গোয়েন্দা শব্দটা শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চ ভাব শরীরে চলে আসে। ছোট বেলায় যখন তিন গোয়েন্দা পড়েছি তখন নিজেকে কিশোর পাশা ভাবতেই ভাল লাগতো। সেটা বাস্তবে সম্ভব না হলেও কিছুটা গোয়েন্দাগিরির স্বাধ মিটাতে পারে আপনার ওয়েবক্যাম।
কি নড়েচড়ে বসেছেনতো? তাহলে শুনুন আসল কাহিনি।
আজকে সম্পুর্ন ব্যতিক্রম একটা সফটওয়্যারের কথা জানাব। এই আজিব সফটের কাজ হলো আপনার ওয়েবক্যামকে সিসি ক্যামেরাতে রুপান্তর করা অর্থাৎ ওয়েবক্যামকে গোয়েন্দাগিরিতে নিয়োগ করা।
কি এখনও বুঝেন নাই? তাহলে ক্লিয়ার করেই বলছি।
ধরেন আপনি আপনার ওয়েবক্যামকে আপনার ঘরের দরজার দিকে ফিট করে দিলেন। মানে আপনি জানতে চাচ্ছেন আপনার অজান্তে ঘরে কে ঢুকে তা জানা। যদি এমন হয় কেউ ঐ দরজা দিয়ে ঘরে ঢুকলো আর তখনি আপনার সেট করা শব্দ কম্পিউটারে বাজতে শুরু করলো। বা আপনাকে মেইল করে সতর্ক করে দেওয়া হলো। তাহলে কেমন হয়? শুধু তাই নয় আপনার সিলেক্ট করে দেয়া চেহারাও এটা সনাক্ত করতে পারবে।
কি ভাবছেন এটা কি করে সম্ভব? খুব সম্ভব। শুধু মাত্র আপনার চেষ্টাটাই আসল।
ছবি: ShutterStock
এখন বলি কি ধরনের ওয়েবক্যাম সাপোর্ট করবে। কি ভয় পেয়ে গেলেন নাকি? যদি আপনার ওয়েবক্যাম সাপোর্ট না করে? তাহলে শুনুন কোন ভয় নেই। সব ধরনের USB পোর্টের ওয়েবক্যাম সাপোর্ট করবে। শুধু তাই নয় ল্যাপটপের বিল্ট ইন ওয়েবক্যামও সাপোর্ট করবে। 😀 কি খুশিতো?
ওয়েবক্যামতো গেল। এবার সফটওয়্যার? হ্যা সফটওয়্যরের নাম হলো Vitamin D। তবে এটি বর্তমানে Sighthound কোম্পানি এটি কিনে নেওয়ায় এর নাম এখন Sighthound। তবে কিছুটা দুঃখের কথা হলো অনেক খুজেও প্রো ভার্শন করার কোন পথ পেলাম না। :(কিন্তু তাতে কি? হয়তো আমাদের কথা চিন্তা করে কোম্পানি ফ্রি ভার্শনের সুযোগ করে দিয়েছে। 😀 😀
নাম ফ্রি ভার্শন হলে কি হবে কাজ কিন্তু জটিল। তবে ফ্রি ভার্শনে শুধু মাত্র একটা ওয়েবক্যাম গোয়েন্দাগিরিতে নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ একাধিক ওয়েবক্যাম ব্যবহার করা যাবে না। বাকি সব মোটামুটি ঠিক আছে।
ডাউনলোড করা ফাইলে ডাবল ক্লিক করে ইন্সটল করা শুরু করুন।
তারপরের ধাপে free Starter Edition এ ক্লিক করে যান।
এখন আপনার ওয়েবক্যামের সেটিংস ঠিক করে দিন। (Tools > Add Camera)
যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে টেস্ট উইন্ডো আসবে।
এখন আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। যেমন Home, Backyard ইত্যাদি। (Tools > Edit Camera Location)
সর্বশেষে finish এ ক্লিক করুন।
আরও বিস্তারিত জানতে দেখতে পারেন এই টিউন। অনেক বিস্তারিত বলা আছে।
ম্যাকেও সাপোর্ট করে।
Rule Editor থেকে খুশি মতো আপনার সেটিংস ঠিক করে দিন।
আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ধন্যবাদ ধন্যবাদ