আসসালামু আলাইকুম, আশাকরি মহান রবের দয়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
ফেসবুকের ফ্রেন্ডলিস্টে আমাদের অনেক অনেক ফ্রেন্ড রয়েছে কিন্তু তারা কি আসলেই আমাদের ফেসবুক ফ্রেন্ড? ফেসবুকে ফেসবুক ফ্রেন্ড অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কোন ফ্রেন্ড না থাকে তাহলে কি আপনি ঠিক মতো ফেসবুক ব্যবহার করতে পারবেন? আমি মনে করি পারবেন না। আমাদের ফেসবুকে এমন অনেক ভুয়া ফ্রেন্ড রয়েছে, আমরা যখন ফেসবুকে কোন ধরনের টিউন করি তারা কি আমাদের লাইক দেয়, টিউমেন্ট করে অথবা শেয়ার করে? আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থেকেও যারা আপনার টিউনে লাইক, টিউমেন্ট, অথবা শেয়ার করে না আমি মনে করি তাদেরকে খুঁজে বের করে আনফ্রেন্ড করা উচিত। এখন আপনি কীভাবে বুঝবেন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থেকেও কারা আপনার ফেসবুক টিউনে কোন লাইক, টিউমেন্ট করে না, তার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
১. প্রথমেই চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে।
২. প্লে স্টোর ওপেন হয়ে গেলে উপরে থাকা সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করবেন।
৩. আমার এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন Uninstall এবং Open, কিন্তু আপনার ফেসবুকে যদি আপডেট লেখা আসে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুককে আগে আপডেট করে নিবেন।
৪. এখন আপনি আপনার Facebook অ্যাপ ওপেন করে নিবেন।
৫. Facebook অ্যাপ ওপেন হয়ে গেলে আপনার প্রোফাইল পিক এর উপর ট্যাপ করবেন।
৬. আপনার ফেসবুক প্রোফাইল ওপেন হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন See All Friends একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ করবেন।
৭. See All Friends এর উপর ট্যাপ করা পরে আপনার ফেসবুকের সকল ফ্রেন্ড লিস্ট আপনার সামনে চলে আসবে, এখানে ডান পাশে Manage একটি অপশন দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন।
৮. See All Friends এর উপর ট্যাপ করা পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখানে সবার উপরে একটি অপশন পাবেন Least Interacted With এটার উপর ক্লিক করে দিবেন।
৯. এবার আপনার সামনে এমন সকল ফ্রেন্ড দের লিস্ট চলে আসবে যারা আপনার ফেসবুকে কোন লাইক, টিউমেন্ট করে না এবং আপনিও তাদের ফেসবুকে কোন লাইক, টিউমেন্ট করেন না।
১০. আপনি যদি চান এই ফ্রন্ড গুলো-কে আনফ্রেন্ড করবেন তাহলে তাহলে ডান পাশে থাকা Unfriend এ ক্লিক করে দিবেন। আর যদি চান একসাথে সবাইকে আনফ্রেন্ড করবেন তাহলে উপরে ডান পাশে একটি অপশন পাবেন Select Multiple এটার উপর ট্যাপ করবেন।
১১. এবার ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার অপশন গুলো চলে এসেছে, এখন বাছাই করে করে আনফ্রেন্ড করতে পারবেন।
ফেসবুকে আমরা কাউকে ফ্রেন্ড করি সে আমাদের ফেসবুক টিউনে লাইক, টিউমেন্ট করবে অথবা আমরা তার ফেসবুক টিউনে লাইক টিউমেন্ট করব, কিন্তু বিষয়টি যদি এরকম হয় যে কেউ আমাদের ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু সে আমার ফেসবুক টিউনে লাইক, টিউমেন্ট করে না এবং আমিও করি না তাহলে ফেসবুক ফ্রেন্ড করার প্রয়োজনটা কি? আমি মনে করি এরকম ফ্রেন্ড না রাখাটাই উত্তম, এরকম ফ্রেন্ড আনফ্রেন্ড করে নতুন করে ফ্রেন্ড করলে ভালো হয়, তাতে পরিচিত অনেকেই নতুন করে ফ্রেন্ড হতে পারবেন।
আশাকরি আজকের টিউন সবার উপকারে আসবে। এরকম আরো টিউন পেতে টেকটিউনস এর সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, ভালো থাকুন সবাই, খোদা হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.