সাগরের ঢেঁউয়ে অনেক ফেনা জন্মে, এবং তীরে অনেক লবন জন্মে।
তাছাড়া অন্যান্য সাগরের রাসায়নিক উপাদানের থেকে এ সাগরের রাসায়নিক উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে।
আর পানির এ ঘনত্ত্বের কারনে এখানে প্লবতা বেড়ে যায়। প্লবতা আবার কি তাই না?
প্লবতা বা buoyancy হচ্ছে, কোন তরল পদার্থে অন্য কোন পদার্থ নিমজ্জিত (ঢুবালে) করলে উপরের দিকে এক প্রকার বল প্রয়োগ করে এবং ঐ পদার্থের ওজনকে বাধা দেয়, এই বাধা দান কারী বল ই হচ্ছে প্লবতা। প্লবতার কারনে কোন বস্তু মৃত সাগরে ফেললে তা ভাসিয়ে রাখে। তাই মানুষ এ মৃত সাগরে বসে বা শুয়ে থাকতে পারে।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
সুন্দর টিউন। ধন্যবাদ জাকির ভাইকে।