কেউ যদি আপনার ছবি এবং নাম দিয়ে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাহলে যেভাবে Report করবেন

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

এরকম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন যে কারো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিক, প্রোফাইল নাম ব্যবহার করে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারপরিচিতদের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে অথবা বিভিন্ন ধরনের সাহায্য চাওয়া হয়েছে, আবার কেউ কেউ তার নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে খারাপ ছবি, ভিডিও এরকম কিছু আপলোড করছে। এখন কখনো যদি আপনার পরিচিত কোন ফেসবুক ফ্রেন্ড আপনার কাছে কোন ধরনের সাহায্য, টাকা এরকম কিছু চায় তাহলে আপনার উচিত হবে সরাসরি তার সাথে কথা বলা। আপনি প্রয়োজনে তাকে মেসেঞ্জারে কল দিতে পারেন, তাতে তার ভয়েছ শুনে আপনি বুঝতে পারবেন যে সে আসল নাকি নকল, অথবা আপনি থাকে WhatsApp এ তাকে কল দিতে পারেন। যেভাবেই হোক আপনাকে আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার কাছে যে ব্যক্তি টাকা চেয়েছে অথবা কোন সাহায্য চেয়েছে সে ব্যক্তি আসলেই অরিজিনাল তার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কারণ অনেক সময় দেখা যায় যে হ্যাকাররা কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ইনবক্স চেক করে পরিচিত মানুষের কাছে টাকা চায় তাই এসব ক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে আগে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তারপর তাকে সাহায্য করবেন।

কারো নামে কোন ফেক অ্যাকাউন্ট তৈরি করলে সেটা বুঝা আপনার জন্য একেবারেই সহজ। এসব অ্যাকাউন্টে তেমন কোন ছবি, ভিডিও আপলোড করা থাকে না। অ্যাকাউন্ট নতুন হলে আগের আপলোড করা টিউন থাকবে না, এবং সে যে বার বার ছবি আপলোড করবে একজনের এর ছবি ম্যানেজ করা ও কষ্ট সাধ্য। আপনি যদি তাদের ফ্রেন্ড লিস্ট ও একটু চেক করেন তাহলেও দেখবেন যে তাদের ফ্রেন্ড লিস্ট ফেক ফেক ফ্রেন্ড দিয়ে লোড হয়ে আছে।

এখন এমন ও হতে পারে যে আপনার নিজের ছবি দিয়ে ও কেউ একজন আপনার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছে, এরকম যদি কখনও খুঁজে পান তাহলে আপনার কি করণীয় তা আলোচনা করব আজকের এই টিউনে।

কেউ যদি আপনার ছবি দিয়ে এবং নাম ব্যবহার করে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাহলে যা করণীয়

১. প্রথমে আপনার ছবি দিয়ে এবং নাম ব্যবহার করে যে অ্যাকাউন্ট খুলা হয়েছে সেই অ্যাকাউন্টের প্রোফাইল ওপেন করবেন।

২. তারপর প্রোফাইলের ডান পাশে থাকা ৩টি ডট পাবেন এটার উপর ট্যাপ করবেন।

৩. একেবারে নিচে পাবেন এই অ্যাকাউন্টের প্রোফাইল লিংক, এটার উপর ক্লিক করে প্রোফাইল লিংক কপি করে নিবেন।

৪. এবার উপরে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন Report Profile এটার উপর ক্লিক করবেন।

৫. এবার আপনার সামনে কয়েকটি অপশন শো হবে এখানে একটু নিচে একটি অপশন পাবেন Fake Profile এটার উপর ট্যাপ করবেন।

৬. এখন সবার উপরে একটি অপশন পাবেন Who Or What Is It Pretending To Be? Me এটার উপর ক্লিক করবেন।

৭. এবার এখানে নিচে একটি অপশন পাবেন Submit এটার উপর ট্যাপ করলেই এই অ্যাকাউন্ট এর উপর একটি অভিযোগ হয়ে যাবে।

৮. এখন সমস্যা হল আপনি একাই রিপোর্ট করলে ফেসবুক ধরে নিবেন যে এটা ফেক অ্যাকাউন্ট বিষয়টা কিন্তু এরকম না। এই বিষয় নিয়ে অনেক মানুষকে কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এরকম Report করতে হবে।

৯. এখন আপনাকে আপনার অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

১০. তারপর আপনি যে ফেক অ্যাকাউন্ট এর লিংক কপি করেছেন এটা আপনার অরিজিনাল ফেসবুকে অ্যাকাউন্টে টিউন করবেন, তাতে করে আপনার ফেসবুক ফ্রেন্ডরা Report করবে এই ফেক অ্যাকাউন্ট।

এভাবে ফেসবুকের কাছে অনেক গুলো অভিযোগ হলে ফেসবুক অফিসিয়ালি ভাবে এই ফেক অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে।

শেষ কথা

কেউ যদি আপনার নামে আপনার পরিচয় দিয়ে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু এটা অনেক বড় একটি সমস্যা, তাই আপনার সাথে যদি এরকম কখনও হয়ে থাকে তাহলে এভাবে Report করে দিবেন, শুধু আপনি একা রিপোর্ট করলে হবে না, অনেক জন মিলে রিপোর্ট করতে হবে যাতে ফেসবুক বুঝতে পারে যে এই অ্যাকাউন্ট আসলেই ফেক। এখন আপনি যদি কারো অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টের উপর এভাবে রিপোর্ট করেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না, কারণ ফেসবুক আপনার রিপোর্টের উপর শুধু ভিত্তি করবে তারা ও যাচাই বাছাই করবে।

আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও পরবর্তী কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 93 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস