এবার আপনার ওয়েবক্যামকে ব্যবহার করুন সিসি ক্যামেরার কাজে! গোয়েন্দাগিরির শুরু এখানেই!

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

গোয়েন্দা শব্দটা শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চ ভাব শরীরে চলে আসে। ছোট বেলায় যখন তিন গোয়েন্দা পড়েছি তখন নিজেকে কিশোর পাশা ভাবতেই ভাল লাগতো। সেটা বাস্তবে সম্ভব না হলেও কিছুটা গোয়েন্দাগিরির স্বাধ মিটাতে পারে আপনার ওয়েবক্যাম।

কি নড়েচড়ে বসেছেনতো? তাহলে শুনুন আসল কাহিনি।

আজকে সম্পুর্ন ব্যতিক্রম একটা সফটওয়্যারের কথা জানাব। এই আজিব সফটের কাজ হলো আপনার ওয়েবক্যামকে সিসি ক্যামেরাতে রুপান্তর করা অর্থাৎ ওয়েবক্যামকে গোয়েন্দাগিরিতে নিয়োগ করা।

কি এখনও বুঝেন নাই? তাহলে ক্লিয়ার করেই বলছি।

ধরেন আপনি আপনার ওয়েবক্যামকে আপনার ঘরের দরজার দিকে ফিট করে দিলেন। মানে আপনি জানতে চাচ্ছেন আপনার অজান্তে ঘরে কে ঢুকে তা জানা। যদি এমন হয় কেউ ঐ দরজা দিয়ে ঘরে ঢুকলো আর তখনি আপনার সেট করা শব্দ কম্পিউটারে বাজতে শুরু করলো। বা আপনাকে মেইল করে সতর্ক করে দেওয়া হলো। তাহলে কেমন হয়? শুধু তাই নয় আপনার সিলেক্ট করে দেয়া চেহারাও এটা সনাক্ত করতে পারবে।

কি ভাবছেন এটা কি করে সম্ভব? খুব সম্ভব। শুধু মাত্র আপনার চেষ্টাটাই আসল।

ছবি: ShutterStock

এখন বলি কি ধরনের ওয়েবক্যাম সাপোর্ট করবে। কি ভয় পেয়ে গেলেন নাকি? যদি আপনার ওয়েবক্যাম সাপোর্ট না করে? তাহলে শুনুন কোন ভয় নেই। সব ধরনের USB পোর্টের ওয়েবক্যাম সাপোর্ট করবে। শুধু তাই নয় ল্যাপটপের বিল্ট ইন ওয়েবক্যামও সাপোর্ট করবে। 😀 কি খুশিতো?

ওয়েবক্যামতো গেল। এবার সফটওয়্যার? হ্যা সফটওয়্যরের নাম হলো Vitamin D। তবে এটি বর্তমানে Sighthound কোম্পানি এটি কিনে নেওয়ায় এর নাম এখন Sighthound। তবে কিছুটা দুঃখের কথা হলো অনেক খুজেও প্রো ভার্শন করার কোন পথ পেলাম না। :(কিন্তু তাতে কি? হয়তো আমাদের কথা চিন্তা করে কোম্পানি ফ্রি ভার্শনের সুযোগ করে দিয়েছে। 😀 😀

নাম ফ্রি ভার্শন হলে কি হবে কাজ কিন্তু জটিল। তবে ফ্রি ভার্শনে শুধু মাত্র একটা ওয়েবক্যাম গোয়েন্দাগিরিতে নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ একাধিক ওয়েবক্যাম ব্যবহার করা যাবে না। বাকি সব মোটামুটি ঠিক আছে।

যেভাবে সফটওয়্যার ইন্সটল করবেনঃ

ডাউনলোড করা ফাইলে ডাবল ক্লিক করে ইন্সটল করা শুরু করুন।

তারপরের ধাপে free Starter Edition এ ক্লিক করে যান।

এখন আপনার ওয়েবক্যামের সেটিংস ঠিক করে দিন। (Tools > Add Camera)

যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে টেস্ট উইন্ডো আসবে।

এখন আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। যেমন Home, Backyard ইত্যাদি। (Tools > Edit Camera Location)

সর্বশেষে finish এ ক্লিক করুন।

আরও বিস্তারিত জানতে দেখতে পারেন এই টিউন। অনেক বিস্তারিত বলা আছে।

যা যা লাগবে চালাতেঃ

  • Windows XP Service Pack 2+, Vista, Windows 7
  • 2.0GHz Pentium 4 processor or higher
  • 1GB RAM or higher (2GB RAM minimum for Vista and Windows 7)

ম্যাকেও সাপোর্ট করে।

Rule Editor থেকে খুশি মতো আপনার সেটিংস ঠিক করে দিন।

বিস্তারিত দেখুন এই ভিডিও টিউটোরিয়ালে

ডাউনলোডঃ

  • নতুন Sighthound প্রোডাক্ট পাতা : http://sighthoundlabs.com/
  • পূর্বের Vitamin D প্রোডাক্ট পাতা : http://www.vitamindinc.com/
  • ডাউনলোড: Sighthound এ  গিয়ে মেইল আইডি দিয়ে Download বাটনে ক্লিক করেন। সাইজ মাত্র ২৯ মেগাবাইট।

আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ধন্যবাদ

জটিল বস জটিল । অনেক অনেক ধন্যবাদ ।

ধন্যবাদ ভাই জটিল জিনিস ।

ফাট্টাফাটি একটা জিনিস দিলেন।এখনি ডাউনলোড দিতেছি।অফুরন্ত ধন্যবাদ হাসান ভাই। 🙂

vai diner chorder churi korar rasta ekdom bondho kore dile eita tumi ki korla churder ekhon ki upay hobe

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, ধন্যবাদ টিউনের জন্য, কিন্তু ওয়েবক্যাম নাই !!!!

sondor ekta tune dichen thank u……. but ami sound select korbo ki babe?

ভাই ধন্যবাদ। খুব ভালো হইছে। কিন্তু ক্যম তো নাই, তাই আপাতোত প্রিয় টিউনসে রাখলাম।

অনেক সুন্দর একটা জিনিস আমাদের সাথে শেয়ার করলেন ভাই, অনেক ভাল লাগল। যদিও এখন ওয়েবক্যাম নাই কিন্তু এই পেইজ টা সেভ করে রাখছি । কখন প্রয়োজন হয় কে জানে? আর একটি কথা বাজারে যে ওয়েবক্যাম গুলো ৫ এমপি লিখা আছে, এগুলো কি সত্যি ৫ মেগাপিক্সেল আর এগুলো দিয়ে কি স্টিল ছবি ও তোলা যায় নাকি?

    হ্যা স্টিল ছবি তোলা যায়।
    আর ৫ মেগাপিক্সেল এর সত্যতা বলতে পারছি না। তবে আপনি টেস্ট করে দেখতে পারেন।

হুম কাজে আসবে,কিন্তু রেকর্ডকরার সিষ্টেম আছে নাকি জানাবে।ধন্যবাদ সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য।

ফাট্টাফাটি একটা জিনিস দিলেন যোবায়ের ভাই ।

Level 0

এবার কি “ডিটেক্টিভ হাসান” বলা যায়?
ধন্যবাদ……………….

নামটা বেশ জোস, Vitamin D 😀

যদিও এখনও TRY করি নাই।

আপনার TUNE তো, খারাপ হবার প্রশ্নই আসে না। ধন্যবাদ TUNE করার জন্য।

    ধন্যবাদ তুষার ভাই।

    মনে হইতাছে, এইটা দিয়ে শুধুমাত্র VIDEO record হয়… AUDIO হয় না।

    কিসের অডিও রেকর্ড করতে চাচ্ছেন?

    ভাই, আমরা যখন CAMERA দিয়ে record করি তখন VIDEO এর সাথে সাথে AUDIO/VOICE ও থাকে।

    কিন্তু আমি এই সফটয়্যারটা দিয়ে AUDIO record করতে পারলাম না।

    মানে হচ্ছে, আমি যখন এই সফটয়্যার দিয়ে তোলা ভিডিও চালাই তখন কোন শব্দ হয় না।

    এটা ভিডিও রেকর্ডের জন্য না। ঐ জন্য অন্য সফট আছে।
    এটার কাজ গোয়েন্দাগিরি করা।

    [[[[এটা ভিডিও রেকর্ডের জন্য না। ঐ জন্য অন্য সফট আছে।
    এটার কাজ গোয়েন্দাগিরি করা।]]]] ভাই এইটা কি বললেন!!!

    মনে করুন, আপনি রাত ৮.০০ টা থেকে ১০.০০ পর্যন্ত কোন কাজে বাইরে ছিলেন। এখন রাত ৮.০০ টা থেকে ১০.০০ পর্যন্ত সময়টাতে আপনার ঘরে কি ঘটেছিল সে সম্পর্কে গোয়েন্দাগিরি করতে হলে তো পরবর্তিতে আপনাকে ভিডিও গুলা দেখতে হবে (যা এই SOFTWARE দিয়ে আপনার WEBCAM এর মাধ্যমে তোলা)।
    নাকি আপনি না দেখেই বুঝি যাবেন কি ঘটেছিল।

    এক্ষেত্রে আপনি যে জিনিসটা দেখে গোয়েন্দাগিরি করবেন সেটাকে VIDEO CLIP বলবেন নাকি অন্যকিছু।
    আর যদি VIDEO CLIP বলেন তাহলে VITAMIN D সফটয়্যার টা এক প্রকার ভিডিও recorder কিনা সেটা বলুন?

    ভাই আপনি বুঝতে ভুল করেছেন। ভিডিওতা দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে।
    নরমাল সিসি ক্যামেরা যেমন শুধু ভিডিও করে কিন্তু সাউন্ড রেকর্ড করে না এটাও তেমনি। শুধু ভিডিও রেকর্ড করে সাউন্ড নয়।

      Level 0

      জটিল বস। কিন্তু এর ভিডিও ফাইল সেভ হচ্ছে কোথায়?@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভিডিও ফাইল সেভ হচ্ছে কোথায়?

আনেক ভাল লাগল !

i m looking this for a long time.now it is in my hand..thank u so much for sharing this nice software.

onek valo hoise…vai. thanks

ফাটাফাটি টিউন জটিলও বটে…তবে চোর ধরতে সারাদিন পিসি ছেড়ে রাখতে হবে। বন্ধ অবস্থায়তো কাজ করবে না…

Level 0

টিউন একখান। এটাই তো এতো দিন খুজতেছিলাম। ধন্যবাদ

বেশি কিছু বললাম না।একথায় ফাটাফাটি

সফট্ওয়ারের থেকে টিউনটি বেশি ভাল লেগেছে। 🙂

সফটওয়ারটি জটিল। আপনাকে ধন্যবাদ এমন একটি সফট আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি মনে মনে খুজছি এমন এক সফটোয়ার যেটা ওয়েবক্যাম দিয়ে হিডেন মুডে ভিডিও করবে অর্থাত ভিডিও হবে কিন্তু মনিটরে দেখাবেনা।

    হ্যা এটা দিয়েই তা সম্ভব। এই সফট ক্লোজ করে দিলেও ভিডিও হতে থাকে।
    যতক্ষন না আপনি অপশন থেকে বন্ধ করবেন। 😀

অসাধারন টিউন,
অনেক দরকার ছিল সফটার,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউন ও কাজের সফটি শেয়ার করার জন্য।

জটিল টিউন,,,,,,,,,,এগিয়ে যান

এররকম আরেকটা সফট হল YawCam।

Level 0

ভাই mobileটারে webcam হিসাবে use করার কোন system জানেন?

অনেক উপকারী একটা টিউন – ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ – বরাবরের মতই অসাধারন টিউনটির জন্য।

অনেক ভালো লাগ্লো আপনাকে ধনবাদ

আমি ভাই আজ এটি পেলাম,ডাউনলোড করেছি।আগে কাজে লাগাই,পরে ধন্যবাদ দেব।

আমি ভাই আজ এটি পেলাম,ডাউনলোড করেছি।আগে কাজে লাগাই,পরে ধন্যবাদ দেব।

Crack ফাইলটা

কি মজা কি মজা!

Level 0

Thank u boss…

Level New

vi e j komu………apnare smne paile 20 kg misti khaumu..tnxxxx

vai chorom akkhan jinis disen onek donnobad >>>>>

Level 0

vai ai rokom update news janle valo lage mazhe mazhe airokom post koyren

একটানা কতখন ভিডিও রেকর্ড করতে পারবে এটি…? উত্তর চাই কিন্তু।

যোবায়ের ভাই, আপনি বরাবরই মানসম্মত টিউন করেন । তাই আপনার টিউন গুলো আমার বেশ ভাল লাগে । আমার ভাল লাগা টিউনারদের মধ্যে আপনি একজন ।আজকে যে টিউনটা করেছেন , এটাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করতে হলে রাউটারের প্রয়োজন, আপনার টিউনে এ বিষয়ে কিছু বলেন নি । বলা প্রয়োজন ছিল না কি ?

অনেক ধন্যবাদ হাসান ভাই। নির্বাচিত হওয়ায় অভিনন্দন

চখাম

Thanks……….

oshonko donnobad ….. excellent tune,

onekdin por valo ekta tune porlam

Level 0

Nice tune Boss…

ami already use kora shuru kore disi download kore nilam R 10 QR( 200 taka) dia webcam ekta nilam oita dia darun chalaitesi software ta.

হাসান ভাই দারুন একটা জিনিস আপনি আমাদের উপহার দিলেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমারা পরবর্তীতে ও আপনার কাছ থেকে এমন পোস্ট আশা করি।

ধন্যবাদ
এডমিন
http://www.muktolikha.com

ধন্যবাদ আপনাকে চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ একটি টিউন উপহার দেওয়ার জন্য।

যুবায়ের ভাই আপনার টিউনের মাঝখানে অনধিকার চর্চা হলে মাফ চাই………..কিছুদিন আগে বিশেষ একটা প্রজেক্ট এর জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় তখন অল্প খরচে কিভাবে সিসি ক্যামেরা ব্যাবহার করা যায় সেটা নিয়ে চিন্তা করতে গিয়ে কয়েকটা মজার সমাধান পেয়ে যাই আপনার টিউন দেখে মনে হল আরো বাড়তি কয়েকটা অপশন যোগকরা হলে টিউনাররা হয়তো আরো একটু বাড়তি সুবিধা পাবে আপনি চাইলে বাড়তি ফিচার গুলো আপনাকে মেইল করতে পারি এবং ফিচার গুলো আপনার পছন্দ হলে এই টিউনে আপডেট করে দিতে পারেন এবং টিউনের সম্পূর্ন ক্রেডিট আপনারই থাকবে । ভাইয়া ভাল থাকবেন ধন্যবাদ

    @সোহানা চৌধুরী ইলমা: হুম মেইল করতে পারেন। এখানে
    [email protected]

      @রমজান: @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): অসাধারণ, ধন্যবাদ হাসান ভাই।
      email settings টা করতে পারিনাই । একটু হেল্প দরকার । SMTP port Number ta ki?
      Outgoing SMTP SERVER & Security কি ? এটার জন্য কি রাউটার এর প্রয়োজন আছে ?

ধন্যবাদ যুবায়ের ভাই আগামী কাল সকালের মধ্যে মেইল পেয়ে যাবেন ।

@ হাসান যোবায়ের (আল-ফাতাহ্)
Can I add voice in videos?

@সোহানা চৌধুরী ইলমা: এখানে মেইল করতে পারেন।
[email protected]

দারুণ লাগলো…….. । ধন্যবাদ হাসান যোবায়ের ভাইকে…..

ভাইরে, পুরাই অস্থির একটা পোস্ট। শেয়ার করার জন্য থেঙ্কু..

এডভান্স ইউজার যারা আছেন iSpy সফটওয়ার ব্যাবহার করতে পারেন। আমি এটি ব্যাবহার করেছি। অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ইমেজ ক্যাপচারিং করা যায়। সফটওয়ার টি Highly Customizable. এটি ফ্রী এবং Open source. 32 bit ও 64 bit দুটোই আছে।
Download link
http://www.ispyconnect.com/download.aspx

Level 0

tune ta sundor hoise, but amar mone hoy na keu besi din eta use korbe, 2 din use korlei shok mite jabe.

ভাল লাগলো ! শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসাধারণ, ধন্যবাদ হাসান ভাই।
email settings টা করতে পারিনাই । একটু হেল্প দরকার । SMTP port Number ta ki?
Outgoing SMTP SERVER & Security কি ? এটার জন্য কি রাউটার এর প্রয়োজন আছে ?

+++++++++

টিউন করার অপশন টি কেন জানি হারিয়ে গেল বুঝতে পারছিনা। আর ০৩/১২/১৩ এর পরের নতুন কোন টিউনও দেখতেছিনা এর মুল কারন কি?

খুব ভাল যে…….. কিন্তু প্রবলেম আছে। যারা পত্রিকা পড়ুয়া তারা এখানে যেতে পারেন এখানে

পোষ্টটা দারুণ । কিন্তু ইন্সটল করার পর সেটিংস হচ্ছে না । আর ভিডিও টিউটোরিয়াল টাও ওপেন হচ্ছে না ।